নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
সাধারণত আমি অনলাইন থেকে কেনাকাটা করি না।
ঢাকা শহরে ঘর থেকে বের হলেই তো বড় বড় শপিংমল আর দোকানপাটের অভাব নেই। তাছাড়া অনলাইন থেকে কেনাকাটা করলে ঠকতে হয়। এই 'লাকী বেম্বো' টা দেখে ভালো লাগলো। দামও বেশী না। মাত্র এক হাজার টাকা। অডার্র করলাম। দেড় ঘন্টা পর বাসায় এসে দিয়ে গেলো। সার্ভিস চার্জও নেয় নি। জিনিসটা খারাপ হয়নি, কি বলেন?
গতকাল আমাদের পাশের বাসায় খুব ঝগড়া হল। রাত তখন সারে এগারোটা। ভদ্রলোকের স্ত্রী ব্যাগ গুছিয়েছে সে থাকবে না। দুই চোখ যেদিকে চায় চলে যাবে। স্বামী বেচারা স্ত্রীর দিকে ফিরেও তাকাচ্ছে না। মহিলাটা কাঁদতে কাঁদতে বাসা থেকে বের হচ্ছে। মহিলার দশ বছরের মেয়ে কাঁদতে কাঁদতে বলছে- মা যেও না। প্লীজ। শেষে, আমি পাশের বাসায় গিয়ে ওদের ঝামেলা মিটমাট করি। যাই হোক, অনেক দিন ছবি ব্লগ দেই না। তাই আজ দিলাম।
১। স্কয়ার হাসপাতালের কার পার্কিং এর খরচ অনেক। ওদের হাসপাতালে ডাক্তার দেখাতে গিয়েছি। গাড়ি তো ওদের ওখানেই রাখবো। তাহলে পার্কিং এর জন্য টাকা দিতে হবে কেন? তাও আবার এক ঘণ্টার পর চার্জ ডবল।
২। লকডাউনে রাস্তাঘাট কিছুটা নিরিবিলি।
৩। আমি ভাগ্যবান আমার ঘর থেকে কিছুটা আকাশ দেখা যায়!
৪। যখন সন্ধ্যা নামে!
৫। যখন বৃষ্টি নামে।
৬। বড় গাছ। তার নিচে একটি পান দোকান ও একটি আল ছালাদিয়া হোটেল।
৭ ওয়েটিং রুম।
৮। পথভষ্ট ফড়িং।
৯। করোনার শুরুতেই ঢাকা শহরে ভ্যানগাড়ির সংখ্যা বেড়েছে। শহরের প্রতিটা গলিতে ভ্যানগাড়িতে করে শাকসবজি, মাছ আর ফলমুল বিক্রি করা হয়।
১০। সিটি কর্পোরেশন কি পারে না এই রাস্তাটা পরিস্কার পরিচ্ছন্ন করতে? বহু বছর ধরে রাস্তাটা এরকমই পড়ে আছে!
১১। রেললাইনের সামনে কাঁঠাল বিক্রি হচ্ছে। কাঁঠাল বেশ ভালোই বিক্রি হচ্ছে।
১২। ছেলেটার বেলুন কিছুই বিক্রি হচ্ছে না। কারন লকডাউন। তবুও ছেলেটা ছবি তোলার সময় কিছুটা হাসি দিতে চেষ্টা করেছে। আমি ছেলেটাকে ১০০ টাকা দিয়েছি।
১৩। এখানে দাঁড়িয়ে আমি শহরের লকডাউন দেখি।
১৪। সাদা-কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে
তোমার আমার লাল-নীল সংসার।
১৫। আমি কখনও চাঁদ তাঁরার ছবি তুলতে পারি নি। কারন চাঁদের ছবি তোলার মতো ক্যামেরা আমার নেই। গতকাল সন্ধ্যায় দেখি আকাশে ঈদের চাঁদ উঠেছে। মোবাইল দিয়ে ব্যর্থ চেষ্টা করলাম।
১৬। শহরের যে গলিতে সেনাবাহিনী ঢুকে সেই গলি মুহুর্তে নিরব হয়ে যায়।
১৭। এই রেলপথ দিয়ে বাংলাদের যে কোনো অঞ্চলে যাওয়া যায়।
১৮। এই গলির শেষ মাথায় চায়ের দোকান। সেই চায়ের দোকানে আমি চা খাই।
১৯। রেইন লিলি। বৃষ্টির পানি ছাড়া রেইন লিলি ফোটে না।
২২ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৪৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ১৪ ই জুলাই, ২০২১ দুপুর ২:২৯
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার কাছ থেকে আরো অনেক ভালো ছবি আশা করা যায়।
২২ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৫১
রাজীব নুর বলেছেন: মন দিয়ে ছবি তুলি না অনেক বছর হয়ে গেছে।
৩| ১৪ ই জুলাই, ২০২১ দুপুর ২:২৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
ঈদ-উল-আযহার চাঁদটাও বাদ যায়নি। লাকি বোম্বে দেখতে বেশ ভালো লাগছে।
২২ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৫২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
৪| ১৪ ই জুলাই, ২০২১ দুপুর ২:৪৩
ইসিয়াক বলেছেন: খুব ভালো।
২২ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৫৪
রাজীব নুর বলেছেন: ওকে।
৫| ১৪ ই জুলাই, ২০২১ দুপুর ২:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার কাছ থেকে আরো অনেক ভালো ছবি আশা করা যায়-২
ভালো থাকুন
২২ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৫৫
রাজীব নুর বলেছেন: সহমত।
৬| ১৪ ই জুলাই, ২০২১ দুপুর ২:৫২
গফুর ভাই বলেছেন: চিরোচেনা রাজিব ভাই
২২ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৫৬
রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।
৭| ১৪ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৪
শেরজা তপন বলেছেন: ত বড় একটা ফটো গ্রাফি প্রতিযোগিতা চলে গেল -আপনাকে মিস করেছিলাম।
দৈনন্দিন জীবনের আটপৌরে ছবি। ভাল লেগেছে। ওই গাছটার নীচে কি আপনি বসেন?
২২ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৫৬
রাজীব নুর বলেছেন: না এটা সেই গাছ না। যেটাতে আমি বসি।
প্রতিযগিতায় অংশ গ্রহন করার মতো ভালো ছবি তো আমার নেই।
৮| ১৪ ই জুলাই, ২০২১ রাত ৯:০১
কামাল১৮ বলেছেন: ৩,ঘর থেকে দেখা না কি ছাদ থেকে আকাশ দেখা।
১২,আপনি মানবিক তাই একশ টাকা দিয়েছেন।অন্যেরা অনুপ্রাণিত হবে।
১৬,ঠেলার নাম বাবাজী।এটা ভাল লক্ষন না।
১৭, এই লাইন দিয়ে আমাদের দাশের প্রচলিত দুই ধরনের ট্রেন চলতে পারে।কিন্তু ন্যারোগেজের ট্রেন চলতে পারার কথা না।এক সময় ন্যারোগেজ ছিল এখন আছে কিনা জানি না।
১৮, গলিটা চেনার অনেক চেষ্টা করলাম কিন্তু পারলাম না।তবে এই গলি দিয়ে বহু বার গেছি।
বাকি ছবিগুলোও সুন্দর ।
২২ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৫৭
রাজীব নুর বলেছেন: ছবি গুলো আপনি মন দিয়ে দেখেছেন।
কেমন আছেন আপনি/
৯| ১৬ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ঢাকা শহরকে আমার কাছে গার্বেজ ডাম্পিং স্টেশন মনে হয়।
আফসোস!
২২ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৫৮
রাজীব নুর বলেছেন: ঠিক ই বলেছেন।
১০| ১৬ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৪১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
১৭। রেল পথে কি রাঙামাটি যেতে পারবেন?
না পারলে ভুল তথ্য দেয়ার জন্য জাতির কাছে মাফ চান।
ক্ষমা করার মালিক আল্লাহ সোবাহানা তায়ালা।
২২ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৫৮
রাজীব নুর বলেছেন: চিটাগাং পর্যন্ত তো যাওয়া যাবে। তারপর বাসে।
১১| ১৭ ই জুলাই, ২০২১ রাত ১২:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি জলদস্যু ভাইয়ের মতো
বড় করে ছবি দেবার টেকনিক
শিখে ফেলেছেন মনে হয় !!
খুব চমৎকার ছবি তুলেছেন্।
আপনাকে ধন্যবাদ।
২২ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৫৯
রাজীব নুর বলেছেন: দন্যবাদ মুরুব্বি।
১২| ২০ শে জুলাই, ২০২১ সকাল ৭:২৮
কবিতা ক্থ্য বলেছেন: সুন্দর হয়েছে ছবি গুলো।
২২ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৫৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৪ ই জুলাই, ২০২১ দুপুর ১:৫৩
হাবিব বলেছেন: খুবই কিউট সব ছবি