নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
১৯৬১ সালঃ
# মুসলিম পারিবারিক আইন পাস হয়।
# বি.আর.টি.সি প্রতিষ্ঠিত হয়।
# ঢাকায় ৫ লক্ষ মুসলমান,৪০হাজার হিন্দু এবং ৩০০০ জন অন্যান্য ধর্মাবলম্বী ছিল।
# ঢাকায় ছায়ানট(সাংস্কৃতিক সংগঠন)প্রতিষ্ঠিত হয়।
# ঢাকার মিরপুরে প্রতিষ্ঠিত হয় জাতীয় উদ্ভিদ উদ্যান।
১৯৬২ সালঃ
# রেশম গবেষনা ও প্রশিক্ষন ইনষ্টিউট প্রতিষ্ঠিত হয়।
# জাতীয় সংসদ ভবনের ভিওি স্থাপন করা হয়।
১৯৬৩ সালঃ
# ময়ূর কে ভারতের জাতীয় পাখি হিসেবে ঘোষনা করা হয়।
# ঢাকা ওয়াসা প্রতিষ্ঠিত হয়।
১৯৬৪ সালঃ
# ঢাকায় ফামের্সী শিক্ষা আনুষ্ঠানিক ভাবে শুরু হয়।
# নেলসন ম্যান্ডেলাকে যাবজ্জীবন কারা দন্ড দেয়া হয়।
# ঢাকায় প্রথম কমপিউটার ব্যবহার করা হয়।(পরমানু শক্তি কেন্দ্রে)
১৯৬৫ সালঃ
# ঢাকার ফুলবাড়িয়ায় অবস্থিত 'বঙ্গ বাজার' এলাকাটি নানা ধরনের খুচরা পন্যের হকার ও ছোট দোকানদারদের ব্যবসা কেন্দ্র হিসেবে গড়ে উঠে।
# পাক-ভারত যুদ্ধ শুরু হয়।(সেপ্টেম্বর)
# ছায়ানটের উদ্যোগে রমনার বটমূলে রবীন্দ্রনাথের আগমনী গান 'এসো হে বৈশাখ এসো এসো' এর মাধ্যমে বাংলা নতুন বছরকে বরন করা হয়।
১৯৬৬ সালঃ
# আবুল ফজল আদমজী পুরস্কার পান।
# শেখ মুজিবুর রহমান ৬ দফা ঘোষনা করেন।(৫,ফ্রেরুয়ারী)
# এশিয়া কাপ ফুটবল শুরু হয়।
# টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে।
১৯৬৭ সালঃ
# দক্ষিন আফ্রিকার কেপ্টাউনে প্রথম হৎপিন্ড সংযোজন করা হয়।
# চাঁদের বুকে মানুষের পা বাড়ে।(২১ জুলাই)
১৯৬৮ সালঃ
# সত্যেন সেন 'বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী' প্রতিষ্ঠিত করেন।
১৯৬৯ সালঃ
# ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ঢাকার মিরপুরে প্রতিষ্ঠিত হয়।
# অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়।
# প্রথম কৃএিম ভাবে এনজাইম তৈরী করা হয়।
১৯৭০ সালঃ
# বাংলাদেশে ধান গবেষনা ইনষ্টিটিউট প্রতিষ্ঠিত হয়।
# সাধারন নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃ্ত্বে আওয়ামীলীগ বিপুল বিজয় অর্জন করে।
১৯৭১ সালঃ
# ২৫ শে মার্চ বৃহস্পতিবার ভয়ঙ্কর কালরাএি নামে খ্যাত।২৬ মার্চ থেকে শুরু হয় মুক্তিযুদ্ধ যা নয় মাস ধরে চলে।
শেখ মুজিবুর রহমানকে 'জাতির জনক' ঘোষনা করা হয়।
# ডিসেম্বর মাস থেকে বর্তমান বাংলাদেশের ইতিহাস শুরু হয়।
# বাংলাদেশের পতাকা প্রথম উওোলন করা হয়।(২,মার্চ)
# বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়।(১৬,ডিসেম্বর)
# সাহিত্যিক তারাশঙ্কর মারা যান।
১৯৭২ সালঃ
# বাংলাদেশ কমনওয়েলথ এর সদস্য পদ লাভ করে।(১৮,এপ্রিল)
# বাংলাদেশ বিমান সংস্থা গঠিত হয়।
# বাংলাদেশে 'ডিস এন্টিনা' ব্যাবহার চালু হয়।(২৭,এপ্রিল)
১৯৭৩ সালঃ
# ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন চত্বরে 'অপরাজেয় বাংলা' ভাস্কর্যটি তৈরীর কাজ শুরু হয়।
# বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয়।(৭,মার্চ)
১৯৭৪ সালঃ
# বাংলাদেশে জাতীয় রোয়িং ফেডারেশন গঠিত হয়।
# মার্কিন মহাশূন্য মেরিনার-১০ সর্বপ্রথম কাছ থেকে বুধের ছবি তুলে পাঠায়।
# বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রতিষ্ঠিত হয়।
১৯৭৫ সালঃ
# আমেরিকান শিল্পী Adam Darius ইঞ্জিনিয়ার্স ইসষ্টিটিউটে প্রথম মূকাভিনয় প্রদর্শন করেন।
# সুয়েজ খাল জাহাজ চলাচলের জন্য আবার খোলা হয়।
# ইসলামিক ফাইন্ডেশন প্রতিষ্ঠিত হয়।
# প্রথম বিশ্বকাপ ক্রিকেট খেলা হয়।(ইংল্যান্ড)
# লেবানন এ গৃহযুদ্ধ শুরু হয়।
# রামপুরা টেলিভিশন কেন্দ্র স্থাপিত হয়।
# চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়।(৩১,আগষ্ট)
১৯৭৬ সালঃ
# কবি জসিমউদ্দিন একুশে পদক পান।
# বাংলাদেশে মহিলা পুলিশ চালু হয়।
# প্রথম গ্যাস পরিষদ ঘোষনা করা হয়।
# কাজী নজরুল ইসলাম মারা যান।
# চীনে ভূমিকম্পে প্রায় ৭ লক্ষ লোক নিহত হয়েছিল।
১৯৭৭ সালঃ
# বাংলাদেশ কে গুটি বসন্ত মুক্ত দেশ হিসেবে সরকারী ভাবে ঘোষনা করা হয়।
# ঢাকা থিয়েটার সেলিম আল- দীন রচিত 'চর কাঁকড়া'র ডকুমেন্টারী নামে প্রথম পথ নাটক ঢাকায় প্রদর্শন করে।
১৯৭৮ সালঃ
# বাংলা একাডেমী প্রাঙ্গনে বইমেলা শুরু হয়।
# বিশ্বে প্রথম টেষ্ট টিউব বেবীর জন্ম হয়।
# পল্লী বিদুৎতায়ন বোর্ড (আর.ই.বি)প্রতিষ্ঠিত হয়।
# বিশ্ব সাহিত্য কেন্দ্রের সূচনা হয়।(১৭,ডিসেম্বর)
# জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়বাদী দল প্রতিষ্ঠা করেন।(১ সেপ্টেম্বর)
১৯৭৯ সালঃ
# শিশু পার্ক আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়।
# মাদার তেরেসা শান্তিতে নোবেল পুরস্কার পান।
১৯৮০ সালঃ
# ২৬ মার্চ কে স্বাধীনতা দিবস ঘোষনা করা হয়।
# বাংলাদেশে রঙিন টিভি চালু হয়।(১,ডিসেম্বর)
# কুর্মি টোলা (জিয়া)আন্তজার্তিক বিমান বন্দর চালু হয়।
# রেকর্ডের জায়গায় দখল করে নেয় ডিকস্ ।
# ব্যাপকভাবে প্লাষ্টিকের এবং ষ্টিল এর আসবাবপএ তৈরি শুরু হয়।
# সি.এন.এন মার্কিন যুক্তরাষ্টের বেসকারী টেলিভিশন সম্পচার শুরু করে।
# প্রথম এশীয় কাবাডি চাম্পিয়নশিপের আয়োজন করা হয়।
০৮ ই জুন, ২০২১ রাত ৩:২৮
রাজীব নুর বলেছেন: শিরোনাম কি দিলে ভালো হতো/
০৮ ই জুন, ২০২১ রাত ৩:২৮
রাজীব নুর বলেছেন: সঠিক শিরোনামটা আমি কখনই দিতে পারি না।
২| ০৮ ই জুন, ২০২১ ভোর ৪:২৩
জগতারন বলেছেন:
যুক্তরাষ্ট্রের অ্যাপোলো ১১ মিশন চাঁদে মানুষের প্রথম সফল অবতরণ। ১৯৬৯ সালের ২০ জুলাই ১০:৫৬ পিএম EDT (স্থানাংকিত আন্তর্জাতিক সময় বা ইউটিসি (UTC) সময় অনুযায়ী ১৯৬৯ সালের ২১ জুলাই ০২:৫৬) মার্কিন মহাকাশচারী নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে প্রথম মানুষ হিসেবে পা রাখেন।
০৮ ই জুন, ২০২১ দুপুর ১২:৫২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৩| ০৮ ই জুন, ২০২১ ভোর ৫:৪৮
বিবাগী শাকিল বলেছেন: অনেক অজানা জানলাম।
০৮ ই জুন, ২০২১ দুপুর ১২:৫৩
রাজীব নুর বলেছেন: বাঁচতে হলে জানতে হবে।
৪| ০৮ ই জুন, ২০২১ ভোর ৫:৫০
বিবাগী শাকিল বলেছেন: একটা ছোট্ট অভিযোগ যদি করি, তাহলে বলব, "ছবির সাথে পোষ্টের সামান্যতম যোগসাজশ নেই। এ বিষয়টি চোখে পড়েছে।"
০৮ ই জুন, ২০২১ দুপুর ১২:৫৪
রাজীব নুর বলেছেন: আমি ছবি এবং শিরোনাম দিতে পারি না।
সবচেয়ে বড় কথা দরকারের সময় ভালো ছবি পাই না।
©somewhere in net ltd.
১| ০৮ ই জুন, ২০২১ রাত ১:১৮
মরুভূমির জলদস্যু বলেছেন: শিরনামের সাথে লেখাটা গেলো না।