নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ফালি ফালি করে কাটা অভিমানী চাঁদ

৩১ শে মে, ২০২১ রাত ১:১৯


ছবিঃ আমার তোলা।

১। বাংলা ভাষায় রবীন্দ্রনাথ-জীবনানন্দের মতো কবি এসেছেন।
আরও কত কবি আছে বিশ্বসাহিত্যে, কবির কোনো শেষ নেই, শেষ নেই কবিতারও। তোমাদের মধ্যে কে জোর দিয়ে বলতে পারবে যে সে জীবনানন্দ দাশের চেয়ে ভাল কবিতা লিখতে পারবে? যদি না পারো তাহলে কেন কবিতা লেখা?

২। যদি একটি ফল গাছকে জন্মভূমি থেকে শিকড় সমেত তুলে নিয়ে অন্য দেশে রোপন করা হয়। তবে- হয় গাছটি মারা যাবে, অন্যথায় সে যে ফল দেবে তা স্বভূমিতে দেয়া ফলের মত মোটেই সুস্বাদু হবে না।

৩। মানবের গিরগিটিপনা দেখে আমি আজ বড় ক্লান্ত।
আজ যে মিত্র, কাল সে মরণপণ শত্রু। পরশু আবার জানের মিত্র। মানুষ কি নিজেকে ধোঁকা দ্যায় না অন্যের ধোঁকায় পরে বারবার? বুঝিনা।আসলে বোঝার দরকারও নাই। যে যেভাবে পারে বাঁচুক। আনন্দময় জীবন হলেই হয়!

৪। সিগারেট জিনিসটা খুব খারাপ।
২০১৩ সালে একটা বেনসন সিগারেটের দাম ছিলো ৮ টাকা। আর এখন ১৫ টাকা। হু হু করে সিগারেটের দাম বেড়েই চলেছে।

৫। আপনার সাথে কেউ বেয়াদবি করেছে আপনি খুব রেগে গিয়েছেন। কিন্তু জেনে রাখুন, যে বেয়াদবি করেছে, তাকে আপনি কোন ভাবেই দোষারোপ করতে পারেন না। কারণ সমস্যাটা আসলে আপনার নিজেরই। আপনার পিঠে কেউ ততক্ষণ পর্ন্তত চড়তে পারবে না, যতক্ষণ না আপনি পিঠ নিচু করবেন।

৬। সন্ধ্যায় একজন বিসিএস কর্মকর্তাকে জিজ্ঞেস করলাম, চাঁদের ভৌগলিক অবস্থা কেমন? তিনি বললেন- বরফে ঢাকা। ফের জিজ্ঞেস করলাম- এভারেস্ট আবিষ্কার করেন কে? তিনি বিজ্ঞের হাসি হেসে বললেন, হিলারি ও তেনজিং। আমার অভ্যেস খারাপ, মজা নিতে ছাড়ি না। জিজ্ঞেস করলাম- গাছের প্রাণ আছে কে আবিষ্কার করেন? তিনি তৎক্ষণাৎ উত্তর দিলেন- জগদীশচন্দ্র বসু।
উত্তর তিনটিই ভুল।

৭। এক বোকা লোক কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল, তাকে জিজ্ঞেস করা হল, প্রশ্নটা কী ছিল। যে বললো, প্রশ্ন ছিল গরুর পা কয়টি, আর সে উত্তর করেছিল ৫ টি। বাকি প্রতিযোগীরা কেউ উত্তর দিয়েছিল ৬ টি, কেউ ৭ টি, তার টা কাছাকাছি হওয়াতে তাকেই চ্যাম্পিয়ন করা হল।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০২১ রাত ৩:৪৭

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: :)

৩১ শে মে, ২০২১ বিকাল ৩:৫৪

রাজীব নুর বলেছেন: হুম।

২| ৩১ শে মে, ২০২১ সকাল ৯:৫৫

কামাল১৮ বলেছেন: ১,বর্তমানে যারা কবিতা লিখছেন প্রত্যেকেই আশা করে একদিন সে বড় কবি হবে।সময় বলে দেবে সে কতটা সফল হবে।
২,নতুন যায়গায় গাছটি মরে যেতে পারে , আগের যায়গা থেকে কম স্বাদের বা বেশি স্বাদের ফল হবে পারে।সব রকমের সম্ভাবনা আছে।

৩১ শে মে, ২০২১ বিকাল ৩:৫৯

রাজীব নুর বলেছেন: ১। হ্যাঁ আশাবাদী হওয়া ভালো।
২। সহমত।

৩| ৩১ শে মে, ২০২১ দুপুর ২:১৩

কল্পদ্রুম বলেছেন: বোকার রাজ্যে কম বোকারাই বুদ্ধিমান। ৭ নম্বরটা পড়ে মনে হলো।

৩১ শে মে, ২০২১ বিকাল ৪:৩০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

৩১ শে মে, ২০২১ বিকাল ৪:৩০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.