নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার দুনিয়ায় আপনি আমন্ত্রিত

রাজন আল মাসুদ

খুঁজে ফিরি স্বপ্নগুলো............

রাজন আল মাসুদ › বিস্তারিত পোস্টঃ

আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৬)

০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২৩

হার্টফোর্ড, কানেকটিকাটে যখন আমি প্রথম আসি তখন প্ল্যান ছিল সামারে এখানে থেকে চলে যাব। ফিরোজ ভাই এসে পড়লে নিউ ইয়র্কে ভালো একটা কাজ পাব। তাছাড়া কলেজ নিউ ইয়র্কে। কানেকটিকাটে থেকে তো আর নিউ ইয়র্কে ক্লাস করা সম্ভব না। মন্টানা থেকে ট্রান্সফার হয়ে এসেছিলাম ব্রন্ক্সের হোস্টস কম্যুনিটি কলেজে। ফিরোজ ভাইয়ের বাসা ব্রঙ্কসে থাকায় এই কলেজ চুজ করা। কোনো জায়গা সম্পর্কে না জানলে যা হয় আর কি। ফিরোজ ভাইয়ের বাসা আর কলেজ দুটোই ব্রঙ্কসে হলেও এই রুটে সরাসরি কোনো ট্রেন নেই। অনেকটা পথ ঘুরে যেতে হয়। বাসে একটু তাড়াতাড়ি যাওয়া যায় কিন্তু মাঝে নেমে আবার বাস চেঞ্জ করার ঝামেলা আছে। নিউ ইয়র্ক ভালো মত চিনিনা তাই বাসে না যেয়ে ট্রেনেই যেতাম।

কিউনি সিস্টেমের কম্যুনিটি কলেজগুলোয় নিয়ম হচ্ছে আই.ই.এল.টি.এস, স্যাট, জি.আর.ই. যাই থাকুক না কেন একটা ছোট অ্যাসেসমেন্ট টেস্ট দিতে হয়, বাধ্যতামূলক। জুলাইয়ের শেষের দিকে কয়েকদিনের ছুটি নিয়ে নিউ ইয়র্ক গেলাম এডমিশন টেস্ট, রেজিস্ট্রেশন এইসব কাজ শেষ করে আসতে। কলেজ থেকে একের পর এক ইমেইল আসছিল। প্রথমবার কলেজে যাওয়া। নিউ ইয়র্কের কম্যুনিটি কলেজগুলো আমাদের দেশের প্রাইভেট ইউনিভার্সিটির মত দেখতে। শুধু বিল্ডিং। ইন্টারন্যাশনাল অফিসে গিয়ে এডভাইসরের সাথে কথা বলার জন্য ঢোকার সময় থেকেই বিস্ময়ের পালা শুরু। সিকিউরিটি গার্ড থেকে শুরু করে ক্লার্ক, স্টুডেন্ট সবাই কালো। ব্রঙ্কস কালোদের এলাকা কিন্তু কলেজেও যে ডাইভারসিটি থাকবে না এটা ভাবিনি। বাংলাদেশী, ইন্ডিয়ান তো দুরের কথা একটা চাইনিজ অথবা মেক্সিকান পর্যন্ত দেখলাম না। নিজেকে কেমন জানি এক বিলের এক মোষ মনে হচ্ছিল /:)। এর পরে রিসেপশনের মহিলা আমার পরে আসা এক ছেলেকে অজানা এক ভাষায় কিচির-মিচির করে আগে পাঠিয়ে দিল। আমি জিগ্গেস করায় বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে বলল "আই উইল কল ইউ হয়েন ইটস টাইম" !!!!! অগ্যতা অপেক্ষা। মিনিট পাঁচেক পরেই ডাক আসলো। এডভাইসর মহিলা খুবই ভালো। সব কিছু বুঝিয়ে দিল সুন্দর করে। পরশু এক্সাম দেয়ার জন্য রেজিস্ট্রেশন করলাম। আমাকে প্রিপারেশনের জন্য এক গাদা কাগজ ধরিয়ে দিল। ম্যাথ, ইংলিশের লিসেনিং আর রাইটিং এক্সাম দিতে হয়েছিল যতদুর মনে পরে। প্রিপারেশনের জিনিসপত্র দেখে আমার তো গলা শুকিয়ে গেল। বিকট সব জিনিস :((। ম্যাথ আমি বরাবরই ভয় পাই। এরপর আবার পরিচিত জিনিসগুলোর নাম ও ইংলিশে হয়ে প্যাঁচ লেগে যাচ্ছিল সব। একদিনে যা পারি প্রিপারেশন নিয়ে গেলাম আল্লাহর নামে পরীক্ষা দিতে। পরীক্ষা বেশ সহজ হলো। কম্পিউটারাইজদ এক্সাম হওয়ায় শেষ হওয়ার সাথে সাথেই রেজাল্ট। সাফল্যের সহিত উত্তীর্ণ B-)

পরেরদিন গেলাম বাংলাদেশ থেকে নিয়ে আসা মেডিক্যাল সার্টিফিকেট, ব্যান্ক স্টেটমেন্ট, স্কুল-কলেজের সার্টিফিকেট আর এম.এস.ইউ এর ট্রান্সক্রিপ্ট নিয়ে। ঐদিনই সব ফরমালিটিস সেরে কোর্স রেজিস্ট্রেশন করে কানেকটিকাটে চলে আসব এটাই ছিল আমার প্ল্যান। পেপারস সব সাবমিট করলাম। এরপর কোর্স এডভাইসিং এর জন্য গেলাম এডভাইসরের কাছে। ঝামেলা শুরু এখান থেকেই। আমাকে যার কাছে পাঠানো হয়েছিল উনি ছিলেন সাধারণ এডভাইসর। যার সাথে আমি এতদিন ইমেইলে যোগাযোগ করেছি উনি হচ্ছেন লিসান্কা সোতো, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এডভাইসর। আরেকজন ছিলেন সান্দ্রা ল্যাকায়, ট্রান্সফার ক্রেডিট ইভালুয়েটর। তারা আমাকে বলেছিল এম.এস.ইউ তে করা ১২ ক্রেডিটের ৯ টা তারা এক্সেপ্ট করবে। যখন সাধারণ এডভাইসর আমাকে বেসিক কোর্সগুলো দিলেন তখন আমি বললাম এই কোর্সগুলোতো আমি আগে করে এসেছি, ওই ক্রেডিট গুলোতো ট্রান্সফার হবে। উনি বললেন তোমার ফাইলে তো কিছু লেখা নেই। তুমি তাহলে লিসান্কা সোতোর সাথে দেখা করে আসো। গেলাম তার সাথে দেখা করতে। উনি অফিসে নেই। কখন আসবে তাও বলতে পারছে না কেউ। আমি জিগ্গেস করলাম এইটা কেমন কথা যে কখন আসবেন তোমরা কেউ জানো না !!!!! উত্তরে রিসেপশনিস্টের হাত আর ঠোঁট উল্টানো দেখলাম। পরের দিনের এপয়েনমেন্ট নিয়ে চলে আসলাম। রাত্রে বেলা লিসান্কা সোতোকে ইমেইল করলাম সমস্যাটার কথা জানিয়ে। পরেরদিন একই কান্ড। মিজ সোতো অফিসে নেই। আমি বললাম তাহলে অন্য কোনো ইন্টারন্যাশনাল এডভাইসরের কাছে পাঠাও। গেস হোয়াট.....শী ওয়াজ দ্যা অনলি ওয়ান X(। গেলাম আবার প্রথম এডভাইসরের কাছে। খুলে বললাম ব্যাপার। উনি বললেন তাহলে সান্দ্রা ল্যাকায় এর কাছে যাও। ও ক্রেডিট ইভালুয়েট ফর্ম ফিল আপ করে দিলে আমি তোমাকে এডভান্স কোর্স দিব। কেউ বিশ্বাস করবে না বললে, মিজ সান্দ্রা ল্যাকায় ছুটিতে। সে আসবে আমার ক্লাস শুরু হওয়ার তিন দিন পর................

(চলবে)

অন্যান্য পর্ব:
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৩)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৪)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৫)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৬)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৭)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৮)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৯)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১০)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১১)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১২)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৩)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৪)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৫)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৬)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৭)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৮)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৯)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২০)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২১)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২২)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৩)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৪)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৫)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৭)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৮)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৯)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (শেষ পর্ব)

মন্তব্য ৩৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৭

মধুমিতা বলেছেন: ভালো লাগল। আপনাকে দেখা যায় অনেক ঝামেলা পোহাতে হয়েছিল। এত ম্যানেজ করলেন কিভাবে?

১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২২

রাজন আল মাসুদ বলেছেন: ধন্যবাদ। ম্যানেজ না করে উপায় কি বলেন?

২| ০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৭

শ।মসীর বলেছেন: আহারে.....

১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৬

রাজন আল মাসুদ বলেছেন: হা হা হা হা............অনেকদিন পর শব্দটা শুনলাম :P

৩| ০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

কালোপরী বলেছেন: :)

১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৬

রাজন আল মাসুদ বলেছেন: :)

৪| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ৮:১০

নীল বরফ বলেছেন: লোমহর্ষক ভোগান্তি আপনি ফেস করছেন রে ভাই!!!!। :-& :-& :-&

১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৭

রাজন আল মাসুদ বলেছেন: না রে ভাই...............পোলাপান এর চেয়ে কত বেশি ভোগান্তি পোহায়.....................

৫| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৫

মেহেদী_বিএনসিসি বলেছেন: সরি আপ্নের লেখা বিস্তারিত পড়ার সময় পেলামনা :( :( আমিও নিউইয়র্কে ব্রন্সে থাকি.......এবার সিটি কলেজে(কিউনির আন্ডারে) মাষ্টার্সে ভর্তি হওয়ার জন্য এপ্লাই করেছি......অগাষ্টে ভর্তি। আপ্নার সাথে যোগাযোগের একটা উপায় বলে দিলে ভালো হয়, আমাকে কষ্ট করে [email protected] এ একটা মেইল দিয়েন ।

১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৯

রাজন আল মাসুদ বলেছেন: মাস্টার্স এর ব্যাপারে যদিও আমার তেমন ধারণা নেই তারপর ও মেইল করতে পারেন [email protected] এ।

৬| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫২

আমিই মিসিরআলি বলেছেন: তারপর..... B:-) !

১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩০

রাজন আল মাসুদ বলেছেন: তারপর......? জানতে হলে চোখ রাখুন প্রতিদিন রাজন আল মাসুদ এর ব্লগে =p~ =p~ =p~ =p~ =p~

৭| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৩

ইয়ার শরীফ বলেছেন: আউলা ঝাউলা লেগে গেল

১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩১

রাজন আল মাসুদ বলেছেন: কেন ভাই?

৮| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৯

মাহবু১৫৪ বলেছেন: আজকের পোস্ট এত ছোট কেন?

ক্রেডিট ট্রান্সফার করতে চাইলে এরা ফাজলামী করে এডভান্স কোর্স এ ঢুকিয়ে দেয়। আসলে এগুলো কিছুই না। যে কোর্স করার কথা সবার সাথে ক্লাসে বসে সে কোর্স একা করতে হয় প্রফের সাথে যোগাযোগ করে।

পোস্টে ++++++

১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৯

রাজন আল মাসুদ বলেছেন: ল্যাপটপ নষ্ট.....মোবাইলে লিখতে যেয়ে এইটাকেই বিরাট বড় পোস্ট লিখে ফেলছি মনে হচ্ছিল :P

প্লাসের জন্য ধইন্যা। তারচেয়েও বেশি ধইন্যা কমেন্ট করার জন্য মাহবু ভাই...........ভিউ দেখি হাজার ছুইয়া যায় কিন্তু কমেন্ট পরে না ১০ টাও /:)

৯| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৫

মাহবু১৫৪ বলেছেন: ভিউ দেখি হাজার ছুইয়া যায় কিন্তু কমেন্ট পরে না ১০ টাও

;) এরই নাম সামু

১২ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৪

রাজন আল মাসুদ বলেছেন: :|| :-< :|

১০| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: এডভাইসরদের কর্মে এতো অবহেলা! বাংলাদেশের মতো ভালো মনে হচ্ছে।
যা হোক ভর্তি পরীক্ষা পাস করেছেন তো!
ভালো খবরের অপেক্ষায় থাকলাম...

আপনার লেখায় নেশা ধরে গেলো। অনুসরণ করে রাখলাম।
পূর্বের পর্বগুলো পড়ে নিতে হবে।

১২ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৯

রাজন আল মাসুদ বলেছেন: :) !:#P ধন্যবাদ ভাই !:#P

আমি সম্ভবত দুর্ভাগ্য আর সময়ের ফাঁদে পরেছিলাম।

১১| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৮

মোঃ আব্দুস সালাম বলেছেন: মোবাইল দিয়ে লেখার কি দরকার ছিল?
এক দিন পর পাবলিশ করলে খুব কি ক্ষতি হত?
হিন্দি সিরিয়ালের স্বাদ যদি দিতে চান তাহলে পূর্বে পড়েছেন।
আগামীতে পড়বেন এমন কইরেন।
আর প্রথম পর্বেই সেটা উল্লেখ করে দেওয়া উচিত ছিল। তাহলে আর আমার মত পাঠকেরা কষ্ট পেতনা।
আর এই রাগেইতো কেউ কমেন্ট করেনা। শুরু হওয়ার আগেই শেষ। X( X(

১৪ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০০

রাজন আল মাসুদ বলেছেন: মোবাইল দিয়ে লেখা ছাড়া উপায় নেই কারণ ল্যাপটপ নষ্ট :(

১২| ১৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৬

তামিম ইবনে আমান বলেছেন: ঘটনা একটানে শেষ করে ফেললে ভালো না? ;)

১১ ই আগস্ট, ২০১৩ রাত ২:৪১

রাজন আল মাসুদ বলেছেন: একটানে শেষ করে ফেললে আর হিন্দি সিরিয়াল দেইখা জাতি শিখল কি? :P

১৩| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৯

ইয়েন বলেছেন: পরের পর্বের অপেক্ষায় .......

১১ ই আগস্ট, ২০১৩ রাত ২:৪৩

রাজন আল মাসুদ বলেছেন: ল্যাপটপ নষ্ট আর নিজেও একটু ঝামেলায় আছি। দেরী হওয়ার কারণে ক্ষমা প্রার্থী।

১৪| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১:১৬

অনন্যমানুষ বলেছেন: আর লিখছেননা কেন ভাই, কত আগ্রহ নিয়ে বসে আছি।

১১ ই আগস্ট, ২০১৩ রাত ২:৪৪

রাজন আল মাসুদ বলেছেন: ল্যাপটপ নষ্ট আর নিজেও একটু ঝামেলায় আছি। একটু গুছিয়ে উঠতে পারলেই লিখব ভাই।

১৫| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ২:৪৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অ্যাডমিশান টেস্টটা কি পারফরম্যান্স অ্যাসেস্মেন্ট টেস্ট? এটা শুধু কম্যুনিটি কলেজের জন্য নাতো, সব কিউনির জন্যই দিতে হয়। সুনিতেও দিতে হয়, মোস্ট অব দা ইউনিভার্সিটিতেই দিতে হয়। এই টেস্ট তো অনেক ইজি। আমিও দিয়েছি। আর এই টেস্ট তো ইম্পর্ট্যান্ট না, এমনি কোন ক্লাস নিতে হবে সেটা দেখার জন্য। বাই দা ওয়ে, আপনি কোন ইয়ারে? মনে নেই, সর‍্যি।

কেমন আছেন? ঈদ মুবারাক।

১১ ই আগস্ট, ২০১৩ রাত ২:৫৪

রাজন আল মাসুদ বলেছেন: হ্যা হ্যা ঐটাই। আসলে এম.এস.ইউ তে দিতে হয়নি। সম্ভবত ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ওয়েভ পায় এটা। অন্যান্য ইউনিভার্সিটিতে আমার কিছু ফ্রেন্ড আছে তারাও দেয়নি। স্যরি বলার কিছু নেই। আমি কোন ইয়ারে আছি কোথাও লেখিনি। লেখার মত কিছু নেই ও আসলে। হিসাবে জুনিয়র ইয়ারে থাকার কথা মিনিমাম হলেও। কিন্তু সার্ভাইবের জন্য কখনো আমি ফ্রেশম্যান কখনো বা ই.এস.এল স্টুডেন্ট।

চলে যাচ্ছে আর কি। আপনাকেও ঈদ মুবারক।

১৬| ২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০০

ময়ূখ বলেছেন: ভাই...আমার মতো অনেকেই আছেন যারা শুধু পড়তে ভালোবাসেন, কমেন্ট করতে না...তাও আপনার দুঃখ দেখে কমেন্ট করলাম...বাই দ্য ওয়ে, সুপার্ব লেখা...

আপনাদের ঐদিকে নেক্সট ইয়ার আসতেছি ইনশাললাহ...হায়ার স্টাডিজ এর জন্য...

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৪৬

রাজন আল মাসুদ বলেছেন: দুঃখ নেই কোনো। প্রশংসার জন্য ধন্যবাদ।

চলে আসেন। শুভকামনা থাকলো।

১৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫১

মোঃ আব্দুস সালাম বলেছেন: ভাই মানুষ চাইলেওতো সামু কমেন্ট করতে দেয়না। আমার জানামতে এইটাই একমাত্র বাংলা ব্লগ যেখানে কমেন্ট করার যেগ্যতা অর্জনের জন্যও ভাল ভাল পোস্ট করতে হয়। তাই যারা আপনার লেখা পড়ে তাদের সবারতো আর এত সময় নেই। তাই তার শুধু পড়ে আর আপনার হিট বাড়ে কিন্তু কমেন্ট বাড়েনা।

০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২১

রাজন আল মাসুদ বলেছেন: :( /:) :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.