নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
মেজাজ অত্যাধিক খারাপ।
সুরভিকে বলেছিলাম দুপুরে গরুর মাংস রান্না করো। সে গরুর মাংস রান্না করেছে। কিন্তু সাথে পেঁপে দিয়েছে। গরুর মাংস কেউ পেঁপে দিয়ে খায়? অন্তত আমি খাই না। আমি কাঁচা পেঁপে, পাকা পেঁপে কিছুই খাই না। খেতে বসে ইচ্ছা করলো- সব কিছু ছুড়ে মেরে ফেলে দেই। আমি ভদ্রলোকের সন্তান এসব করতে পারি না। সুরভিকে বললাম, আমি মাংস খাবো না। তুমি আমাকে একটা ডিম ভেজে দাও। সুরভি বলল, তুমি বেছে বেছে মাংস খাও। পেঁপে খেতে হবে না। সুরভির কথায়- আমার রাগ আরো বাড়লো। তবু চুপ করে থাকলাম। বললাম, না আমাকে ডিম ভেজে দাও। সাথে একটা শুকনা মরিচও ভেজে দিও।
পোড়া কপাল আমার!
গরুর মাংশ আমার বিশেষ পছন্দ। মাংসের বদলে খেলাম ডিম ভাজি দিয়ে ভাত। সাথে অবশ্য ডাল ছিলো। পাটশাক ভাজি ছিলো। সুরভি কোন আক্কেলে মাংস পেঁপে দিয়ে রান্না করলো- আমি ভেবে পাই না। ওর তো বুঝা উচিত ছিলো- এইভাবে রান্না করলে আমি খাবো না। আমি অন্য জিনিস। এদিকে বুয়া আসে না। ঈদ শেষ হয়ে গেছে প্রায় দুই সপ্তাহ হতে চললো। কিন্তু বুয়ার কোনো খোজ নেই। তিন বালতি কাপড় জমেছে। সুরভি এক বালতি কাপড় ভিজিয়েছে। আমাকে বলল, তুমি কাপড় ধুয়ে দাও প্লীজ। রাগে আমি দাঁত কিরমির করলাম। আমার জীবনে আমি কোনো দিন কাপড় নি। কাপড় কিভাবে ধুতে হয় আমি জানি না।
আন্দাজে এক বালতি কাপড় ধুলাম।
আমার হাত পুরো সাদা হয়ে গেছে। মা কোনো দিন আমাকে কাপড় ধুতে দেয় নি। বিছানার চাঁদর, জানালার পর্দা। কত ভারি। এসব ধোঁয়া আমার পক্ষে সম্ভব? সেই অসম্ভব কাজটাই করলাম। ছাদে গিয়ে ধোঁয়া কাপড় গুলো মেলে দিলাম। আমার ইচ্ছা করলো- দূরে কোথাও চলে যাই। অন্তত দশ দিনের জন্য। এই দশ দিন কারো সাথে কোনো যোগাযোগ করবো না। মোবাইল থাকবে অফ। তাহলে সুরভির একটা শিক্ষা হয়। মাঝে মাঝে শিক্ষা না দিলে তো সমস্যা। ছোট কন্যা ফাইহার জন্য শিক্ষা দিতে পারলাম না। সুরভি বলল, কাপড় আমি ধুয়ে ফেলতাম। কিন্তু আমার ঠান্ডা লাগলে ফাইহা'র ঠান্ডা লাগবে। তাই তোমাকে ধুতে বলেছি। যাই হোক, দুপুরে ভাত খেতে পারো নি। রাতে কি মোরগ পোলাউ রান্না করবো?
কয়েকদিন ধরে আরাম করে ঘুমাতে পারছি না।
চারটার দিকে বিছানায় যাই। কারন ভোরের দিকে আমার বেশ আরামের ঘুম আসে। আমি বিছানায় যাওয়া মাত্র ফাইহার ঘুম ভেঙ্গে যায়। আজিব! সে মুখ দিয়ে নানান রকম শব্দ করতেই থাকে। এক জায়গায় স্থির থাকে না। সে সারা বিছানায় পা দিয়ে লেছরে লেছরে ঘুরে বেড়ায়। আমার কাছে এসে পা দিয়ে আমাকে গুতো দিতেই থাকে। হাত দিয়ে খামচি দেয়। যে পর্যন্ত তাকে কোলে না নিবো- সে রকম বিরক্ত করতে থাকবেই। এদিকে আমার চোখে ঘুম। আমার ঘুমের দরকার আছে। আমি তো মানুষ। সুরভি মটকা মেরে দেয়ালের দিকে পাশ ফিরে ঘুমে। মনে মনে বলি- শান্তি নাই। আমার শান্তি নাই। সংসারের মায়রে বাপ।
কন্যাকে কোলে নিই।
কন্যা হেসে উঠে। কন্যার হাসি ভালো লাগে। কন্যাকে নিয়ে বারান্দায় যাই। আকাশ ফর্সা হতে শুরু করেছে। কন্যা আকাশের দিকে তাকিয়ে থাকে। আমিও আকাশের দিকে তাকিয়ে থাকি। গান গাই। আমার কন্যা আবার গান খুব ভালোবাসে। যে কোনো গান সুর করে গাইলেই কন্যা খুশি। আমার গান শুনতে শুনতে কন্যা ঘুমিয়ে যায়। কন্যাকে বিছানায় শুইয়ে দেই। ঘুমন্ত কন্যার কপালে একটা চুমু খাই। তারপর কন্যার পাশে আমিও গুটিসুটি মেরে শুয়ে থাকি। এবং মুহুর্তের মধ্যে ঘুমিয়ে যাই। ঘুমের মধ্যে অদ্ভুত সব স্বপ্ন দেখি। একটা সাদা ঘোড়ায় চড়ে কোহেকাফ নগর যাচ্ছি।
২৫ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:৪১
রাজীব নুর বলেছেন: না পারি না।
তবে চেষ্টা করলে অবশ্যই পারবো।
২| ২৫ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:১৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এটা আগেও পোস্ট করেছিলেন।
আমি ছাত্র খারাপ।
কিন্তু ভুলোমন নই।
সহজে ভুলে যাই না।
আফাসোস!
২৫ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:৪০
রাজীব নুর বলেছেন: বড় ভাই এই লেখাটা আজকে লিখেছি। একেবারে নতুন লেখা। পুরোনো লেখা হলে, পোস্টে লিখে দিতাম রিপোস্ট।
৩| ২৫ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:১৯
চাঁদগাজী বলেছেন:
সুরভী চেষ্টা করছে, আপনাকে সুস্হ রাখতেে; বাংগালী উপায়ে রান্না-করা গরুর মাংস বেশী খেলে হায়াত কমে যাবার কথা।
২৫ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:৪২
রাজীব নুর বলেছেন: চাষের মাছ, ফার্মের মুরগী ভালো লাগে না। তাই গরুর মাংসটা একটু বেশি খাই।
৪| ২৫ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:১৯
কামাল১৮ বলেছেন: জমিদাররা জমিদারী হারিয়েছে কিন্তু রাগটুকু হারায় নি।পুরুষ মানুষের রাগ থাকা ভালো,এটাও একটা পুরুষতান্ত্রিক কথা।পেঁপে দিলে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়।সহানুভূতি জানাতে পারলামনা এইজন্য দুঃখিত।
২৫ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:৪৫
রাজীব নুর বলেছেন: রাগ আমাদের বংশগত।
আমাদের সবার খুব রাগ। রাগ করে মাটিতে বসে ভাত খাই, এই টাইপ আর কি।
সুরভি ভালো করেই জানে পেপে আমি খাই না। সেই মানুষ কি করে পেপে দিয়ে রান্না করে
!!
৫| ২৫ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:৫৮
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
অথচ দেখেন, গরু মাংশের সাথে পেঁপে আমার বিশেষ পছন্দ। আবার দশ বছর বয়স হতে আমার কাপড় আমিই ধুই, অন্যকেউ ধুলে পছন্দ হয় না। মোটামুটি মাছ মাংশ সবই রান্না করতে পারি।
২৫ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:৫৯
রাজীব নুর বলেছেন: আপনার বউ ভাগ্যবতী হবেন।
৬| ২৫ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:০৮
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
এজন্যই বিয়ে করতে মন সায় দেয় না। আমি মুক্ত থাকতে ভালোবাসি। রিয়ে একটা দায়িত্ব, একটা অতিরিক্ত চাপ, টেনশন। বাড়ি হতে অবশ্য চাপ দিচ্ছে, ছোট চাচার ফোন ধরি না। ফোন করে ঐ বিয়ের কথা।
বাইদ্যাওয়ে, পাটশাক ভাজি কি আসলেই ছিল, নাকি নির্মলেন্দু গুণের কাছ থেকে নেয়া?
২৬ শে মে, ২০২১ রাত ১২:৫৩
রাজীব নুর বলেছেন: বিয়ে করে ফেলুন। দরকার আছে।
হ্যাঁ পাটশাক ছিলো।
৭| ২৫ শে মে, ২০২১ রাত ৯:৫১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
প্রচুর পরিমাণে গাছ না লাগালে বাংলাদেশের খবর আছে।
প্রতি বছর কমপক্ষে ২০ কোটি গাছ লাগানো দরকার।
সেই সাথে পরিচর্যা ও করা দরকার।
ঢাকা শহরে কয়টি গাছ আছে?
২৬ শে মে, ২০২১ রাত ১২:৫৪
রাজীব নুর বলেছেন: আপনি দেশে আসুন। ১০০ একর জমি কিনুন। তারপর আপনি আর আমি মিলে গাছ লাগাবো।
৮| ২৬ শে মে, ২০২১ দুপুর ১২:৪৫
আমি সাজিদ বলেছেন: ফাইহার জন্য ভালোবাসা। একটা ওয়াশিং মেশিন কিনে আনেন। এখন এটা দরকারী।
২৭ শে মে, ২০২১ রাত ৩:৪৫
রাজীব নুর বলেছেন: টাকা নাই।
৯| ২৬ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:২৬
জহিরুল ইসলাম সেতু বলেছেন: সুখ-আনন্দ, রাগ-অভিমান, ভালবাসার খুনসুটি এসব নিয়ে বেশ ভালই আছেন রাজীব নুর ভাই। জেনে খুব ভাল লাগলো।
(সামুতে অনিয়মিত আছি দীর্ঘ দিন।) ফাইহা মামনির কথা শুনে খুব ভাল লাগলো। অনুভূতির নতুন মাত্রায় ক্রমশঃ সুন্দর জীবনবোধ ও স্বাদ জাগাবে আদরের ফাইহা। শুভকামনা।
২৭ শে মে, ২০২১ রাত ৩:৪৭
রাজীব নুর বলেছেন:
ফাইহার বড় বোন পরী।
১০| ২৭ শে মে, ২০২১ রাত ৮:৩৬
জহিরুল ইসলাম সেতু বলেছেন: পরী মামনি জন্যও অনেক ভালবাসা।
২৮ শে মে, ২০২১ রাত ১২:৪১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন। দুই কন্যার জন্য দোয়া করবেন।
©somewhere in net ltd.
১| ২৫ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:০১
নতুন বলেছেন: আপনি নিজে রান্না করতে পারেন?