নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার দুনিয়ায় আপনি আমন্ত্রিত

রাজন আল মাসুদ

খুঁজে ফিরি স্বপ্নগুলো............

রাজন আল মাসুদ › বিস্তারিত পোস্টঃ

আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৪)

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১১

দ্বিতীয় সমস্যা ছিল পানির সমস্যা। আমেরিকায় সরাসরি কল থেকে পানি খাওয়াটা কোনো ব্যাপার না। সবাই খায়। যথেষ্ট নিরাপদ ও যা শুনেছি। কিন্তু আমি কখনই এমন সরাসরি না খাওয়ায়, প্রথম দিকে খুবই সমস্যা হত। খেতে গেলে কেমন কেমন জানি লাগত। ক্যাম্পাসে, আমাদের দেশে যেমন ভার্সিটিগুলোয় ফিল্টার পানি থাকে তেমনি এখানে ওয়াটার ফাউনটেইন থাকে। সবাই নুয়ে জাস্ট বাটন প্রেস করে খেয়ে নেয়। প্রথম প্রথম বেশির ভাগ পানি মুখ থেকে পরে যেত। পরে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে।

তৃতীয় সমস্যা ছিল বাথরুম আর গোসলের। ডর্মগুলোতে বাথরুম আর গোসল করার জায়গা সবার একসাথে। হাই কমোডে আমি এমনিতেই অভ্যস্ত না। ব্যবহারের পর পানির ও কোনো ব্যবস্থা নাই। শুধু টিস্যু। এছাড়া দরজার মাঝখানে বিশাল ফাকা জায়গা। উপরে নিচেও একই অবস্থা। এর চেয়েও খারাপ অবস্থা ছিল ইন্টারন্যাশনাল অফিসে। ঐখানের টয়লেটে ছিটকিনি লাগানোর কোনো ব্যবস্থাই ছিল না !!!!! সে এক চরম অবস্থা। গোসল করার জন্য পাশাপাশি তিনটা শাওয়ার। কার্টেইন একই সাথে লাগানো। প্রবলেম হইলো একপাশ থেকে কেউ টান দিলে ওপর পাশেরটা পুরি উম্মুক্ত হয়ে যায়। প্রায় প্রতিদিনই দুই চার জনের মান ইজ্জত পাবলিক প্রপার্টি হয়ে যেত। আমার সাথেও হইছে। সবার টার্গেট থাকত মাঝের শাওয়ার দখল করার। একটা মজার ঘটনা বলি। আমার ফ্লোরে একপাশে ছেলে, একপাশে মেয়ে। সেই দিন নর্থ হেজেসে প্রথম। কোথায় কি জানি না। বাথরুম খুজতেছি। তখন ভার্সিটি শুরু না হওয়ায় তেমন কেউই নাই। মেয়েদের পাশ যে আলাদা তাও জানি না। মেয়েদের পাশের বাথরুমে কেউ আবার বিটলামি করে "WOMEN" এর "WO" মুছে দিছে। কেউ ছিল না। আমি নিশ্চিন্ত ভাবে বাথরুম করে দাত ব্রাশ করছি এমন সময় এক মেয়ে শুধু টাওয়েল জড়িয়ে ভিতরে ঢুকলো। আমি আর ওই মেয়ে দুইজনই থতমত। মেয়ে কনফিউজড ভাবে বলল "আমি তো জানতাম এটা মেয়েদের ওয়াশরুম" আমি বললাম বাইরে তো "MEN" লেখা। মেয়ে মাথা নাড়তে নাড়তে গোসল করতে চলে গেল। পরে জেনেছিলাম যে ওই মেয়েও ঐদিনই প্রথম আসছিল, তাই বুঝে নাই। আমার ফ্লোর আর.এ. ছিল জার্মানির একটা মেয়ে, কেলী। ও এই ঘটনা পরে গ্রুপ আড্ডায় আমার থেকে শুনে বলে "তোমার কপাল খারাপ যে মাত্র একটাই মেয়ে আসছিল" !!!!!

চতুর্থ সমস্যা ছিল প্রথম প্রথম আমি আমেরিকানদের সাথে মিশতেই পারতাম না। একসেন্ট বুঝতে সমস্যা হত আমারও, ওদেরও। ওরা যেই সব টপিক নিয়া আলাপ করত তার সম্পর্কে বিন্দুমাত্র আইডিয়া আমার ছিল না। ঝামেলা বেশি হতো ওরা যখন জোকস করত। ওদের জোকস আমার কাছে মোটেও ফানি লাগত না। এছাড়া কথায় কথায় "থ্যান্ক ইউ" বলাটাও তখন রপ্ত করে উঠতে পারি নাই। তাই প্রথমে অনেকেই আমাকে রুড ভাবত। এই সমস্যা কাটানোর জন্য ফ্লোর আর.এ. কেলী আমাকে গ্রুপ প্রোগ্রামগুলোয় বেশি বেশি ডাকত আর কিছু না কিছু করতে দিত। ডর্মে প্রতি সপ্তাহেই কিছু না কিছু হত, গ্রুপ আড্ডা- যেখানে জাস্ট এক্সপেরিয়েন্স শেয়ার করা হত। অথবা ছোট খাটো কোনো খেলা- আইসক্রিম অথবা হাওয়াই মিঠাই বানানো সবাই মিলে, কারাওকে প্রতিযোগিতা, ট্রেজার হান্ট, ওয়াটার ফাইট, জোম্বি হান্ট, ওয়ার্ড গেম, পিজা পার্টি এইগুলো। এই সব জিনিস ঐখানকার মানুষদের সাথে মিশতে আর কালচার এডপ্ট করতে হেল্প করে খুব।

পঞ্চম সমস্যা ছিল, যেকোনো ছুটিতেই, সেটা ২ দিন হোক অথবা ৭ দিন, ডর্ম পুরো বন্ধ হয়ে যেত। তখন তল্পিতল্পা নিয়া অন্য কারো বাসায় উঠতে হত। সোফায় শুয়ে কোনো মতে ছুটির দিনগুলো পার করতাম। এত টাকা দিয়ে থাকার পর এই জিনিসটা পুরাপুরি অবিচার মনে হত।

(চলবে)

অন্যান্য পর্ব:
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৩)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৫)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৬)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৭)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৮)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৯)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১০)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১১)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১২)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৩)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৪)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৫)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৬)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৭)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৮)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৯)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২০)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২১)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২২)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৩)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৪)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৫)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৬)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৭)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৮)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৯)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (শেষ পর্ব)

মন্তব্য ৬৩ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৮

আমি বন্য বলেছেন: কে যায় বিদেশ আমার দেশে ভালো, কি কন ভাই ঠিক কই নাই!!

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৮

রাজন আল মাসুদ বলেছেন: নিজের দেশই ভালো..........

২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮

আজমান আন্দালিব বলেছেন: চলুক +++

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১১

রাজন আল মাসুদ বলেছেন: ধন্যবাদ

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪২

কালোপরী বলেছেন: +++++++

আপনার অল্প কথার বর্ণনার ভক্ত হয়ে উঠছি :)

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১০

রাজন আল মাসুদ বলেছেন: চরম লজ্জার ইমো হবে :P

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০২

ব্লুম্যাজিক বলেছেন: একটানে চার টা পর্বই পড়ে শেষ করলাম। সহজ সরল সিকারুক্তি আর ধারাবাহিক বর্ণনা অনেক ভালো লাগলো। আশা করি আপনার লেখা চালিয়ে যাবেন। এখন কোন সিটি তে আছেন?

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১২

রাজন আল মাসুদ বলেছেন: ধন্যবাদ, এখন হার্টফোর্ড এ আছি

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৫

অচিন.... বলেছেন: valo laglo

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১১

রাজন আল মাসুদ বলেছেন: ধন্যবাদ

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৪

সপ্তম ইন্দ্রিয় বলেছেন: sob porbo porlam....baki porbogulor opekkhai thaklam...

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২

রাজন আল মাসুদ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২১

উকিল সাহেব বলেছেন: খাইছেরে। বাথরুমে এবং নিজের রুমে সাবধানে থাইকেন। আপ্নারে আবার না ইয়ে করে ফেলে।

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২

রাজন আল মাসুদ বলেছেন: B-)

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

হাবিব০৪২০০২ বলেছেন: একটানে চার টা পর্বই পড়ে শেষ করলাম।

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২

রাজন আল মাসুদ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯

মাইক্রনিায়া বলেছেন: প্লাস।
আমেরিকায় ফ্যামিলি সহ যাওয়ার কি কোন সময় বা সেশন আছে? আর কিভাবে ফ্যামিলি সহ যায়? নাফিসরে ধরার পরে কি একটু কড়াকড়ি হইসে?
উত্তরটা জানা থাকলে দিবেন।

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

রাজন আল মাসুদ বলেছেন: এই ব্যাপারে আমার আইডিয়া নেই ভাই।

১০| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

সবুজ মহান বলেছেন: একটানে এই পর্বটাও পড়ে ফেললাম ।

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২

রাজন আল মাসুদ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

১১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫২

কালীদাস বলেছেন: ভাল লাগল :)

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

রাজন আল মাসুদ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

১২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: এতো কঠিন অবস্থারে ভাই!

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

রাজন আল মাসুদ বলেছেন: :|

১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল :!>

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

রাজন আল মাসুদ বলেছেন: ধন্যবাদ।

১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

কালো চশমা বলেছেন: খুব ভালো লেগেছে।

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৪

রাজন আল মাসুদ বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমার ও ভালো লাগলো।

১৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৫

শামীম অহাম্মদ মজুমদার বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

রাজন আল মাসুদ বলেছেন: ধন্যবাদ।

১৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৭

রুদ্র মানব বলেছেন: আপনার অভিজ্ঞতার বিবরণটা সত্যিই দারুণ ।

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

রাজন আল মাসুদ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

১৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

ছোট নদী বলেছেন: +++++++++

১০ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৪

রাজন আল মাসুদ বলেছেন: :)

১৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৬

rasselbd বলেছেন: ভালা পাই :)

১০ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৪

রাজন আল মাসুদ বলেছেন: :)

১৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৫

দুর্ভেদ্য বলেছেন: লেখাটাগুলো পরে অনেক অনেক ভালো লাগলো... :) ;) :-B লেখাগুলো এতই জীবন্ত যে, মনে হয় সাবটাইটেল পড়ছি আর আমার চোখের স্ক্রীনে মুভি দেখছি... অসাম থ্রিল...

১০ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৫

রাজন আল মাসুদ বলেছেন: ধন্যবাদ..............

২০| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৮

দুর্ভেদ্য বলেছেন: *লেখাগুলো

২১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৯

এম এম ইসলাম বলেছেন: চার পর্ব একসাথে পড়লাম। বেশ ভাল লেখছেন। চালিয়ে যান।

১০ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৫

রাজন আল মাসুদ বলেছেন: ধন্যবাদ..............

২২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩১

ইচ্ছের ঘুড়ি বলেছেন: ভাইয়া,আমেরিকাতে আইন বিষয়ে পড়াশোনা করার সুযোগ কেমন? আইন নিয়ে ভাল ইউনিভার্সিটিতে পরতে গেলে কেমন স্কলারশিপ পাওয়া যায় নাকি? আইন নিয়ে পড়ছেন আপনার পরিচিত এমন কেউ আছে নাকি ?

১০ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৬

রাজন আল মাসুদ বলেছেন: আমি যতটুকু জানি আইন বিষয়ে পড়াশুনা একটু ব্যয়বহুল.............কিন্তু আমি নিশ্চিত নই...........আপনি আমেরিকান সেন্টার এ যোগাযোগ করে দেখতে পারেন.............

২৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৭

আবূ তালহা সানি০০৭ বলেছেন: +++

১০ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৭

রাজন আল মাসুদ বলেছেন: ধন্যবাদ

২৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১২

কালা মনের ধলা মানুষ বলেছেন: দারুন লেখার হাত। ভাল লাগল।

আগের পর্ব গুলো মিস করেছি। এখনি যাচ্ছি।

১০ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৭

রাজন আল মাসুদ বলেছেন: :)

২৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩

তন্ময় ফেরদৌস বলেছেন: দোস্ত তোর কালচার শক কাটতে কত দিন লেগেছিলো ?

বেশি করে টিভি দেখ, আর সোশ্যাল প্রোগ্রাম গুলাতে যা। এডপ্ট করতে সুবিধা হবে।

আর পরের পর্ব ঝটপট দিয়ে দিস।

১০ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫০

রাজন আল মাসুদ বলেছেন: কালচারাল শক সামলাইতে ১ মাসের কিছু বেশি লাগছে............কালচার এডপ্ট এর জন্য কাজের চেয়ে ভালো জায়গা আর হয় না যদি সহকর্মীরা আমেরিকান হয়...........

২৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০১

বিত্তবান ফকির বলেছেন: চালায়ে যান, ভালো লাগছে। আমাদের লুল ব্লগারদের জন্য একটু আঠা লাগিয়ে লেইখেন।

১০ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫০

রাজন আল মাসুদ বলেছেন: ;)

২৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২

দিগন্ত পেরিয়ে বলেছেন: আপনার পুরো সিরিজ পরলাম, আশা করছি জলদি শেষ করবেন। আমি গ্রাজুয়েট স্টুডেন্ট হিসেবে হয়ত কিছুদিনের মধ্যেই আমেরিকা যাব। তাই আপনার অভিজ্ঞতা জানার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।

১০ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫১

রাজন আল মাসুদ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ............

২৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১

স্পাইসিস্পাই001 বলেছেন: darun likhesen..........ak sathe 4 porbo porlam........besh valo laglo......

valo thakben.......

১০ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫১

রাজন আল মাসুদ বলেছেন: আপনিও ভালো থাকবেন............

২৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: আপনার অভিজ্ঞতার বিবরণটা সত্যিই দারুণ ।

১০ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫২

রাজন আল মাসুদ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ............

৩০| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২০

টেকনিসিয়ান বলেছেন: টানা ৪সিরিজ পড়ে গেলাম। খুব ভালো লাগল।

কষ্ট করে যেন লেখাপড়া চালিয়ে যেতে পারেন তার জন্য দোয়া রইল।

পোস্টে +++

১০ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫২

রাজন আল মাসুদ বলেছেন: দোয়া করবেন..............

৩১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪

স্বাধীনচেতা মানবী বলেছেন: প্রানবন্ত লেখা । চোখের সামনে দেখতে পাচ্ছি ।

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

রাজন আল মাসুদ বলেছেন: :)

৩২| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২২

তাল্‌হা বলেছেন: "তোমার কপাল খারাপ যে মাত্র একটাই মেয়ে আসছিল" !!!! :)

প্যেটে ব্যাথা রে ভাই। হাসতেও পারি না। :(

১১ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৩৩

রাজন আল মাসুদ বলেছেন: B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.