নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
দশ বছর আগের কথা।
ফোটোগ্রাফীর উপর একটা বই লিখব। একদিন সত্যি সত্যি ফোটোগ্রাফী নিয়ে লেখা শুরু করলাম। কারন বাংলাদেশে ফোটোগ্রাফীর উপর বইয়ের সংখ্যা হাতে গোনা কয়েকটা। সেই আমলে হাতে কলমে ফোটোগ্রাফী শেখার প্রতিষ্ঠানও ছিলো মাত্র দুইটি। এর মধ্যে একটা পাঠশালা। নিজের অভিজ্ঞতা থেকে লিখতে থাকলাম প্রতিদিন। ফোটোগ্রাফীর অতি তুচ্ছ বিষয়ও মন দিয়ে পাতার পর লিখতে থাকলাম। ফোটোগ্রাফীতে নিজের জমানো অভিজ্ঞতা গুলোও লিখেছিলাম। প্রায় ১৯ হাজার শব্দ লিখেছিলাম। খুব সহজ সরল ভাষায় লিখেছি, যেন একজন রিকশাচালকও পড়লে যেন বুঝতে পারেন, বেগ পেতে যেন না হয়। কেউ যেন ফোটোগ্রাফীকে ভয় না পায়। পোড়া কপাল আমার লেখাটা শেষ করতে পারি নি আজও। ফটোগ্রাফী নিয়ে কিছু লেখা আমি সামুতে পোষ্ট করেছিলাম। সার্চ করলে হয়তো পাওয়া যাবে। লেখাটা শেষ করতে হবে। সময় দ্রুত চলে যাচ্ছে।
ফোটোগ্রাফীর নানান দিক রয়েছে।
ফোটোগ্রাফির কিছু দিক এখনও আয়ত্ব করতে পারিনি। যেমন- এভিয়েশন ফটোগ্রাফি, আর্কিটেকচারাল ফটোগ্রাফি, ক্যানডিড ফটোগ্রাফি, ক্লাউডস্কেপ ফটোগ্রাফি, ফ্যাশন ফটোগ্রাফি, ফায়ার ফটোগ্রাফি, ফুড ফটোগ্রাফি, ফরেনসিক ফটোগ্রাফি, ফটোজার্নালিজম, ওয়েডিং ফটোগ্রাফি, ট্রাভেল ফটোগ্রাফি, আন্ডারওয়াটার ফটোগ্রাফি এবং ভার্নাকুলার ফটোগ্রাফি ইত্যাদি বিষয় নিয়ে। বুঝতে পারছি, প্রচুর পড়াশোনা করতে হবে। একজন দক্ষ গুরু ধরে ঝাঁপিয়ে পড়তে হবে পথে পান্তরে। দীর্ঘ পাঁচ বছর পরিশ্রম করলে- ভালো কিছু ছবি তোলা সম্ভব হবে। এখন সবার হাতে হাতে ডি এসএলআর ক্যামেরা। আমি ফোটোগ্রাফী শুরু করেছিলাম কোডাক এর রিল ক্যামেরা দিয়ে। ছবি তুলতে পারতাম মাত্র ৩৬ টা। কি ছবি তুলেছি প্রিন্ট করার আগে বুঝা যেত না।
এখন ফোটোগ্রাফী খুবই সহজ হয়ে গেছে।
বিশ বছর আগেও ডার্ক রুম ছাড়া যেখানে কোন সংবাদপত্রের অফিস কল্পনাই করা যেত না, আজ সেখানে বড় বড় প্রতিষ্ঠানেও ডার্ক রুম নেই। একজন আলোকচিত্রীর সব ধরনের ছবি তোলার যোগ্যতা থাকতে হয়। আমার ভালো লাগে স্ট্রিট ফোটোগ্রাফী। স্ট্রিট ফোটোগ্রাফীর মধ্যে অনেক আনন্দ পাওয়া যায়। একজন স্ট্রিট ফোটোগ্রাফারকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হয়। স্ট্রিট ফোটোগ্রাফারের এক-একটা ছবি হতে হয়- এক-একটা গল্প, জীবনের গল্প। একজন স্ট্রিট ফোটোগ্রাফার ফুটপাতে শুয়ে থাকা ছোট্র শিশু অথবা পার্কে বসে থাকা বুড়োর ছবি তার ক্যামেরায় ধারন করবে- এবং অন্যরা যখন এই ছবি দেখবে- তখন তারা এই ছবির মধ্যে একটা জীবনের গল্প খুঁজে পাবে। এখানেই স্ট্রিট ফোটোগ্রাফারের কারসাজি।
গত দুই বছর আমি ক্যামেরা হাত দিয়ে ধরে দেখিনি।
ঘরে ক্যামেরাটা কোথায় আছে তাও সঠিক জানি না। নষ্ট হয়ে গেছে কিনা তাই বা কে জানে! তবে ক্যামেরা আমি আবার হাতে নিবো। হহয়তো খুব শ্রীঘই। কিছু ভালো ছবি আমাকে অবশ্যই তুলতে হবে। আমার জীবনে ৫ টা যদি ভালো ছবি তুলে থাকি, পাঁচ লাখ তুলেছি ফালতু ছবি। আমাকে সবচেয়ে বেশি তুলতে হয়েছে অনুরোধের ছবি। লোকজন ক্যামেরা হাতে দেখলেই অনুরোধের আসর ডেকে বসেন। মানাও করা যায় না। এমন কি তাদের বাড়িতে গিয়েও স্ত্রী, পুত্র, কন্যার ছবি তুলে দিতে হয়েছে। বিপুল সময়ের অপচয় করেছি। আর না। বহু পোলাপান আমার কাছে ফোটোগ্রাফী শিখতে এসেছে। সবার আগে আমি তাদের ক্যামেরা ধরা শিখাই। পোলাপান অবাক হয়! আরে ব্যাটা ক্যামেরা যদি ভালো করে ধরতেই না শিখিস তাহলে ভালো ছবি তুলবি কেমন করে!
ক্যামেরা এবং ফোটোগ্রাফী নিয়ে লাখ লাখ সৃতি আছে।
সেগুলো ভুলে যাবার আগে লিখে ফেলতে চাই। একটা সময় দিন-রাত ক্যামেরা কাঁধে নিয়ে ঘুরে বেড়াতাম। দল বেঁধে যেতাম ফোটোওয়ার্কে। বছরের পর বছর। এমনও হয়েছে মধ্যরাতে ঘরে কাগজ ছিড়ে ছিড়ে আগুন জ্বালাতাম। তারপর নানান ভাবে সেই আগুনের ছবি তুলতাম। সামান্য একটা শাপলা ফুলের ছবি তোলার জন্য নোংরা জলাশয়ে নেমে যেতাম পরিস্কার জামা কাপড় পড়ে।। একটা প্রজাপতি বা ফড়িং এর ছবি তোলার জন্য ক্যামেরা তাক করে ঘাসের উপর শুয়ে থাকতাম ঘন্টার পর ঘন্টা। দশ বছর আগে ফ্লিকারে একটা একাউন্ট খুলেছিলাম। এই যে লিংক। আগে ঘন্টার পর ঘন্টা ফ্লিকারে পড়ে থাকতাম। সেই দিন গুলো কোথায় গেলো।
০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:৩৭
রাজীব নুর বলেছেন: হ্যাঁ লিখব।
কোনো পন্ডিতি করবো না। সহজ ভাবেই লিখব।
আপনার ছেলেকে বলবেন, প্রতিদিন কমপক্ষে ১০০ ভালো ছবি দেখতে। সেই ছবির ফ্রেমিং, লাইটিং এবং সাবজেক্ট খেয়াল করতে বলবেন। ফলো করতে বলবেন। ভালো ছবি দেখার জন্য হাতের কাছে ফ্লিকার আছে। সেখানে বিশ্বের সকল ফোটোগ্রাফাদের তোলা ছবি দেখতে পাওয়া যাবে।
২| ০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:৩৩
আমি রানা বলেছেন: বাহ..
০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:৩৮
রাজীব নুর বলেছেন: ওকে।
৩| ০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:৩৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: এইবারের প্রতিযোগিতায় আপনি একটা না একটা পুরস্কার অবশ্যই পেতেন, আমার ধারণা।
০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:৩৯
রাজীব নুর বলেছেন: আমি আমার জীবনে দেশী-বিদেশী কোনো প্রতিযোগিতায় অংশ গ্রহন করিনি। করবোও না।
৪| ০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:৪০
হাবিব বলেছেন: ফ্লিকারের ছবি দেখলাম। বেশ প্রানবন্ত। আপনার কাছে ফটোগ্রাফি শিখতে চাই । শিখাবেন কি?
০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:৪২
রাজীব নুর বলেছেন: ফ্লিকারে ছবি গুলো দেখেছেন যেনে খুবই খুশি হলাম।
অবশ্যই শিখাবো। আগ্রহ নিয়ে শেখাবো।
৫| ০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:৪৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: এই ব্যাপারে আপনার চিন্তা ধারা ঠিক আছে। প্রতিযোগিতা মানেই ঈর্ষা, হিংসা, দলাদলি, হীনমন্যতা। শিল্প, সাহিত্যের ক্ষেত্রে কোন প্রতিযোগিতা থাকা উচিত না। বঙ্কিম বড় না রবীন্দ্রনাথ বড় এইসব চিন্তা আসলে ভুল চিন্তা। হুমায়ুন আজাদ ভালো নাকি ছফা ভালো। এইসব চিন্তা অবান্তর। দুই জনেই মেধাবী। কেউ সমালোচনার ঊর্ধ্বে না। যার যার জায়গা থেকে সে ভালো। আমাদের শিল্পের ভালোটা নিতে হবে।
আপনি সিরিয়াসলি ফটোগ্রাফি নিয়ে লেখেন। এটাই আপনার শক্তির জায়গা।
০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:৫০
রাজীব নুর বলেছেন: প্রতিযোগিতা মানেই ঈর্ষা, হিংসা, দলাদলি, হীনমন্যতা নয়।
প্রতিযোগিতাই মানুষকে স্বপ্ন দেখায়। সামনের দিকে নিয়ে যায়।
বঙ্কিম বড় না রবীন্দ্রনাথ বড় এটা সময় বলে দিবে। ভালো কে সেটাও সময় এবং তার কর্ম বলে দিবে।
আমাদের সমাজে একটা ''ছবি'' ভালো কি মন্দ তা নির্ভর করে লাইকের উপর। লোকজন মনে করে যে ছবি যত লাইক পাবে সেই ছবি তত ভালো। লাইকের উপর নির্ভর করে প্রতিযোগিতা। তাই আমি কোনো ফোটোগ্রাফী প্রতিযোগিতায় অংশ গ্রহন করি না। সবচেয়ে বড় কথা বাংলাদেশে প্রতিযোগিতায় যাদের জজ করা হয়, প্রায় সময়ই দেখা যায় তাঁরা ছবি সম্পর্কে কিছুই জানেন না। বুঝেন না।
৬| ০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:৪৫
হাবিব বলেছেন: আমি শিখতে চাই, ফেসবুক ফ্যাসেঞ্জারে শিখাবেন নাকি অন্য কোন উপায়ে?
০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:৫১
রাজীব নুর বলেছেন: আমার বাসায় এসে শিখবেন। অথবা আমি আপনার বাসায় গিয়ে শিখাবো। যেটা আপনার জন্য সহজ হয়। অথবা অন্য কোথাও।
৭| ০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:৫৪
মরুভূমির জলদস্যু বলেছেন: আবার ছবি তোলা শুরু করেন। শেয়ার করেন আমাদের সাথে।
লিখের ছবির গল্প, ছবি তোলার গল্প।
০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:৫৫
রাজীব নুর বলেছেন: আপনি লিখেছেন না কেন?
আপনি তো ছবি তোলেন। লেখার হাতও আছে। প্রতিদিন লিখুন। প্রচুর লিখুন। লিখতেই থাকুন। লেখালেখির মধ্যে এক ধরনের আনন্দ আছে। আপনার লেখা কে পড়লো, কে পড়লো না সেটা নিয়ে মোটেও মাথা ঘামাবেন না। শুধু লিখে যান।
৮| ০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৪:০৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
ভালো লিখেছেন। সুন্দর ছবি সবারই দেখতে ভালো লাগে। এক সময়ে কলাবাগানে ছিলাম তখন প্রায়ই দৃক গ্যালারীতে যেতাম ছবি দেখতে।
০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৪:২৫
রাজীব নুর বলেছেন: শুধু ''দৃক'' গেলে হবে? ''বেঙ্গল'' কি দোষ করলো?
৯| ০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৪:১৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
লেখক বলেছেন: আপনি লিখেছেন না কেন?
কে বললো লিখছি না?
আমি প্রতিনিয়োতোই লিখছি। আমার পছন্দের বিষয় নিয়ে লিখছি। তবে গাদা গাদা লিখা আমার সাধ্যের বাইরে। আমি অল্পোঅল্পো লিখি। তাতেই আমি খুশী।
ফটোগ্রাফীর প্রায় কিছুই আমি জানি না, আমার কোনো ট্রেনিং নেই, আমার কোনো পড়াশুনা নেই। তাই ঐ বিষয়ে আমি লিখিনা। আমি যা ছবি তুলি সেগুলি কখনোই ভালো ছবির তালিকায় ফেলা যায় না। আমি শুধু স্মৃতি ধরে রাখার জন্য ছবি তুলি। লেখাকে সমৃদ্ধ আর আকর্ষণীয় করার জন্য ছবি ব্যবহার করি। এতোটুকুই।
০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৪:২৭
রাজীব নুর বলেছেন: প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও ভালো ছবি তোলা সম্ভব। আজ কাল খেয়াল করে দেখবেন চ্যাংড়া পোলাপানও দারুন সব ছবি তুলছে।
১০| ০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৪:২০
শেরজা তপন বলেছেন: এইতো লাইনের লেখা
- কেন যে উল্টা পালটা রাস্তা ঘাট দিয়ে চলাফে্রা করেন!!!!
০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৪:২৮
রাজীব নুর বলেছেন: আমি দিকভ্রান্ত পথিক। হয়তো সন্ধ্যায় আবার বেলাইনে চলে যাবো।
১১| ০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৪:৩১
মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন: প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও ভালো ছবি তোলা সম্ভব। আজ কাল খেয়াল করে দেখবেন চ্যাংড়া পোলাপানও দারুন সব ছবি তুলছে।
অবশ্যই।
মোবাইলেও দারুন সব ছবি তোলা যায়।
কিন্তু ছবি তুলতে পারা আর ফটোগ্রাফী সম্পর্কে লেখা এক জিনিসতো নয়!!
০৩ রা আগস্ট, ২০২১ সকাল ১১:৪৪
রাজীব নুর বলেছেন: যেভাবে ছবি তুলবেন, সেখানে সহজ করে লিখে দিবেন। হয়ে যাবে।
১২| ০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৫:৫৫
চাঁদগাজী বলেছেন:
ইহাকে আপনি প্রফেশান হিসেবে কাজে লাগাতে পারবেন?
০৩ রা আগস্ট, ২০২১ সকাল ১১:৪৪
রাজীব নুর বলেছেন: তা কিছুটা পারি।
১৩| ০২ রা আগস্ট, ২০২১ রাত ১০:২৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
াআমার বিশ্বাস ছিলো সামুর
ছবি প্রতিযোগীতায় অংশগ্রহণ
করলে আপনিও দু একটা
পুরস্কার জিততে পারতেন।
০৩ রা আগস্ট, ২০২১ সকাল ১১:৪৫
রাজীব নুর বলেছেন: সেটা কোন ব্যাপার না।
তখন আমি কঠিন ব্যানে ছিলাম।
১৪| ০২ রা আগস্ট, ২০২১ রাত ১১:০৬
মাসউদুর রহমান রাজন বলেছেন: রাজীব ভাই, ফটোগ্রাফি নিয়ে আপনার ১৯ হাজার শব্দের লেখা পড়তে চাই। ফটোগ্রাফি কোন তুচ্ছ বিষয় না। আপনাদের ছবি অবাক হয়ে দেখি আর আমি যেই গুলা তুলি সেইগুলাও দেখি আর ডিলিট করি। আপনার ছবিগুলা দেখলাম ফ্লিকারে। অনেক সুন্দর।
০৩ রা আগস্ট, ২০২১ সকাল ১১:৪৬
রাজীব নুর বলেছেন: যদি সেটা বই আকারে বের করতে সক্ষম হই, অবশ্যই পড়বেন।
ফ্লিকারে আমার ছবি গুলো দেখার জন্য ধন্যবাদ।
১৫| ০৩ রা আগস্ট, ২০২১ সকাল ৭:৪২
কামাল১৮ বলেছেন: কোথাও একটা ষ্টুডিও দিয়ে বসেন।আয় মোটামুটি খারাপ না।
০৩ রা আগস্ট, ২০২১ সকাল ১১:৪৭
রাজীব নুর বলেছেন: এই ইচ্ছা আমার আছে।
১৬| ০৩ রা আগস্ট, ২০২১ সকাল ৯:৫৩
খোলা জানালা। বলেছেন: এক কথায় অসাধারণ
০৩ রা আগস্ট, ২০২১ সকাল ১১:৪৭
রাজীব নুর বলেছেন: সুকরিয়া।
১৭| ০৩ রা আগস্ট, ২০২১ সকাল ১০:৩১
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি কিন্তু ফটোগ্রাফি শেখানোকে পেশা হিসাবে নিতে পারেন। আপনি এটা পারবেন বলে আমার বিশ্বাস। কারণ আপনার তত্ত্বগত ও ব্যবহারিক উভয় জ্ঞানই আছে এই ব্যাপারে।
০৩ রা আগস্ট, ২০২১ সকাল ১১:৪৮
রাজীব নুর বলেছেন: আপনি শিখুন। আপনাকে দিয়েই শুরু করি।
১৮| ০৩ রা আগস্ট, ২০২১ সকাল ১১:৫৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: সবাই সব কিছু শিখতে পারে না। যেমন গান আপনি সবাইকে শিখাতে পারবেন না। একই কথা চিত্রকলা, কাব্য, সাহিত্য ইত্যাদির ক্ষেত্রেও। ভিতরে সহজাত কিছু থাকলে সেটাকে নাড়াচাড়া করে আরও ভালো করা যায়। সৃষ্টিশীল কাজ জোর করে হয় না। তবে প্রস্তাবের জন্য ধন্যবাদ। তবে আমার মনে হয় ফটোগ্রাফি একটা অভিজাত শিল্প।
০৩ রা আগস্ট, ২০২১ দুপুর ২:৩১
রাজীব নুর বলেছেন: সহমত।
১৯| ০৩ রা আগস্ট, ২০২১ দুপুর ১২:৩৩
রানার ব্লগ বলেছেন: ছবি তোলা আর কবিতা লেখা দুইটাই সমান !!!
০৩ রা আগস্ট, ২০২১ দুপুর ২:৩১
রাজীব নুর বলেছেন: না সমান না।
২০| ০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভকামনা
০৪ ঠা আগস্ট, ২০২১ সকাল ১১:৫৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২১| ০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৪:২২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সামুর ছবি প্রতিযোগিতায় আপনার ছবি আশা করেছিলাম ।
যাক প্রস্তুতি নিন , সামনে আরও সুযোগ আছে ।
.................................................................................
সামুতে ছবি প্রতিযোগিতার কারনে অনেকের মাঝে ফটোগ্রাফী
শেখার আগ্রহ হয়েছে এটাকে কাজে লাগান ।
০৪ ঠা আগস্ট, ২০২১ সকাল ১১:৫৮
রাজীব নুর বলেছেন: ওকে।
২২| ০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৪:৩৩
পদাতিক চৌধুরি বলেছেন: গুড পোস্ট। ++
শুভেচ্ছা প্রিয় ছোট ভাইকে।
০৪ ঠা আগস্ট, ২০২১ সকাল ১১:৫৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদাকে।
২৩| ০৩ রা আগস্ট, ২০২১ রাত ৯:০২
নূর মোহাম্মদ নূরু বলেছেন: ৎআমিও আজকে থেকে জেনারেল !!
নোটি্শ পেলাম আমার একটি মন্তব্য
ডিলিট করার কিন্তু জেনারেল কেন
বুঝলাম না !!
somewherein blog team
2:07 PM (6 hours ago)
to me, feedback
dear blogger,
we are sorry to inform that we had to remove one of your comments from a particular post (স্যার শব্দে আমাদের এতো সমস্যা কেন?) . please note: this action is taken to maintain a good environment of the blog according to rule:
©somewhere in net ltd.
১| ০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:৩২
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি আবার আপনার পর্ব শুরু করেন। প্রথম পর্বে থাকবে কিভাবে সঠিকভাবে ক্যামেরা ধরতে হয়। আমার বড় ছেলের ফটোগ্রাফির দিকে ঝোঁক আছে। ওর ভালো ক্যামেরা আছে। আপনি পর্ব দিলে আমি ওর সাথে শেয়ার করবো। সহজভাবে লিখবেন যেন আমার মত মূর্খও বুঝতে পারে। আমি না বুঝলে ছেলেকে বোঝাতে পারবো না।
সবার আগে কামেরাটা খুঁজে বার করেন।