নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা সব রোগের মহৌষধ

০৩ রা আগস্ট, ২০২১ দুপুর ২:৫৫


ছবি- আমার তোলা।

সময় দুপুর বারোটা।
বাসা থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে ফার্মগেট এসে দাঁড়িয়ে আছি। যাবো মিরপুর-দশ। পকেট একেবারে শূন্য। দুপুরবেলা রোদের মধ্যে হেঁটে মিরপুর যেতে ইচ্ছা করছে না। ইচ্ছা করছে গাড়িতে এসি ছেড়ে আরাম করে গান শুনতে শুনতে যাই অথবা পত্রিকা পড়া যেতে পারে। বিদেশে কি সুন্দর লিফট পাওয়া যায়। কি করবো...কি করবো ভাবছি, ঠিক তখনই একটা সাদা রঙের গাড়ি এসে আমার সামনে থামল। গাড়ি থেকে এক ভদ্রলোক নেমে বললেন- এই ছেলে তোমার নাম কি- হাসমত উল্লাহ? চারিদিকে গাড়ি-বাসের বিকট শব্দ, প্রচন্ড রোদের তাপ। আমি ঘামছি। আমি ভদ্রলোকের দিকে তাকিয়ে বললাম- এই যে আপনার নাম কি- আহমদ ইবনে রফিক হাইয়ান? ভদ্রলোক চিবিয়ে চিবিয়ে বললেন না। আমার নাম- রফিক চৌধুরী। আমি একটু হাসি দিয়ে বললাম- আমার নাম- শাহেদ জামাল।

বেলা দুইটা। আমি দাঁড়িয়ে আছি সংসদ ভবনের সামনে।
গ্রাম থেকে নতুন শহরে আসা লোকদের মতন হা করে তাকিয়ে আছি সংসদ ভবনের দিকে। এমন সময় দুইজন পুলিশ এসে আমার সামনে দাঁড়িয়ে বলল- এখানে কি করছেন? আমি বললাম- এক গ্লাস ঠান্ডা পানি খাবো, ভাবছি সংসদ ভবনে কি পানির কল আছে! ওসি সাহেব বললেন- তোর নাম কি? কী করা হয়? আমি বললাম- আমার নাম শাহেদ। শাহেদ জামাল। সাংবাদিকতা করি। ছবি তুলি। ওসি বলল, কোন পত্রিকায়? আমি বললাম- বিশেষ কোনো পত্রিকা নেই। ফ্রিল্যান্স সাংবাদিকতা। যেখানে সুযোগ পাই টুকটাক কাজ করি। গত সপ্তাহ যুগান্তর পত্রিকায় আমার তোলা ছবি দিয়ে দু'টা লীড নিউজ হয়েছে- হয়তো আপনার চোখে পড়েছে। নিউজটা ছিলো পুরান ঢাকার পানির সমস্যা নিয়ে। ওসি সাহেব ভ্রু কুঁচকে বললেন- আপনাকে আমার সাথে থানায় যেতে হবে। আমি পুলিশের গাড়িতে উঠে পড়লাম।

থানায় যাওয়ার দুই ঘন্টা পর পুলিশ আমাকে বলল-
আমরা পত্রিকা অফিসে খোঁজ নিয়েছি- শাহেদ জামাল নামে কোনো ফ্রিল্যান্স সাংবাদিক নেই। ওসি সাহেবের হুমুকে একজন আমাকে ঠাটিয়ে এক চড মারলো। পাঁচ কেজি ওজনের চড়ে আমি ছিটকে পড়লাম। উঠে দাঁড়াতেই ওসি সাহেব বললেন- এইবার বল তোর আসল ধান্ধা কি? এরপর বেশ কিছু নোংরা কথা- যা বাংলা ভাষায় আমার পক্ষে লেখা সম্ভব নয়। রাত এগারোটায় ডিউটি অফিসার এসে আমাকে ছেড়ে দিলেন। থানা থেকে বের হয়ে আমি হাঁটছি। আমার ভালো নাম সামসুল আরেফিন। পত্রিকাতে এই নামেই আমি কাজ করি। নীলা আমাকে আদর করে শাহেদ জামাল বলে ডাকে। ইদানিং কেউ যদি আমার নাম জিজ্ঞেস করে- আমি ছোট্র বাচ্চাদের মতন বলি- আমার নাম জামাল। শাহেদ জামাল। হাঁটতে হাঁটতে আমি আবার সংসদ ভবনের সামনে এসে দাঁড়াই। অনেক ক্ষুধা পেয়েছে। গলা শুকিয়ে কাঠ। সংসদ ভবনের দিকে তাকিয়ে মনে হলো- রাতের বেলা-ই সংসদ ভবন দেখতে বেশী সুন্দর লাগে।

রাত দুইটায় বাসায় ফিরলাম- বিষন্ন মন এবং ক্লান্ত শরীর নিয়ে।
বাসায় ফিরে অনেক সময় আরাম করে গোছল করলাম। পেট ভরে ভাত খেলাম- রুই মাছ, কলমি শাক ভাজি আর ডাল দিয়ে। ব্যালকনিতে গিয়ে বসলাম। এখন আমি নীলার কথা ভাববো। অনেকদিন নীলার সাথে দেখা হয় না। আমি ইচ্ছা করেই অনেকদিন পর-পর নীলার সাথে দেখা করি। বুদ্ধিমান'রা জানে প্রিয় মানুষদের সাথে রোজ রোজ দেখা করা ঠিক নয়। রাত তিনটায় নীলার বাসায় ফোন দিলাম। ফোন ধরলেন নীলার বাবা। আমি বললাম- তেজগাঁ থানা? নীলার বাবা বললেন- হারামজাদা, তেজগাঁ থানা তোমার ইয়ে দিয়ে ডুকিয়ে দিবো। আমি বললাম- নীলাকে ফোন দেন- জরুরী কথা আছে। নীলার বাবা চিৎকার করে বললেন- তুই কে? আমি নরম স্বরে বললাম- আমি আপনার মেয়ের জামাই। নীলার বাবা বললেন- ফোন রাখ শুয়োর। আমি বললাম- আমার নাম শাহেদ জামাল।

বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে।
বৃষ্টির একটা অলৌকিক ক্ষমতা আছে। প্রতিটা মানুষের মন আদ্রতায় ভরিয়ে দেয়। একজন রিকশাওয়ালা আনন্দে গান গেয়ে উঠে। দুনিয়াতে এত নাম থাকতে নীলা আমাকে কেন শাহেদ জামাল নামে ডাকে? আজিব! বর্ষাকালে আকাশের তারা গুলো কম জ্বল জ্বল করে। আকাশের সবচেয়ে জ্বল জ্বল করা তারাটির নাম হচ্ছে নীলা। নীলার কাছে প্রতিদিন একটা করে চিঠি লিখতে ইচ্ছা করে। খুব আয়োজন করে চিঠি লিখতে বসি। কলম হাতে নিয়ে বসে থাকি- কী লিখব ভেবে পাই না। আমি চিঠিতে লিখলাম- নীলা আমার খুব ইচ্ছা করে, জোছনা রাতে সমুদ্রের পাড়ে তোমাকে নিয়ে হাঁটি। সেদিন তোমাকে অবশ্যই নীল শাড়ি পড়তে হবে। দুই হাত ভরতি থাকবে নীল কাঁচের চুড়ী, কপালে একটা বড় নীল টিপ। বাতাসে তোমার মাথার চুল উড়ে এসে আমার গায়ে পড়বে। তোমার শাড়ির আঁচল বাতাসে পতাকার মতন উড়বে।

অনেকদিন আগে একটি গল্প পড়েছিলাম।
গল্পটি অনেকটা এই রকমঃ রাশিয়ার এক শহরে বাস করতো আকসেনভ নামের এক যুবক। পেশায় ছিল ব্যবসায়ী, আর ছিল দু খানা দোকান ও বসত ভিটা। ছোটবেলা থেকে নেশা করলেও এখন সে পুরাপুরি ভালো, মাঝে মাঝে কেবল ভদকা খেয়ে নেশা করে। গ্রীষ্মের এক সকালে ব্যবসার কাজে শহরে যাওয়ার জন্য বের হয় যুবক আকসেনভ। স্ত্রী তাকে বলে যে ,আমি খুব একটা খারাপ স্বপ্ন দেখেছি তুমি আজ শহরে যেও না। সে উপেক্ষা করে শহরে যায় এবং রাস্তার মাঝে পরিচয় হয় এক ব্যবসায়ীর সাথে। দু’ জনেই রাতে এক সরাই খানাতে থাকে। পরদিন সকালবেলা আকসেনভ সরাই খানার সব লেনদেন চুকে দিয়ে বের হয়। প্রায় মাইল পঁচিশ যাবার পর সে আরেকটা সরাই খানাতে দাঁড়িয়ে পড়ে ঘোড়া গুলোকে কিছু খাইয়ে নেবার জন্য। কিছুক্ষণ পর একজন অফিসার এসে তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। সে সবগুলো প্রশ্নের উত্তর দিলেও মূল ঘটনা বুঝে উঠতে পারেনা। অফিসার আকসেনভকে বলে যে, যে লোকটির সাথে আপনি আপনি রাতে ঘুমিয়ে ছিলেন সে খুন হয়েছে। আর আমি একজন পুলিশ অফিসার। আপনার পোটলা তল্লাসী করব। যেই বলা সেই কাজ। আকসেনভের ব্যাগ তল্লাসী করে একটা রক্ত মাখা ছোরা পাওয়া গেল। ছোরাতে কেন রক্ত লেগে আছে জিজ্ঞেস করলে আকসেনভ কোন উত্তর দিতে পারেনা। সে শুধু বলে আমি কিছু জানিনা। আমি খুন করিনি।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:০৫

রানার ব্লগ বলেছেন: আমারো একজন নীলা প্রয়োজন !!!!

০৪ ঠা আগস্ট, ২০২১ সকাল ১১:৫৪

রাজীব নুর বলেছেন: চারিদিকে বহু নীলা আছে, খুঁজে নিন।
তবে দয়া করে অন্যের নীলার দিকে তাকাবেন না।

২| ০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:১২

ঠাকুরমাহমুদ বলেছেন:



গল্প ভালো লেগেছে। রাশিয়া দেখার মতো দেশ। মস্কো বিমান বন্দরে নেমে শহর দেশ দেখার আগেই মনে হয় এই দেশে আজীবন থেকে গেলে কেমন হবে। মাত্র একটি ক্লাব স্যান্ডউইচ খেলে পেট ভরে যায়।

০৪ ঠা আগস্ট, ২০২১ সকাল ১১:৫৪

রাজীব নুর বলেছেন: ক্লাব স্যান্ডউইচ কি জিনিস?

৩| ০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: এই লেখার একটা আলাদা প্যাটার্ন আছে।
এলো মেলো না লিখে একটা গল্পের রূপ দেন।

০৪ ঠা আগস্ট, ২০২১ সকাল ১১:৫৫

রাজীব নুর বলেছেন: সহমত।

৪| ০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:৩৮

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: হিমু স্টাইলের লেখা। ভালো লাগলো। আমি আবার হিমুর ভক্ত।

০৪ ঠা আগস্ট, ২০২১ সকাল ১১:৫৫

রাজীব নুর বলেছেন: আমিও হিমুর ভক্ত।

৫| ০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৪:১৬

হাবিব বলেছেন: কেমনে থানা থেকে ছাড়া পেলেন?

০৪ ঠা আগস্ট, ২০২১ সকাল ১১:৫৬

রাজীব নুর বলেছেন: লেখাটা মন দিয়ে পড়েছেন, বুঝা যাচ্ছে। গুড।

৬| ০৩ রা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৫৫

চাঁদগাজী বলেছেন:




ঢাকার করোনার কি খবর?

০৪ ঠা আগস্ট, ২০২১ সকাল ১১:৫৭

রাজীব নুর বলেছেন: ঢাকার মানুষ করোনা নিয়ে চিন্তিত না। তাদের মনোভাব হচ্ছে- যা হয় দেখা যাবে। কিন্তু লকডাউন চাই না।

৭| ০৩ রা আগস্ট, ২০২১ রাত ৯:১৯

ইসিয়াক বলেছেন: এ যুগে স্বার্থ ছাড়া কেউ কি ভালোবাসে?

০৪ ঠা আগস্ট, ২০২১ সকাল ১১:৫৭

রাজীব নুর বলেছেন: হ্যাঁ বাসে।

৮| ০৩ রা আগস্ট, ২০২১ রাত ৯:৪০

কামাল১৮ বলেছেন: এক সময় আমার পাঁচ ছয়টা নাম ছিল।খুলনায় একনাম তো সিলেটে আরেক নাম।রাজশাহীতে এক নাম,চাটগায়ে আরেক নাম।নাম মনে রাখা ছিলো এক বিড়ম্বনা।নিজের আসল নামই ভুলে গিয়ে ছিলাম।
আমি ২০/২৫ বছর ড্রিংক করেছি,ডাক্তার এবং সরকারী অনুমোদন সহকারে।একদিনও নেশা করিনাই।ডাক্তার যতটুকু খেতে বলেছে,তার থেকে বেশি খাই নাই।এই জন্য নিজের প্রতি নিজের প্রচন্ড আত্মবিশ্বাস থাকা দরকার।

০৪ ঠা আগস্ট, ২০২১ সকাল ১১:৫৯

রাজীব নুর বলেছেন: আপনার এত নাম ছিলো কেন?
পরিমিত খেলে নেশা হয় না।
কি করলে নিজের প্রতি আত্মবিশ্বাস থাকে?

৯| ০৫ ই আগস্ট, ২০২১ রাত ২:০৭

কামাল১৮ বলেছেন: কমিউনিষ্ট পার্টির সদস্য ছিলাম তাই ।
ইচ্ছা শক্তির উপর নিয়ন্ত্রন।

০৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৫১

রাজীব নুর বলেছেন: কমিউনিষ্ট চিন্তা ভাবনা কি এখনও আপনার মধ্যে আছে?

১০| ০৬ ই আগস্ট, ২০২১ ভোর ৬:৩৯

কামাল১৮ বলেছেন: চিন্ত ভাবনা অবশ্যই আছে কিন্তু অনুশীলন নাই।একজন মানুষ যতক্ষন কমিউনিষ্ট পার্টির সদস্য হিসাবে পার্টির কর্মকান্ডে জড়িত থাকে তখন সে কমিউনিষ্ট,যখন থাকে না তখন সে আর কমিউনিষ্ট না।

০৬ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৫১

রাজীব নুর বলেছেন: বর্তমানে আমাদের দেশে সত্যিকারের কোনো কমিউনিষ্ট নেই।

১১| ০৬ ই আগস্ট, ২০২১ সকাল ৭:০২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৬ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৫২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.