নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মন্দটাই মনে রাখে মানুষ, ভালোটা হাড়গোড়ের সঙ্গে মাটিতে মিশে যায়

০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১:০৬


ছবিঃ আমার তোলা।

মানুষের কোনো গন্তব্য নেই, শুধু গতি আছে।
সে কোথায় চলেছে তা সে নিজেই জানে না। আমি খুব ভীতু মানুষ। কিন্তু কারো সাহস দেখলে আমার ভীষন ভাল লাগে। ভীতু আর দুর্বলদের একটা অসুবিধে আছে, তারা কোনো ঘটনাকে নিয়ন্ত্রণ করতে পারে না। তাদের দিয়ে যে যা খুশি করিয়ে নিতে পারে। অবশ্য রবীন্দ্রনাথ বলেছেন- 'ওরে ভীরু, তোর ওপরে নেই ভুবনের ভার।

দারিদ্যের সবচেয়ে বড় দোষ হলো-
দারিদ্যে মানুষের নৈতিক চরিত্রটা বদলে যায়, নষ্ট হয়ে যায়, পচে যায়। কিন্তু নজরুল লিখেছেন, 'হে দারিদ্র, তুমি মোরে করেছো মহান'। এটা একেবারে ফালতু কথা। মানিক বন্দ্যোপাধ্যায় এর দিবারাত্রির কাব্য অনেকেরই পড়া। তারই বিশেষ একটা লাইন পড়ে মনে হয়েছিল - প্রচণ্ড বৃষ্টির এ রকম তুলনা কি করে কেউ ভাবতে পারে? চিন্তাই করতে পারি না! মালতির খুব সরল মনের মেয়ে আনন্দ! আনন্দ সমুদ্রে প্রবল বৃষ্টি দেখে বলেছিল 'কি বৃষ্টি নেমেছে! সমুদ্রটা পর্যন্ত ভিজে যাবে' । যে সমুদ্র সীমাহীন জলের আধার - সেটা ভিজে যাবে!

আমার একটা অভ্যাস আছে-
কিছু দিন পরপর একটা কবিতা লেখা। অথচ আমি কবিতা লিখতে জানি না। একেবারেই জানি। তবুও দশ বারো লাইন কিছু একটা লিখি। ছন্নছাড়া টাইপ। এলোমেলো এবং ভয়ঙ্কর অগোছালো। এটা আমার দীর্ঘদিনের অভ্যাস। কবিতা লেখা হয়ে গেলে দারুন আনন্দ পাই। খুশিতে নাচতে ইচ্ছা করে। সামুতে দয়া করে দুই একজন আমার লেখা কবিতা পড়ে, মন্তব্য করে। তখন তো খুশিতে চোখে পানি এসে পড়ে। যাই হোক, একখান কবিতা দিলাম। পড়ুন।

মৃত্যু খুব দূরে নয়, এ অনুভূতি জাগে প্রানে
মৃত্যু মানেই যেন পরম শান্তি হয়তোবা
মৃত্যুর অভিজ্ঞতা কারো'ই থাকে না, অথচ
জানালার পাশে মৃত্যু কি অপেক্ষা করে নেই?

মৃত্যু কি জানে, আমি তার অপেক্ষায় দীর্ঘদিন
মাটির গভীরে কিংবা নক্ষত্রের আলোর রহস্য
মৃত্যুর রহস্য তারচেয়ে বেশি নয়, অনুভব করি
একটি লাল গোলাপের চেয়ে মৃত্যু বড্ড হালকা
ভয় কি, মৃত্যু আসলে আনন্দময় এক লম্বা ভ্রমণ।

কবরে যাওয়ার পরই হবে আমার আসল মুক্তি
গাঢ় অন্ধকার থেকে আলোতে যাওয়ার আনন্দ
নীলা আহাজারি করো না, ফেলো না চোখের জল
দেখো, আকাশ কালো করে নামবে ঝুম ঝুম বৃষ্টি
জোছনায় ভরে যাবে তোমাদের সমস্ত শহর
কিচ্ছু ভেবো না, আমি বেশ ভালো থাকবো।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১:১৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, অন্যের ভালো করে আত্মহত্যা করলে সোজা নরকে যেতে হবে।

প্রথম নিজের ভালো করা ভালো। (আমি নিজের মন্দ করে এখন নির্জনে বসে কান্দি)

০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১:২৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকুন।

২| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ ভোর ৪:২০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
" জীবনযাপনের কোনো মুহূর্তেই গরিবদের সুন্দর দেখায় না।
শুধু যখন তারা রুখে ওঠে কেবল তখনি তাদের সুন্দর দেখায়।"

এই লাইটা কেন দিলাম বলেন তো?


পোস্ট পড়ে ভাল লাগল ।

০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৩

রাজীব নুর বলেছেন: এই লাইনটা কেন দিলেন ঠিক বুঝতে পারছি না।

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:১০

শেরজা তপন বলেছেন: আপনার অনেক প্রতিভা- কবিতা লেখার চর্চাটা চালিয়ে যান সাথে ছবি তোলাটাও

০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৫

রাজীব নুর বলেছেন: কবিতা আর ছবি তো ভাত দিবে না।

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৩০

হাবিব বলেছেন: শিরোনামটার জন্য ১০/১০ পাইবেন আমার কাছ থেইক্যা

০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৬

রাজীব নুর বলেছেন: আহা কি ভাগ্য আমার!!!

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৫০

চাঁদগাজী বলেছেন:



প্রত্যেক জাতির নিজস্ব সংস্কৃতি আছে, আমাদের জাতি মন্দটাই মনে রাখতে পারে, ইহা স হজকাজ।

০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৬

রাজীব নুর বলেছেন: সঠিক বলেছেন।

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪৪

আলমগীর সরকার লিটন বলেছেন: স্যালুট রাজীব দা

০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখা সুন্দর হয়েছে।
কবিতাটি অসাধারণ হয়েছে। কেনো যেনো মনে হয়েছে এটি আপনি লেখেন নি।
গুগল জানালো এই কবিতাটি আপনি আরো ২ বার সামুতে শেয়ার করেছেন।

০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৮

রাজীব নুর বলেছেন: হা হা হা---
কবিতাটি মনের মতো হচ্ছিলো না। তাই বার বার শব্দ পরিবর্তন করেছি। সামনে হয়তো আবার করবো।

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৩৯

জুন বলেছেন: আপনি ঠিকই বলেছেন রাজীব নুর, আমরা যতই বই পুস্তকে পড়ি না ক্যানো যে কারো ভালো কাজটুকুই মানুষের স্মৃতিতে অম্লান থাকবে। আসলে অত উদার আমরা হতে পারিনি, আমরা প্রচন্ড হিংসুক, ছিদ্রান্বেষী এবং স্বার্থপর। কারো ভালো আমরা সহ্য করতে পারি না। কাউকে অপমান অপদস্ত ও পর্যদুস্ত না করা পর্যন্ত আমাদের শান্তি নাই। তবে এই ব্যাপারে আমি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ কারন তিনি আমার মাঝে এই প্রতিহিংসার ছিটেফোঁটাও দেন নি। আমি যেটা করি সেটা হলো কম্পলিটলি ইগনোর করি সেই সব ব্যাক্তিদের যারা নেগেটিভিটি ছড়িয়ে দেয় সর্বত্র।
কবিতাটি চমৎকার হয়েছে। লিখতে থাকুন।

০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৫

রাজীব নুর বলেছেন: চমৎকার মন্তব্য করেছেন।
দশে দশ দিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.