নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

phot

রাজন সরকার

রাজন সরকার

রাজন সরকার › বিস্তারিত পোস্টঃ

না পাওয়া বেদনা শুধুই হাহাকার

০৬ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫৪







মানুষ এতটা সাথ্যপর কি ভাবে হতে পারে? যে মানুষ আমাকে তার জীবনের চেয়েও বেশী ভালবাসত আজ আমাকে ছেড়ে অন্য জন কে কি ভাবে ভালো বসতে পারল । কেন? আমি কি কোনো অন্যায় করেছি তাকে ভালোবেসে। না কি সে অন্যায় করেছে আমাকে ভালোবেসে? চার বছরের ভালবাসা এক মিনিষেই শেষ হয়ে গেল, বা কি অভাগ লাগে ভাবতে মানুষ কি এতটাই পাল্টে যেতে পারে? তাহলে আমি কেন পারিনা আজ ও তাকে ভুলে যেতে। মাজে মধ্যে মনে প্রশ্ন জাগে,............আমাকে কি তোমার মনে পরে, অথবা মনে করার অবসর পাও তুমি না কি কেবলই আলষেমি না কি ইচ্ছে করেই ভুলে আছ? মেয়েটির নাম লিনা (হাজং) দু মাস হলো বাড়ি থেকে এলাম, শুনলাম মেয়েটি না কি এখন মির্জাপুর কুমুদিনী হাসপাতাল এ নার্সে চাকুরী করছে। জানিনা সে কতটা সুখে আছে আমাকে ছেড়ে। চার বছরের দু জনের ইতিহাস লেখে শেষ করা যাবে না। শেষ করার আগে এ টুকুই বলবো আজ ও ভালবাসি তোমায়..................


ভালো থেকো
ইতি

রাজন সরকার

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.