নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

শেষ বিকেলে মৃত্যু (বুল ফাইট)

২৯ শে মে, ২০২১ রাত ২:৪৫



কী অদ্ভুত, 'মৃত্যু' খেলাকে কেন্দ্র করে!
অসম্ভব রকমের ভয়ংকর এক খেলা, একপক্ষের মৃত্যুতেই কেবল যার ইতি! স্পেনের জাতীয় খেলা বুল ফাইট। গ্রীকরা বুল ফাইটিং এর উদ্ভাবক। স্প্যানিশ'রা বুল ফাইটিং খেলাকে পরিনত করেছে শিল্পে। পশু প্রেমীদের হাজারো আপত্তি উপেক্ষা করেই যুগ যুগ ধরে চলে আসছে বুলফাইট। খুনের উৎসব। সাধারনত শেষ বিকেলেই আয়োজন করা হয়ে থাকে ফাইটের। খেলা শুরুর আগে প্রতিটা পশুকে খুঁচিয়ে খুঁচিয়ে রাগিয়ে দেয়া হয় এবং কোনো খাবার খেতে দেয়া হয় না। খেলা শেষে পশুটিকে হত্যা করা হয়। হত্যার মধ্যে দিয়ে খেলা শেষ হয়।

মানুষ সেই প্রাচীনকাল থেকে মারামারি দেখতে বড্ড পছন্দ করে।
কেন, কে জানে? গত বছর এক জরিপে বলা হয়েছে- ৬৫ শতাংশ জনতা এই নির্দয় খেলাটি আজকাল পছন্দ করে না। বুল ফাইট ওদের জাতীয় খেলা বলা যেতে পারে। যেমন ওরা ফুটবল-পাগল, তেমনি ওরা ষাঁড়ের লড়াইয়ের জন্য বিখ্যাত। গত একমাস ধরে আমি ইউটেবে বার বার ফুল ফাইট দেখছি। আমার মনে হচ্ছে, খেলার নামে ‘বোকা’ পশুকে নিষ্ঠুরতম পন্থায় নিধন করার এই আনন্দোল্লাসকে ‘সভ্যতার অসভ্যতা’ বলা যেতে পারে। আমি ব্যক্তিগত ভাবে এ ধরনের কোন নির্মম খেলা পছন্দ করি না। বহু স্পেনীয়র মতে, বুল ফাইটিং কেবলমাত্র খেলা নয় এটি একটি প্রাচীন ‘শিল্প’।

অতীতে বাংলাদেশে ষাঁড়ের লড়াই একটি প্রসিদ্ধ খেলারূপে প্রচলন ছিল।
লড়াই করার জন্য ষাঁড় গরু আলাদা ভাবে লালন পালন করা হতো। এর দ্বারা হাল চাষ বা অন্য কোন ধরণের কাজ করা হতো না। ষাঁড়টিকে মোটাতাজা করা হতো শুধু লড়াই করার জন্য। শুকনো মৌসুমে গ্রামের বাজারে ঢোল পিটিয়ে ষাঁড়ের লড়াই দেখার আমন্ত্রন জানানো হতো। বুলফাইটিং কি, তা কাউকে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। তবে বুলফাইটিং স্পোর্ট কিনা, তা নিয়ে বহুকাল যাবৎ বিতর্ক চলছে।

স্পেনের ক্যাটালোনিয়া প্রদেশে বুলফাইটিং নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।
প্রতিবেশী দেশ পর্তুগালে বুল ফাইটিং চলে, তবে রক্ত না ঝরিয়ে। একটা ঘটনা বলি- সুদূর আমেরিকা থেকে ২০ বছরের তরুণ বেঞ্জামিন ঘুরতে গিয়েছিল স্পেনে। সেখানে গিয়ে সে যায় ষাঁড়ের সঙ্গে দৌড় বা 'বুল রানিং' দেখতে। তারপর সে ঠিক করে বুল ফাইটিংয়ে অংশ নেবে। সে ঢুকে পড়ে ষাঁড়দের উত্ত্যক্ত করে ছুটতে থাকে। দৌড়নোর নিয়মকানুন সেভাবে জানা ছিল না তার, হঠাত্ই একটা ষাঁড় তাঁর দিকে ছুটে আসে, পালাতে গিয়ে পড়ে যায় সে।

নিজের বাগে পেয়ে উন্মক্ত ষাঁড় বারবার তাকে মাটিতে ফেলে সিং দিয়ে গুঁতোতে থাকে। সেখানে অচৈত্য হয়ে পড়ে সে। কোনও রকম একজন তাঁকে উদ্ধার করে আনে। অনেকেই ভেবেছিলেন এই মার্কিন পর্যটক হয়তো মারা গিয়েছেন। কিন্তু পরে দেখা যায় সে তখনও বেঁচে। ততক্ষণাত্‍ হেলিকপ্টারের মাধ্যমে তাঁকে এক হাসপাতালে ভর্তি করা হয়। সবাই হাল ছেড়ে দিলেও ডাক্তররা শেষ চেষ্টা করেন। প্রায় সাড়ে তিন ঘণ্টা জটিল অপারেশেনর পর তার অবস্থা বিপদমুক্ত হয়। সেই তরুণের সঙ্গে আরও তিন বিদেশী পর্যটক আহত হয়েছিলেন। তাঁরাও সুস্থ আছেন।

স্পেন ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র।
এর রাজধানী মাদ্রিদ। আয়তনের দিক থেকে বিশ্বের ৫১তম দেশ। প্রধান আয় হয় পর্যটন তারপর কৃষিকাজ।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০২১ রাত ২:৫৩

কামাল১৮ বলেছেন: আইন করে বন্ধ করা দরকার এই খেলা।অমানবিক এক খেলা।

২৯ শে মে, ২০২১ রাত ৩:২৪

রাজীব নুর বলেছেন: ইউটিউবে এই খেলাটা দেখুন। ভালো লাগবে।

২| ২৯ শে মে, ২০২১ রাত ৩:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: কতো রকমের পাগল যে আছে দুনিয়ায়!!
বাংলাদেশেও একটা বিভৎস খেলা প্রচলিত আছে।
জব্বারের বলী খেলা।

২৯ শে মে, ২০২১ রাত ৩:২৫

রাজীব নুর বলেছেন: এই খেলা কিন্তু মানুষকে অনেক আনন্দ দেয়।
আমার টাকা পয়সা হলে এই খেলাটা দেখতে যাবো। এবং আমি নিজেও খেলব।

৩| ২৯ শে মে, ২০২১ রাত ৩:০৭

চাঁদগাজী বলেছেন:




স্পেন ও ইতালীকে এই খেলা বন্ধ করার জন্য অনুরোধ করে দেখা দরকার; এগুলো এ যুগের খেলা হওয়া উচিত নয়।

২৯ শে মে, ২০২১ রাত ৩:২৬

রাজীব নুর বলেছেন: মানুষের বিনোদনের দরকার আছে।

৪| ২৯ শে মে, ২০২১ রাত ৩:৩৭

অনল চৌধুরী বলেছেন: ষাড়ের লড়াই নিয়ে আর্নেষ্ট হেমিংওয়ে দ্য সান অলসো রাইসেস নামে একটা বিখ্যাত উপন্যাস লিখেছিলেন।
এটা নিয়ে হলিউডেও ১৯৫৭ সালে ছবি হয়েছে, যেখানে অভিনয় করেছিলেন আভা গার্ডনার।।
১৯৯১ সালে বিটিভি'তে ছবিটা দেখেছিলাম।

২৯ শে মে, ২০২১ রাত ৩:৫৩

রাজীব নুর বলেছেন: মুভিটা অবশ্যই দেখব- যদি নেটে খুঁজে পাই।

৫| ২৯ শে মে, ২০২১ ভোর ৪:০১

অনল চৌধুরী বলেছেন: পুরো ছবিটা ওই মন্তব্যেই দিতে চেয়েছিলাম।
ভুলে বাদ পড়ে গেছে।the sun also rises (1957 film)

২৯ শে মে, ২০২১ বিকাল ৩:৫২

রাজীব নুর বলেছেন: দুই ঘন্টা দশ মিনিটের মুভি। তাঁর উপর আবার রঙ্গিন মুভি।
আজ রাতে দেখব।

৬| ২৯ শে মে, ২০২১ ভোর ৪:৩২

চাঁদগাজী বলেছেন:




আমেরিকায় একই খেলাটা আছে, কিন্তু উহাতে ষাঁড়কে হত্যা/আহত করা হয় না; মানুষ বিনোদন পাচ্ছে।

২৯ শে মে, ২০২১ বিকাল ৩:৫৩

রাজীব নুর বলেছেন: হ্যাঁ আমি এটাই বলেছে। ষাড়কে হত্যা করা হবে না।
জাস্ট বিনোদনের জন্য খেলাটা হবে।

৭| ২৯ শে মে, ২০২১ সকাল ৯:১২

নূশাদা বলেছেন: বিনোদনের কত বিচিত্রিতা পৃথিবী জুড়ে।

২৯ শে মে, ২০২১ বিকাল ৩:৫৪

রাজীব নুর বলেছেন: একদিন এরকম হবে- জঙ্গলে মানুষকে ছেড়ে দেওয়া হবে- তারপর বলা হবে তুমি পালাও। তোমাকে ধরতে পারলে গুলি করে মারা হবে।

৮| ২৯ শে মে, ২০২১ সকাল ১০:০৭

আলমগীর সরকার লিটন বলেছেন: আসলেই এক অদ্ভুত বিষয়ে পোষ্ট করেছেন রাজীব দা

২৯ শে মে, ২০২১ বিকাল ৩:৫৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

৯| ২৯ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

কোরবানির নামে লাখ লাখ পশু হত্যা করে পূণ্য অর্জনের নামের উৎসব করাটাও কিন্তু এক ধরনের বিকৃত কাজ।
অথচ প্রতিবছরই আমরা এই জঘন্য কাজটি করে যাচ্ছি স ওয়াব হাসিলের উদ্দেশ্যে।

৩০ শে মে, ২০২১ রাত ২:৩৪

রাজীব নুর বলেছেন: সহমত।

১০| ৩০ শে মে, ২০২১ ভোর ৪:৪৬

অনল চৌধুরী বলেছেন: সাহিত্যের চলচ্চিত্র রুপটা কেমন?
হেমিংওয়ে বেশী খুশী হতে পারেননি।

৩০ শে মে, ২০২১ বিকাল ৪:৩৭

রাজীব নুর বলেছেন: আসলে অনেক সাহিত্য চলচিত্রে ফুটিয়ে তোলা সম্ভব হয় না।
যেমন ধরুন বিভূতিভুষন এর গল্প উপন্যাস চলচিত্রে ফুটিয়ে তোলা সম্ভব নয়।

১১| ৩০ শে মে, ২০২১ ভোর ৪:৫৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: চরম অমানবিক ! এক সময় এইধরণের বীভৎস খেলা বন্ধ হবে।
আভা গার্ডনারের দা সান অলসো রাইসেস কিংবা পিয়ার্স ব্রসনানের মেটাডোর দেখতে পারেন।

৩০ শে মে, ২০২১ বিকাল ৪:৩৯

রাজীব নুর বলেছেন: 'পিয়ার্স ব্রসনানের মেটাডোর' এই মুভিটার নাম আগেও শুনেছি। এটা দেখব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.