নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আমার একটা আম গাছ আছে।
আম গাছটা ছাদে ড্রামের মধ্যে। আমি খুবই যত্ন নিই নিয়মিত। রোজ দুইবেলা পানি দেই। আগাছা পরিস্কার সপ্তাহে দুই দিন। এ বছর গাছে প্রচুর মুকুল হয়েছিলো। প্রচুর। এত মুকুল হয়েছে যে গাছের পাতা দেখা যেত না। তারপর মুকুল থেকে আম হলো। প্রচুর আম। আমি আম দেখে মুগ্ধ! কিন্তু আমার ভাগ্য খারাপ। আম গুলো একটু বড় হতেই ঝরে পড়তে থাকলো। প্রতিদিন ১০/১২ টা করে আম পড়লো। আমি আমি সন্ধ্যায় আমি গুলো কুড়িয়ে নিয়ে আসতাম। খুবই মন খারাপ হতো আমার।
এরপর শুরু হলো কালবৈশাখী ঝড়।
৪/৫ বার ঝড় হয়েছে। অবাক ব্যাপার ঝড়ে কোনো আম পড়েনি। পুরো গাছ ঝড়ে দুলেছে, কিন্তু আম একটাও পড়েনি। এখন গাছে সব মিলিয়ে প্রায় ৪/৫ কেজি আম হবে। আম গুলো এখনও গাছে আছে। অলরেডি আম গুলো পাকতে শুরু করেছে। পুরোপুরি পেকে গেলে আমি গুলো সংগ্রহ করবো। তবে এই আম আমি খাবো না। কারন আমি শুধু হিমসাগর আম খাই। অন্য কোনো আম খাই না। সুরভি আবার সব জাতের আম খায়। ভাত দিয়ে খায়, মুড়ি দিয়ে খায়। জুস বানিয়ে খায়। এমনি এমনি খায়।
আমরা বাজার থেকে আম কিনি।
৬০ থেকে ৮০ টাকা কেজি। তবু মনে করি আমের দাম বুঝি বিক্রেতা বেশি রেখেছে। মোটেও বেশি না। আমি আম গাছ লাগিয়ে বুঝেছি, কত শ্রম দিতে হয়। সময় দিতে হয়। যত্ন নিতে হয়- তারপর ফল পাওয়া যায়। একটা আম মুকুল থেকে বড় হতে অনেক সময় লাগে। আর আমরা একটা আম হাতে নিয়ে মুহুর্তের মধ্যে খেয়ে ফেলি। একবারও ভাবি না- এই আমের পেছনে শ্রমের কথা। শুধু আম কেন সব ফল'ই এমনি এমনি হয় না। তার পেছনে অনেক শ্রম দিতে হয়েছে। কৃষকদের শ্রদ্ধা করা উচিত।
আজ সারা দিনই আকাশ মেঘলা-মেঘলা।
ছাদে গিয়েছি আম গুলো দেখতে। প্রতিদিন আমাকে ৫/৬ বার ছাদে যেতে হয়। কারন যদি কেউ আম গুলো চুরী করে নিয়ে যায়। আশে পাশের সব গুলো বাড়ি লাগানো। কেউ এক এক ইঞ্চি জায়গাও ছাড়েনি। মাঝে মাঝে রাত ২/৩ টা বাজেও ছাদে গিয়েছি। কারন পাশে বাসায় কিছু বদ পোলাপান আছে। রাতে গাজা খায় ছাদে উঠে। যাই হোক, আমার ছাদে আম গাছ ছাড়াও, পেয়ারা আর লেবু গাছ আছে। এ বছর লেবু হয় নি। তুবে পেয়ারা গাছে বেশ পেয়ারা ধরেছে।
ছাদে আমার গাছ গুলোতে প্রচুর পাখি আসে।
দোয়েল, শালিক আর চড়ুই। আরো কয়েকটা পাখি আসে, নাম জানি না। কিচির মিচির করে খুব। আমি মাঝে মাঝে পাখিদের খাবার দেই। আজ ছাদে গিয়ে দেখি একটা ফড়িং। সাথে সাথে মোবাইলে ফড়িং টার ছবি তুলতাম। যাই হোক, আমি বলব, আপনারাও ছাদে নানান রকম ফলের গাছ লাগান। নিজের হাতে লাগানো গাছ, সেই গাছের ফল। দারুন আনন্দের ব্যাপার। আমার যদি কিছু জায়গা জমি থাকতো- আমি মন ভরে গাছ লাগাতাম। সেই গাছের যত্ন নিতাম। ফলও পেতাম আবার প্রকৃতিরও উপকার হতো।
২৭ শে মে, ২০২১ রাত ১২:২৪
রাজীব নুর বলেছেন: আমি আমার গাছ গুলোর সাথে কথা বলি। আমি অনুভব করি- ওরা আমার কথা গুলো বুঝতে পারে।
২| ২৬ শে মে, ২০২১ রাত ১১:০২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাজারে দুধ পাওয়া গেলে কষ্ট করে গাভী
লালন পালনের ঝক্কি কে নিতে চায়ন!
আমি বাজর থেকে আম কিনি, এখন আম
খুব সহজলভ্য! ৬০/৭০ টাকা হলেই ভালো
জাতের এক কেজি আম পাওয়া যায়। ৩০/৪০
টাকা কেজি দরেও আম কিনি যা একটু টক,
একটু মিষ্টি। দুপুরের খরতাপে এ আম খুবই
আরাম দেয়!
২৭ শে মে, ২০২১ রাত ১২:২৫
রাজীব নুর বলেছেন: টক আম আমি খাই না। দাঁত টক হয়ে যায়।
আমার মনে হয়- হিমসাগর ই বেস্ট।
৩| ২৬ শে মে, ২০২১ রাত ১১:০৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: এই ছবি কি এই মৌসুমের? এবারের আমের খবর কি?
২৭ শে মে, ২০২১ রাত ১২:২৬
রাজীব নুর বলেছেন: জ্বী এই মৌসুমের। ছবি গুলো আজই তুলেছি।
৪| ২৬ শে মে, ২০২১ রাত ১১:৩৭
ইসিয়াক বলেছেন:
২৭ শে মে, ২০২১ রাত ১২:২৬
রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।
৫| ২৭ শে মে, ২০২১ রাত ১২:৩২
কামাল১৮ বলেছেন: ঢাকায় ছাদ বাগান ছাড়া উপায় নাই।সামনে পিছনে কোন জায়গা খালি রাখে না।বাড়ির সামনে বাগান এটা এখন স্বপ্নের মতো হয়ে গেছে।হিমসাগর আম গাছের চারা,আম সহ কিনতে পাওয়া যায়।যাতে সন্দেহ না থাকে যে হিমসাগর আমের গাছ কি না।
২৭ শে মে, ২০২১ রাত ২:০৬
রাজীব নুর বলেছেন: হিমসাগর তো আর ড্রামে হবে না।
৬| ২৭ শে মে, ২০২১ রাত ১২:৩৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
আম গাছ করে বুঝতে পেরেছেন বাজারে আমের দর আসলেই কম। সত্যি বলতে আমের দর এতোটা কম হওয়া উচিত নয়। অনেক কষ্টের ফলন। আপনার আম গাছ নিয়ে অভিজ্ঞতা বেশ ভালো লেগেছে।
২৭ শে মে, ২০২১ রাত ২:০৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৭| ২৭ শে মে, ২০২১ রাত ২:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন: বাহ!! ফলনতো ভালই হয়েছে!! শুভকামনা রইলো, অভিনন্দনও।
আজকে আমি নাগরি থেকে গাছ পাঁকা-কাঁচা-পাঁকা আমি কিনে এনেছি গাছ থেকে পারিয়ে। প্রতি কেজি ২০ টাকা।
আমার নিজের কয়েকটি আমগাছ আছে। এবার আধ বস্তা কাঁচা আর বেশ কিছু পাঁকা আম এনেছি। আরো এক বস্তা হবে গাছে আছে। ঐখানকার লোকজনই খায়। যা নিয়ে আসি তা বোন আর বন্ধদের বাড়িতে দেই।
২৭ শে মে, ২০২১ রাত ৩:৩৮
রাজীব নুর বলেছেন: আরও কিছু গাছ লাগান। সব ফলের গাছ লাগাবেন।
৮| ২৭ শে মে, ২০২১ রাত ২:০৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমার এতো বড় মন্তব্য উত্তর: - ধন্যবাদ!
২৭ শে মে, ২০২১ রাত ৩:৪৪
রাজীব নুর বলেছেন: সত্য কথা বলি- সন্ধ্যা থেকে মাথা ব্যথা শুরু হয়েছে। আমার আবার একবার মাথা ব্যথা শুরু হলে ৭/৮ ঘন্টা থাকে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মার্কেট এ মার্কেটে ঘুরেছি। সন্ধ্যার পর গিয়েছি মাছের বাজারে। এরপর শুরু হয়েছে মাথা ব্যথা।
একটু আগে এক কাপ চা খেলাম। তবু ব্যথা কমছে না। ব্যথা নিয়ে তো ঘুমও আসবে না। কিন্তু আমার ঘুমের দরকার আছে। আগামীকাল সকালে এক আত্মীয়;র বাড়ি যেতে হবে। কন্যাকে নিয়ে ইনজেকশন দিতে যেতে হবে। গ্যাসের অফিসে যেতে হবে। গ্যাসের বিল দেওয়ার বই শেষ হয়ে গেছে। নতুন একটা বই আনতে হবে। দোতলার এসিতে সমস্যা হয়েছে। মিস্ত্রি আনতে হবে।
৯| ২৭ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৪৮
অনল চৌধুরী বলেছেন: আম্রপালি ভালো আম।
বান্দরবনের পাহাড়ি এলাকায় প্রচুর হয়।
ওখানকার গুলি খেতেও ভালো
২৮ শে মে, ২০২১ রাত ১২:৪১
রাজীব নুর বলেছেন: অভ্যাস হয়ে গেছে তা হিমসাগর ছাড়া অন্য গুলো খাই না।
©somewhere in net ltd.
১| ২৬ শে মে, ২০২১ রাত ১০:৫৮
চাঁদগাজী বলেছেন:
আপনি আম গাছের সাথে আলাপ করবেন, কথা বলবেন, আম পড়বে না।