নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের ডায়েরি - ১৪১

০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:০৯

ছবিঃ আমার তোলা।

রাতের ঘুমটা আমার জন্য আনন্দদায়ক।
আমি করি কি, এসি ছেড়ে দেই। সেই সাথে ফ্যান ছেড়ে দেই। পুরো ঘর মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যায়। এই ঠান্ডাটা আমি উপভোগ করি। ঘরে সারারাত নীল একটা আলো জ্বলে। মায়াবী একটা পরিবেশ। রাত একটায় আমি বিছানায় যাই। বালিশে মাথা রাখা মাত্রই গভীর ঘুমে তলিয়ে যাই। অদ্ভুত এবং ফালতু সব স্বপ্ন দেখি। স্বপ্ন গুলো অতি সাধারণ হলেও, চ্যালেঞ্জ থাকে। আমি চ্যালেঞ্জ মোকাবেলা করি। তাতে ঘুম আরো গাঢ় হয়। ভোরের দিকে আসে সবচেয়ে সুন্দর ঘুম। বিছানা থেকে উঠতে মন চায় না। কিন্তু আমাকে ভোর সাড়ে ছ' টায় ঘুম থেকে উঠতে হয়। কারণ আমার কন্যার স্কুল আছে। কন্যাকে স্কুলে আমি নিয়ে যাই না। কন্যার মা কন্যাকে স্কুলে নিয়ে যায়। কিন্তু কন্যার ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে, আমাকে ঘুম থেকে ডেকে তোলা।

আজ ভোর থেকেই বৃষ্টি হচ্ছে।
আমি সকাল সাত টায় বাসা থেকে বের হয়েই দেখি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ কালো হয়ে আছে। আমাকে কাজে বের হতে হবে। আমার একটা অভ্যাস হলো, যথাসময়ে অফিসে উপস্থিত হওয়া। ঝড় হোক, বৃষ্টি হোক। তাতে আমার কি? আমি সঠিক সময়ে অফিসে যাবোই। সকাল সাত টায় দেখি রাস্তায় লম্বা জ্যাম। এরমধ্যে বিভিন্ন রাস্তায় হাটু পর্যন্ত পানি জমে আছে। গাড়ি বাস সিএনজি, রিকশা সব মিলিয়ে গজব অবস্থা। বলা হয়ে থাকে, বৃষ্টি হলো রহমতের পানি। রহমতের পানির কারণে ঢাকায় গজব অবস্থা। বেশ কিছু বাস, গাড়ি, সিএনজি উল্টো পথ দিয়ে এসে একদম গিট্রু লাগিয়ে দিয়েছে। আমি হাটু পানি মাড়িয়ে হাটছি। পানির মধ্যে হাটা বেশ কষ্টকর। সামনের দিকে যেতে আমার বেশ বেগ পেতে হচ্ছে। উল্টো দিক থেকে আসা এক বাস ড্রাইভার কে গালি দিয়ে বসলাম।

বাস ড্রাইভারের সাথে ঝগড়া করে মেজাজ খুব খারাপ হয়েছে।
এদিকে অফিস টাইম পেরিয়ে গেছে। গত এক বছরের মধ্যে আজই আমি প্রথম সময় মতো অফিস যেতে পারলাম না। দেরী যখন হয়েছে, কিছু আর করার নেই। নোংরা পানি মাড়িয়ে টানা এক ঘন্টা হাটছি। জামা কাপড় বৃষ্টিতে ভেজা। মেজাজ অত্যাধিক খারাপ। এক দোকানে চা বিক্রি করছে। মনে পড়লো সকাল থেকে কিছুই খাইনি। সুরভি চা নাস্তা দিয়েছে, অফিসে দেরী হয়ে যাবে তাই নাস্তা খেলাম না। এক কাপ চা-ও খেলাম না। দোকানদার চা দিলো। চা নয়, যেন চিনির সিরাপ। এক কাপ গরম গরম চিনির সিরাপ খেয়ে নিলুম। মনে মনে কয়েকটি গালি দিল্যম। ভয়াবহ গালি। সভ্য সমাজে এরকম গালি কাউকে দেওয়া যায় না। আমি গালি শিখেছি রাস্তাঘাটে মানুষের মুখে শুনে শুনে। রাস্তায় বের হলেই, শোনা যায় কেউ কাউকে কুৎসিত গালি দিচ্ছে।

আজকাল সময়ের বড্ড অভাব।
কত কিছু লেখার জমে আছে। লিখতে পারছি না। খুব ক্লান্ত থাকি। রাতে বাসায় ফিরে খেয়েই ঘুমিয়ে পড়ি। মাঝে মাঝে তো কন্যার সাথে কথা পর্যন্ত হয় না। ফ্রিজ খালি। সামান্য ডিম পর্যন্ত ফ্রিজে নেই। বাজারে যাওয়া হচ্ছে না। বাসার সদস্যদের জন্য বাজার করা আমার খুবই পছন্দের কাজ। শুনেছি বাজারে এখন প্রচুর মাছ পাওয়া যাচ্ছে। ভিডিওতে দেখলাম ফেনী-নোয়াখালি বন্যা হয়েছে। লোকজন মাছ ধরছে। জাল ফেললেই নানা রকম মাছ জালে ধরা পড়ছে। আমার ইচ্ছে করছে, নিজের হাতে মাছ ধরি। একটা বড় মাছ ধরে বাসায় নিয়ে যাই। সুরভি মাছ দেখে বলবে, এত বড়!! যাও যাও বাজার থেকে কেটে আনো। আমার কন্যা ভীষণ অবাক হয়ে বলবে, বাবা তুমি এত্ত বড় মাছ কিভাবে ধরলে!! তখন আমি ভাব নিবো। কঠিন ভাব।

বহু বছর ধরে ডাক্তারের কাছে যাই না।
ইদানিং মনে হচ্ছে ডাক্তারের কাছে যাওয়া জরুরী। চোখে দিন দিন ঝাপসা দেখছি। রাত শুরু হলেই শুরু হয় পা চাবানো। অবশ্য পা চাবানো আমাদের বংশগত রোগ। দাদাকে দেখতাম, সারাক্ষণ কেউ না কেউ পা টিপে দিচ্ছে। আব্বাকে দেখতাম আমার কোনো চাচাতো ফুপাতো ভাইরা পা টিপে দিচ্ছে। আমাকে কে পা টিপে দিবে? যখন পা চাবায় তখন কেউ পা টিপে দিলে আরাম হয়। আরাম দেবে কে আমায়? সবাই শুধু দুখ দিতে ব্যস্ত। দুখ কষ্ট পেতে পেতে বুকটা ঝাঝরা হয়ে গেছে। আমার শিক্ষক বলেছিলেন, স্বর্ন যত পুড়ে তত খাটি হয়। ঠিক তেমনি মানুষ যত কষ্ট পায় তত খাটি হয়। খাটি মানুষের আমাদের বড় অভাব। আমাদের আছে শুধু ইতর মানুষ। চারিদিকে প্রচুর ইতর। এত এত ইতরের মাঝে আমার দম বন্ধ হয়ে আসে।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:১৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: নতুন এসি কিনেছেন বুঝি? :D

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: হ্যা নতুন একটা কিনেছি।
আগের টা ঘর দেরীতে ঠান্ডা হতো।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:১৪

ডার্ক ম্যান বলেছেন: কি অবস্থা কেমন আছেন।

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: খুব ভালো আছি।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৪

মোহামমদ কামরুজজামান বলেছেন: অনেক দিন পর আপনার লেখায় ঢাকার আপডেট পেলাম।

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:১২

রাজীব নুর বলেছেন: জানি/।

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: পা চাবানোর সমস্যায় বেশি ভোগলে ডাক্তারের কাছে যান। শুভকামনা

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৩৭

কামাল১৮ বলেছেন: দেশের ৮০% লোকের ঘরে(সঠিকটা জানি না)এসি নাই।তাদের রাত কাটে নির্ঘুম।আপনি ভাগ্যবান।

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: আপনিও ভাগ্যবান।

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৪২

কামাল১৮ বলেছেন: ইলিশমাছ পানির দামে বিক্রি হয়।ভারতে যাওয়া বন্ধ।আগে দুই হালি কিনতেন এখন দশ হালি কিনে আনুন।

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৪৫

কামাল১৮ বলেছেন: এখন পা চিপার মেশিন কিনতে পাওয়া যায়।আমি একটা কিনেছি।বড়ই আরাম।

৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


এখানে পার্কের শেষ নেই।
প্রতিটি এলাকায়ই একাধিক পার্ক আছে এবং সেগুলো আকারে বেশ বড় আছে।



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.