নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মৃতরা মাঝে মাঝে ফিরে আসে!

০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৩২



এই কিছুদিন আগের কথা।
রাত তখন আড়াইটা। বই পড়ছিলাম। হঠাৎ সিগারেট খেতে ইচ্ছা করলো। আমার স্ত্রী আর কন্যা গভীর ঘুমে। আমি আগে বিছানায় শুয়ে আরাম করে সিগারেট খেতাম। বাচ্চা হওয়ার পর ঘরে সিগারেট খাই না। ছাদে চলে যাই। আমি ছয় তলায় থাকি। কাজেই ছাদে যাওয়া কষ্টকর নয়। যাইহোক, মেঘ মুক্ত স্বচ্ছ আকাশ। মুগ্ধ হয়ে আকাশ দেখছি আর সিগারেট টানছি। হঠাৎ ছাদের কোনায় খেয়াল করে দেখি, কেউ একজন চাদর মুড়ি দিয়ে বসে আছে! মনে মনে অনেক প্রশ্ন জমা হয়ে গেলো। এত রাতে ছাদে কে? ছাদের দরজা সব সময় লাগানো থাকে। চাবি শুধু আমার কাছে আছে। আমাদের বাড়িতে কোনো ভাড়াটিয়া নেই। তাহলে এই লোক কে? ছাদে কি করে এলো? আমার মধ্যে কোনো কুসংস্কার নেই। রসিকে আমি সাপ মনে করি না।

আমি এখন কি করবো?
ভয়ে চিৎকার দিবো? অজ্ঞান হয়ে যাবো? দৌড়ে ঘরে চলে যাবো? নাকি লোকটার কাছে যাবো, চাদর সরিয়ে দেখিব কে? আমি সাহসী মানুষ নই। সব কিছুতেই আমার ভয়। তাই বলে আমি রসিকে সাপ মনে করি না। লজিক। আমার আছে লজিক। লজিকের বাইরে কিচ্ছু নেই দুনিয়াতে। আইনস্টাইনের সুত্রে কোনো ভুল নেই। হাতের সিগারেট এখনো শেষ হয়নি অথচ কত কি ভেবে যাচ্ছি। আমার মনে হচ্ছে চাদরটা সরালেই দেখতে পাবো একটা মেয়ের মুখ। মেয়েটার নাম নীলা। নীলার সাথে আমার হয়তো প্রেম ছিলো। কত বিকেলবেলা আমরা হাত ধরাধরি করে ফুলার রোডে হেটেছি। হাটতে হাটতে আমরা শহীদ মিনার গিয়েছি। নীলা আমার পাশে থাকলেই আমার নিজেকে মিশরের সম্রাট বলে মনে হয়। তখন আমি বেকার। দেখা হলেই নীলা আমাকে এক প্যাকেট বেনসন কিনে দিতো। বলতো তুমি সস্তার সিগারেট খাও এটা আমার ভালো লাগে না।

আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, দৌড়ে আমি ঘরে চলে যাবো না।
ছাদের কোনায় কে, সেটা আমি দেখিব। দেখি না কি হয়। ভয়ের কি আছে! আমি কাছে গেলাম। বললাম কে আপনি? ছাদে কি করে এলেন? মানুষটা আমার কোনো কথার জবাব দিলো না। শুধু এপাশ থেকে ওপাশ ফিরলো। আমি হাত বাড়িয়ে চাদরটা সরিয়ে দিলাম। হায় আল্লাহ! বাবা! আমার বাবা! আব্বা এখানে কি করে? এটা কি করে সম্ভব? আব্বা তিন বছর আগে করোনাতে মারা গেছে। আব্বার লাশ যখন কবরে নামায় আমার ভীষণ কষ্ট হচ্ছিল। আব্বা আমার দিকে তাকালো। কিছু বলল না। যেন আব্বা খুব ভয় পেয়েছে। আমি আব্বার পাশে বসলাম। নাকি একজন মৃত মানুষের পাশে বসলাম! নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। মৃতরা ফিরে আসে না। সম্ভবত আমি ঘুমিয়ে আছি। স্বপ্ন দেখছি। নিজেকে আমি নানান রকম বুঝ দিতে থাকলাম। মিথ্যা বুঝ। আমি মদ গাজা খাই না। তাই বিভ্রম আমার হওয়ার কথা না।

এরকম একটা ঘটনা আমার জীবনে আরেকবার ঘটেছিলো।
আমার বন্ধু জাহাঙ্গীর সৌদি থাকে। স্কুল কলেজে আমরা একসাথে লেখাপড়া করেছি। একই এলাকায় থাকতাম আমরা। জাহাঙ্গীর এক মেয়েকে ভালোবাসতো। সেই মেয়ে জাহাঙ্গীরকে পাত্তা দিতো না। একদিন জাহাঙ্গীর আমাকে নিয়ে নোয়াখালী যায়। মেয়ের বাড়ি মাইজদী। সেখানে গিয়ে বিরাট এক বিপদে পড়ি। যাইহোক, সেই গল্প অন্যকোনো সময় বলব। সৌদিতে বন্ধু জাহাঙ্গীর স্ট্রোক করে মারা যায়। ইদের দিন সকালে জাহাঙ্গীরের বড় ভাই আমাকে ফোন করে জানান। বন্ধুর মৃত্যুতে আমি দারুণ ব্যথিত হই। মৃত্যুর তিন বছর পরে একদিন জাহাঙ্গীর আমার বাসায় আসে। একদিন ভর সন্ধ্যায় বাসায় আমি একা। টিভিতে ক্রিকেট খেলা দেখছি। কলিং বেল বাজে। আমি দরজা খুলে দেখি জাহাঙ্গীর। বন্ধুকে দেখে আমি খুশি। আমি ভুলেই গিয়েছিলাম যে জাহাঙ্গীর সৌদিতে মারা গেছে।

জাহাঙ্গীর কোনো কথা বলে না।
আমার পাশে চুপ করে বসে আছে। টিভি দেখছে। বললাম চা খাবি? জাহাঙ্গীর মাথা নাড়লো। হ্যা চা খাবে। বললাম দোস্ত প্লীজ তুই চা বানা। আমি খেলা দেখি। মাত্র পাচ ওভার বাকি। জাহাঙ্গীর রান্না ঘরে গেলো। টুংটাং শব্দ পাচ্ছি। আমি টিভিতে খেলা দেখছি। তখনও আমার মনে পড়েনি যে জাহাঙ্গীর বেচে নেই। দুটা ঘটনা বাস্তব হওয়ার কোনো চান্স নেই। এরকম হতে পারে না। মৃতরা ফিরে আসে না। নিশ্চয়ই এটা আমার অবচেতন মনের কারসাজি। প্রথম ঘটনা ছাদে এত রাতে চাদর গায়ে দিয়ে কেউ বসে থাকবে না। তাও আবার আমার বাবা। এটা আমার কল্পনা। কোথাও একটা ভুল করেছি আমি। দ্বিতীয় ঘটনা বন্ধু জাহাঙ্গীর। সেদিন বাসায় আমি একা ছিলাম। একা একা খেলা দেখে আনন্দ নেই। তাই আমার অবচেতন মন জাহাঙ্গীরকে নিয়ে আসে। আমি ক্লান্ত ছিলাম, ক্ষুধার্ত ছিলাম এবং অবশ্যই বিষন্ন ছিলাম। তাই বন্ধু জাহাঙ্গীরকে দেখে ছিলাম।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৪০

মহাজাগতিক চিন্তা বলেছেন: মৃতরা মাঝে মাঝে ফিরে আসে স্বপ্নে।

২| ০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৪০

নাহল তরকারি বলেছেন: সুন্দর লেখা।

৩| ০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৪৫

পবন সরকার বলেছেন: সুন্দর

৪| ০২ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:০৭

নাহল তরকারি বলেছেন: আপনার বাসার ঠিকানা দিন।

৫| ০২ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৭

নান্দাইলের ইউনুছ বলেছেন:


ভাতিজা,

মিসির আলির সাথে কথা বলে দেখতে পারো।

৬| ০২ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:২০

জেনারেশন৭১ বলেছেন:



আপনার মন ও ভাবনার ফসল এরা।

৭| ০২ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৬

নান্দাইলের ইউনুছ বলেছেন: নান্দাইলের ইউনুছ বলেছেন:



সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পত্নী মিসেস আইভীর রহমান কি বেঁচে আছেন?

৮| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২৩

আজব লিংকন বলেছেন: কি সাংঘাতিক!
আজ রাতের ঘুম হারাম। আমি ভূত ভয় পাই।।

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:২১

সাহাদাত উদরাজী বলেছেন: আমার এক বন্ধু ছিল, সে এমন সব ব্যাখ্যা দিতে পারত।

১০| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৩১

ডঃ এম এ আলী বলেছেন:



ভালই লাগল পোষ্টের কাহিনী পাঠে । এতে বেশ সরস কিছু উপাদান রয়েছে । মৃতদের ফিরে আসার পক্ষে বিপক্ষে
দুদিকেই কথা বলেছেন ।
মৃতরা ফিরে আসে এই ধারণাটি লোককাহিনী, সাহিত্য এবং সংস্কৃতির একটি আবহমান বিষয়। এটি শুধু কল্পনার
বিষয় নয় এর মধ্য দিয়ে জীবিতদের সঙ্গে মৃতদের এক ধরনের সংযোগ গড়ে ওঠে। অনেক সংস্কৃতিতেই মৃতের
আত্মাকে প্রিয়জনদের মধ্যে ফিরে আসার কথা বলা হয়, বিশেষ করে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া বা সাহায্য করার জন্য। উদাহরণস্বরূপ আপনার আজকের লেখাটির কথাই বলা য়ায় ।মৃতরা মাঝে মাঝে ফিরে আসে এই ধারণার বৈজ্ঞানিক
ভিত্তি না থাকলেও এর মনস্তাত্ত্বিক দিক বেশ গভীর। আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকেও দেখা যায়, মৃত আত্মারা পৃথিবীতে
ফিরে আসে জীবিতদের পথ দেখানোর জন্য।

তবে এটাও সত্য যে বাস্তবিক অর্থে, মৃতরা ফিরে আসে না। এটি শুধুমাত্র লোককাহিনী এবং কল্পনাপ্রসূত ধারণা।
বিজ্ঞানের দৃষ্টিতে মৃত্যু একটি চূড়ান্ত অবস্থা, যেখানে কোনো প্রাণ বা চেতনার অস্তিত্ব থাকে না। মৃতদের ফিরে আসার
কোনো প্রত্যক্ষ প্রমাণ কখনো পাওয়া যায়নি।
যাহোক, জীবনের মূল চেতনা হলো সামনের দিকে এগিয়ে যাওয়া। মৃতদের স্মৃতি সংরক্ষণ করা এবং তাদের প্রতি
শ্রদ্ধা জানানো উচিত, তবে বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে।

শুভেচ্ছা রইল

১১| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৫:৫৫

নান্দাইলের ইউনুছ বলেছেন:


ভাতিজা, তুমি মানুষের কথার উত্তর দাও না কেরে?

০৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:০৭

রাজীব নুর বলেছেন: উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তরউত্তর উত্তর উত্তর

১২| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৫৮

শায়মা বলেছেন: আমার মনে হচ্ছে সত্যিই মৃতরা এসেছিলো! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.