নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমাদের শাহেদ জামাল- ৭৩

২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৪৭



শাহেদ জামালের ডায়েরী থেকেঃ

আমার কোনো দেশ নেই।
আমি বিশ্ব নাগরিক। পুরো বিশ্বকে আমি আমার দেশ ভাবি। আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা দেশে আটকে থাকতে চাই না। ইশ্বর কোনো কিছুই বিশেষ কোনো দেশের জন্য তৈরি করেন নাই। পাহাড়, সমুদ্র, নদী, বন, পর্বত এগুলোর সৌন্দর্য উপভোগ করবে পৃথিবীর সব মানুষ। পাখির কোনো পাসপোর্ট ভিসা লাগে না। তাহলে মানুষের কেন লাগবে? মানুষ তো সৃষ্টির সেরা জীব।

একটা গল্প আছে, এক রাজার বাড়ির পাশে এক গরীব লোক থাকতো মাটির ঘরে।
লোকটা বলতো, এই যে বিশাল রাজার বাড়ি, এই যে বিশাল বাধানো পুকুরঘাট, এই যে নানান রকম ফুলের বাগান। এগুলো সব আমার। হ্যা রাজা মশাই কাগজে কলমে এসবের মালিক। কিন্তু প্রাসাদ, পুকুরঘাট আর বাগানের যে সৌন্দর্য এসব আমি রাজার চেয়ে বেশি উপভোগ করি। কাজেই এগুলো আমার।

আমার জন্ম পশ্চিম বঙ্গে। বহরমপুর।
জন্মের তিন বছর পর আমি বিক্রমপুর চলে যাই। সাত বছর বয়সে আমি চলে যাই আসাম। এখন আমি থাকি সেক্টর ফাইভ, কলকাতা। পৃথিবীর মানুষ গুলোর মন সংকীর্ণ। তারা পারে শুধু বর্ডার দিতে। আরো দেয় কাটাতারের বেড়া। নিয়ম বেধে দেয় আমাদের দেশে আসতে হলে, তোমার পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে। জুড়ে দেয় অসংখ্য শর্ত। এটা কোনো কথা!

দেশভাগ হওয়ার পর সব এলোমেলো হয়ে গেলো।
অসংখ্য পরিবার তছনছ হয়ে যায়। একটা ধনী পরিবার হয়ে গেল রিফুজি। আমি কলকাতার ভোটার। এখন আমার ইচ্ছে হলেই আমি বিক্রমপুর যেতে পারি না। বাপ দাদার ভিটে দেখতে যেতে পারি না। পরে আছি কলকাতায়। কলকাতায় আমার দম বন্ধ হয়ে আসে। একটু শান্তির জন্য ছুটে যাই দীঘায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.