নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার দুনিয়ায় আপনি আমন্ত্রিত

রাজন আল মাসুদ

খুঁজে ফিরি স্বপ্নগুলো............

রাজন আল মাসুদ › বিস্তারিত পোস্টঃ

আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৯)

২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

মন্টানা উচু পাহাড়ি এলাকা। বোজম্যান শহরটা এই পাহাড়ি এলাকার মধ্যে এক টুকরো উপত্যকায়। চারিদিকে নয়নাভিরাম বন্য সৌন্দর্য। সেবা'র ওয়েস্টার্ন পড়তে পড়তে আমার বড় হওয়া। কতদিন স্বপ্নে দেখেছি পাহাড়ি ট্রেইলে আমি একা, সাথে কালো স্ট্যালিয়ন, পরনে স্পার লাগানো বুট, বাকস্কিনের প্যান্ট, উরুতে বাধা ডাবল সিক্স গান। স্ট্যালিয়নের স্যাডলের সাথে উইনচেষ্টার রাইফেল। নিস্সঙ্গ এক আউট-ল আমি। ওয়েস্টার্ন গল্পের বুনো পশ্চিমকে যদি কেউ দেখতে চায় মন্টানা তাদের প্রতাশ্যাকে ছাড়িয়ে যাবে নির্ঘাত।

এখানকার অনেকেই ফার্মিং আর র‌্যান্চিং এর সাথে জড়িত। আর এই সব র‌্যান্চে থাকে সত্যিকারের কাউবয়রা। CLS 101 এর ক্লাসমেট টাইসনের ফ্যামিলির র‌্যান্চ আছে। ওর কথা অনুযায়ী ওদেরটা খুবই ছোট তাও গরুর সংখ্যা হাজারের উপরে !!!!! ঘোড়াও আছে, কিন্তু কতগুলো তা এখন আর মনে পরছে না। র‌্যান্চগুলো শহরের বাইরে হওয়ায় আর একেকটা বিশাল সীমানা নিয়ে থাকায় বেশ নির্জন। কোনো বিপদ আপদে সময় মত পুলিশ পৌছাবার সম্ভবনা খুবই কম তাই র‌্যান্চগুলোতে মোটামুটি ছোটখাটো অস্ত্রের ভান্ডার থাকে। বাইরে রাইডিং এ যাবার সময় সবাই সাথে রাইফেল নেয়। ঠিক ওয়েস্টার্ন গল্পে যা পড়েছি। এগুলো সবই টাইসনের কাছ থেকে শোনা। র‌্যান্চ সম্পর্কে বিদেশী একটা ছেলের এত আগ্রহ দেখে ও খুবই অবাক হয়েছিল। কিন্তু খুশি মনেই শোনাতো এসব কথা। ও আমাকে বলেছিল সামারের ছুটিতে ওদের র‌্যান্চে আমাকে নিয়ে যাবে। কিন্তু এই অভাবী বিড়ালের কপালে সেই শিকে ছিড়ল না। তবে সত্যিকারের কাউবয় আমি দেখেছি। ঘোড়ার পিঠে টানটান হয়ে বসা একসাথে চারজন ধীরগতিতে যাচ্ছে। ওদের রুক্ষতার মাঝে যে কি দুর্নিবার আকর্ষণ, তা শুধু ওয়েস্টার্ন ফ্যানরাই উপলব্ধি করতে পারবে। ওই ঘোড়ার পিঠে ধীরগতিতে যাওয়ার সময় যে পৌরুষ প্রকাশ পাচ্ছিল, তা কি কাওয়াসাকি নিনজায় ১৫০ মাইল বেগে যাওয়ার সময়ও পায়? তাদের সাথে অস্ত্র ছিলনা কারণ শহরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরা নিষেধ। ইশশ কয়েকটা দিনও যদি টাইসনের সাথে ওদের র‌্যান্চে কাটিয়ে আসতে পারতাম.....

দুর্ধর্ষ ব্ল্যাকফুট ইন্ডিয়ানদের রিজার্ভেশন আছে এখানে। ইন্ডিয়ান রিজার্ভেশন যেন এক দেশের ভিতরেই আরেক দেশ। রিজার্ভেশনের ভিতরে আমেরিকান সরকারের কোনো আইন খাটে না। জাতিগোষ্ঠী গুলোর নিজস্ব রীতিই সেখানে আইন। সর্দারই সেখানে বিচারক, সর্বেসর্বা। এজন্য পর্যটকদের বলা হয় রিজার্ভেশনের ভিতরে গেলে সাবধানে থাকতে। কিছু কিছু বন্য প্রাণী শিকার অন্য সবার জন্য নিষেধ হলেও রেড ইন্ডিয়ানদের জন্য নয়। এখানে বলে রাখা ভালো যে রেড ইন্ডিয়ান বলাটা ওরা মোটেও ভালো চোখে দেখে না। ন্যাটিভ আমেরিকান বলাটাই শিষ্টতা আর নিরাপদ। ওরা যে কোনো কিছু শিকার করতে পারে কোনো ধরনের অনুমুতি ছাড়াই। ওদের ট্যাক্স দিতে হয়না এমন কিছু একটাও শুনেছিলাম। দেশটির আদিবাসী হিসাবে সরকার এই ছাড়টুকু ওদের দিয়ে থাকে। অবশ্য সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে অনেক কন্ট্রোভারসি আছে। অনেকেই বলে যে রিজার্ভেশনের ভিতরে ড্রাগ, ক্রাইম ইত্যাদি সরকার নিয়ন্ত্রণ করে না মূলত এদের দাবিয়ে রাখার জন্য। বেশির ভাগ সময় প্রাকৃতিক দুর্যোগেও এরা সাহায্য পায় না। বড় কোনো অপরাধ ঘটলেও পুলিশ যায় না রিজার্ভেশনে। হেলথ কেয়ারের অবস্থাও করুন। আমেরিকান সরকারের টার্গেট নাকি ধীরে ধীরে এদের পুরো নিশ্চিন্ন করে ফেলা। এগুলোই বাজারে প্রচলিত কথা। এম.এস.ইউ তে পড়ছে এমন কিছু ব্ল্যাকফুট ইন্ডিয়ানদের সাথে পরিচয় হয়েছিল, শত চেষ্টার পরেও খাতির জমাতে পারিনি। ওরা একটু আত্মঘেষা। ব্ল্যাকফুটদের একটা ফেস্টিভাল দেখার সৌভাগ্য আমার হয়েছিল। "পও-ওউ" নামের একটা বড় ফেস্টিভাল এম.এস.ইউ প্রতিবছর ব্ল্যাকফুটদের সম্মানে স্পন্সর করে। এম.এস.ইউ এর বাস্কেটবল স্টেডিয়াম এ এটা হয়। ওদের নিজস্ব পণ্য, নাচ, সংস্কৃতি ওরা এখানে তুলে ধরে। অসম্ভব কালারফুল একটা অনুষ্ঠান। এটা নিয়ে একটা ছবি ব্লগ করব ভাবছি। এক ব্ল্যাকফুটকে অনেক অনুরোধের পর আমাকে ওদের একটা ড্রেস পরতে দিয়েছিল কিছুক্ষণের জন্য। ধর্মীয় কিছু রীতি পোশাকের সাথে জড়িত থাকায় এই কঠোরতা। তবে এম.এস.ইউ তে যেটা হয় তা মূল অনুষ্ঠানের একটা ছোট্ট অংশ। রিজার্ভেশনে আরো অনেক সুন্দর করে, বড় পরিসরে, আদি ও অকৃত্তিম ভাবে ওরা এটা পালন করে।

(চলবে)

অন্যান্য পর্ব:
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৩)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৪)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৫)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৬)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৭)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৮)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১০)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১১)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১২)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৩)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৪)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৫)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৬)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৭)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৮)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৯)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২০)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২১)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২২)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৩)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৪)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৫)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৬)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৭)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৮)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৯)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (শেষ পর্ব)

মন্তব্য ২৮ টি রেটিং +১৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১২

বইয়ের পোকা বলেছেন: ভালো লাগলো।

২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৭

রাজন আল মাসুদ বলেছেন: ধন্যবাদ। :)

২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৬

কলির কৃষ্ণ বলেছেন: ভালো লাগলো।

২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৭

রাজন আল মাসুদ বলেছেন: ধন্যবাদ। :)

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৫

রোদেলা দুপুর বলেছেন: আপনার শিকে ছিঁড়ল কেন সেটা তো বললেন না।

২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৬

রাজন আল মাসুদ বলেছেন: মন্টানায় টিউশন ফিস বেশি হবার কারণে এক সেমিস্টার পরেই ওখান থেকে চলে আসতে হয়............তাই শিকে আর ছিড়ে নাই............আগের পর্ব গুলোয় এই ব্যাপারে বলেছিলাম..............

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৯

কালোপরী বলেছেন: না পড়ে আগেই প্লাস দিয়েছি, এবার পড়া শুরু করি :)

২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৭

রাজন আল মাসুদ বলেছেন: !!!!! :P :P :P B-) B-)

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫০

ঝটিকা বলেছেন: আমিও ওয়েস্টার্ন গল্পের জগতে ঘুরে আসলাম। আমারো ছোট বেলা কেটেছে ঐসব পড়ে পড়ে

২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৮

রাজন আল মাসুদ বলেছেন: এগুলোর আকর্ষণ কখনই যায় না.......

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫

সৈয়দ মনজুর মোর্শেদ বলেছেন: টানা ৯টা পর্বই পরলাম। আপনার বর্ণনার ধরন অনেক প্রাঞ্জল। আপনাকে অনেক অভিনন্দন। সামনের লেখাগুলোর অপেক্ষায় থাকলাম।

২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৯

রাজন আল মাসুদ বলেছেন: পড়ার জন্য এবং কমেন্টের জন্য ধন্যবাদ :D

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার কাছে মাঝে মাঝে কয়েকজন এসে বলে আমেরিকার বিভিন্ন বিষয় নিয়ে লেখেন। আমি লিখি না। একটা কারণ একেক স্টেটে একেক রকম। আবার আমার অভিজ্ঞতা আরেকজনের চেয়ে অবশ্যই ভিন্ন হবে। আমার কাছে একটা কিছু একরকম লাগলে, আরেকজনের কাছে আরেক রকম।

আপনার লেখাগুলো অনেক সুন্দর। ভাল থাকবেন।

২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৫

রাজন আল মাসুদ বলেছেন: আপনার অভিজ্ঞতা পড়ার অপেক্ষায় থাকলাম স্বর্ণা..............একেক জন একেক ভাবে দেখে তাই তো পড়তে মজা..........সবাই একই চোখে সব দেখলে আর মজা থকলো কই? দ্রুত লিখে ফেলেন...........

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৫

অচিন.... বলেছেন: apni darun likhen

২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২০

রাজন আল মাসুদ বলেছেন: ধন্যবাদ অচিন ভাই :D

৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২১

লিন্‌কিন পার্ক বলেছেন: ভাল লাগল

২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৬

রাজন আল মাসুদ বলেছেন: ধন্যবাদ।

১০| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯

অস্থির ভদ্রলোক বলেছেন: অনেক ভালো লাগলো ভাই।

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪

রাজন আল মাসুদ বলেছেন: :) :) :) :) :)

১১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৫

মাহবু১৫৪ বলেছেন: ভাল হয়েছে

+++++

ছবি ব্লগ পাবার অপেক্ষায় রইলাম

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০

রাজন আল মাসুদ বলেছেন: ধন্যবাদ........আগামী পর্ব ছবি ব্লগ হবে.............

১২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৯

স্বাধীনচেতা মানবী বলেছেন: এক নাগাড়ে ৯ টি পর্ব পড়ে শেষ করলাম, ডুবে গিয়েছিলাম পড়তে পড়তে :) :)

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০

রাজন আল মাসুদ বলেছেন: :) :) :) ধন্যবাদ

১৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩

ছোট নদী বলেছেন: ভালা হইছেরে ;)

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১০

রাজন আল মাসুদ বলেছেন: :D :D :D :D :D

১৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

নিশ্চুপ শরিফ বলেছেন: +++++++++++

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬

রাজন আল মাসুদ বলেছেন: ধইন্যা রে ধইন্যা :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.