নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার দুনিয়ায় আপনি আমন্ত্রিত

রাজন আল মাসুদ

খুঁজে ফিরি স্বপ্নগুলো............

রাজন আল মাসুদ › বিস্তারিত পোস্টঃ

আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২২)

২১ শে মে, ২০১৩ রাত ১০:৩২

অভি ভাই জর্জিয়া থেকে অনেক চেষ্টা করতেছিলেন আমার জবের জন্য। ওনার নিউ ইয়র্কে যত পরিচিত বন্ধু-বান্ধব, বড় ভাই ছিল সবাইকেই বলেছিলেন। একদিন এক ইন্ডিয়ান মেয়ের নাম্বার দিলেন। ওই মেয়ে যখন জর্জিয়া ছিল তখন অভি ভাই ওকে জব ম্যানেজ করে দিয়েছিলেন। ওই মেয়ে অভি ভাইকে বলেছিল আমাকে জব ম্যানেজ করে দিবে মাস্ট। উনি ফোন নাম্বার দিলেন। আমি মেয়েকে ফোন করলাম। মেয়ে বলল কালকে বিকালে ফোন কর, একটা জায়গার ঠিকানা দিব, ওখানে চলে যেও। আমি বলে রেখেছি। জব হয়ে যাবে। ওটাই ছিল ওই মেয়ের সাথে আমার প্রথম ও শেষ কথা। পরেরদিন বিকালে কেন, এর পরের কোনো বিকালেই সেই মেয়ে আমার ফোন ধরেনি। এরপর অভি ভাই দিলেন এক বড় ভাইয়ের নাম্বার। ওই ভাই অবশ্য সোজা কথার মানুষ ছিলেন। মিথ্যা আশ্বাস দেন নাই। বলেছিলেন এক সপ্তাহ সময় দাও, তারপর কিছু একটা জানাতে পারব। আমি অপেক্ষা করতে লাগলাম সেই ফোন কলের.........আজও মনে আছে কত আকাঙ্খা নিয়ে অপেক্ষা করেছিলাম সেই একটা ফোন কলের জন্য.................

আমি যখন তীব্র হতাশায় জর্জরিত তখন একদিন সকাল বেলা ইমেল ভাইয়ের ফোন। ইমেল ভাইয়ের কথা আগেই বলেছি, ভিসা পাবার পর একটা কনফারেন্সে ওনার সাথে আমার পরিচয়। ঐখান থেকেই ফেসবুক আইডি নেয়া। ইউ.এস.এ তে আসার পর ফোন নাম্বার নিয়ে দুই-তিন বার কথা বলা। এতটুকুই। উনি থাকতেন কানেকটিকাটে। নিউ ইয়র্কের পাশের স্টেট। আমার ফেসবুক স্ট্যাটাসে নিউ ইয়র্ক এসেছি দেখে ফোন দিয়েছিলেন কি অবস্থায় আছি, কি করছি জানার জন্য। বললাম আমার অবস্থার কথা। ইমেল ভাই একটা মোটেলে জব করতেন, কানেক্টিকাটের হার্টফোর্ড সিটিতে। জব পাচ্ছি না বলার সাথে সাথেই উনি বললেন এক কাজ কর, আমার এখানে এসে পর। আমার মোটেলে মাত্র একজন জব ছেড়ে চলে গেছে। সামনে আবার কনসার্ট আছে এখানে। খুবই ব্যস্ত থাকবে তখন মোটেল। একজন লোক খুবই দরকার। আমরা মাত্র তিনজন এখন। আমি জিগ্গেস করলাম, কত আওয়ার দিবে, পার আওয়ার কত করে দিবে? উনি বললেন "তুমি মিনিমাম ৪০ আওয়ার পাবে আর পার আওয়ার ৭ ডলার। সব চেয়ে বড় সুবিধা হলো মোটেলের একটা রুমেই তুমি ফ্রি থাকতে পারবে আর খাওয়াও ফ্রি। সব এমপ্লয়ীরা মোটেলেই থাকে, এখানেই খায়। মোটেলের মালিক ইন্ডিয়ান গুজরাটি। উনি এই সুবিধাটা দিচ্ছেন। আমাকেও রুম দিয়েছে, তুমি আসলে আমার সাথেই থাকবা"। এর চেয়ে ভালো অফার আর কিছু হয় না। তারপরও আমি একটু চিন্তায় পরে গেলাম। মাত্র একমাস হলো নিউ ইয়র্কে এসেছি, এখনি আবার অন্য একটা স্টেটে চলে যাব? আবার স্টেট চেঞ্জ? আবার নতুন জায়গা.....আবার নতুন মানুষ...........ইমেল ভাইকে বললাম ভাই আপনাকে ৩-৪ দিন পরে জানাই? আমি একটু কনফিউজড। ইমেল ভাই বললেন "৩-৪ দিন না তুমি কালকের মধ্যে জানাও নাইলে লোক নিয়ে নিবে। আমি ম্যানেজারকে তোমার কথা বলতেছি। কালকের মধ্যেই তুমি ফাইনাল জানাও"। আমি বললাম ঠিক আছে। সাগর ভাই, সোহেল ভাই, জামাল ভাই, শিবলী, রাজীব সবার সাথেই আলাপ করলাম। কেউই হ্যা বলল না। সবাই বলল থাকেন এইখানেই, একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। কিন্তু কেন জানি তাদের কথায় আমি আর তেমন ভরসা পাচ্ছিলাম না। বাসায় কথা বললাম। আব্বু-আম্মু বলল ভালো সুযোগ, দেখতে পারো। ভাইয়াকে ফোন দিলাম ইউ.কে তে। ভাইয়া বলল "তোমার কি মাথা নষ্ট? ফ্রি থাকা-খাওয়ার সুযোগ পাচ্ছ আমেরিকার মত জায়গাতে, আর তুমি চিন্তা করতেছ? এখনি হ্যা বলে দাও। এই সুযোগ হারাইলে আর পাবে না"। আমি তখন কয়েকটা জিনিস হিসাব করলাম। প্রথমত নিউ ইয়র্কে থাকলে জব পাই আর না পাই মাস শেষে বাসা ভাড়া দিতে হবে। দ্বিতীয়ত খাওয়ার খরচ তো আছেই। তৃতীয়ত জব পাওয়ার কোনো সম্ভবনা নিকট ভবিষ্যতে দেখছি না। কানেকটিকাটে গেলে থাকা-খাওয়ার খরচ বাঁচবে, জব রেডি। বাকি থাকলো কলেজ। এখন সামার চলছে। তিন মাস বন্ধ। আমি প্ল্যান করলাম এই মাস ওখানে জব করব তারপর নিউ ইয়র্কে চলে আসব। ততদিনে ফিরোজ ভাই ও চলে আসবেন। উনি আসলে ওনার স্টোরেই কাজ পেয়ে যাব। মাঝখান দিয়ে উপরি লাভ এই তিন মাস থাকা-খাওয়ার কোনো খরচ লাগবে না। যা ইনকাম করব তাই পকেটে থাকবে। সব চিন্তা করে ইমেল ভাইকে ফোন দিলাম। বললাম, ভাই পরশু আসছি। উনি বলে দিলেন নিউ ইয়র্ক থেকে কিভাবে আসতে হবে। ওনার কথা মত পিটার প্যান বাসে টিকেট কেটে ফেললাম। নিউ ইয়র্ক থেকে হার্টফোর্ড যাবার সময় যথেষ্ট ঝামেলা পোহাইতে হয়েছিল। অবশ্য নিজেরই দোষে। নিউ ইয়র্ক সিটির ট্রাফিক সম্পর্কে আমার ততদিনে তেমন কোনো ধারণা হয়নি। নিউ ইয়র্ক সিটিতে একটাই বাস টার্মিনাল- পোর্ট অথরিটি, ফরটি সেকেন্ড স্ট্রিটে। আমি ভেবেছিলাম ব্রঙ্কস থেকে টাইম স্কয়ার ট্রেনে যেতে যদি ১ ঘন্টা লাগে তাহলে ট্যাক্সি নিয়ে গেলে ৩০ মিনিট আগে রওয়ানা দিলেই হবে। তাও আমি ৪৫ মিনিট আগে রওয়ানা হয়েছিলাম। প্রচুর ট্র্যাফিক পেরিয়ে যখন আমি পোর্ট অথরিটি পৌঁছাই তখন হাতে মাত্র পাঁচ মিনিট বাকি আর। পোর্ট অথরিটি বাস টার্মিনাল এক বিশাল জায়গা। শত শত গেট, যেখান দিয়ে বাস ছাড়ে। প্রথমবার যেয়ে আমার কাছে পুরোই গোলক ধাঁধা মনে হয়েছিল। আমার গেট নাম্বার ইনকোয়ারিতে জেনে নেবার পরেও খুঁজে পাচ্ছিলাম না। ফলাফল বাস মিস। পিটার প্যানের কাউন্টারে গিয়ে জানলাম নেক্সট বাস ৩ ঘন্টা পর। আমি বললাম আমি তো আগের বাস মিস করেছি, এখন কি করার? ওরা শুধু টিকেট নিয়ে নেক্সট বাসে যাবার জন্য টিকেটের উপর লিখে সাইন দিয়ে দিল। কোনো এক্সট্রা টাকা নিল না। আমি হাঁপ ছেড়ে বেঁচেছিলাম। ইমেল ভাইকে ফোন করে বলে দিলাম কখন আসব। এরপর দীর্ঘ ৩ ঘন্টা বাসের জন্য ১৫ নাম্বার গেটের সামনে বসে থাকা। অবশেষে বাস এলো। পিটার প্যানের সবুজ রঙের বাসে চড়ে আবার অজানা, অনিশ্চিত জীবনের পথে চললাম।

(চলবে)

অন্যান্য পর্ব:
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৩)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৪)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৫)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৬)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৭)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৮)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৯)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১০)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১১)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১২)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৩)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৪)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৫)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৬)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৭)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৮)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৯)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২০)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২১)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৩)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৪)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৫)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৬)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৭)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৮)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৯)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (শেষ পর্ব)

মন্তব্য ৩০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৩ রাত ১০:৪০

কালোপরী বলেছেন: :)

২২ শে মে, ২০১৩ ভোর ৬:৪৫

রাজন আল মাসুদ বলেছেন: :) :P

২| ২১ শে মে, ২০১৩ রাত ১০:৪১

খেয়া ঘাট বলেছেন: প্রত্যাশা রইলো আপনার আমেরিকার জীবন সুখের হোক।শুভকামনা।

২২ শে মে, ২০১৩ ভোর ৬:৪৭

রাজন আল মাসুদ বলেছেন: ধন্যবাদ :) আপনার খেয়াঘাটে প্রত্যাশিত নৌকা ভীরুক এই কামনা থাকলো।

৩| ২১ শে মে, ২০১৩ রাত ১১:৩৬

নূর আদনান বলেছেন: ভাই এই পোস্টটা একটু দেখবেন, আমার এক ভাই ইউ এস এ তে সমস্যায় পড়েছে

Click This Link

২২ শে মে, ২০১৩ ভোর ৬:৪৫

রাজন আল মাসুদ বলেছেন: আমার সাথে যোগাযোগ করতে বলেন। কিভাবে কি করতে হবে ওই ব্যাপারে নিশ্চই সাহায্য করতে পারব।

৪| ২২ শে মে, ২০১৩ রাত ১২:০৯

ইয়ার শরীফ বলেছেন: রথ দেখা কলা বেচা দুটোই হবে

২২ শে মে, ২০১৩ ভোর ৬:৪৮

রাজন আল মাসুদ বলেছেন: কনসার্টের কথা বললেন? না রে ভাই সেই সৌভাগ্য আর হলো না :(

৫| ২২ শে মে, ২০১৩ ভোর ৫:০০

আমিই মিসিরআলি বলেছেন: অনেকদিন অপেক্ষায় ছিলাম এই পোস্টের জন্য +++++++++++

২২ শে মে, ২০১৩ ভোর ৬:৫০

রাজন আল মাসুদ বলেছেন: আই এম অনারড মিসির আলী :) ভালো থাকবেন।

৬| ২২ শে মে, ২০১৩ বিকাল ৪:২৫

ইয়ার শরীফ বলেছেন: কনসার্টের কথা বললেন? না রে ভাই সেই সৌভাগ্য আর হলো না :(
দুঃখ কইরেন না

আপনি কি এখনও মার্কিন মুল্লুকে আছেন?

২২ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৭

রাজন আল মাসুদ বলেছেন: জ্বি ভাই, দেশে আসার সৌভাগ্য হইলো কই :(

৭| ২২ শে মে, ২০১৩ রাত ৯:১২

টাউরা সাফা বলেছেন: ভাই আমি আসতাছি ! (˘̩̩̩⌣˘̩̩̩)

ლ(╹◡╹ლ)

২৩ শে মে, ২০১৩ রাত ১২:২১

রাজন আল মাসুদ বলেছেন: ওয়েলকাম :)

৮| ২২ শে মে, ২০১৩ রাত ১১:১৫

কালা মনের ধলা মানুষ বলেছেন: এইটা কি হইল ?? একমাস পর পোস্ট দিসেন, তাও এতটুকু? পড়া না শুরু করতেই শ্যাষ ??!!

খুব খ্রাপ রাজন ভাই !! :(

২৩ শে মে, ২০১৩ ভোর ৫:০২

রাজন আল মাসুদ বলেছেন: রুমি ভাই আমি যে অনেক অলস তাতো জানেনই...........নিজ গুনে ক্ষমা করতে হবে :P

৯| ২৩ শে মে, ২০১৩ রাত ১:৫০

মোঃ তায়িফ-বিন-তোফা বলেছেন: আজকেই এই লেখার খোঁজ পেলাম , আর একটানেই ২২ টা পর্ব পড়ে ফেললাম । আপনি অনেক সুন্দর করে লিখেছেন , আপনি ইচ্ছা করলেই এই লেখাগুলোকে বই আকারে বের করতে পারেন । অনেক দিন পরে ব্লগে ঢু মেরে ভালো লাগলো , আর ৫ মাস পরে আপনার পোস্টে কমেন্ট করতেই লগ ইন করলাম । অনেক ভালো থাকবেন ভাই । আর অবশ্যই লেখাটা চালিয়ে যাবেন :)

২৩ শে মে, ২০১৩ ভোর ৫:০১

রাজন আল মাসুদ বলেছেন: আমার ব্লগে স্বাগতম তোফা ভাই।

প্রশংসার জন্য অনেক ধন্যবাদ। সিরিজটা শেষ করব ইনশাল্লাহ।

১০| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:১৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: এখানে ফ্রি থাকা আর খাওয়াও ফ্রি আসলেই একটা বিগ জিনিস !

নিউইর্কে কত দিন ছিলেন?

২৫ শে মে, ২০১৩ ভোর ৫:৫৮

রাজন আল মাসুদ বলেছেন: প্রায় ১ মাসের মত মাসুম ভাই।

১১| ২৫ শে মে, ২০১৩ ভোর ৬:১২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি এখন কানেকটিকাটে? বাসে কতক্ষণ লাগে? আমি যখন গিয়েছিলাম দুই-আড়াই ঘন্টার মত লেগেছিল মনে হয়। বাসের টিকেট কত?

২৫ শে মে, ২০১৩ সকাল ৭:১৩

রাজন আল মাসুদ বলেছেন: হুম এখন কানেকটিকাটে থাকি। এক্সপ্রেস বাসে আসলে ২.৩০ ঘন্টা, নাইলে ৩.১৫ ঘন্টা............৩-৪ দিন আগে টিকেট কাটলে আপ-ডাউন ৪৭ ডলার পরে।

আপনি কেমন আছেন? ব্লগ থেকে কি অবসর নিয়ে নিলেন?

১২| ২৫ শে মে, ২০১৩ সকাল ৭:২৬

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: অনেকদিন পর লিখলেন :) অপেক্ষাই ছিলাম। কমেন্ট কম করলেও আপনার সব আমার পড়া আছে

২৫ শে মে, ২০১৩ সকাল ৭:৩৩

রাজন আল মাসুদ বলেছেন: সাথে থাকার জন্য ধইন্যা :D

১৩| ২৮ শে মে, ২০১৩ সকাল ১১:৩৪

ভালবাসা007 বলেছেন: এইটা কি হইল ?? একমাস পর পোস্ট দিসেন, তাও এতটুকু? পড়া না শুরু করতেই শ্যাষ ??!!

২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:৩২

রাজন আল মাসুদ বলেছেন: মাই লেজিনেস এট ইটস বেস্ট B-) =p~ :P

১৪| ০১ লা জুন, ২০১৩ সকাল ১১:৫৩

মাহবু১৫৪ বলেছেন: +++

০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৭

রাজন আল মাসুদ বলেছেন: ধন্যবাদ মাহবু ভাই।

১৫| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩০

ইয়াসিনএলাহী বলেছেন: অসাধারণ িলেখেেছন দাদা। অসংখ্য ধন্যবাদ। আড়াই ঘন্টা ধের আপনার সবগুেলা েলখা টানা পড়লাম। সময় েপেল রুমা আিন্টেক আমার একটা শুেভচ্ছা েপৌেছ িদেবন। আপনার েলখা পেড় উনােক আমার খুব ভাল েলেেগেছ। আর আপনার সিঠক সমেয় িঠক িসদ্ধান্তিট েনয়ার দারুন িবেবচনােবাধ আমােক মুগ্ধ কেরেছ। অেনক ভাল থাকেবন। অেনক িদন পর ব্লেগ একসেঙ্গ এত েলখা পড়লাম। ২৬ অেক্টাবর আইেেয়ল্টস পরীক্ষা েদায়া করেবন। আপনার জন্য অেনক অেনক শুভ কামনা রইল। আর অনুেরাধ করিছ, সময় েপেল অিভজ্ঞতাগুেলা িলেখ যােবন। ভাল থাকুন।

১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৮

রাজন আল মাসুদ বলেছেন: আমার লেখা পড়ার জন্য এত সময় ব্যায় করায় ধন্যবাদ :) ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.