নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মুক্তিযোদ্ধা আজম খান

০৫ ই জুন, ২০২১ বিকাল ৩:০৪



আজ ৫ই জুন।
গেরিলা মুক্তিযোদ্ধা, বাংলাদেশের ব্যন্ড সংগীতের গুরু, সংগীত শিল্পী আজম খানের (মাহবুবুল হক খান) দশম মৃত্যুবার্ষিকী। মুক্তিযোদ্ধা আজম খান স্বাধীনতা পরবর্তীকালে সাংস্কৃতিক জগতে একজন বিস্ময়কর ব্যক্তি, সাধারণ হয়েও একজন অসাধারণ মানুষ। মুক্তিযুদ্ধের পর মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে যে ব্যবধান ছিল, সেটা তিনি প্রকাশ করেছেন গানে গানে। এক্ষেত্রে দেশের প্রতি তাঁর দায়বদ্ধতা আপোষহীনভাবে পালন করেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত বিচ্যুত হননি।

একজন বীর মুক্তিযোদ্ধা হয়েও চিরকাল থেকে গেছেন আড়ালে।
জীবিত কালে রাষ্ট্রও তাঁর সঠিক মূল্যায়ন করেনি। তিনিও নিজেকে একটু আড়ালে রাখতেন। তিনি সব সময়ই মনে করতেন, প্রত্যাখ্যাত হওয়ার চেয়ে বঞ্চিত থাকা সুখের। এখানেই অন্য সব কথিত শিল্পী থেকে আজম খানের পার্থক্য। যদিও মৃত্যুর ৮ বছরের মাথায় এসে ২০১৯ এ তাঁকে একুশে পদকে ভূষিত করা হয়েছে।

বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পথে তিনি হয়েছিলেন একজন গেরিলা যোদ্ধা।
২ নম্বর সেক্টরে খালেদ মোশাররফের অধীনে যুদ্ধ করেছিলেন। মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ শেষে আজম খান কুমিল্লা অঞ্চলে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে সম্মুখ সমরে অংশ নেওয়া শুরু করেন। প্রথম সরাসরি যুদ্ধ করেন কুমিল্লার সালদায়। যুদ্ধে অসীম সাহসিকতার জন্য তাকে সেকশন কমান্ডার করে ঢাকা ও আশেপাশে গেরিলা আক্রমণ পরিচালনার জন্য পাঠানো হয়।

গেরিলা মুক্তিযোদ্ধাদের নিয়ে ২০ নভেম্বর ঢাকায় প্রবেশ করেন আজম খান।
তাঁর উল্লেখযোগ্য অপারেশন হচ্ছে অপারেশন তিতাস। এই অপারেশনে তাঁর নেতৃত্বে গ্যাস সরবরাহ পাইপ লাইন ধ্বংস করে ঢাকার গ্যাস সরবরাহ বন্ধ করে দেন গেরিলারা। তাঁর নেতৃত্বে ঢাকার অদূরে মাদারটেকের কাছে ত্রিমোহনীতে ও কালিগঞ্জের সম্মুখ সমরে পাকিস্তানী হায়েনাদের হটিয়ে দেন মুক্তিযোদ্ধারা। যুদ্ধের মধ্যেও গান ছাড়েননি তিনি। শহীদ জননী জাহানারা ইমামের 'একাত্তরের দিনগুলি'তে এ বিষয়ে বর্ননা আছে।

এই বীর মুক্তিযোদ্ধা শিল্পীর প্রতি জানাই শ্রদ্ধা এবং ভালোবাসা।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০২১ বিকাল ৩:২৯

আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক অনেক শ্রদ্ধা জানাই রাজীব দা

০৫ ই জুন, ২০২১ বিকাল ৪:৩১

রাজীব নুর বলেছেন: একজন সত্যিকারের মুক্তিযোদ্ধা ছিলেন।

২| ০৫ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:২৬

চাঁদগাজী বলেছেন:


তিনি ঢাকার মুখা রক্ষা করেছেন, ঢাকার লোকেরা মুক্তিযুুদ্ধে মোটামুটি অংশ নেয়নি।

০৫ ই জুন, ২০২১ রাত ১০:০৭

রাজীব নুর বলেছেন: উনি যুদ্ধ করে সরকারের কাছ থেকে কোন সুযোগ সুবিধা নেন নি।

৩| ০৫ ই জুন, ২০২১ রাত ৮:০৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: ওনাকে আমার কাছে একজন আদর্শ মুক্তিযোদ্ধা মনে হয়। ওনার গানগুলিও সেই রকম।

০৫ ই জুন, ২০২১ রাত ১০:০৮

রাজীব নুর বলেছেন: হ্যা উনার গান সুন্দর।
আমি মাঝে মাঝে শুনি।

৪| ০৫ ই জুন, ২০২১ রাত ১১:২৮

কামাল১৮ বলেছেন: লোক হিসাবে ভালো ছিল কিন্তু সংসারী ছিল না।

০৬ ই জুন, ২০২১ রাত ১:৩০

রাজীব নুর বলেছেন: সংগীত পাগল মানূষেরা এরকম ই হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.