নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

দু\'টি গান, দু\'টি কথা

১৯ শে আগস্ট, ২০২১ রাত ১২:৩০


ছবিঃ আমার তোলা।

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু
শেষ করাতো যায় না গেয়ে তোমার গুণগান।


গানটা খুবই সুন্দর। গানের সুরও অনেক শ্রুতিমধুর।
গানের প্রতিটা লাইন অনেক মনোরম। সকালে ঘুম থেকে উঠেই গানটা মাথার ভিতর বাজতে শুরু করলো। সারাটা দিন গুণগুণ করে অনেকবার গাইলাম। গানের অন্য দুটা লাইন এই রকমঃ শিশু মুছা নবীকে যখন দুশমনেরই ডরে/ সিন্ধুকে ভরিয়া দিলে ভাসায়ে সাগরে। সকালে আমি ৯ টায় বাসা থেকে বের হই। আজ বের হতে দেরী হয়ে গেছে। কারন ইউটিউবে এই গানটা পাঁচ বার শুনলাম। এই গানের কয়েকটা লাইন আমাকে মুগ্ধ করেছে। শেষের লাইন গুলো এই রকমঃ ফেরেশতা পাঠাইলে তুমি এছমে আজম দিয়া/ যখন ইউনুছ নবীরে খাইল মাছেতে গিলিয়া। আসলে এটা গান নয়। এটা গজল। গজলটি খেয়েছেন- আব্দুল আলীম। গজলটি লিখেছেন- সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলামের মতো সুরকার, গীতিকার এযুগে নেই।

একবার অফিসে বস হঠাত গেয়ে উঠেন গানটি।
তখনই গানটা আমার মাথায় সেট হয়ে যায়। তখনও আমার পুরো গানটি শোনা হয় নি। আজই প্রথম পুরো গানটা শুনলাম। এবং অভিভূত হলাম। স্কুলে আমাদের একজন শিক্ষক ছিলেন। স্যারের নাম ছিলো বারিক। বারিক স্যারের মন মেজাজ খারাপ হলেই বলতেন- আজ তোমাদের পড়াবো না। মন মেজাজ খারাপ। খুব খারাপ। তোমরা হইচই করবা না। হইচই করলে কানটা ধরে ক্লাশ থেকে বের করে দিবো। বুঝা গেলো কথাটা? স্যার রহিমকে ডাকলেন। রহিম গজল খুব ভালো গায়। স্যার বললেন, রহিম গজল শুরু করো। তখন রহিম ''আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু'' গানটা গায়। অবশ্য তখন গানে আমার মন ছিলো না। বন্ধুদের সাথে দুষ্টমিতে মেতেছিলাম। আজ এই গানটা দিয়েই দিনটা শুরু করলাম।

এই সুন্দর ফুল, সুন্দর ফল মিঠা নদীর পানি
খোদা তোমার মেহেরবানী।


এই গানটা আমার খুবই প্রিয়।
আবারও ভুল করছি। এটা গান নয়, গজল। কাজী নজরুল ইসলামের গজল। এই গজলের শেষ দুটি লাইন এই রকমঃ পথ না ভুলি তাই তো দিলে/পাক কোরানের বাণী। কি সুন্দর সহজ সরল কথা। গায়ক গানটা খেয়েছেনও খুব সুন্দর করে। দরদ দিয়ে। বারবার শুনলেও বিরক্ত লাগে না। এই গানটা প্রথম শুনি ছোটবেলায়। আমাদের এলাকায় এক অন্ধ ভিক্ষুক প্রতি সপ্তাহে আসতো। অন্ধ ফকির খুব সুরেলা কন্ঠে গানটি গাইতো। গানটা শুনতে পেলেই আমি রাস্তায় বের হতাম। অবাক হয়ে অন্ধ ভিক্ষুকটির দিকে তাকিয়ে থাকতাম। মার কাছ থেকে টাকা নিয়ে ভিক্ষুকটিকে দিতাম। অবাক ব্যাপার হচ্ছে- ভিক্ষুকটি শুধু এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। গানটি গাইতো। অন্য কোনো গান কেন গাইতো না?

স্কুলে বারিক স্যার রহিমকে দিয়ে এই গানটিও খাওয়াতো।
রহিমের গানের গলা ভালো ছিলো। ক্লাশে সবচেয়ে নির্বোধ ছিলো- রহিম। এখন সে কাতার থাকে। গ্রামে পাকা বাড়িটারি করে অস্থির। রহিম বিয়ের আগে আমাকে খুঁজে বের করে এবং তার বিয়েতে জোর করে নিয়ে যায়। রহিমের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার। গত তেরো বছর ধরে রহিমের আর কোনো খোজ নেই। বারিক স্যারকে বিশ বছর পর সেদিন রাস্তায় দেখেছি। একদম বুড়ো হয়ে গেছেন। তার স্ত্রী তাকে ছেড়ে গিয়েছে এই খবর আমি জানি। স্যার স্কুল থেকে অবসর নিয়েছেন সেটাও জানি। যারা লেখাপড়া ঠিক মতো করতো না- স্যার তাদের ডাকতেন ভন্ড বলে। বারিক স্যার এবং রহিমের কথা আজ সারাদিনে বেশ কয়েকবার মনে পড়েছে। তাঁরা কোথায় থাকে জানি না। জানলে গিয়ে দেখা করে আসতাম।

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০২১ রাত ১:৩২

জহিরুল ইসলাম সেতু বলেছেন: গানে গানে নস্টালজিয়া।
বারিক স্যারের কথায় আমার বাবার কথা মনে পড়ছে। তিনিও একজন স্কুল শিক্ষক ছিলেন। মেধা মননে আধুনিক। ২০০০এ অবসর নিয়েছেন। অনেক বুড়ো হয়ে গেছেন। আমরা একসাথেই থাকি।
শুভেচ্ছা।

১৯ শে আগস্ট, ২০২১ রাত ১:৪৬

রাজীব নুর বলেছেন: আপনার বাবা কোণ বিষয় পড়াতেন?

২| ১৯ শে আগস্ট, ২০২১ রাত ২:১৯

জহিরুল ইসলাম সেতু বলেছেন: গ্রামার আর ম্যাথ পড়াতেন।

২০ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৪৬

রাজীব নুর বলেছেন: বারিক স্যারকে আপনি চিনেন?

৩| ১৯ শে আগস্ট, ২০২১ রাত ২:৪৪

চাঁদগাজী বলেছেন:



ঢাকা বড় নির্মম শহর, শহরটি তার বাসিন্দাদের কষ্ট দেয়।

২০ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৪৬

রাজীব নুর বলেছেন: কথা সত্য।

৪| ১৯ শে আগস্ট, ২০২১ ভোর ৪:৪৬

হাসান কালবৈশাখী বলেছেন:
গানটি আবদুল আলিমের গান।
তালেবানি তথা সালাফি-ওহাবি ইসলামে গানবাজনা সম্পুর্ন হারাম।
পাকিস্তানি তালেবানি, বাংলাদেশী হেফাজতি আইনে বাজনা বাদে গান এলাও।
যদিও হজরত মুহম্মদ বেচে থাকতে মক্কা মদিনায় বাজনা ও উলুধ্বনি সহ গান নাচ চলতে দেখা গেছে রসুলের সামনেই।
বাংলাদেশে সুফি দরবেশ আস্তানায় গানবাজনা চলে। সাধারন মুসলিম সমাজেও চলে।

২০ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৪৬

রাজীব নুর বলেছেন: হ্যাঁ গানটি গেয়েছেন আব্দুল আলীম। কিনতি তিনি লিখেন নি।

৫| ১৯ শে আগস্ট, ২০২১ ভোর ৫:৩১

চাঁদগাজী বলেছেন:


বাংলা ভাষায় সাধারণ মানুষের জীবনের গান কেমন আছে?

২০ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৪৭

রাজীব নুর বলেছেন: আছে। অনেক আছে।

৬| ১৯ শে আগস্ট, ২০২১ সকাল ৯:১৩

বিটপি বলেছেন: হাসান কালবৈশাখীর মাথায় কি গ্যাস্ট্রিক আছে? এখানে তালেবান আসল কোত্থেকে? কথা হচ্ছে গান নিয়ে বা গজল নিয়ে। এখানে তালেবানের প্রসংগ আনার উদ্দেশ্য কি?

২০ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৪৭

রাজীব নুর বলেছেন: হ্যাঁ উনি ঠিকই বলেছেন। একটার সাথে আরেকটার সামঞ্জস্য আছে।

৭| ১৯ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৪৬

রানার ব্লগ বলেছেন: দুইটা গজলই শ্রুতিমধুর। বাংলাদেশের লেখকেরা এখন আর ভালো গজল লিখতে পারে না আর শিল্পীর কথা বাদই দিলাম।

২০ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৪৮

রাজীব নুর বলেছেন: গজলের দিকে কারো মন নেই।

৮| ১৯ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:২৯

এভো বলেছেন: আমি আবাক হয়ে গেলাম এখানে মন্তব্যকারি এবং পোস্ট লেখক উভয়ে গানের ধরন কি জিনিস জানে না :) :) :) এই গান দুট কি গজল ?? মানে প্রেমের গান ?? গজল মানে হোল প্রেমের গান মূলত প্রেমিক প্রেমিকাকে নিয়ে ।
এই গান দুটকে ক্লাশিফাই করলে এর নাম দেওয়া যায় ইসলামিক গান ।

২০ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৪৮

রাজীব নুর বলেছেন: ইসলামিক গান আর গজল একই জিনিস।

৯| ১৯ শে আগস্ট, ২০২১ দুপুর ২:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো লিখেছেন।
গানদুটি প্রায় সকলেরই পছন্দ হওয়ার কথা তার সুর ও গায়কির জন্য।

২০ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৪৯

রাজীব নুর বলেছেন: সহমত।

১০| ১৯ শে আগস্ট, ২০২১ দুপুর ২:৩২

শোভন শামস বলেছেন: অনেক দিন পর গান দুটো শুনলাম , সুন্দর লিখেছেন

২০ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৪৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ শামস। ভালো থাকুন।

১১| ১৯ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৪৭

রানার ব্লগ বলেছেন: এভো @ সব প্রেমের গানই গজল না, গজল গানের একটা ফর্ম যেমন পল্লিগীতি, আধুনিক, ব্যান্ড সংগীত ঠিক তেমনি গজল। কেউ যদি গজল কে শ্রেফ ইসলামি সংগিত ভাবে এটা তার ব্যাক্তিগত মুর্খতা।

২০ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৪৯

রাজীব নুর বলেছেন: সহমত।

১২| ১৯ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:০৫

এভো বলেছেন: রানার ব্লগ ---- গজল গানের মুল থিম প্রেম সেটা মূলত নারী পুরুষের প্রেম এবং কথায় থাকে কাব্যিক ছন্দ , সুরে তাহকে কাব্যিক লয় ,তাল ।
এই গানের সাথে আল্লাহ বা ভগবানের কোন যোগ নেই । গজল মূলত প্রেমের গান তবে শায়েরির একটা বিশেষ স্টাইল আছে । আপনার অবস্থা হয়েছে , ভোর রাতে সেহেরির গায়কদের মত । সেহেরির গায়কদের গানকে অনেকে গজল বলে , ঠিক তাদের মত আপনার গজল গানের ধারনা ।
কোন দিন মেহেদী হাসান বা অনুপ জলতা বা পংকজ উদাসের গজল শুনেছেন কি ? মনে তো হয় শুনেন নি , তাদের গজলে দেখবেন বিষয় গুলো নর নারীর প্রেম নিয়ে, আল্লাহ ভগবান নিয়ে নহে ।
আপনার কাছে তো সেহেরির গায়কদের গান হোল গজল তাহোলে ইসলামী থিমের উপর গান ও গজল :) :) :)

২০ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৫০

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।

১৩| ১৯ শে আগস্ট, ২০২১ রাত ৮:৪৫

সাইয়িদ রফিকুল হক বলেছেন: একসময় গজল শোনার জন্য কান পেতে থাকতাম।

২০ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৫০

রাজীব নুর বলেছেন: এখন হাতের কাছে ইউটিউব আছে।

১৪| ২০ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:২৯

এভো বলেছেন: ইসলামিক গান আর গজল একই জিনিস।

আপনাকে কিন্তু অশিক্ষিত মূর্খ বলে মনে হয় না । আই এম সরি টু সে দেট । ছি ছি ছি !!!

২০ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

১৫| ২০ শে আগস্ট, ২০২১ দুপুর ১:৩১

কুশন বলেছেন: গান শোনা বন্ধ করে দিয়েছি। সময়ের বড় অভাব।

২০ শে আগস্ট, ২০২১ রাত ৯:১১

রাজীব নুর বলেছেন: ওকে।

১৬| ২২ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:২০

সাড়ে চুয়াত্তর বলেছেন: আব্দুল আলিম একজন বড় মাপের গায়ক ছিলেন। আপনি লেখার এক জায়গায় গান গেয়েছেন কে ভুলে গান খেয়েছেন লিখে ফেলেছেন।

২৩ শে আগস্ট, ২০২১ রাত ১২:০৬

রাজীব নুর বলেছেন: স্যরি। ভুলটা ইচ্ছা করে করি নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.