নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার দুনিয়ায় আপনি আমন্ত্রিত

রাজন আল মাসুদ

খুঁজে ফিরি স্বপ্নগুলো............

রাজন আল মাসুদ › বিস্তারিত পোস্টঃ

আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৪)

৩১ শে মে, ২০১৩ রাত ১০:২০

জার্নি করে আসার পরও ইমেল ভাইয়ের সাথেই ট্রেনিং শুরু করলাম একটুও রেস্ট না নিয়ে। আমাকে উনি আগেই বলেছিলেন প্রথমে কিছুদিন ট্রেনিং নিতে হবে। আমি তাই ভাবলাম যত তাড়াতাড়ি শিখব তত তাড়াতাড়ি পেমেন্ট পাওয়া শুরু করব। সারা রাত তার সাথে বসে থাকলাম, দেখলাম কিভাবে কি করতে হয়। পরদিন সকালে ম্যানেজারের সাথে পরিচয়। বললেন ঠিক মত শিখ, এক-দেড় সপ্তাহ পর পেমেন্ট শুরু হবে। এরপর থেকে শুরু হলো প্রতিদিন ৮-১০ ঘন্টা ফ্রি কামলা দেয়া। এক সপ্তাহ পর হার্টফোর্ডে সামারের সবচেয়ে বড় কনসার্ট ডেভ ম্যাথিউসের কনসার্ট শুরু হলো। দুই দিন পয়সা ছাড়া কি খাটনি। প্রতিদিন ১৪-১৫ ঘন্টা। পুরো মোটেল সোল্ড আউট হয়ে গেল। ভাবলাম মালিক হয়ত কিছু হলেও বোনাস দিবে। কিসের কি? কিপ্টা ব্যাটা একটা পার্টি পর্যন্ত দিল না। উল্টা কনসার্ট শেষ হয়ে গেল, আমাকে যে বলছিল দেড় সপ্তাহের ট্রেনিং এর কথা তা পার হয়ে তিন সপ্তাহ হলো, কিন্তু পেমেন্টের কোনো নাম গন্ধ নাই। ইমেল ভাইও অবাক কারণ উনিও এতদিন ট্রেনিং করেন নাই। আমরা বুঝলাম চান্সে পেয়ে আমাকে ফ্রি খাটাচ্ছে। তখন মানু কাকা মানে মানু পাটেল বললেন "এইভাবে কাজ হবে হবে না। তুমি বল জব দিলে দেন, না দিলে নাই। আমি চলে যাই। এইভাবে আর কতদিন? তুমি না বললে এইভাবে ফ্রি খাটাবে আরো অনেক দিন"।

পরের দিন আমি যখন মন:স্থির করে ফেলেছি আজকে এসপার ওসপার কিছু একটা করেই ফেলবো তখনই ম্যানেজার বলল কালকে থেকে তোমার পেমেন্ট শুরু। তুমি রেডী। আমি মনে মনে বলি- "শালা রেডী তো হইছিলাম আরো দুই সপ্তাহ আগে, আর এখন বলস আমি রেডী.......এতদিন যে বেগার খাটলাম ঐটা কি?" যাই হোক মনের সব কথা মুখে আনা যায় না। শুরু করলাম পরের দিন থেকে। ঐদিন কাজের সময় ভাবতেই ভালো লাগছিল যে আজকে ফ্রি কামলা দিচ্ছি না, ঘন্টার সাথে সাথে টাকা পাব।

মোটেলের ফ্রন্ট ডেস্কের কাজ বেশ আরামের অন্যান্য জবের তুলনায়। আমার নাইট শিফট। রাত ১১ টা- সকাল ৭ টা। রাত্রে সাধারনত গেস্ট একটু কম আসে। উইকেন্ডে অবশ্য রাত্রেই বেশি আসে। নাইট ক্লাব, স্ট্রিপ ক্লাব অথবা বার থেকে। মোটামুটি সবাই কিঞ্চিত হলেও মাতাল থাকে। কেউ টাকা বেশি দেয়, কেউ কম। তখন আবার কোস্তা-কুস্তি করে বাকি টাকা বের করতে হয়। কেউ মাঝে মধ্যে টাকা না দিয়েই বলে আমি তোমাকে মাত্র টাকা দিয়েছি। এগুলো শেষ হলে অনেকে রুম খুঁজে বের করতে পারেনা। অন্য রুমে যেয়ে ধাক্কাধাক্কি করে। ওই রুমে আবার কেউ থাকলে সে ক্ষেপে যায়.........মারামারি লাগার অবস্থা হয়। ক্যামেরায় যদি দেখি যে এমন কিছু হচ্ছে তখন আমি যাই আল্লাহর নাম নিতে নিতে ঝগড়া থামাতে। কে জানে আমাকেই আবার মাইর দিয়া বসে নাকি দুই গ্রুপ মিলে :P। যদিও হাতে ব্যাটন আর পিপার স্প্রে থাকে তবুও রিস্ক থেকেই যায়।

আমেরিকার এই ধরনের ছোট-খাট মোটেলগুলো ড্রাগস ডিলিং, ইল্লিগাল প্রস্টিটিউশন, আরো যত দুই নাম্বার কাজ আছে সব কিছুর আখড়া। যারা এগুলা করে তাদের সবাইকেই ফ্রন্ট ডেস্কের আমরা মোটা-মুটি চিনি। কারণ এরা রেগুলার মোটেলে আসে। আসবেই বা না কেন? বদ্ধ রুমের চেয়ে নিরাপদ জায়গা আর কই পাবে? আমরাও রুম দেই তাদের যতক্ষণ পর্যন্ত না আমাদের সাথে তারা কোনো ঝামেলা করে। রুম না দিয়ে উপায় নেই। এই ধরনের মোটেলগুলো এদের উপরেই বিজনেস করে। আমাদের মোটেলের আশেপাশে যত একই ধরনের মোটেল আছে সবগুলোরই এক অবস্থা। মোটেলে আমাদের ফ্রন্ট ডেস্কে যথেষ্ট সিকিউরিটি আছে। পুরোটা ১০ ইঞ্চি পুরু বুলেট প্রুফ কাঁচ দিয়ে ঘেরা। হার্টফোর্ড কালো প্রধান শহর হওয়ায় বেশিরভাগ গ্রোসারী শপ, লিকার স্টোর এমনকি ব্যান্কেও বুলেট প্রুফ কাঁচ দেয়া থাকে। আমার কথা শুনলে আপনাদের রেসিস্ট মনে হতে পারে কিন্তু এর জন্য দায়ী কালোরাই। বেশিরভাগ আকাম-কুকামের মধ্যে এরাই জড়িত। আর এদের ব্যবহারও খারাপ। সাদারা হয়ত মনে মনে আমাদের মত ব্রাউন পিপল অথবা ব্ল্যাক পিপলদের পছন্দ করে না, কিন্তু তাদের ব্যবহারে কখনই এটা বুঝা যায় না। ঝামেলার মধ্যেও এরা কম। কালোদের মধ্যে একটা অদ্ভুত জিনিস আছে, এদের মধ্যে যারা ভালো তারা সেইরকম ভালো, আর যেগুলা বদ ওগুলা মহা বদ, পাঁজির পা ঝাড়া টাইপ। কোনো মধ্যম টাইপ লোক নাই এদের মধ্যে। আমার কথা থেকে পুরোপুরি বিচার করা যাবে না কারণ আমি শুধু নিজে যা দেখেছি তাই বলছি।

তো ইল্লিগাল বিজনেসের সাথে জড়িত লোকজনের কারণে প্রায়ই মোটেলে পুলিশ রেইড দেয়। প্রথম প্রথম তো আমার আত্মা প্রায় বের হয়ে যেত পুলিশ দেখলে কারণ আমি ইল্লিগালি কাজ করছি। ধরা পড়লে সোজা ডিপোর্ট করবে। প্রথম পুলিশ এসেছিল আমার জব শুরুর দ্বিতীয় দিন। আমি সেইদিন একা। এক ড্রাগ ডিলারকে খুঁজছিল। অফিসে ঢুকে সব রেজিস্ট্রেশন পেপার, ক্যামেরা ফুটেজ চেক করলো। আমি কখন আসছি, ওই লোকের ছবি দেখিয়ে বলল আসার পর একে দেখছি নাকি এইসব। খুঁজে পাওয়ার পর ওরা আরো ব্যাক আপ আসতে বলল। ব্যাক আপ আসার পর আমার কাছ থেকে কি-কার্ড নিয়ে ৫ মিনিটের মধ্যে ব্যাটাকে গ্রেফতার করে চলে গেল। পরে আমি বুঝেছিলাম যে ভয় অমূলক ছিল। ওরা যেই কাজে আসে সেইটাই করে। আর ডিপোরটেশনের কাজ ইমিগ্রেশন পুলিশের, সাধারণ পুলিশের না। এরপরও পরের কয়েকবার পুলিশ আসলে বুক দুরুদুরু করত। আস্তে আস্তে সব নরমাল হয়ে গেল। পুলিশের সাথে ডীল করা এখন ডাল-ভাত টাইপ ব্যাপার। কোনো ঝামেলা হলে আমি নিজেই মাঝে মধ্যে পুলিশ কল দেই। অনেককেই চিনে গেছি। কোনো পুলিশ রাত্রে রুটিন চেকিং এ আসলে একসাথে সিগারেট, কফি খাই। রিসেন্ট ঘটনা নিয়ে আলাপ করি।

তবে একবার ঝামেলা একটা হয়েছিল...................

(চলবে)

অন্যান্য পর্ব:
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৩)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৪)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৫)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৬)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৭)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৮)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৯)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১০)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১১)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১২)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৩)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৪)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৫)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৬)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৭)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৮)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৯)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২০)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২১)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২২)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৩)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৫)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৬)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৭)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৮)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৯)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (শেষ পর্ব)

মন্তব্য ২০ টি রেটিং +১২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৩ রাত ১০:৩৬

ভণ্ড বাবা বলেছেন: +

০১ লা জুন, ২০১৩ দুপুর ২:০৫

রাজন আল মাসুদ বলেছেন: ধইন্যা :)

২| ৩১ শে মে, ২০১৩ রাত ১০:৩৯

কাজী দিদার বলেছেন: ভাই কি এখনও আমেরিকায় আছেন ?

০১ লা জুন, ২০১৩ দুপুর ২:০৬

রাজন আল মাসুদ বলেছেন: দেশে আসার সৌভাগ্য আর হইলো কই ভাই :(

৩| ৩১ শে মে, ২০১৩ রাত ১০:৫০

কালোপরী বলেছেন: :)

০১ লা জুন, ২০১৩ দুপুর ২:০৬

রাজন আল মাসুদ বলেছেন: :)

৪| ০১ লা জুন, ২০১৩ রাত ২:৪৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার। আজকে পড়তে বেশ আরাম পেলাম :) :)

০১ লা জুন, ২০১৩ দুপুর ২:০৭

রাজন আল মাসুদ বলেছেন: ধন্যবাদ..........আপনার সাজেশন কাজে লাগানোর চেষ্টা করলাম।

৫| ০১ লা জুন, ২০১৩ ভোর ৪:৫০

আমিই মিসিরআলি বলেছেন: কি ঝামেলা ??? :-*
ভাই,তাড়াতাড়ি জানায়েন ++++++++

০১ লা জুন, ২০১৩ দুপুর ২:০৮

রাজন আল মাসুদ বলেছেন: এইটাই তো সাসপেন্স :P

৬| ০১ লা জুন, ২০১৩ দুপুর ২:২৪

s r jony বলেছেন:
আগের সিরিয়াল গুল পরতে হবে।

০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৯

রাজন আল মাসুদ বলেছেন: বাঁচতে হলে জানতে হবে আর জানতে হলে পড়তে হবে :P :P :P

৭| ০২ রা জুন, ২০১৩ রাত ১০:৫৯

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: কালোদের সম্পর্কে কিছু জানি আমার অ্যান্টি আমেরিকাতে থাকে বলে। ওরা মোস্ট খারাপ কাজের সাথে জড়িত। ওদের সম্পর্কে আরও জানার আগ্রহ আছে

০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩০

রাজন আল মাসুদ বলেছেন: আমার দৌড় এইখানেই শেষ :(

৮| ১৭ ই জুন, ২০১৩ সকাল ১০:৫৬

মোঃ আব্দুস সালাম বলেছেন: একবার ঝামেলা একটা হয়েছিল...................
এমন লাগে না?
এত ছোট ক্যান?

২০ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৮

রাজন আল মাসুদ বলেছেন: হিন্দি সিরিয়ালের সাসপেন্স আনার চেষ্টা :P

৯| ২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

ইয়েন বলেছেন: বরাবরের মত এটাও ভাল লাগল ...তবে আপনার কোন একটা পর্বে লিখেছিলেন একা সিগারেট খাওয়ার বেদনা :( কথাটা ধ্রুব সত্য আগে রিয়ালাইজ করি নাই ////////

২১ শে জুন, ২০১৩ সকাল ৯:৩৮

রাজন আল মাসুদ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ইয়েন ভাই। আর ভালো লেগেছে জেনে আরো ভালো লাগলো।

এক সময় সবই অভ্যাস হয়ে যায়............:( :( :( :( :(

১০| ২২ শে জুন, ২০১৩ রাত ১০:২২

মাহবু১৫৪ বলেছেন: ++++

২৩ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪০

রাজন আল মাসুদ বলেছেন: ধন্যবাদ মাহবু ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.