নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

তোমার পায়ের পাতা সবখানে পাতা

২৫ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:০০



আজ নজরুলকে নিয়ে ব্লগে অনেক লেখা এসেছে।
সবাই'ই ভালো লিখেছেন। বুঝা যায় কবির প্রতি ব্লগারদের ভালোবাসা রয়েছে। আমাদের জাতীয় কবি। তাই ভালোবাসা থাকাটাই স্বাভাবিক। ব্লগারগন লিখে লিখে কবির প্রতি ভালোবাসা প্রকাশ করছেন। সবার লেখা দেখে এবং পড়ে আমারও ইচ্ছা করলো কবিকে নিয়ে দুই চার লাইন লিখি। মানুষের প্রতি মানুষের ভালোবাসাই পারে সকল সমস্যার সমাধান করে দিতে। সম্পূর্ণ অপরিচিত একজন মানুষের প্রতি অন্য একজন অপরিচিত মানুষের ভালোবাসা দেখলে আনন্দে চোখ ভিজে উঠে। মানুষের সবচেয়ে বড় অস্ত্র'ই হচ্ছে- ভালোবাসা। ভালোবাসার জয় হোক।

আপনারা কি জানেন-
কবি নজরুল প্রতিদিন কমপক্ষে ৭০ থেকে ৮০ টা পান খেতেন। খুব আড্ডা দিতে পছন্দ করতেন। প্রতিটা আড্ডায় তিনি গান গাইতেন। লোকজন তাঁর গান মুগ্ধ হয়ে শুনতেন। একবার কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথের চেয়ে বড় কবি বলায়, নজরুল এক ব্যক্তির মাথা ফাটিয়ে দিয়েছিলেন। কি ঘটনা বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হওয়ার মতোই ঘটনা।

কাজী নজরুল ইসলামের প্রথম বিখ্যাত কবিতা 'বিদ্রোহী'।
সাপ্তাহিক 'বিজলি'তে প্রকাশিত হয়। ঐ সংখ্যাটি বেরুবার দিন নজরুল সম্পাদক অবিনাশ চন্দ্র ভট্রাচার্যের কাছ থেকে চার কপি কাগজ নিয়ে বললেন, 'গুরুজী'র কাছে নিয়ে যাচ্ছি'। গুরুজী মানে দি গ্রেট রবীন্দ্রনাথ ঠাকুর। নজরুল চলে গেলেন। পরের দিন এসে সে কাহিনী শোনালেন সবাইকে। খুবই মজার কাহিনী। হা হা হা---

নজরুল তার বাড়িতে গিয়ে গুরুজী গুরুজী বলে চেচাতে থাকেন।
ওপর থেকে রবীন্দ্রনাথ বললেন, কী কাজী অমন ষাড়ের মতো চেচাচ্ছ কেন? কী হয়েছে?
নজরুল বললেন- আপনাকে হত্যা করবো। গুরুজী আপনাকে হত্যা করবো।
রবীন্দ্রনাথ বললেন- হত্যা করবো, হত্যা করবো কি, এসো, উপরে এসে। বোস।
নজরুল বললেন, হ্যাঁ সত্যিই আপনাকে হত্যা করবো।
রবীন্দ্রনাথ বললেন আগে বোস- চা পান খাও।

নজরুল রবীন্দ্রনাথের সামনে দাঁড়িয়ে দুই হাত নেড়ে নেড়ে 'বিদ্রোহী' কবিতাটি শোনালেন।
রবীন্দ্রনাথ স্তব্ধ বিস্ময়ে নজরুলের মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে উঠে কাজীকে জড়িয়ে ধরে বুকের মধ্যে টেনে নিয়ে বললেন- হ্যাঁ, কাজী তুমি আমায় সত্যিই হত্যা করবে। আমি মুগ্ধ হয়েছি তোমার কবিতা শুনে। তুমি যে বিশ্ববিখ্যাত কবি হবে তাতে কোনও সন্দেহ নেই।

'নজরুল ইসলাম সম্বন্ধে তোমাদের মনে যেন কিছু সন্দেহ রয়েছে। নজরুলকে আমি 'বসন্ত' গীতিনাট্য উৎসর্গ করেছি এবং উৎসর্গপত্রে তাকে 'কবি' বলে অভিহিত করেছি। জানি, তোমাদের মধ্যে কেউ কেউ এটা অনুমোদন করতে পারো নি। আমার বিশ্বাস, তারা নজরুলের কবিতা না পড়েই এই মনোভাব পোষণ করেছ। আর পড়ে থাকলেও রূপ ও রসের সন্ধান করো নি, অবজ্ঞা ভরে চোখ বুলিয়েছ মাত্র।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৪১

চাঁদগাজী বলেছেন:




শতকরা ৪০ ভাগ বাংগালী জানেন না যে, উনি কি লিখেছেন; উনার পা দিয়ে কি করবেন?

২৬ শে মে, ২০২১ রাত ১২:৪৬

রাজীব নুর বলেছেন: জানেন না এবং জানার চেষ্টা করেনও না।

২| ২৫ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

কবি নজরুল
করিয়াছ ভুল।
দাড়ি না রাখিয়া
রাখিয়াছ চুল।

আজকের দিনে হলে উনি অবশ্যই দাড়ি রাখতেন।

২৬ শে মে, ২০২১ রাত ১২:৪৭

রাজীব নুর বলেছেন: দাঁড়ি কোনো সমস্যা না। দাঁড়ি নিয়ে চিন্তা করবে ধার্মিকেরা।

৩| ২৫ শে মে, ২০২১ রাত ৯:০৪

কামাল১৮ বলেছেন: বেঁচে ছিলেন অনেক দিন কিন্তু লেখক জীবন খুব ছোট।তার মধ্যে গানই বেশি কবিতা বা অন্যান্য লেখা তুলনামূলক অনেক কম।যদি সচল থাকতেন তবে জাতিকে অনেক কিছু দিতে পারতেন, সেই প্রতিভা তার ছিল।

২৬ শে মে, ২০২১ রাত ১২:৪৮

রাজীব নুর বলেছেন: সহমত।

৪| ২৫ শে মে, ২০২১ রাত ৯:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

প্রচুর পরিমাণে গাছ না লাগালে বাংলাদেশের খবর আছে।
প্রতি বছর কমপক্ষে ২০ কোটি গাছ লাগানো দরকার।
সেই সাথে পরিচর্যা ও করা দরকার।
ঢাকা শহরে কয়টি গাছ আছে?

২৬ শে মে, ২০২১ রাত ১২:৪৯

রাজীব নুর বলেছেন: গাছ লাগাতে হবে। হবেই। এর কোনো বিকল্প নাই।

৫| ২৫ শে মে, ২০২১ রাত ৯:৫৫

বিদ্রোহী সিপাহী বলেছেন: গুরুজি উনার গুরুজির কাছে যাবেন এটাই শিক্ষা। নজরুল প্রেম ও দ্রোহের শ্রেষ্ঠ সম্ভার।

২৬ শে মে, ২০২১ রাত ১২:৫০

রাজীব নুর বলেছেন: নজরুলকে সবার জানতে হবে। বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মের।

৬| ২৬ শে মে, ২০২১ রাত ১২:৫৮

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




যারকাছে ভালোবাসা আছে, মানুষ তো তাকে ভালোবাসবেই। মানুষ বলতেই মানুষ কবিতাটার কথা মনে পরে গেল। এভাবে মানুষের কথা কে বলেছে বলুন তো?? বিদ্রোহী কবিতা তার একরাতের সাধনা, এর পেছনে একটা মজার ঘটনা আছে। আচ্ছা বিদ্রোহীর কথা রাখেন,, মানুষ, কুলি মজুর, পাপ, নারী, ধুমকেতু.... কোনটা রেখে কোনটা বাদ দেবেন বলেন তো!! আবার প্রেমিকার কাছে লেখা চিঠিতে তার ভালোবাসা না পাওয়ার কথা, তার ভাষণ কোনটা রেখে কোনটা বাদ দেবেন বলুন তো!

২৭ শে মে, ২০২১ রাত ৩:৪৫

রাজীব নুর বলেছেন: শেষ কথা হলো- কাজী নজরুল গ্রেট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.