নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

হিটলারের চিত্রকর্ম

০৩ রা জুন, ২০২১ রাত ৯:৫৯


নাৎসি পার্টির নেতা হিসেবে জার্মানির শাসনভার নেয়ার আগে হিটলার চেয়েছিলেনে একজন সফল চিত্রশিল্পী হতে।

হিটলারের আঁকা চিত্রকর্মগুলোর আসলেই কি কোনো শিল্পমান রয়েছে?
লোকজন বলেছে- হিটলারের আঁকা ছবিগুলো গতানুগতিক। শিল্পের যে একটা ছন্দ থাকে তা ছবি গুলোতে খুব একটা দৃশ্যমান নয়। তাছাড়া রঙের ব্যবহার এবং চিত্রকর্মে দার্শনিক কোনও চিন্তাভাবনার প্রতিফলন দেখা যায় না। যদি হিটলার সেদিন ভিয়েনার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতেন আর চিত্রশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা পেতেন তাহলে তাকে নিয়ে ইতিহাস হয়তো অন্যভাবে লেখা হতো। ১৯৩৯ সালের ৩০ অক্টোবর লাইফ ম্যাগাজিনের এক নিবন্ধে হিটলার সে সময় জার্মানিতে কর্মরত এক ব্রিটিশ রাষ্ট্রদূতকে বলেছিলেন, 'আমি একজন শিল্পী, রাজনীতিবিদ নই। একজন শিল্পী হিসেবেই আমি আমার জীবন শেষ করতে চাই।

১।
হিটলারের আঁকা ছবিগুলোর মধ্যে অন্যতম একটি ছবি।

পৃথিবীর ইতিহাসে ঘৃণিত ব্যক্তি হলেন এডলফ হিটলার।
সরকারী কাস্টমস থেকে অবসর গ্রহণের পর হিটলারের বাবা সপরিবারে অস্ট্রিয়ার লিনতস শহরে চলে আসেন। হিটলারের বাবা ১৯০৩ সালে মারা যান। বাবার রেখে যাওয়া পেনশন ও সঞ্চয়ের অর্থ দিয়েই তাদের সংসার কোনমতে চলতে থাকে। অনেক ভোগান্তির পর ১৯০৭ সালে তার মাও মারা যান ফলে হিটলার নিঃস্ব হয়ে পড়েন। পড়াশোনায় বিশেষ সুবিধা করতে পারেন নি। এক সময় ভিয়েনায় যান। কিন্তু চিত্রশিল্পী হবার স্বপ্ন নিয়ে আবার লিন্‌ৎসে ফিরে আসেন।

২।
হিটলার ভিয়েনার আর্ট অ্যাকাডেমিতে দুইবার পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়েছে। পরীক্ষকরা অদ্ভুত যুক্তি দেখাচ্ছিল যে হিটলার ছবি নাকি সব বিল্ডিং এবং এই রিলেটেড জিনিসের উপরে, কোন ক্রিয়েটিভিটি নাকি নাই।

হিটলার ১৯১৪ সালের দিকে জার্মানির মিউনিখ শহরের সিটি হল ভবনের একটি ছবি জলরংয়ে এঁকেছিলেন। হিটলারের আঁকা চিত্রকর্ম গুলো মাঝারি মানের চিত্রকর্ম। হিটলার ১৯০৫ সাল থেকে ১৯২০ সালের মধ্যে দুই হাজারটি চিত্রকর্ম এঁকেছিলেন। হিটলার তার আত্মজীবনীমূলক বই 'মেইন ক্যাম্ফে' একজন তরুনের চিত্রশিল্পী হয়ে ওঠা এবং ভিয়েনা অ্যাকাডেমি অব ফাইন আর্ট থেকে বারংবার প্রত্যাখ্যাত হওয়ার ঘটনা তুলে ধরেছিলেন।

৩।
শিল্পকলা সম্বন্ধে মোটামুটি জ্ঞানওয়ালা যে কেউ বুঝবে এই ছবিগুলা এমন কোন স্পেশাল কিছু না। আর্ট কলেজের সাধারণ ছাত্ররা এইধরণের কাজ নিয়মিত করে।

হিটলারের প্রেমের ফাঁদে পড়ে ৮জন নারী আত্মহত্যা করেছিলেন!
হিটলার একজন আজীবন দুখী মানুষ। এমন কি সে প্রেম ভালবাসায় সফল হতে পাড়েন নি। ভিয়েনায় থাকার সময়ে নিজের দৈনন্দিন খরচ মেটানোর জন্য বিভিন্ন ব্যক্তির আঁকা ছবি দেখে সেগুলো পোস্টকার্ডের ওপর নকল করতেন। সেসব পোস্টকার্ড বিক্রি করে সংসার চালাতেন। অভাবে অভাবে বড় হয়েছেন।

৪।
একজন শিল্পী কিভাবে এমন নৃশংস হয়!!

হিটলার শৌখিন চিত্রকর ছিলেন।
হিটলার কখনোই কোন কনসেনট্রেশন ক্যাম্পে যাননি, পৃথিবীতে প্রথন ধূমপান বিরোধী ক্যাম্পেইন করেছিলেন তিনি। তিনি সবসময় তার মায়ের প্রতিকৃতি তার কাছে রাখতেন। ১৯৩৯ সালে নোবেল পুরষ্কারের জন্য মনোনীত হয়েছিলেন হিটলার। তিনি কুকুর ভালোবাসতেন। তিনি ছিলেন কঠোর নিরামিষভোজী। তিনি ছিলেন কুসংস্কারাচ্ছন্ন একজন মানুষ।

৫।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০২১ রাত ১০:২৭

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: বিয়ে সম্পর্কে কিছু লিখবেন না?

০৪ ঠা জুন, ২০২১ রাত ১:০৭

রাজীব নুর বলেছেন: এই পোষ্ট শুধু হিটলারের চিত্রকর্ম নিয়ে।

২| ০৩ রা জুন, ২০২১ রাত ১০:৪৩

শূন্য সারমর্ম বলেছেন: হিটলারকে ফাদে ফেলেছিল কে?

০৪ ঠা জুন, ২০২১ রাত ১:০৮

রাজীব নুর বলেছেন: কেউ ফাদে ফেলেনি। সে নিজেই পড়েছে।

৩| ০৩ রা জুন, ২০২১ রাত ১০:৫৮

কামাল১৮ বলেছেন: জনপ্রিয় রাজনৈতিক নেতা ছিল।

০৪ ঠা জুন, ২০২১ রাত ১:০৮

রাজীব নুর বলেছেন: হিটলারের প্রিয় ব্যাক্তিত্ব সম্ভবত চেঙ্গিস খান।

৪| ০৩ রা জুন, ২০২১ রাত ১১:০৫

কামাল১৮ বলেছেন: ছবি ভালো আঁকতেন।গোয়েবলসের পাল্লায় পড়েছিলেন।

০৪ ঠা জুন, ২০২১ রাত ১:০৯

রাজীব নুর বলেছেন: হিটলারের নাম কেউ শ্রদ্ধার সাথে নেয় না।

৫| ০৩ রা জুন, ২০২১ রাত ১১:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: বয়সে অনেকটাই ছোট একজনকে হিটলার মৃত্যুর কয়েকদিন আগে বিয়ে করেন। ততদিনে তার পতন নিশ্চিত; মৃত্যু অবধারিত।সেসব জেনেও মেয়েটি হিটলারকে বিয়ে করেন।তার দূদিন পর নিজের তৈরি বাঙ্কারে একসঙ্গে আত্মহত্যা করেন।ওনার স্ত্রীর নামটি ঠিক মনে পড়ছে না।
আর একটা কথা, হিটলার স্পেশাল একটা ব্রিন্ডের সিগারেট পছন্দ করতেন।তার নামটিও...

০৪ ঠা জুন, ২০২১ রাত ১:০৯

রাজীব নুর বলেছেন: হিটলার সিগারেট নয় চুরুট খেতেন।

৬| ০৪ ঠা জুন, ২০২১ রাত ১২:০৪

ঢাকার লোক বলেছেন: হিটলার ছবিগুলো যে ভালোই এঁকেছিল ছবিগুলোই তার প্রমান ! প্রশংসা না করাটা আমারতো মনে হয় কার্পণ্যই বলা যেতে পারে।
পদাতিক ভাইকে বলছি, হিটলারের স্ত্রীর নাম ছিল ইভা ব্রাউন।

০৪ ঠা জুন, ২০২১ রাত ১:১০

রাজীব নুর বলেছেন: শিল্পবোদ্ধারা বলেছেন, হিটলারের ছবির মান উন্নত নয়।

৭| ০৪ ঠা জুন, ২০২১ রাত ১২:১৩

জহিরুল ইসলাম সেতু বলেছেন: ভাল-মন্দের মিশেল মানুষের মধ্যেই থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফলটা যদি তাঁর পক্ষে আসতো, ইতিহাসটা হয়তো অন্যরকম লেখা হতো। হিটলারের বেশ কিছু ভাল দিক রয়েছে, যেগুলো পশ্চিমা দৃষ্টিতে কখনোই গোচরে আসে না। আমি তাঁর ভাল দিকগুলোকে পছন্দ করি। শ্রদ্ধা করি।
হিটলারের চেয়ে ভয়ংকর অনেকেই পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছেন, অনেকেই তাদের সমর্থন দিচ্ছেন। তাদের প্রতি ঘৃনা প্রকাশের সময়ও একটা সময়ে আসবে, তা অবশ্য আমাদের জীবদ্দশায় নাও হতে পারে। এরা জ্ঞানপাপী। এটা এদেরই যুগ।

যাই হোক, খুব সুন্দর গুছিয়ে লিখেছেন রাজীব নুর ভাই।
হিটলারের শিল্পকর্ম সম্পর্কে আমার কোন ধারণা নেই। আপনার দেয়া চিত্রগুলো দেখে ভাল লেগেছে। প্রতিটি চিত্রই চমৎকার! যে চিত্র মনের যে অনুভূতিতে নাড়া দেয়, অনুভবে দোলা দেয় সে চিত্রই আমার কাছে ভাল চিত্র মনে হয়। এই চিত্রগুলোও তাইই। আমার ভাবনায় যদিও কিছু যায় আসে না, আপনাকে বলতে তো বাধা নেই। ইউরোপের অনেক শিল্পীই এতো ভাল আঁকেননি, তারাও ভাল চিত্রশিল্পীর তালিকায় রয়েছেন।
শুভেচ্ছা আপনাকে।

০৪ ঠা জুন, ২০২১ রাত ১:১১

রাজীব নুর বলেছেন: হিটলারের ভাল দিক গুলো নিয়ে আপনি পোষ্ট দিলে খুশি হবো।

৮| ০৪ ঠা জুন, ২০২১ রাত ১২:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ছবিগুলি দেখে আপনার লেখার প্রথম অংশের সত্যতা বুঝা গেলো

০৪ ঠা জুন, ২০২১ রাত ১:১২

রাজীব নুর বলেছেন: হিটলারের সাথে আমার একটা মিল আছে। আমিও ছবি আঁকতে পছন্দ করি।

৯| ০৪ ঠা জুন, ২০২১ ভোর ৪:২০

অনল চৌধুরী বলেছেন: শিক্ষিত এবং সংস্কৃতিবান নামধারীরা সাধারণ লোকদের চেয়ে অনেক বেশী দুর্নীতিবাজ,খুনী আর অপরাধী হয।
বাংলাদেশের প্রায় সব বড় বড় অপরাধী বিরাট শিক্ষিত

০৪ ঠা জুন, ২০২১ দুপুর ২:৩০

রাজীব নুর বলেছেন: শিক্ষিত হলে চুরী করতে সুবিধা হয়।

১০| ০৪ ঠা জুন, ২০২১ সকাল ১১:০০

সামিউল ইসলাম বাবু বলেছেন: নতুন কিছু দেখা হলো

০৪ ঠা জুন, ২০২১ দুপুর ২:৩১

রাজীব নুর বলেছেন: ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.