নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

লকডাউন যেভাবে পার করছি অথবা বলা যেতে পারে ছবি ব্লগ

১১ ই জুলাই, ২০২১ বিকাল ৫:২৬


ছবিঃ আমার তোলা।

সরকার কঠোর লকডাউন দিয়েছে।
আমি লকডাউন মেনে চলার চেষ্টা করছি। খুব দররকার না হলে বাইরে যাচ্ছি না। বাসাতেই বিন্দাস সময় পার করছি। ঘুম পেলেই ঘুমাচ্ছি। খাচ্ছি, লুডু খেলছি, দাবা খেলছি, মোবাইলে গেমস খেলছি। মুভি দেখছি, নাটক দেখছি, ইউটিউবে খুঁজে খুঁজে ফানি ভিডিও দেখছি। বই পড়ছি। সন্ধ্যায় নিজেই নুডুলস বানাচ্ছি। সবাই খেয়ে ভালৈ বলেছে। ফুডপান্ডা থেকে খাবার অর্ডার দিচ্ছি। কখনও পিজা, কখনও চিকেন ফ্রাই। কখনও বার্গার। অনলাইনে অর্ডার দিচ্ছি আম আর কাঁঠাল। বাসায় এসে দিয়ে যাচ্ছে।



আমি টিকটক করছি।
আমার কন্যাকে নিয়ে টিকটক করছি। কন্যা খুশি, আমিও খুশি। টিকটক ভিডিও সামুতে কিভাবে দেয় জানি না। তাই আপনাদের দেখাতে পারলাম না। সন্ধ্যা হলেই আমার দুই চাচা আমাদের বাসায় চলে আসেন লুডু খেলার জন্য। চাচাদের বাসার দূরত্ব আমাদের বাসা থেকে তেরো মিনিটের। লুডুর চেয়ে দাবা খেলতে আমার বেশি ভালো লাগে। যদিও দাবা আমি ভালো খেলি না। আমাদের বাসার লোকজনের দাবা খেলার প্রতি আগ্রহ নেই। আমার মা লুডু খেলায় ওস্তাদ। মার সাথে লুডু খেলায় কেউ পারে না। লুডু খেলা কে এবং কখন আবিস্কার হয়েছে? সম্ভবত মুঘল আমলে।



ফুডপান্ডার সার্ভিস খুব ভালো।
অর্ডার করলেই খুব অল্প সময়ের মধ্যে বাসায় এসে দিয়ে যায়। কেএফসি'র চিকেন ফ্রাইটা মাঝে মাঝে খেতে ভালোই লাগে। পিজা আমি খাই না। কিন্তু বাসার মানুষ পিজা খুব পছন্দ করে। সুবিধা হলো- রবিবার পিজা কিনলে একটার সাথে আরেকটা ফ্রি দেয়। সাথে কোক স্প্রাইট ফ্রি দিলে আরো ভালো হতো। পিজার চেয়ে আমি বেশি পছন্দ করি চা। পরী চা খায় না কিন্তু চা দিয়ে বিস্কুট খেতে খুব পছন্দ করে। ক'দিন ধরে আলুর পরোটা খেতে খুব ইচ্ছা করছিলো। সুরভিকে বললাম। বানালো। সুরভি বাসায় মোগলাই পরোটাও ভালো বানায়।



ডিম চপ, মোগলাই পরোটা আর আলুর পরোটা-
সুরভি ভালো বানায়। খেতে ভালো লাগে। সব কিছু মিলিয়ে লকডাউন বিরক্তকর লাগছে না। সবচেয়ে বড় কথা কন্যা ফাইহাকে নিয়ে ব্যস্ত থাকায় কখন সময় চলে যায় বুঝি না। আজ সুরভিকে বলেছি ইলিশ মাছ রান্না করতে। লকডাউনের আগের রাতে বাজার করেছিলাম। সেদিন সন্ধ্যা থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিলো। বৃষ্টিতে ভিজে ভিজে বাজার করেছি। খুব সাহস করে এক কেজির একটা ইলিশ কিনে ফেলেছিলাম পনের শ' টাকা দিয়ে। আমি সব সময় ডিমওলা ইলিশ কিনি। যদিও লোকে বলে ডিমওলা ইলিশ খেতে স্বাদ হয় না। আমি ইলিশ মাছ কিনলে ইলিশ মাছের সাথে ডিম না থাকলে মনে হয় ঠকে গেলাম।



মানুষের জীবন খুব মূল্যবান।
বাইরে থেকে কেউ এসে আপনার জীবন আনন্দময় করে দিবে না। আপনার জীবন আপনাকেই আনন্দময় করে নিতে হবে। জীবনে যেন বিরক্তি না আসে সেদিকে পুরো খেয়াল রাখা দরকার। জীবনের পথে ঝামেলা করার লোকের অভাব হয় না। তাই খুব সাবধান থাকতে হয়। মনে রাখবেন- দুষ্টলোক সব জায়গায় থাকে। মক্কা মদীনায়ও আছে। চেষ্টা করলে পরিবার পরিজন নিয়ে ভালো থাকা যায়, আনন্দে থাকা যায়। মানুষের জীবন তো একটাই। এলোমেলো পথ না মাড়িয়ে কিভাবে ভালো থাকা যায় সেই চেষ্টা করা উচিত সকলের।



আমি রান্না করতে জানি না।
তবু মাঝে মাঝে এটা সেটা রান্না করি। খেতে খারাপ হয় না। নুডুলস রান্না করাটা আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়। তবে চা টা ভালো বানাতে পারি না। পাতি, দুধ-চিনির হিসাবটা সঠিক বুঝি না। এলোমেলো ঠেকে। আজ পাশের বাসায় আমাদের সকলের দাওয়াত। কথা ছিলো আর্জেন্টিনা জিতলে একটা পার্টি হবে। সেই পার্টি। যদিও এই দাওয়াতে আমি যাবো না। যাই হোক, লেখা এইখানেই শেষ করছি। অনেকদিন ব্যানে ছিলাম। তাই অনেক লেখা মাথার মধ্যে জমে গেছে। লেখা গুলো মাথা থেকে না নামানো পর্যন্ত শান্তি নাই। ধীরে ধীরে সব লিখব।

মন্তব্য ৪৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০২১ বিকাল ৫:৩৯

মোহামমদ কামরুজজামান বলেছেন: রাজিব নূর ভাই, ব্লগে ফিরে আসার জন্য স্বাগতম । আর ফিরে এসেই যেভাবে খানা-পিনার ছবি দিয়েছেন এবং এই লকডাউনে যা করতেছেন তা দেখে ব্যাপোক :(( ভাল লাগছে।

রান্না জানা একজন আদর্শ স্বামীর অন্যতম বৈশিষ্ঠ্য।আর আপনার মাঝে আদর্শ স্বামী এবং আদর্শ বাবার সব গুণই বিদ্যমান।

১১ ই জুলাই, ২০২১ বিকাল ৫:৫৮

রাজীব নুর বলেছেন: হ্যাঁ ফিরে এসেছি।
জাদিদ ভাই সেই সুযোগ করে দিয়েছেন।

লকডাউন আমাদের আনন্দ কেড়ে নিচ্ছে জীবন থেকে। তাই যতটা পারি---

রান্না না জানলেও প্রতিটা স্বামীর উচিত ঘরের কাজে স্ত্রীকে সাহায্য করা। একজন স্বামী ভালো কি মন্দ সে সার্টিফিকেট দিবে স্ত্রী।
আদর্শ বাবা হওয়ার খুব শখ আমার।

২| ১১ ই জুলাই, ২০২১ বিকাল ৫:৪২

জুন বলেছেন: ভালো লাগলো আপনার লক ডাউনে জীবন পর্ব রাজীব নুর। সবারই একই অবস্থায় দিন কাটছে। এটা নিয়ে একটা উপন্যাস লিখেন। ইতিহাস হয়ে থাকবে আমাদের এই করোনা জীবন।

কিন্ত এত তেলে ভাজা জিনিস খাওয়া কি ঠিক? ফাইহার জন্য বিশ বছর বাচতে চাইলে এইসব খাবার কমান। আর ফুড পান্ডা থেকে অর্ডার করা পিজা এনে খেয়েছি কেন জানি এই করোনায় তাদের পিজার মান আগের মত লাগে নি।

১১ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০১

রাজীব নুর বলেছেন: হ্যাঁ উপন্যাস লেখা যেতে পারে তবে অনেক বছর আগে দুটা উপন্যাসের কাজে হাত দিয়েছিলাম। সেটা আজও শেষ করতে পারি নি।

ঠিক বলেছেন। খাবার হিসেব করে খাওয়া উচিত। তাহলে সুস্থ থাকা যায় দীর্ঘদিন। আসলে খাবো খাবো না করেও অনেকখানি খেয়ে ফেলি। নিজেকে কন্টোল করতে পারি না।
আসলে রবিরারের পিজাটা ভালো হয় না। কারন সাথে আরেকটা ফ্রি দেয়। এজন্য মান তত উন্নত নয়।

৩| ১১ ই জুলাই, ২০২১ বিকাল ৫:৪৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভাই, মধ্যবৃত্ত্ব শ্রেণি অনেক কষ্টে আছে, এধরণের খাবারের ছবি কষ্ট বাড়িয়ে দিবে...

১১ ই জুলাই, ২০২১ বিকাল ৫:৫৬

রাজীব নুর বলেছেন: আল্লাহর দুনিয়ায় কেউ না খেয়ে মারা যায় না। রিজিকের মালিক আল্লাহ। স্বয়ং আল্লাহ এই কথা বলেছেন।

৪| ১১ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০৬

কুশন বলেছেন: এই লকডাউনে- কারও পৌষ মাস, কারও সর্বনাশ।

১২ ই জুলাই, ২০২১ রাত ১২:৩৩

রাজীব নুর বলেছেন: এখন আমাকে কি করতে হবে?

৫| ১১ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ওয়েলকাম
ব্যাক।
শুভ
গৃহ
প্রত্যাবর্তন

১২ ই জুলাই, ২০২১ রাত ১২:৩৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বড় ভাই।

৬| ১১ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: লেখক বলেছেন: আল্লাহর দুনিয়ায় কেউ না খেয়ে মারা যায় না। রিজিকের মালিক আল্লাহ। স্বয়ং আল্লাহ এই কথা বলেছেন। দাদা আপনি এই কথা কোন দৃষ্টি ভঙ্গিতে বললেন জানিনা। তবে আপনি সঠিক কথা বলেন নি। খাবারের জন্য মারা যাওয়া, সেটা বুঝানো আমার উদ্দেশ্য নয়।

আপনি মধ্য আফ্রিকার সংবাদ কি পড়েন? না পড়লে পড়ে নিয়েন।
আর সুযোগ থাকলে গরীব মানুষের একটু খোঁজ খবর নিয়ে, তাদিয়ে একটা পোস্ট দিয়েন।

১২ ই জুলাই, ২০২১ রাত ১২:৩৪

রাজীব নুর বলেছেন: আমি আপনার মূল ব্যক্তব্য বুঝতে পেরেছি। এলোমেলো কথা বলে এড়িয়ে যেতে চেয়েছিলাম।
আপনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। আমি অসহায়।

৭| ১১ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৫৫

তারেক ফাহিম বলেছেন: অভিনন্দন।
ফিরে পেয়ে ভালো লাগছে।

১২ ই জুলাই, ২০২১ রাত ১২:৩৫

রাজীব নুর বলেছেন: ভালোবাসা ভাই।

৮| ১১ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:০৬

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,





ব্লগের লকডাউন কাটিয়ে ফিরে এলেন বাস্তবের লকডাউনের জীবন নিয়ে।
নিজেকে আনন্দে রাখাই এই করোনাকালের অভিশপ্ত দিনগুলোর মনোটোনাস ক্লান্তি থেকে দুরে রাখার, মনে হয় একমাত্র উপায়।

১২ ই জুলাই, ২০২১ রাত ১২:৩৬

রাজীব নুর বলেছেন: আমি ফিরে এসেছি, তাতে আপনি কি কিছুটা খুশি হয়েছেন? না বিরক্ত হয়েছেন?

৯| ১১ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৩৬

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ভালো লাগলো ছবি ব্লগ। যেভাবে ঘরবন্দী থেকে উদরচর্চা করছেন তাতে ভূড়ি উন্নয়ন ঘটার সমূহ সম্ভাবনা দেখা যাচ্ছে। হাহাহা!
সবার জন্য শুভ কামনা।

১২ ই জুলাই, ২০২১ রাত ১২:৩৬

রাজীব নুর বলেছেন: ভুঁড়ি সামান্য বেড়েছে।

১০| ১১ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৩

কামাল১৮ বলেছেন: লক ডাউনে দিনকাল ভালই কাটছে।আল্লাহর দিন কাল না খেয়ে কি সুন্দর কাটছে,আমরাও যদি না খেয়ে কাটিয়ে দিতে পারতাম কি ভালোই না হতো।সেই ব্যবস্থা অবশ্য করেছে তবে মরার পর।পরীকে দাবা খেলা শেখাবেন,ছোটরা বেশ ভালো দাবা খেলতে পারে।

করোনার নতুন নতুন ভ্যারিয়ন্ট আসছে,সাবধানে থাকবেন।

১২ ই জুলাই, ২০২১ রাত ১২:৩৭

রাজীব নুর বলেছেন: রিজিকের মালিক আল্লাহ এটা আসলে গরীবদের জন্য শ্বান্তনার বানী। বাস্তব হলো কর্ম। কর্ম করলেরি রিজিক আসবে।

অবশ্যই শেখাবো।

১১| ১১ ই জুলাই, ২০২১ রাত ৮:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ফুডপান্ডার সার্ভিস খুব ভালো। অর্ডার করলেই খুব অল্প সময়ের মধ্যে বাসায় এসে দিয়ে যায়।
এমন এক এলাকায় থাকি ভালো সার্ভিসের আওতার বাইরে পরে সব।


মানুষের জীবন খুব মূল্যবান। বাইরে থেকে কেউ এসে আপনার জীবন আনন্দময় করে দিবে না। আপনার জীবন আপনাকেই আনন্দময় করে নিতে হবে।
এইটা খুবই খাঁটি কথা।

১২ ই জুলাই, ২০২১ রাত ১২:৩৯

রাজীব নুর বলেছেন: বাড্ডা তো ভালো এলাকা। আপনার বাসার মেইন রাস্তায় আছে সুভাস্তু শপিংমল। তাছাড়া সেখানে ফাস্টফুডের দোকানের অভাব নাই।

১২| ১১ ই জুলাই, ২০২১ রাত ১০:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছাড়া পাইলেন কবে ? =p~
অনেক দিন পরে এসে চমৎকার লেখলেন।
অভিনন্দন নিন ।

১২ ই জুলাই, ২০২১ রাত ১২:৩৯

রাজীব নুর বলেছেন: এখনও পুরোপুরি ছাড়া পাই নি। কাউকে মন্তব্য করতে পারছি না।

১৩| ১১ ই জুলাই, ২০২১ রাত ১০:৫১

শায়মা বলেছেন: বাহ লকডাউনে তাহলে তো ভালোই খানা পিনা হলো ভাইয়া

১২ ই জুলাই, ২০২১ রাত ১২:৪০

রাজীব নুর বলেছেন: গরীবের আর খানাপিনা। বেঁচে আছি এতেই খুশি।

১৪| ১১ ই জুলাই, ২০২১ রাত ১০:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: লকডাউনের খাবার দাবার শিরোণাম হলেও মন্দ হতো না । দারুন ভাল আছেন মনে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ এমন একটি ব্যাতিক্রমী পোস্টের জন্য ।

১২ ই জুলাই, ২০২১ রাত ১২:৪১

রাজীব নুর বলেছেন: আসলে আমি যথাযথ শিরোনাম দিতে পারি না।
আপনি মন্তব্য করেছেন। আমি খুব খুশি হয়েছি।

১৫| ১১ ই জুলাই, ২০২১ রাত ১১:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ব্লগে প্রাণ ফিরেএসেছে !!
আপনার গুরু কিন্তু বলছে
কম কম লিখতে !!

১২ ই জুলাই, ২০২১ রাত ১২:৪১

রাজীব নুর বলেছেন: কম ই তো লিখছি। আগে প্রতিদিন ৩/৪ টা পোষ্ট দিতাম। এখন মাত্র একটা দিচ্ছি।

১৬| ১২ ই জুলাই, ২০২১ রাত ১২:২১

সাহাদাত উদরাজী বলেছেন: ঠিক এভাবে আমরাও বেঁচে আছি।

১২ ই জুলাই, ২০২১ রাত ১২:৩২

রাজীব নুর বলেছেন: বেঁচে থাকাটাই বড় কথা।

১৭| ১২ ই জুলাই, ২০২১ সকাল ৮:৩৫

কবিতা ক্থ্য বলেছেন: লকডাউন কারো জন্য পৌষমাস
কারো জন্য....

বাকি টা ইতিহাস।

১২ ই জুলাই, ২০২১ সকাল ১১:১৭

রাজীব নুর বলেছেন: ইতিহাস কাউকে ক্ষমা করে না।

১৮| ১২ ই জুলাই, ২০২১ সকাল ১১:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেন: কম ই তো লিখছি। আগে প্রতিদিন ৩/৪ টা পোষ্ট দিতাম। এখন মাত্র একটা দিচ্ছি।

গুরুন বাণী শিরোধার্য্য !!
তা আপনিও কি আপনার গুরুর মতো
অন্য কারো পোস্টে মন্তব্য করতে পারছেন না?

১২ ই জুলাই, ২০২১ সকাল ১১:২৮

রাজীব নুর বলেছেন: কমেন্ট ব্যানে আছি মুরুব্বী।

১৯| ১২ ই জুলাই, ২০২১ দুপুর ১২:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আর আমরা বন্দি না । অফিস করতে হচ্ছে। তিনদিন সাপ্তাহিক ছুটি। বোরিং লাগে বাসায় । মনে হয় দম বন্ধ।
ভালো থাকুন সবাই মিলে। আল্লাহর ইবাদত করতে ভুলবেন না। ফিরে আসুন ইসলামের পথে।

১২ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৩৪

রাজীব নুর বলেছেন: কাজের মধ্যেই থাকাই ভালো।
ভালো থাকার চেষ্টা করছি। ইবাদত টা করা হয় না।

২০| ১২ ই জুলাই, ২০২১ দুপুর ১২:২৩

অক্পটে বলেছেন: সমৃদ্ধ বাংলাদেশের ঘ্রাণ পাওয়া যাচ্ছে আপনার ছবি ব্লগে। সব মানুষের অবস্থা যদি আপনার মতো হতো তাহলে খুব ভালো হতো।
কাজ না পেয়ে সাধারণ মানুষ এখন ডাকাতি করছে। ডাকাতির অভিজ্ঞতা নেই চুরির অভিজ্ঞতা নেই কিন্তু এসব হচ্ছে। ধরাও পড়ছে, তাদের আমলনামা পর্যালোচনা করে দেখা যাচ্ছে এরা বিগত সময়ে কর্মজীবি মানুষ ছিল পেটের দায়ে এই কর্মে জড়িয়েছে। উপায়হীন লকডাউনে কাজ বন্ধ খাবার যোগাড় নেই ঘরে, একদিন দুইদিন তিনদিন তারপর...। কি বলব আপনি জ্ঞান গড়িমায় একজন বিশুদ্ধ ব্লগার।

যদি আমার ঘরে ডাকাতি হয় আমি বলে রেখেছি, ওরা যা চায় যা নিতে চায় কোন কিছুতে যেন বাঁধা দেয়া না হয়।

১২ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৩৭

রাজীব নুর বলেছেন: আমি ধনী মানুষ নই। দুটো ডাল ভাত খেয়ে বেঁচে আছি।
আমি অতি সাধারণ একজন ব্লগার্। চেষ্টা করি সবার লেখা পড়তে। নিজেও কিছু লিখতে চেষ্টা করি। কিন্তু আমার ভাষার গভীরতা নেই। তাই ভালো লিখতে পারি না।

ডাকাতি করার আগেই ওদের কিছু দিয়ে দিন।

২১| ১২ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৪৬

অক্পটে বলেছেন: রাজীব ভাই কষ্ট নিয়েন না।

১৩ ই জুলাই, ২০২১ রাত ১২:৪৬

রাজীব নুর বলেছেন: ওকে।
ভালোবাসা নিরন্তর।

২২| ১২ ই জুলাই, ২০২১ দুপুর ১:২০

গফুর ভাই বলেছেন: আপনাকে ব্লগে দেখে ভালো লাগল।

১৩ ই জুলাই, ২০২১ রাত ১২:৪৮

রাজীব নুর বলেছেন: গফুর ভাই আমি আপনাদের সাথে থাকতে চাই মিলেমিশে। দোয়া করবেন।

২৩| ১২ ই জুলাই, ২০২১ বিকাল ৪:০১

হাসান রাজু বলেছেন: ব্যান ! অসাধারণ ।

একটা পোস্ট দেন, ব্যানের কারন, ব্যান সময়কার অভিজ্ঞতা, উপকারিতা, অপকারিতা, রাগ, দুঃখ ইত্যাদি নিয়ে।

১৩ ই জুলাই, ২০২১ রাত ১২:৪৯

রাজীব নুর বলেছেন: হা হা হা ----
খুব একটা ভুল বলেন নি।

২৪| ১২ ই জুলাই, ২০২১ রাত ৮:৫১

ইসিয়াক বলেছেন: আপনার আয়েশি জীবন :-B !!!!
ভালো থাকুন সবসময়।

১৩ ই জুলাই, ২০২১ রাত ১২:৫০

রাজীব নুর বলেছেন: নারে ভাই। আমি দরিদ্র মানুষ। নুন আনতে পান্তা ফুয়ার টাইপ আমার অবস্থা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.