নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

He Comes, Comes, ever comes....

২৪ শে মে, ২০২১ বিকাল ৪:৫৪

ছবিঃ আমার তোলা। স্থানঃ পদ্মানদী। ক্যামেরাঃ নাইকন। সময়ঃ দুপুর দুইটা। মাসঃ বৈশাখ।

১। আপনি যদি জীবনে কারও কাছে কৃতজ্ঞ থাকতে চান তবে একজন ভালো লেখকের কাছে কৃতজ্ঞ থাকুন।

২। আমাদের বই পড়তেই হবে, কেননা, বই পড়া ছাড়া সাহিত্যচর্চার উপায়ন্তর নেই। ধর্মের চর্চা চাইকি মন্দিরের বাইরেও করা চলে, দর্শনের চর্চা গুহায়, নীতির চর্চা ঘরে, এবং বিজ্ঞানের চর্চা ল্যাবটরীতে কিন্তু সাহিত্যের চর্চার জন্য চাই লাইব্রেরি। সাহিত্য চর্চা মানুষে কারখানাতেও করতে পারে না, চিড়িয়াখানাতেও নয়।

৩। যখন সাপ জীবিত থাকে তখন সে পিঁপড়া খায়, আর সাপ যখন মরে যায় তখন পিঁপড়ারা তাকে খায়। খায় নাকি?

৪। একটা সুন্দর জীবন আপনা থেকেই তৈরী হয় না। তৈরী হয় প্রতিদিনের প্রার্থনা, সততা, নম্রতা, ধৈর্য্য এবং পরিশ্রমের মাধ্যমেই।

৫। একবার নাসিরুদ্দিন হোজা দেখলো, এক লোক পথের ওপর বসে আছে খুব বিমর্ষ হয়ে। কী হয়েছে জিজ্ঞেস করতেই লোকটি বললো, তার অনেক ধন-সম্পত্তি। খাওয়া-পরা নিয়ে কোনো ভাবনা নেই। কিন্তু তার কিছুই ভালো লাগে না। জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। ঘর-বাড়ি, স্ত্রী-সন্তান কোনোকিছুই আর তাকে আকর্ষণ করে না। এ অস্থিরতা সইতে না পেরে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছে সে।

হোজা মনোযোগ দিয়ে শুনলেন। হঠাৎ কিছু না বলেই পাশে রাখা লোকটির কাপড়ের বোচকা নিয়ে দিলেন এক ছুট এবং নিমেষে হয়ে গেলেন চোখের আড়াল। বিস্ময়ের ঘোর কাটতেই লোকটিও পিছু ধাওয়া করলো। কিন্তু হোজাকে পায় কে? অনেকদূর যাওয়ার পর রাস্তার ওপর এক জায়গায় বোচকাটি রেখে গাছের আড়ালে অপেক্ষা করতে লাগলো হোজা। এদিকে ছুটতে ছুটতে ক্লান্ত অবসন্ন উদ্বিগ্ন লোকটি যখন এখানে এসে তার বোচকা খুঁজে পেলো, আনন্দে চিৎকার করে সে বলে উঠলো, পেয়েছি! পেয়েছি! এইতো আমার বোচকা। বহুদিন সে এত খুশি হতে পারে নি। হোজা আড়াল থেকে হেসে বললেন, দুঃখ বিলাসীদের এভাবেই শায়েস্তা করতে হয়।

৬। বল বীর -
বল উন্নত মম শির!
শির নেহারি আমারি, নত-শির ওই শিখর হিমাদ্রীর!


আজ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মদিন।
নজরুল বাংলা ভাষায় সর্বাধিক 'হামদ-নাত' এর রচয়িতা। ইরানের কবি হাফিজ আর ওমর খৈয়ামের যতজন 'কবি' অনুবাদক আছেন তার মধ্যে নজরুল একমাত্র মূল ফারসী থেকে অনুবাদ করেছেন, বাকী সবাই ইংরেজীর থেকে।

৭। রফিক সাহেব এবং লীনা বেগমের ৪টা ছেলে আছে। প্রত্যেকটা ছেলের আবার ১টি করে বোন আছে। তাহলে বলুন তো ঐ ফ্যামিলিতে কত জন বাস করে?

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০২১ বিকাল ৫:০১

শোভন শামস বলেছেন: সুন্দর ছবি, লিখে যান

২৪ শে মে, ২০২১ বিকাল ৫:০৫

রাজীব নুর বলেছেন: হ্যাঁ অবশ্যই।

ভালো থাকুন।

২| ২৪ শে মে, ২০২১ বিকাল ৫:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ৩। যখন সাপ জীবিত থাকে তখন সে পিঁপড়া খায়, আর সাপ যখন মরে যায় তখন পিঁপড়ারা তাকে খায়। খায় নাকি?
সাপে পিঁপড়া খায় নাকি? জানা ছিলো না।

৭ নাম্বার উত্তর
রফিক সাহেব এবং লীনা বেগমের = ২ জন
তাদের ৪টা ছেলে = ৪ জন
তাদের ১টি মেয়ে = ১ জন
রফিক সাহেবের বোন = ১ জন
মোট ৮জন বাস করে।

২৫ শে মে, ২০২১ রাত ১২:৫১

রাজীব নুর বলেছেন: আপনি নিশ্চিত?

৩| ২৪ শে মে, ২০২১ বিকাল ৫:২১

চাঁদগাজী বলেছেন:



আজ কবির জন্মদিন।
কবি নজরুলের জাতির ৫০ ভাগ মানুষ জানেন না, উনি কি লিখেছিলেন, কেন লিখেছিলেন, কবিতাতে কি থাকে!

২৫ শে মে, ২০২১ রাত ১২:৫৪

রাজীব নুর বলেছেন: জাতি দূর্নীতিতে ব্যস্ত। জাতি নিজের আখের গুছাতে ব্যস্ত।

৪| ২৪ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৫৮

কামাল১৮ বলেছেন: সক্রেটিস কোন গুহায় বসে ধ্যান করতেন?
সাপকে ব্যাঙ খেতে দেখেছি পিঁপড়া খেতে দেখিনি।
নজরুলের গানের আরো প্রচার হওয়া দরকার।

২৫ শে মে, ২০২১ রাত ১২:৫৭

রাজীব নুর বলেছেন: ১। হেরা গুহা নয় এটাতে আমি নিশ্চিত।
২। আমিও দেখি নি।
৩। সহমত।

৫| ২৫ শে মে, ২০২১ রাত ২:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: রফিক সাহেব এবং লীনা বেগম স্বামী-স্ত্রী হলে ৮ জন। স্বামী-স্ত্রী না হলে ৯ জন।

২৫ শে মে, ২০২১ দুপুর ২:৫৩

রাজীব নুর বলেছেন: একবার বলছেন ৮ জন। আবার বলছেন ৯ জন। ঠিক করে বলুন। আপনি কাছাকাছি আছেন।

৬| ২৫ শে মে, ২০২১ রাত ৮:৪২

কেমিক্যাল বাবু বলেছেন: ৭ নাম্বার উত্তর ৭ জন
রফিক সাহেব এবং লীনা বেগম = ২ জন
তাদের ৪টা ছেলে = ৪ জন
তাদের ১টি মেয়ে = ১ জন
মোট ৭ জন বাস করে।

২৬ শে মে, ২০২১ রাত ১২:৫৮

রাজীব নুর বলেছেন: আপনি নিশ্চিত?

৭| ২৬ শে মে, ২০২১ সকাল ৭:৫১

কেমিক্যাল বাবু বলেছেন: হা,এটাই সঠিক উত্তর।

২৭ শে মে, ২০২১ রাত ৩:৪৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

২৭ শে মে, ২০২১ রাত ৩:৫০

রাজীব নুর বলেছেন: আপনি সঠিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.