নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার দুনিয়ায় আপনি আমন্ত্রিত

রাজন আল মাসুদ

খুঁজে ফিরি স্বপ্নগুলো............

রাজন আল মাসুদ › বিস্তারিত পোস্টঃ

আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৩)

২৯ শে মে, ২০১৩ রাত ১১:০৫

কানেকটিকাট:

বাসে করে নিউ ইয়র্ক থেকে একটু বের হতেই আশে পাশের দৃশ্য আর নিউ ইয়র্ক সিটির সাথে মিলানো গেল না। বিরাট হাইওয়ের পাশে গাছ, ছোট ছোট পাথুরে টিলা অথবা একেবারেই ফাঁকা। হেডফোন কানে গান শুনতে শুনতে সেই হাইওয়েতে ভালই লাগছিল। কোথায় যেন মন্টানার সাথে একটা মিল খুঁজে পাচ্ছিলাম। সাড়ে তিন ঘন্টা পর পৌঁছালাম হার্টফোর্ডে। পোর্ট অথরিটির তুলনায় ছোট্ট একটা বাস স্টেশন। বাস স্টেশন থেকে ট্যাক্সি নিয়ে সোজা সেই মোটেলে। ডাউন টাউনের পাশেই কিন্তু একটু নিরিবিলিতে মোটেলটা। ট্যাক্সি থেকে নামতেই দেখি ইমেল ভাই স্যুটেড-বুটেড হয়ে দাড়িয়ে আছে, জবে ঢোকার জন্য তৈরী। প্রথমে আমাকে মোটেলের অন্যান্য স্টাফদের সাথে পরিচয় করিয়ে দিলেন। প্রথমেই পরিচয় হলো মানু পাটেল ওরফে মেশিন পাটেলের সাথে। এই ভদ্রলোকের বয়স প্রায় ৬৫+। কাজ করতে পারে সমানে। সেইটা প্রবলেম না। প্রবলেম হলো এই ব্যাটা মালিকরে তেল মারতে প্রায়ই ফ্রি কাজ করে যার মাশুল পরে আমাদের দিতে হয় X(। ওনার বেতনও আমাদের চেয়ে কম। অবশ্য এই তেল মারার সুফল সে ভালই পায়। ইংরেজিতে খুবই দুর্বল হওয়ার পর ও হাউজকীপার থেকে সে ফ্রন্ট ডেস্কে কাজ নিয়ে নিছে। বুদ্ধিমান লোক হওয়ায় জোড়া-তালি দিয়ে অদ্ভুত ইংরেজিতে কেমন করে জানি কাজও চালিয়ে নিচ্ছে।

ইমলু ডিমলু

হার্টফোর্ডে দেখতে দেখতে অনেকদিন হয়ে গেল। এই লম্বা সময়ে বন্ধু, বড় ভাই, যে কোনো কিছু শেয়ার করার মানুষ, সমস্ত বদমাইশির সঙ্গী এই ইমেল ভাই। ছোট খাটো, হাসি খুশি, হ্যান্ডসাম ছেলে। নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বি.বি.এ শেষ করে এখানে এম.বি.এ করছেন। বিরাট বড়লোকের ছেলে কিন্তু ভিতরে বড়লোকি ভাব নেই। মতিঝিল আইডিয়াল স্কুলে পড়ার সুবাদে বাংলাদেশের অনেক শিল্পপতির ছেলেদের ক্লাসমেট হিসাবে পেয়েছিলাম। তাদের অনেকেই ভাবের চোটে প্রায় উল্টাইয়া থাকত বেশিরভাগ সময়। ইমেল ভাই সম্পূর্ণ এর বিপরীত। মজার মজার কথা বলে বেশির ভাগ সময় হাসায়া আমার মুখ ব্যাথা করা তার দৈনন্দিন কাজের একটা অংশ। প্রথমে যখন ইমেল ভাইকে দেখি তখন অবশ্য এমন মনে হয়নি। যে কনফারেন্সে পরিচয় হয়েছিল সেখানে উনি বড় জোর ৫-৬ টা বাক্য মুখ দিয়ে উচ্চারণ করেছিলেন। আমি আর চৈতী কনফারেন্স থেকে বের হয়ে বলতেছিলাম -"শালার ভাব কি, ব্যাটা মাত্র ভিসা পাইছস আর ভাব নিতাছস যেন আমেরিকা থেকে পি.এইচ.ডি. শেষ কইরা আসছস" :P। সেই ইমেল ভাইয়ের পুরাই অন্যরকম চেহারা এইখানে আসার পর। পরে জেনেছিলাম ঐদিন উনি খুবই টেনসড ছিলেন কারণ দুই দিন পরেই ছিল ওনার ফ্লাইট। ইমেল ভাইয়ের জব করার কোনো প্রয়োজন নেই কারণ বাসা থেকেই ওনার টিউশন ফিস আসে। চাইলে ফ্যামিলি থেকে থাকা-খাওয়ার খরচ ও পাঠিয়ে দিবে। কিন্তু এই ধাড়ি বয়সে বাবার থেকে টিউশন ফিস এর সাথে থাকা-খাওয়ার খরচ নিতে ওনার লজ্জা লাগে তাই জব করেন।

ইমেল ভাইয়ের আছে এক ঐতিহাসিক প্রেম :P। ঐতিহাসিক বললাম এই কারণে যে এই ব্যক্তি সারাক্ষণ প্রেমের মধ্যেই ডুবে থাকেন। সকালে আমার ঘুম ভাঙ্গে এই কপোত-কপোতির মুঠোফোনে প্রেমের কল-কাকলিতে। সকালের এই প্রেম চলতে থাকে দুপুরের রান্না পর্যন্ত। ইমেল ভাইয়ের কপাল খারাপ যে বাংলাদেশে রাত নামক একটা বিরক্তিকর বস্তু আসে যার ফলে আপুর ঘুমাইতে যেতে হয়। এই সময়টা ইমেল ভাইও অতিকষ্টে কোনমতে ফেসবুক, মুভি দেখে, ঘুমিয়ে কাটিয়ে দেয়। তারপর? আবার যাত্রা শুরু প্রেমের। রাত্রে জবেও চলতে থাকে এই অবিনশ্বর প্রেম। আপুটাও অনেক সুইট। ইমেল ভাইয়ের সাথে কিচির মিচির করতেই থাকে। ইমেল ভাইয়ের নাম ইমলু ডিমলু ওনারই দেয়া। ইমেল ভাই ও খেয়েদেয়ে ফুলতে ফুলতে নামকরণের স্বার্থকতা প্রমানে ব্যস্ত (আমিও মোটকু হওয়ায় ইমেল ভাইয়ের সাথে প্রতিযোগিতায় নেমেছি, হেরে যাওয়ার জন্য সকলের দোয়া প্রার্থী B-))। এছাড়া বাংলাদেশ থেকে গিফট, প্রেমময় ইমেইল, চিঠি তো আছেই। এমন ঝগড়া বিহীন সুখী প্রেম সাধারনত দেখা যায় না। ওনার এই প্রেম থাকুক সারাজীবন। কয়েকটা মানুষের নাহলে ঘুম নষ্ট হলো, রান্না একটু দেরিতে হলো..........কি আসে যায় তাতে? প্রেম চলুক তার আবহমান গতিতে।

ইমেল ভাইয়ের এম.বি.এ প্রায় শেষের দিকে। কিছুদিন হয়ত জব করবেন তারপর বাংলাদেশে যেয়ে নিজেদের বিজনেস দেখাশুনা। ১২৬ নাম্বার রুমের অসাধারণ স্মৃতিগুলো নিয়ে আমি রাজন আবার একলা................ইমেল ভাই বিহীন আমেরিকা কেমন লাগবে? নিয়তি আমাকে বহুবার আপনজনদের থেকে দুরে নিয়েছে, আরেকবারও নেবে। আমি নিয়তির প্রতি শীতল দৃষ্টি দেব আর ভাবব একদিন আমারও সময় আসবে। সেইদিন আমার নিয়তি আমি নিজেই লিখব।

(চলবে)

অন্যান্য পর্ব:
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৩)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৪)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৫)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৬)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৭)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৮)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৯)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১০)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১১)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১২)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৩)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৪)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৫)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৬)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৭)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৮)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৯)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২০)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২১)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২২)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৪)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৫)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৬)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৭)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৮)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৯)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (শেষ পর্ব)

মন্তব্য ৩৬ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৩ রাত ১১:১৬

ইমরাজ কবির মুন বলেছেন:
ইমলু ডিমলু'র ব্যাপার স্যাপার পড়ে তো বুকে মোচড় দিয়ে উঠসে।প্রেম করতে মন চায়, কিচির মিচির শুনতে মন চায় /:) ||

৩০ শে মে, ২০১৩ রাত ১২:১৫

রাজন আল মাসুদ বলেছেন: তাইলে আর দেরী না, আজকেই ঝুলে পড়েন..........

২| ২৯ শে মে, ২০১৩ রাত ১১:২১

আমিই মিসিরআলি বলেছেন: তাড়াতাড়ি চালায়েন,আজ পোষ্টটা একটু ছোট ছোট লাগলো :)

৩০ শে মে, ২০১৩ রাত ১২:১৬

রাজন আল মাসুদ বলেছেন: লেখা বাইর হয় না ভাই, কি করব? :(

৩| ২৯ শে মে, ২০১৩ রাত ১১:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার এই সিরিজটি বেশ ভালো লাগে আমার। অনেকগুলোই পড়েছি, আবার বেশ কিছু বাদ পড়েছে। ভাই একটা পরামর্শ ছিল, মানে আমার ব্যক্তিগত পর্যবেক্ষন, লেখার মাঝে মাঝে যদি কিছু ছবি (হোক সেটা নেট থেকে সংগ্রহ করা) এবং লেখাগুলো যদি ছোট ছোট প্যারাগ্রাফে লেখেন তাহলে হয়ত পড়তে আরো বেশি ভালো লাগবে। :)

৩০ শে মে, ২০১৩ রাত ১২:২৩

রাজন আল মাসুদ বলেছেন: কাল্পনিক ভাই আসলে আমার কাছে এত এত ছবি যে কোনটা রেখে কোনটা দিব বুঝি না............তাই সাধারনত কয়েকটা পর্বের পর একটা ছবি ব্লগ করি। এই পর্বটা ছবি ব্লগ করার কথা ছিল নিউ ইয়র্ক নিয়ে.......করেছিলাম ও কিন্তু সামু আপগ্রেডের পর ছবির এত বাজে রেজুলুশন আসতেছে যে ঐটা মুছে এই পর্বটা লিখলাম।

ছোট ছোট প্যারা করার কথা আগেও আমাকে কয়েকজন বলছে। লেখালেখিতে আমার অভিজ্ঞতা নাই বললেই চলে........প্যারা করার চেষ্টা করছি কিন্তু কিভাবে আরো ভালো করা যায় তা আমার ধারণার বাইরে :(

৪| ৩০ শে মে, ২০১৩ রাত ২:২৮

ভণ্ড বাবা বলেছেন: ভাল হচ্ছে ভাই। এক কিস্তিতে ২৩ টা পর্ব পরে ফেললাম। অসাধারন লেখা। ++ সবগুলো পর্বের জন্য।

৩০ শে মে, ২০১৩ সকাল ১১:১৯

রাজন আল মাসুদ বলেছেন: এইটা আবার আবার ভন্ডামি কইরা বললেন না তো? হা হা হা হা হা ...............

প্লাসের জন্য ধইন্যা :) :D

৫| ৩০ শে মে, ২০১৩ সকাল ৭:৫৭

ইকরাম বাপ্পী বলেছেন: বস বয়সে আমি আপনার ছোট হব তাও বলি। আপনার এই সিরিজ সামনে পড়লে পড়া হয়। পড়ে ফেলি একটানে। কিন্তু পাঠকের সুবিধা হয় যখন লেখক তার কথা ভাবে। আপনি আপনার অনুভূতি প্রকাশ করতেছেন তাই আপনি চাইলেই।একটানে এটা পড়ে ফেলতে পারেন। কিন্তু পাঠক তা পারে না। তাই অনুরোধ লেখার মাঝে প্যারা করে লেখেন।

৩০ শে মে, ২০১৩ সকাল ১১:২৩

রাজন আল মাসুদ বলেছেন: ছোট বড় কোনো ব্যাপার না বস..........সাজেশন মাথায় থাকলো, চেষ্টা জারি থাকবে।

পড়া এবং সাজেশন দুটোর জন্যই ধন্যবাদ :)। নেক্সট পর্ব গুলোও পড়বেন আর কমেন্টে অবশ্যই বলবেন লেখা কেমন হচ্ছে।

৬| ৩০ শে মে, ২০১৩ সকাল ৮:১৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এই সিরিজ কিছুদিন পর কন্টিনিউ করবেন এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা। সবাই প্রস্তুত থাকেন :P :P :P

৩০ শে মে, ২০১৩ সকাল ১১:২৫

রাজন আল মাসুদ বলেছেন: স্বর্ণা কপিরাইটে মামলা কইরা দিব কিন্তু :P

কোথায় এডমিশন নিলেন? আপনার জন্য শুভকামনা থাকলো যেন আমার পরিস্থিতির ধারে কাছ দিয়েও আপনাকে যেতে না হয়।

৭| ৩০ শে মে, ২০১৩ সকাল ৮:৩৫

মাগুর বলেছেন: পড়ার মতো একটা সিরিজ। চলতে থাকুক :)

৮ম প্লাস এবং শুভকামনা।

৩০ শে মে, ২০১৩ সকাল ১১:২৮

রাজন আল মাসুদ বলেছেন: আমার ব্লগে স্বাগতম মাগুর।

আপনার মত নামকরা ব্লগার যখন বলেন "পড়ার মতো একটা সিরিজ" তখন আসলেই অনেক ভালো লাগে। ভালো থাকবেন।

৮| ৩০ শে মে, ২০১৩ সকাল ১১:৫৭

ব্ল্যাকমেটাল বলেছেন: আপনার লেখা ভাল লেগেছে

৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:১৯

রাজন আল মাসুদ বলেছেন: ধন্যবাদ ব্ল্যাকমেটাল :)

৯| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৫:৩০

শালম বলেছেন: আপনার সবগুলো ব্লগ পড়ে ফেললাম এক ধাক্কায়। ভালো লেগেছে।

৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

রাজন আল মাসুদ বলেছেন: আমার দুনিয়ায় স্বাগতম শালম ভাই।

পড়ার জন্য ধন্যবাদ :)। আপনাদের ভালো লাগাতেই আমার অনুপ্রেরণা।

১০| ৩০ শে মে, ২০১৩ রাত ৮:০৩

কালোপরী বলেছেন: :)

৩১ শে মে, ২০১৩ সকাল ১১:২২

রাজন আল মাসুদ বলেছেন: ইয়ে মানে আরো কিছু বললে হইত না? -_-

১১| ০১ লা জুন, ২০১৩ সকাল ১১:৫৯

মাহবু১৫৪ বলেছেন: ভাল লাগলো

+++++

০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪০

রাজন আল মাসুদ বলেছেন: ধইন্যা রে ভাই ধইন্যা :)

১২| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:৪৮

বর্ণিল নাস বলেছেন: ভাই আপনার লেখাগুলো খুব মনোযোগ নিয়ে পরেছি, আমিও আপনার মত দেশের বাইরে এসে কষ্ট করছি সামনে আরও করবো সম্ববত।
আসলেই জানতাম না আমেরিকায় ছাত্রদের কাজের অনুমতি থাকেনা, ভাগ্য সুপ্রসন্ন থাকলে আমি আসছি জুলাই মাসে।

০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৩

রাজন আল মাসুদ বলেছেন: আপনার জন্য শুভকামনা রইলো।

১৩| ১৬ ই জুন, ২০১৩ রাত ১১:১৯

মোঃ আব্দুস সালাম বলেছেন: কম খারাপ লেখেন নাই।
কুনু দিন আম্রিকা যাইতে না পারি অভিজ্ঞতা তো পাইলাম।

২১ শে জুন, ২০১৩ সকাল ৯:৪৭

রাজন আল মাসুদ বলেছেন: কোন কিছু ফ্রি নাই...........অভিজ্ঞতা নিছেন এখন টাকা দেন :P :P :P =p~ =p~

১৪| ১৮ ই জুন, ২০১৩ রাত ৯:০৩

ইয়েন বলেছেন: আপনার সিরিজের সবগুলা লেখা পড়লাম ....অসাধারণ লাগল ..আপনার লেখার হাত অনেক ভাল ...আমার বাইরে আশার ইচ্ছা ছিল কিন্তু আপনার লেখা দেখার পর একটু হলেও ইচ্চায় ভাটা পরেছে ....ভাল থাকবেন সুখে থাকবেন এই কামনায় আপনাকে ও আপনার লেখাকে +

২০ শে জুন, ২০১৩ দুপুর ১২:০০

রাজন আল মাসুদ বলেছেন: ইয়েন ভাই, কাউকে নিরুৎসাহিত করতে আমার এই লেখা না, আসল অবস্থা জানানোর জন্যই লেখা। সবাই কিন্তু চালিয়ে নেয়।

১৫| ২৪ শে জুন, ২০১৩ রাত ১:৫৭

আজাইরা পেচাল বলেছেন: অসাধারন +++

২৪ শে জুন, ২০১৩ ভোর ৬:৪৮

রাজন আল মাসুদ বলেছেন: ধন্যবাদ :)

১৬| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩৪

উ লে লে...ছোতো বাবুতা বলেছেন: সবগুলা পড়লাম দুই দিনে--স্ট্রাগলের মধ্যেও লেইখা যাইতেসেন এবং ভাল লিখতেসেন--ভাল থাকেন--সামনের দিনগুলা ভাল আসুক আপনার জন্য

২৭ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৬

রাজন আল মাসুদ বলেছেন: ধন্যবাদ ভাই। আপনিও অনেক ভালো থাকেন।

১৭| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৮

অনন্যমানুষ বলেছেন: আর লিখছেননা কেন ভাই, কত আগ্রহ নিয়ে বসে আছি।
:(

১১ ই আগস্ট, ২০১৩ রাত ২:৫৬

রাজন আল মাসুদ বলেছেন: ল্যাপটপ নষ্ট আর নিজেও একটু ঝামেলায় আছি। একটু গুছিয়ে উঠতে পারলেই লিখব ভাই।

১৮| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ৩:০৪

গোলক ধাঁধা বলেছেন: +,আমেরিকা যাইতে মন চায় :(( আচ্ছা ৫ বছরের জন্য ভিসা নিয়া আইসা(স্টুডেন্ট ভিসা ছাড়া) কি আমেরিকাতে বৈধ কাজ কর্ম বা ট্যাক্সি চালাইতে পারমু,বড় কোন যোগ্যাতা যে নাই :(

১১ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১০

রাজন আল মাসুদ বলেছেন: আমি নিশ্চিত না তবে আমার জানা মতে এইচ১বি ভিসা, ডি.ভি. অথবা ইমিগ্র্যান্ট হয়ে না এলে আপনি অন্য কোনো ভিসাতেই বৈধ ভাবে কাজ করার অনুমতি পাবেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.