![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছেলেবেলা
মো: রাজিব হোসনে
হই হুল্লর ছেলে ছেলেবেলা
গ্রীষ্মরে ঐ দুপুর বেলা
ছুটা ছুটি আর খেলা ধুলা
মায়ের ঐ বকা বকি
বাবার ঐ রাঙ্গা চোখ
নই রদ্রে খেলা ধুলা
বাধাবে তুমি হাজার রোগ ,
এই আমার ছেলেবেলা
হই হুল্লর আর খেলাধুলা ।
বর্ষা এলে , বৃষ্টিতে ,
ছুটতাম গায়ের পথ ধরে
কাদামাটি ঐ গায়েমেখে
এই আমার ছলেবেলা ,
হই হুল্লর আর খেলাধুলা ।
শরৎ এলে গায়ের ঝিলে ,
মাছ ধরতাম ঐ বর্শিতে ,
কেঁচো আর শামুক দিয়ে ,
মাছ ধরতাম দল বেধে ।
সন্ধায় মায়ের বকাবকি,
পরীক্ষার খাতায় লাল কালি ,
এই আমার ছেলেবেলা
হই হুল্লর আর খেলাধুলা ।
হেমন্তের ঐ শুরুতে ,
খেজুর গাছের রসচুরি
সকাল বেলায় রসমুড়ি
এই আমার ছেলেবেলা
হই হুল্লর আর খেলাধুলা ।
শীতের সকালে সাজাল জ্বালা ,
সবাই মিলে কালি মাখা
এই আমার ছেলেবেলা
হই হুল্লর আর খেলাধুলা ।
বসন্তের ঐ সকালে
শিমুল ফুলের গাছতলে
কোকিলের ঐ ডাক শুনে
ভাবনাহীন খেলাধুলা
কাটতো গাঁয়ে সারাবলো ।
সারাংশ: এই কবিতাটিতে আমার গ্রামের ছেলেবেলার চানচল্যময় জীবনের একটা অংশ আমার কবিতায় ফুটিয়ে তুলেছি । আমি আমার গ্রামে কাটানো ৬ টি ঋতুকে ,এই কবিতায় দেখানোর চেষ্টা করেছি । মূলত ছেলে বেলা কবিতাটি, আমার ছেলেবেলার বাস্তব জীবনের অভিগ্যতা থেকে লেখা ।
©somewhere in net ltd.