নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
শিল্পকর্মঃ সুরভি।
আমার মায়ের খুব শখ ছিলো-
তাঁর চার ছেলের মধ্যে একজন সরকারী চাকরি করুক। আমাদের চার ভাইয়ের কখনই সরকারী চাকরি করার ইচ্ছা ছিলো না। তবু আমি মাকে খুশি করার জন্য ভাবলাম করি সরকারি চাকরি। সরকারি চাকরি পাবার আশায় লেখাপড়ায় খুব মন দিলাম। দিন রাত পড়তে পড়তে জব গাইড পুরো মুখস্ত করে ফেললাম। ফলাফল শূন্য। মায়ের ইচ্ছা পূরন করতে পারলাম না। পোড়া কপাল আমার। আমি মাকে স্যরি বলেছি। মা বলেছেন, ব্যাপার না বাবা। বেঁচে থাক এই দোয়া করি। তুই কি পরিমান পরিশ্রম করলি সব আমি দেখেছি। ভাগ্যে নাই সরকারি চাকরি। এখন তো দেখছি বেসরকারি চাকরিও ভাগ্যে নাই। আজিব! কিন্তু আমি খুশি। ভবিষ্যৎ পৃথিবী হবে তথ্য নির্ভর। যার কাছে যত তথ্য থাকবে সে তত উন্নত হবে। আমি তথ্য সংগ্রহ করে যাচ্ছি।
১৯৪১ সালঃ
# বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃ্ত্যু হয়।
# সর্বপ্রথম জীপ গাড়ি যুদ্ধ ক্ষেএে ব্যবহৃত হয়।
১৯৪২ সালঃ
# গান্ধীর নেতৃত্বে ব্রিটিশদের বিরুদ্ধে ভারত ছাড় আন্দোলন শুরু হয়।
# এডিনবরায় প্রথম স্কেটিং ক্লাব পেতিষ্ঠিত করেন।
# বিশ্বের সবচেয়ে খ্যাতিমান মুষ্টিযোদ্ধা মুহম্মদ আলী মার্কিন যুক্তরাষ্টে জন্ম গ্রহন করেন।
১৯৪৩ সালঃ
# দুর্ভিক্ষে জয়নুল আবেদীন ধারাবাহিক ভাবে দুর্ভিক্ষের একাধিক চিএ স্কেচ করেন।
# হাওয়ার্ড ষ্টাউন্টন আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা শুরু করেন।
১৯৪৪ সালঃ
# এইকিন কম্পিউটার আবিষ্কার করেন।
১৯৪৫ সালঃ
# কবি নির্মলেন্দু গুনের জন্ম।
# অবিভক্ত বাংলায় প্রথম প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়।
# পটুয়াখালিতে রাখাইনদের জনসংখ্যা ছিল ২৫,০০০ জন।
# পারমানবিক বোমা আবিষ্কার হয়।
# হিটলার প্রচন্ড হতাশায় নিজের'ই গুলিতে আত্নহত্যা করেন। (৩০,এপ্রিল)
# ক্লার্ক ভবিষৎদ্বানী করেছিলেন- কৃএিম প্রান সৃষ্টি হবে ২০৬০ সালের মধ্যে।
# অমরত্ব ঘটবে ২০৯০ সালে।
১৯৪৬ সালঃ
# যুদ্ধাপরাধীদের বিচারের লক্ষ্যে জার্মানির নুরেমবুর্গ শহরে গঠিত হয়, 'নুরেমবুর্গ ট্রাইবুনাল'।
# সাম্প্রদায়িক দাঙ্গার কারনে বাংলাদেশের অনেক অবস্থাপন্ন হিন্দু পরিবার ভারতে চলে যায়।
# UNESCO প্রতিষ্ঠিত হয়। (৪ নভেম্বর)
১৯৪৭ সালঃ
# বাংলা দ্বিখন্ডিত হয়।পূর্ব পাকিস্তান নামে।
# ভারত স্বাধীনতা লাভ করে। (১৫,আগষ্ট)
# ইংরেজরা বিদায় নেয়।
# ঢাকা মেডিকেল কলেজ নাসিং ইনষ্টিউট প্রতিষ্ঠিত হয়।
# বাংলার প্রথম মহিলা পএিকা 'বেগম' কলকাতা থেকে প্রকাশিত হয়। (২০জুলাই)
১৯৪৮ সালঃ
# তাবলীগ জামাত বাংলাদেশে সর্বপ্রথম হজরত মাওলানা ইউসূফ এর উপস্থিতিতে ঢাকার কাকরাইল মসজিদে স্বল্প সংখ্যাক লোক নিয়ে যাএা শুরু করে।
# সেপ্টেম্বর মাসে জিন্নাহ মৃত্যুবরন করেন।
# দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর ইংরেজরা প্যালেষ্টাইনকে ইহুদিদের হাতে তুলে দেয়।
# ঢাকায় চারুকলা ইনষ্টিটিউট স্থাপিত হয়।
# বাংলাদেশে আনসার বাহিনী প্রতষ্ঠিত হয়।
# ধীরেন্দ্রনাথ দও বাংলাভাষা কে রাষ্টভাষা করার দাবী করেন।কিন্তু উর্দু কে পাকিস্তানের রাষ্টভাষা বলে ঘোষনা দেওয়া হয়।
১৯৪৯ সালঃ
# বাংলাদেশ আওয়ামীলীগ প্রতিষ্ঠিত হয়। (২৩ জুন)
'# বাংলাদেশ অবজার্ভার' ঢাকা থেকে প্রথম প্রকাশিত একটি ইংরেজী দৈনিক পএিকা। (১১ মার্চ) রাশিয়া পৃ্থিবীর দ্বিতীয় পারমানবিক অস্রধারী দেশ হয়ে উঠে।
# চীনে প্রথম কুংফু'র প্রতিযোগিতা মূলক খেলা অনুষ্ঠিত হয়।
# চীনে প্রজাতান্তিক বিপ্লব ঘটে।
১৯৫০ সালঃ
# চিরস্থায়ী বন্দোবস্ত এর বিলোপ সাধনের পর পুন্যাহ উৎসব বিলুপ্ত হয়ে যায়।
# আদমজী জুটমিল স্থাপিত হয়।
# ঢাকা শহরে লোক সংখ্যা ছিল প্রায় ৫ লক্ষ।
# মাদার তেরেসা মিশনারী অব চ্যারিটিজ প্রতিষ্ঠিত হয়।
# মংলা বন্দর প্রতিষ্ঠিত হয়। (১,ডিসেম্বর)
# তাইওয়ান জাতিসংঘের সদস্য পদ লাভ করে।
# অর্গন ন্যাশনাল ল্যাবরেটরী বিদ্যুত উৎপাদন শুরু করে।
# ইষ্ট বেঙ্গল ষ্টেট অ্যাকুইজিশন অ্যাক্ট- এর অধীনে জমিদারি প্রথার বিলোপ ঘটে।
১৯৫১ সালঃ
# রাজীব গান্ধি নিহত হন। (২১ মে)
# মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা শুরু হয়।
# প্রথম বানজ্যিকভাবে সফল কম্পিউটারের আর্বিভাব হয়।
# বাংলাদেশ পাট গবেষনা ইনষ্টিটিউট প্রতিষ্ঠিত হয়।
# জে.এল.পিয়ার্সন সর্বপ্রথম কার্যকর সৌরকষ উৎপাদন করে।
# পূর্ব পাকিস্তানে কার্পেট তৈরির কাজে ৬৭৪ টি এন্টার প্রাইজ ছিল।
১৯৫২ সালঃ
# ভিকারুননিসা নুন স্কুল ও কলেজ ঢাকার বেইলী রোডে প্রতিষ্ঠিত হয়।
# আশরাফ আলী থানবীর 'বেহেশতী জেওর' বাংলায় অনুবাদ প্রকাশিত হয়।
# বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বীজবপন হয়। (২১ শে ফ্রেরুয়ারী মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে)
# ভারত সরকারের তও্বাবধানে পঞ্জিকার সর্বশেষ সংস্কার করা হয়।
# হাইড্রোজেন বোমার বিস্ফোরন ঘটায় আমেরিকা।
# ওয়াক্সম্যান টেট্রাসাইক্লিন আবিষ্কার করেন।
# লিবিয়া স্বাধীনতা লাভ করে।
১৯৫৩ সালঃ
# রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
# দৈনিক পঐিকা 'ইওেফাক' আন্তপ্রকাশ করে।
# নেপালি শেরপা তেনজিং প্রথম পা রাখেন হিমালয়ের পর্বত চূড়ায়। (২৯ মে)
# ঢাকায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী প্রতিষ্ঠিত হয়।
# বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি একটি কর্মসূচী চালু করে।
# প্রথম বিশ্ব শিশু দিবস উদযাপিত হয়। (৫ অক্টোবর)
# হলি ফ্যামিলি হাসপাতাল আধুনিক চিকিৎসা ব্যাস্থার সুএপাত ঘটায়।
১৯৫৪ সালঃ
# প্রথম থাইল্যান্ড থেকে তেলাপিয়া মাছ প্রবর্তন করা হয়।
# মতিঝিল এলাকাকে বানিজ্যিক এলাকা হিসেবে চিহ্নিত হয়।
# নিউ মাকেট নির্মান সম্পন্ন হয়।
# ঢাকা ষ্টক এক্সচেঞ্জ চালু হয়।
১৯৫৫ সালঃ
# বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয়।
# বাংলাদেশে প্রথম গ্যাস ক্ষেএটি আবিষ্কৃত হয়।
# পথের প্যাঁচালি প্রথম পদর্শিত হয়। (সত্যজিৎ রায় পরিচালিত।)
# বিজ্ঞানী আইনষ্টাইন মারা যান।
# চট্রগ্রামে বন গবেষনা ইনষ্টিটিউট প্রতিষ্ঠিত হয়।
# গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুক (এক প্রকাশনা প্রতিষ্ঠানের নাম) প্রতি বছর বার্ষিকী হিসাবে সারা পৃ্থিবীর শ্রেষ্ঠ সংবাদ সংকলন প্রকাশ করে আসছে।
# ধানমন্ডি এলাকাটিকে একটি পরিকল্পিত আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলা হয়।
# বুলবুল ললিতা কলা একাডেমী ঢাকায় প্রতিষ্ঠিত হয়।
# ডিজনি ল্যান্ড এর উদ্বোধন করা হয়।
১৯৫৬ সালঃ
# পূর্ব বঙ্গের নাম পূর্ব পাকিস্তান করা হয়।
# মুখ ও মুখোশ বাংলাদেশের প্রথম সবাক চলচিএ।
# বাংলাভাষা কে মর্যাদা দেওয়া হয়। (২৩ মার্চ)
# একটি ছবি মুক্তির মাধ্যমে বাংলাদেশে চলচিএের যাএা শুরু হয়।
১৯৫৭ সালঃ
# ওসামা বিন লাদেন এর জন্ম। (সৌদী আরব)
# বাংলাদেশে অরথম গ্যাস উওোলন করা হয়।
# রাশিয়ান স্পুটনিক মহাশুন্য নিক্ষিপ্ত হয়।
# রকেটের সাহায্যে কৃএিম উপগ্রহের মহাশুন্যে সম্ভব হয়েছে।
১৯৫৮ সালঃ
# সামরিক আইন জারি হয় সমগ্র পাকিস্তানে।
# এফ.ডি.সি প্রতিষ্ঠিত হয়।
# NASA প্রতিষ্ঠিত হয়।
১৯৫৯ সালঃ
# বিদুৎ উন্নয়ন বোর্ড পি ডি বি এর যাএা শুরু হয়।
# ঢাকায় একটি বৃহৎ মসজিদ প্রতিষ্ঠার উদ্দেশ্যে বায়তুল মোকারম সোসাইটির নামে একটি সমিতি গঠন করা হয়।
১৯৬০ সালঃ
# বাংলাদেশে নিউক্লিয়ার চিকিৎসা শুরু হয়।
# দিদার সমবায় সমিতি প্রতিষ্ঠিত হয়। (কুমিল্লা)
# এিপুরার রাজার জমিদারি এলাকার নতুন নাম করন হয় কুমিল্লা।
# বাংলা একাডেমী পুরুস্কার প্রদান করা হয়।
# মেঘনা নদীর মোহনায় নোয়াখালির মাঝিরা 'নিঝুম দ্বীপ' আবিস্কার করেন।
# ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ বাংলা এলাডেমীতে যোগদান করেন।
# ব্রাসিলিয়া নগর প্রতিষ্ঠিত হয়।
# ইন্দোনেশিয়ায় প্রশাসনিক পরিবর্তন শুরু হয়।
২৩ শে মে, ২০২১ বিকাল ৪:১৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ২৩ শে মে, ২০২১ দুপুর ২:০০
আমি সাজিদ বলেছেন: এইসব তথ্য সামনে কাজে আসবে না। মানুষের মগজ এখন তথ্য ধারণ না করে তথ্যের প্রয়োগ নিয়ে ব্যস্ত।
২৩ শে মে, ২০২১ বিকাল ৪:১৫
রাজীব নুর বলেছেন: সহমত।
৩| ২৩ শে মে, ২০২১ দুপুর ২:৪০
রবিন.হুড বলেছেন: তথ্যবহুল পোস্ট তবে রাজীব গান্ধীর মৃত্যুর সাল ১৯৫১ নয়। ১৯৯১ সালের ২১ মে বোমা হামলার মাধ্যমে তাকে চেন্নাইতে হত্যা করা হয়। https://bn.wikipedia.org/wiki/
২৩ শে মে, ২০২১ বিকাল ৪:১৬
রাজীব নুর বলেছেন: ওনেক ধন্যবাদ জনাব।
৪| ২৩ শে মে, ২০২১ বিকাল ৩:৫৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Information technology
২৩ শে মে, ২০২১ বিকাল ৪:১৮
রাজীব নুর বলেছেন: জ্বী।
দোহারের এমপি কে?
৫| ২৩ শে মে, ২০২১ বিকাল ৪:২৪
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে সরকারী চাকুরী পাওয়া মানে জাতির ক্ষতি করার লাইসেন্স পাওয়া ও মানুষের টাকায় নিজ পরিবারের জন্য কাজ করার সুযোগ।
২৩ শে মে, ২০২১ বিকাল ৪:২৭
রাজীব নুর বলেছেন: চরম বলেছেন।
বিনা দ্বিধায় এরকম সত্য আর তো কেউ বলে না।
৬| ২৩ শে মে, ২০২১ বিকাল ৪:৩০
মরুভূমির জলদস্যু বলেছেন: আমি কোনো দিন চাকুরির জন্য চেষ্টাই করি নাই।
কারণ চাকুরি পাওয়া এবং কাচুরি করার মতো কোনো যোগ্যতাই আমার ছিলো না।
২৩ শে মে, ২০২১ বিকাল ৪:৩৯
রাজীব নুর বলেছেন: এটা আপনার ভুল ধারনা।
চাকরি করলে জানতেন, দেখতেন- কত অগা, মগা, জগা বড় বড় পদে বসে আছে। কোনো যোগ্যতা নেই।
৭| ২৩ শে মে, ২০২১ রাত ৮:৪৪
ঢাবিয়ান বলেছেন: পোস্ট পড়ি নাই। খালি সুরভী ভাবীর শিল্প কর্ম দেখে বিমোহিত হলাম। চমৎকার রান্না করেন, ঘর সংসারের কাজ করেন, বাচ্চাদের সামলান আবার কি সুন্দর শিল্প কর্মও করেন।
২৩ শে মে, ২০২১ রাত ১১:৩৫
রাজীব নুর বলেছেন: সব মেয়েরাই এগুলো কম বেশি করে থাকে।
©somewhere in net ltd.
১| ২৩ শে মে, ২০২১ দুপুর ১:০৪
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: চমৎকার তথ্য বহুল পোস্ট।