নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার দুনিয়ায় আপনি আমন্ত্রিত

রাজন আল মাসুদ

খুঁজে ফিরি স্বপ্নগুলো............

রাজন আল মাসুদ › বিস্তারিত পোস্টঃ

আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৬)

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৩

ক্যাম্পাসে সৌদিরা হাতেম তাই এর মিনি ভার্সন হিসাবে পরিচিত। প্রত্যেক সেমিস্টার শেষে এরা বন্ধুদের মধ্যে ল্যাপটপ, টিভি, সোফা ইত্যাদি বিনামূল্যে দান করার জন্য বিখ্যাত। একজন গাড়িও দান করেছিল। আমার ধারণা এগুলার জন্যই ওদের ফ্রেন্ড সবার চেয়ে বেশি হয়। কারণ ফ্রেন্ড সার্কেলে একটা মালদার সৌদি থাকলে পার্টির কোনো অভাব হয়না। মুসলিম হওয়ার কারণে সৌদি ফ্রেন্ড হতে বেশি সময় লাগেনি। তাই বেশ কিছু পার্টি আমিও পেয়েছি। সবচেয়ে ভালো লাগত ওরা যখন কাবসা রান্না করত। কাবসা দেখতে অনেকটা আমাদের চিকেন বিরিয়ানির মত কিন্তু স্বাদ পুরোপুরি আলাদা। কাবসার যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগত তা হলো, এটা বিরাট একটা থালায় নিয়ে সবাই গোল হয়ে একসাথে খেতে বসা। আমাদের মত ওরা হাত দিয়েই খায় কিন্তু পদ্ধতিটা একটু আলাদা। আমরা খাই হাতের আঙ্গুল ব্যবহার করে, আর ওরা খাবারটা হাতের তালুতে নিয়ে প্রেশার দিয়ে মুঠো বানিয়ে তারপর খায়। ওদের একটা খারাপ ব্যাপার হলো ওরা প্রচুর খাবার নষ্ট করে, যা খাবে তার দ্বিগুন রান্না করবে সবসময়। কাবসায় এই জিনিসটা আরো বেশি হয়। তারপরও বিরাট থালায় সবাই একসাথে খাওয়ার মজাই অন্যরকম।

সৌদিদের মধ্যে সব চেয়ে ভালো বন্ধু ছিল আব্দুল। ওর চুল আর চোখ ছিল ব্রাউন। এত হ্যান্ডস্যাম আর ফর্সা যে আমি প্রথমে আমেরিকান বলে ভুল করেছিলাম। ওর সাথে সৌদি আরবের নানা বিষয় নিয়ে কথা হত। একটা জিনিস আমি লক্ষ্য করেছিলাম যে, আমরা বাংলাদেশে বসে চিল্লাই সৌদিতে রাজতন্ত্র থাকায় মানুষ কষ্টে আছে। সেখানকার রাজপরিবার তেলের সব পয়সা হজম করে ফেলছে কিন্তু যতগুলো সৌদি ছেলের সাথে পরিচয় হলো কাউকেই দেখলাম না রাজপরিবার নিয়ে অসন্তুষ্ট। ওদের সরকার ব্যবস্থা নিয়ে কোনো অভিযোগ নেই। আমি দুই একবার রাজপরিবারের স্বচ্ছতা নিয়ে কথা বলায় আমার উপরে খেপে গিয়েছিল। আব্দুল আমাকে বুঝিয়ে বলেছিল পরে। ও আমাকে বলত "তোমরা যা ভাব সৌদি আরব সেরকম নয়। আস্তে আস্তে সবই পাল্টে যাচ্ছে। রাজপরিবার টাকা এদিক ওদিক করলেও তারা উন্নয়ন কম করছে না। তেল পাই নামমাত্র মূল্যে, প্রত্যেকটা শহরে উন্নতি হচ্ছে, মরুভূমির মাঝে শহরগুলোতে সবার জন্য পানি নিশ্চিত করা হচ্ছে। আর দেখো আমরা পড়ছি তার পুরো খরচ দিচ্ছে। আমরা পড়া শেষ করে দেশে ফেরার সাথে সাথে চাকরি নিশ্চিত। আর কি দরকার?" নারী অধিকার নিয়ে কিছুই বলে নাই, কারণ ছেলেরা নারী অধিকার নিয়ে বেশি চিন্তিত হবেনা জানা কথা। আমি ভেবে দেখি কথা ঠিকই। ওরা যদি নিজেদের সরকার নিয়ে খুশি থাকে তাইলে বাইরের মানুষের মাথাব্যাথা করে লাভ কি? তাছাড়া এত বছরের গণতন্ত্র আমাদের কতটুকু অর্থনৈতিক স্বাধীনতা দিয়েছে তা অনেকটাই প্রশ্নবিদ্ধ। আর আরবদের আমেরিকা থেকে ছাত্রদের পড়িয়ে দেশের কাজে লাগানোর পরিকল্পনা অবশ্যই প্রশংসার যোগ্য। আমি জানি আমার ছোট্ট দেশটার সামর্থ্য নেই এত সহযোগিতা আমাদের দেয়ার, কিন্তু শোনা যায় আমাদের দুতাবাসগুলো নাকি বিদেশীদের চেয়ে নিজের দেশের মানুষদের হেনস্থা বেশি করে। ভালো ব্যবহার আর একটু সহযোগিতাসম্পন্ন মনোভাব দেখাতে পয়সা লাগেনা। অতোটুকু তো আমরা যারা প্রবাসে আছি তারা তো আশা করতেই পারি.....

আমেরিকায় আসার পর প্রথম দিকে যখন রাশেদ ভাইদের সাথে তেমন একটা খাতির হয় নাই, তখন একা লাগত খুব। তাদের সাথে পরিচয় হওয়ার পরেও সব ব্যাপারে তো আর ফ্রি ভাবে আলাপ করা যেত না, হাজার হলেও বড় ভাই বলে কথা.....তখন খুজতে শুরু করলাম স্কুল,কলেজ, ইউনিভার্সিটির বন্ধু-বান্ধব দের মধ্যে কে কে আছে এখানে। খোজা-খুজির পরে পেলাম স্কুল লাইফের চার বন্ধু কে.......রাজ, অর্ণব, শিবলী, নিবির। চার বদমাইশই স্কুল জীবনের পর লাপাত্তা হয়ে গিয়েছিল। ফেসবুকের কল্যানে খুঁজে পাওয়া গেল, ফোন নাম্বার দিল ওরা। অনেকদিন পর স্কুল লাইফের বন্ধুদের সাথে কথা বলে কি যে শান্তি লাগলো !!!!! আমি মতিঝিল আইডিয়াল স্কুলের ছাত্র। গল্প শুরু হত সেই স্কুল পালানোর দিন গুলা থেকে.....শেষ হত প্রেম অথবা রাজনীতি দিয়ে। অবাক হওয়ার কিছু নেই, দুই বাঙালি কথা বলবে আর রাজনীতি কথার টপিকসে আসবে না, এটা আবার হয় নাকি ? এর মধ্যে একজন আরেকজন কে পচানি তো চলতই, সেই ফেলে আসা দিনগুলোর মত। অনেক ব্যস্ততার মাঝেও প্রচুর সময় ওরা দিয়েছিল। আর এখন তো শিবলী, অর্ণব এর সাথে সপ্তাহে একদিন খাওয়া-দাওয়া, আড্ডা মাস্ট। ভিসা পাবার পরে পরিচয় হয়েছিল চৈতি, সুমি আপু, ইমেল ভাইয়ের সাথে। চৈতি, সুমি আপুর সাথে দুই/তিন দিন পর পরই কথা হত। স্বপ্নগুলোর কথা, হতাশার কথা। সুমি আপু এখন তার হাজবেন্ডকেও নিয়ে এসেছে। দুজনের ছোট্ট সংসার ভালই চলছে। চৈতি কয়েকদিন আগে দেশে যেয়ে বিয়ে করে আসলো..........ওদের জন্য শুভকামনা।

(চলবে)

অন্যান্য পর্ব:
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৩)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৪)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৫)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৬)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৭)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৮)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৯)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১০)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১১)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১২)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৩)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৪)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৫)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৭)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৮)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৯)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২০)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২১)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২২)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৩)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৪)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৫)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৬)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৭)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৮)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৯)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (শেষ পর্ব)

মন্তব্য ৩৮ টি রেটিং +২০/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৯

সোহানী বলেছেন: এবার এত ছোট পোস্ট কেন!!!!!!!???????...

০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২২

রাজন আল মাসুদ বলেছেন: ছোট পোস্ট !!!!! আমার অনুযায়ী পোস্ট ঠিকই আছে, তবে অন্যান্যদের তুলনায় ছোটই। আসলে এর কারণ হলো, আমার ধারণা বেশি বড় পোস্ট বেশিরভাগ মানুষ পড়তে চায় না.......বিরক্ত হয়ে যায়.........তাও লাস্ট পোস্টটা পরীক্ষামূলক ভাবে বিরাট করে লিখেছিলাম.........ফলাফল শূন্য, তাই আগের লাইনে ফেরত আসছি :P

২| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩২

ইমরাজ কবির মুন বলেছেন:
ভাল লাগসে পড়ে।
প্রত্যেক সেমিস্টার শেষে এরা বন্ধুদের মধ্যে ল্যাপটপ, টিভি, সোফা ইত্যাদি বিনামূল্যে দান করার জন্য বিখ্যাত। আহহহা :-B ||

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৭

রাজন আল মাসুদ বলেছেন: ধন্যবাদ মুন :)

৩| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৭

ashik বলেছেন: ভালো লাগলো।

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৮

রাজন আল মাসুদ বলেছেন: ধন্যবাদ ভাই।

৪| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৮

বলাক০৪ বলেছেন: বড় প্লাস।

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৯

রাজন আল মাসুদ বলেছেন: :D :D :D :D B-)

৫| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

মিত্রাক্ষর বলেছেন: আপনার লেখার ভক্ত হয়ে গেছি :D

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৩

রাজন আল মাসুদ বলেছেন: :) ধন্যবাদ মিত্রাক্ষর।

৬| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৬

ঝটিকা বলেছেন: আমি হইলে একগাদা সৌদি ফ্রেন্ড বানাতাম :P

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৩

রাজন আল মাসুদ বলেছেন: চেষ্টায় আছি :P

৭| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৭

বইয়ের পোকা বলেছেন: কেউ ভালো থাকলেই,মানুষজনের ভালো লাগে না। এইটাই নিয়ম। সৌদিরা তাদের দেশে ভালো আছে না, খারাপ আছে, এিটা তাদের জিজ্ঞেস না করেই, সবাই বলে, তারা ভালো নাই!!!!

সৌদিদের অপচয়ের কথা আগেও শুনেছি, এইটা ওদের খুবই বাজে অভ্যাস।

০৮ ই মার্চ, ২০১৩ ভোর ৬:১৯

রাজন আল মাসুদ বলেছেন: এই একটা জিনিস শেখা হলো, যে অন্যের হাড়ি নিয়ে চিন্তা করে নিজের লাভ নাই.....

আপনি কেমন আছেন?

৮| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:১০

সাজিদ এহসান বলেছেন: বাহ , অনেক পর্ব করেছেন , আমিও এমন একটা লিখা আমার প্রবাস জীবন নিয়ে লিখছিলাম , যখন ইংল্যান্ডে ছিলাম। এই সামুতে তখন ৪টা পর্ব লিখেছি, কিন্তু বেশির ভাগ পাঠকই একদিনেই অনেক পড়তে চাইত, কারও মতে একসাথে এত পর্ব লিখলে পড়ার ধৈর্য থাকেনা, শেষে আমি লিখাই বন্ধ করে দিলাম ।

শুভ কামনা ভাল হচ্ছে , চালিয়ে যান । বিদেশ কি জিনিস সবাই একটু ধারনা পাবে, বিশেষ করে যারা যেতে চায়।
লন্ডন জীবন ও একটি চাকরি পাওয়ার বাস্তব গল্প
Click This Link

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১১

রাজন আল মাসুদ বলেছেন: আমি আসলে নিজের জন্য লিখছি। যখন বুড়ো হয়ে যাব, স্মৃতির পাতা ঝাপসা হয়ে আসবে, তখন এই লেখা পড়ব.....নিজেই হাসব........তাই ডিটেইলস লিখছি।

এক টানে শেষ করলাম আপনার লেখা পুরো চার পর্ব। নিশ্চয়ই আর বলতে হবে না, কতটুকু ভালো লেখা হলে একটানে পড়া যায়। অনেকেই অনেক কথা বলেছেন...........এটা কেন করেছেন? ওটা কেন করেছেন? একজন দেখলাম লিখেছেন লেখা ছোট আর সাধারণ মান, তার সব লেখা ড্রাফট করা.........ওনার অসাধারণ লেখা পড়ার ইচ্ছা ছিল। আমি বলি তাদের কথায় কান দিয়ে লেখা বন্ধ করবেন না। বিশেষত সেটা যখন এত ভালো লেখা হয়, তা বন্ধ করাই অন্যায়। আপনার পারসনাল লাইফ এ, পারসনাল ব্লগে, কি করবেন, কি লিখবেন তা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। লেখাটা চালিয়ে যান। আপনার এই লেখা অনেকের কাজে আসবে। আমার কিছু বন্ধু লন্ডনে যেয়ে অনেক সমস্যায় ছিল। নতুন যারা যেয়ে সমস্যায় পরবে তাদের জন্য আপনার এই লেখা কাজে আসবে। আপনার জন্য শুভকামনা রইলো, ভালো থাকবেন সব সময়............

৯| ০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০২

এঞ্জেল বয় বলেছেন:
আমার তো ভাই ক্যাপচা খেতে খেতে আর ভাল লাগে না।
তবে আপনার লেখায় সত্য কথাগুলো ধারুন ভাবে প্রকাশ করেছেন। আসলেই ওরা অনেক খাবার নষ্ট করে।

০৮ ই মার্চ, ২০১৩ ভোর ৬:১৭

রাজন আল মাসুদ বলেছেন: আমি মাঝে মাঝে খেতাম তো তাই মজা নষ্ট হয় নাই..............মন্টানা ছাড়ার পর ৬-৭ মাস হয়ে গেল কাপসা খাওয়া হয় না।

১০| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৫৭

শোভন শামস বলেছেন: ভালো লাগলো। ধন্যবাদ

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৮

রাজন আল মাসুদ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ শোভন। (আমার সবচেয়ে প্রিয় বন্ধুর নাম ও শোভন) :)

১১| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৪

তারিন রহমান বলেছেন: ভালো লাগলো।

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৮

রাজন আল মাসুদ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ তারিন।

১২| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৮

কালা মনের ধলা মানুষ বলেছেন: এই পর্ব টা ফাকিবাজি মার্কা হয়ে গেল ভাই !!

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২০

রাজন আল মাসুদ বলেছেন: কি কন ভাই !!!!! নেক্সট পর্ব বড় করার চেষ্টা করব।

১৩| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৩

না পারভীন বলেছেন: আমি এই প্রথম পড়লাম , ভাল লেগেছে । পরের গুলো পড়ব আশা রাখি ।

০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২১

রাজন আল মাসুদ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ..............সাথে থাকবেন।

১৪| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৪

ডাক্তার সাব বলেছেন: ভালো লাগলো।

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:০০

রাজন আল মাসুদ বলেছেন: ধন্যবাদ। :)

১৫| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২০

বাংলার হাসান বলেছেন: সোহানী বলেছেন: এবার এত ছোট পোস্ট কেন!!!!!!!???????...

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৯

রাজন আল মাসুদ বলেছেন: ছোট পোস্ট !!!!! আমার অনুযায়ী পোস্ট ঠিকই আছে, তবে অন্যান্যদের তুলনায় ছোটই। আসলে এর কারণ হলো, আমার ধারণা বেশি বড় পোস্ট বেশিরভাগ মানুষ পড়তে চায় না.......বিরক্ত হয়ে যায়.........তাও লাস্ট পোস্টটা পরীক্ষামূলক ভাবে বিরাট করে লিখেছিলাম.........ফলাফল শূন্য, তাই আগের লাইনে ফেরত আসছি :P

১৬| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:১১

মধুমিতা বলেছেন: খাবারটা খেবসা- অনেক মজাদার। আমার অনেক প্রিয়। আমার রেসেপি পাবেন এখানে: Click This Link

আরেকটি মজার খাবারঃ Click This Link

২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৯

রাজন আল মাসুদ বলেছেন: রেসিপির জন্য ধন্যবাদ। ট্রাই করব বাসায়।

১৭| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৯

আমি তুমি আমরা বলেছেন: আমেরিকায় কি পিএইচডি করছেন?

২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০২

রাজন আল মাসুদ বলেছেন: আমি আন্ডারগ্রাড এ আছি.......

১৮| ২৮ শে মে, ২০১৩ সকাল ১০:৩৩

ভালবাসা007 বলেছেন: খুঁজে ফিরি স্বপ্নগুলো..........

২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:১২

রাজন আল মাসুদ বলেছেন: এখন স্বপ্ন বেটারে ধরতে পারলেই হয় :P :P :P

১৯| ০১ লা জুন, ২০১৩ ভোর ৬:২২

মাহবু১৫৪ বলেছেন: ++++

এবারের লেখা বেশ ছোটই মনে হল।

০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৫

রাজন আল মাসুদ বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ মাহবু ভাই :)

অলস ব্যক্তিকে এইসব বলে অপমান করবেন না :P :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.