নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মো: রাজিব হোসেন । আমি বর্তমানে ঢাকায় ওয়াল্ড ইউনির্ভাসিটিতে বি এস সি করসি এবং পাশাপাশি সাহিত্য চর্চা করি ।

মোহাম্মাদ রাজিব হোসেন

মোহাম্মাদ রাজিব হোসেন › বিস্তারিত পোস্টঃ

এক মুক্তিযোদ্ধার আত্ম কাহিনী - মো: রাজিব হোসেন

০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:২৮

এক মুক্তিযোদ্ধার আত্ম কাহিনী
মো: রাজিব হোসেন

আমি এক মুক্তিযোদ্ধা বাংলার ভালো চাই ,
তাইতো সেদিন মা, বাবা,ও জীবনের কথা না ভেবে
মুক্তি যোদ্ধে যাই ।
আমার বয়স তখন হইতো হবে আনমানিক, ২১ কি ২২ ,
আর তখন আমি আমার মাকে বলে যাই মা,আমি যদি শহীদ হয়ে যায়,
তবে মারে তোরা, বাংলাকে নিয়ে বেঁচে থাকিস ।

আমি যখন যুদ্ধে যাই ,
উঠানের কোনে দড়িয়ে ছিল ছোট্ট আমার বোন ,
বোন বলে ভাই শোন, আমি দোয়া করি
বাংলার জয় হবেই একদিন ।
সেদিন আমি বুক ভরে হেঁসে, স্বাধীন ভাবে কথা বলে
সবুজ পতাকা হাতে নেব তুলে ।

যা ভাই যা ,যুদ্ধে যা, স্বাধীন কর এই দেশ ,
প্রয়োজনে আমার জীবনটাও আমি,করে দিব নিঃষেশ।
যুদ্ধে গেলাম, যুদ্ধ করলাম ,একদিন স্বাধীন ও হলো এই দেশ ।

গর্বে মাথা উচু করে দেশের পতাকা হাতে নিয়ে
বাড়িতে ফিরে দেখি সবকিছু হয়েছে নিঃশেষ।
বাড়িতে ফিরে সবাইকে পেলাম , পেলাম না আমার বোনকে ,
আমি বলি, মা, ও মা আমার বোন কোথাই দেখিনাযে তারে ,
ও.. বুঝি অভিমান করেছে? , অনেক দিন যুদ্ধে ছিলাম বলে ।

মা বলে নারে খোকা ,
পাকিস্তানের হানাদার বাহিনী তোর বোনকেও ছাড়েনি ।
ঐযে দেখনা শুয়ে আছে বকুল গাছের তলে
যেখান থেকে পতাকা চেয়েছিল তোর হাত থেকে ।


আমি আমার মার কথা শুনে এতুটুকু কাঁদিনি ,
কারন. আমি মনে করি এই দেশের পতাকা
আমার মা , পতাকা আমার বোন ,
পতাকার মধ্যে জরিয়ে রয়েছে আমার বোনটির জীবন ।


এত কষ্ট, এত বেদনা, এত ত্যাগের পর,
আসলে ত্যাগ নই.. রে..ত্যাগ নই.. রে..এটাই আমাদের জয় ।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৬

মোঃ মিঠন আলী বলেছেন: ওনেক ভালো হয়েসে .....কখোনো লেখা বাদ দিওণা ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.