নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রান্নাবান্না

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪৪



আমি যখন ছোট মাকে দেখতাম প্রায়ই অসুস্থ থাকতো।
মা ছাড়া তো বাসায় রান্না করার কেউ নাই। সকালে হোটেলের নাস্তা খাই। দুপুর এবং রাতে বাসায় খেতে হবেই। মা কোনো রকমে রান্না করতো। আমি থাকতাম মার পাশে পাশে। এমনকি মা ওয়াশরুমে গেলেও শাড়ির আচলটা বের করে রাখিতো। আমি মায়ের শাড়ির আচল ধরে বসে থাকতাম। যাইহোক, মা রান্না করতো। মাঝে মাঝে আমাকে বলিতো, তরকারিটা দশ মিনিট পর চুলা থেকে নামিয়ে দিছ। এরকম টুকটাক কাজ প্রায়ই করতাম। আগ্রহ নিয়েই করতাম। প্রতিটা মানুষেরই রান্না শিখে রাখা দরকার।

মাকে বলতাম পিঠা খাবো। মা বলতো চাল গুড়ো কে করবে?
আমি করবো মা। মা চাল ভিজিয়ে রাখিতো। আমি রাতে খাওয়া দাওয়া শেষ করে চাল গুড়ো করতে বসতাম। তখন অল্প বয়স। ফাকিবাজি কি বুঝতাম না। যে কাজই করতাম মন দিয়ে করতাম। সেই সময় আমাদের এলাকায় অনেক বাড়িতে চাপকল ছিলো। আমি বাড়ি বাড়ি গিয়ে চাপকল টিপে লোকজনের বোল বালটি ড্রাম ভরে দিতাম। চাপকল চাপতে আমার বড় ভালো লাগতো। মার হাতের রান্না ভালো ছিলো। মজা করে খেতাম। মার রান্না এখন আমি মিস করি। এখনকার বউ ঝিরা কি রান্না করে বুঝি না। স্বাদ পাই না। এখন মা রান্না করে না। বলে, রান্না করা ভুলে গেছি। আর রান্না করতে গেলেও আগের মতো স্বাদ হয় না। যে দিন যাউ, সেটা আর ফিরে আসে না। এজন্যই গান আছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম।

মাঝে মাঝে রাতে ভাত খেতে ইচ্ছা করতো না।
তখন নুডলস রান্না করে খেতাম। ম্যাগি নুডলস। রান্না করতে সময় লাগতো না। কয়েকদিন আগে নুডলস রান্না করতে গেলাম। বাসার সবাই খাবে। রান্না করতে গিয়ে দেখি, সব ভুলে গেছি। এক কড়াই নুডলস আলু ভর্তার মতো হয়ে গেলো। আমার মনটা খারাপ হয়ে গেলো। কিন্তু আমার বাসায় সবাই সেই ভর্তা নুডলস আগ্রহ নিয়ে হাসি মুখে খেলো। আমি বুঝতে পেরেছি, তারা আমাকে খুশি করার জন্যে অতি অখাদ্য নুডলস হাসিমুখে খেয়েছে। আমার ইচ্ছে ওদের আরেকদিন নুডলস রান্না করে খাওয়াবো। তারা বুঝুক অন্তত আমি নুডলস টা খারাপ রান্না করি না। আজ যদি বাসায় তাড়াতাড়ি ফিরতে পারি তাহলে আজই নুডলস রান্না করিব। ইনশাআল্লাহ।

সুরভি প্রেগন্যান্ট।
আমি স্পষ্ট বলে দিয়েছি, তোমার রান্নাবান্না করার দরকার নেই। তুমি বিশ্রামে থাকো। হোটেল থেকে খাবার এনে খাবো। সুরভি বলল, একবেলা দুইবেলা হলে সমস্যা ছিলো না। টানা নয় দশ মাস হোটেলের খাবার খাওয়া অসম্ভব। আমি নিজেই রান্না করতে পারবো। সে কষ্ট করে রান্না করতো। একদিন সুরভির শরীর খুব খারাপ করলো। বললাম, আজ আমি রান্না করবো। কিভাবে রান্না করতে হয় আমায় বলে দাও। সুরভি বিছানায় শুয়ে শুয়ে আমাকে বলে দিলো। জীবনের প্রথম আনুষ্ঠানিক ভাবে নিজের হাতে রান্না করতে শুরু করলাম। রান্না করা বিরাট দিকদারি। অনেক সহ্য আর ধৈর্যের ব্যাপার। সুস্থ ভাবে বেচে থাকার জন্য পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন। শুধু মাত্র ভুলভাল খাবার খাই বলেই আমাদের ডাক্তারের কাছে ছুটতে হয়।

যাইহোক, সেদিন গরুর মাংস রান্না করলাম।
করলা ভাজি করলাম। ডাল করলাম। গরুর মাংস জাস্ট ভূনা করেছি। খেতে মন্দ হয় নাই। আলু দিয়ে করলা ভাজি। আর ডাল। রান্নাবান্না করা অনেক জটিল বিষয়। সুরভি রান্নাবান্না ভালো করে। ভবিষ্যতে তার একটা রেস্টুরেন্ট দেওয়ার ইচ্ছে আছে। আমার কন্যা ফারাজা। তার মাত্র চার বছর বয়স। দেখলাম রান্নাবান্ন নিয়ে তার দারুণ আগ্রহ। সুরভি রান্না করতে গেলে, ফারাজা পিড়ি নিয়ে তার মায়ের পাশে বসে থাকে। মাঝে মাঝে বলে, তরকারি টা আমি নাড়া দেই, চুলাটা কমিয়ে দেই। পাকনা মেয়ে আমার। রাতে ঘুমোবার সময় বলে বাবা আমার হাত আর পায়ের আঙুল গুলো ফুটিয়ে দাও। চুল গুলো টেনে দাও। আমি মনে মনে বলি, লাইফ ইজ বিউটিফুল।

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:০১

সৈয়দ কুতুব বলেছেন: আপনার পরিবারের জন্য শুভকামনা !

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৩৬

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
ভালো থাকুন।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২৯

শায়মা বলেছেন: বাহ বাহ !!!
সুন্দর জীবন!!!
পড়তে মজাই লেগেছে ভাইয়া।

কিন্তু আজকাল তুমি অন্যের কবিতাকে বাজে বাজে বলছো কেনো বলোতো!!!
সমালোচনা কিন্তু এমন না .....

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৩৮

রাজীব নুর বলেছেন: সবার কবিতাকে বাজে বলছি না।
মাত্র দুই জনের কবিতাকে বাজে বলেছি। এরা আসলে কবিতা নাম দিয়ে অখাদ্য উৎপাদন করছে।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০২

শাওন আহমাদ বলেছেন: পরিবার নিয়ে ভালো থাকুন সব সময়।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৩৮

রাজীব নুর বলেছেন: অশেষ ধন্যবাদ।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫৯

নতুন বলেছেন: লাইফ ইজ বিউটিফুল।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৪০

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:১৭

কামাল১৮ বলেছেন: চোট মা।তা বড় মাটা কে?মেয়ে দুটিকে ছোট মা বড় মা বলছেন নাকি?
সুন্দর পরিচ্ছন্ন লেখা।
আপনার গুরু তো সুলেমানী ব্যান খেয়ে গেলো।আর নাকি প্রবেশ করতে দিবে না।কোন ফাঁক ফোঁকর আছে নাকি।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: সূর্যকে দাবিয়ে রাখা যায় না।
চাঁদগাজী/সোনাগাজী উনার সাথে সামু বারবার অন্যায় করেছে। এই অন্যায়ের শাস্তি তারা অবশ্যই পাবে। উনি সামুর একজন সেরা ব্লগার। উনি সামুর সম্পদ।

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৫:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

থার্ড চান্স নাকি?

৩টারে কেমনে পালবেন?

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৪৬

রাজীব নুর বলেছেন: উফফ বলি কি, আর বুঝেন কি???

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:১৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ৩য় বেবির জন্য শুভকামনা।

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:১৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন:




নমস্কার দাদা।

আগুন্তকের জন্য জন্য শুভকামনা।

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




তিনি বাংলাদেশের ইতিহাসে সব চেয়ে বড় ফ্যাসিস্ট হয়ে দেখা দিয়েছেন।
কোন আমলেই এতো বেশী অরাজকতা আর খারাপ কাজ হয়নি।
উনার জন্য একরাশ ঘৃণা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.