নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার দুনিয়ায় আপনি আমন্ত্রিত

রাজন আল মাসুদ

খুঁজে ফিরি স্বপ্নগুলো............

রাজন আল মাসুদ › বিস্তারিত পোস্টঃ

আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (শেষ পর্ব)

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১১:৫২

আমেরিকায় আসার আজকে ১ বছর ৯ মাস হয়ে গেল। এখনো মনে হয় এইতো সেইদিন এসেছিলাম। বাংলাদেশ এয়ারপোর্টে ইমিগ্রেশনের ঐপারে আব্বু-আম্মু, মামা, বন্ধুরা সবাই দাড়িয়ে আছে। আম্মু শেষ পর্যন্ত আমাকে দেখার চেষ্টা করতেছিল। আমি শেষ পর্যন্ত ভালো মত দেখতে পাইনি। আমার চোখ ঝাপসা হয়ে গিয়েছিল। জীবন বলতে আসলে যা বুঝায় তা ফেলে এসেছিলাম ঐদিন বাংলাদেশ ইমিগ্রেশনের ঐপারে। এরপর এই এতটা সময় কিভাবে চলে গেছে জানিনা। এভাবে হয়ত আরো বহু বছর কেটে যাবে................জানি না কবে দেশে আসার সুযোগ হবে। মনে হয় এক অনন্তকাল আগে দেশ ছেড়ে এসেছিলাম। দেশে আসতে গেলে টিউশন ফিসের টাকায় শর্ট পরে যায়। তাছাড়া একদম খালি হাতে তো দেশে আসা যায় না। আত্মীয়-স্বজনের জন্য গিফটের ব্যাপার আছে। নিজের খরচ আছে।

আমি দেশের কথা ভাবি যেভাবে রেখে আসছিলাম সেইভাবেই। আম্মু সকালে নাস্তা বানাচ্ছে, আব্বু বাজারে যাচ্ছে। আমি ঘুম থেকে উঠতে দেরী করছি দেখে আমার উপর দুইজনই চরম বিরক্ত। আম্মু বার বার বলছে "বাবু নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে"। সন্ধ্যায় বাইরে যাওয়ার আগে নাস্তা না হলে আমার চলতই না। আম্মু অফিস থেকে এসে তাই কিছু না কিছু বানিয়ে দিত। তারপর আড্ডা আর আড্ডা। ভাবি বন্ধুরা হয়ত আড্ডা দিচ্ছে আগের মতোই। কারো কোনো কাজ নাই। কে কার চেয়ে বড় ভাদাইম্মা তা নিয়ে তর্ক চলে এখনো। বন্ধুরা সবাই আছে একসাথে। ওদের স্মৃতিতে হয়ত রাজনের কথা ঝাপসা হয়ে যাবে একসময়..........অনেক নতুন স্মৃতি লেখা হবে আমার স্মৃতির উপরে। কিন্তু ওরা থাকবে আমার কাছে সবসময় আগের মতই, আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলোর সাক্ষী হয়ে। ভাবি স্বপ্নগুলোর কতটা সত্যি হয়েছে যা দেখেছিলাম সবাই মিলে।

প্রিয় এক মানুষের কথা মনে পরে। মনে পরে তার সাথে কাটানো সেই দিনগুলো। পুরান ঢাকার সব কোনায় কোনায় ঢুঁ মেরে খাবারের দোকান খুঁজে বের করে তাতে খাবার টেস্ট করা। আমার অতিরিক্ত খাই খাই স্বভাবে তার মিষ্টি বিরক্তি। নান্না অথবা মামুনে খাওয়ার পর সেই ছোট্ট মিষ্টি পানের দোকানটার অসাধারণ পানের স্বাদ কি তার মনে আছে এখনো? বিরতিহীন সেই ঘুরে বেড়ানো.........আমি নেই তাই আজ তার কোথাও যাওয়া হয়না, খাওয়াও হয়না।

ফেলে আসা জীবনের দিকে তাকালে আনমনা হয়ে যাই, সব ছেড়েছুড়ে চলে আসতে ইচ্ছা হয়। তারপর থমকে যাই। আমার ভাবতে ভালো লাগে একদিন আমিও দেশে যাব, এয়ারপোর্ট থেকে নেমে উত্তরার যানজটে আটকা পরে অতিষ্ট হব, খিদমায় ভাদাইম্মার মত বন্ধুদের সাথে আড্ডা দিব নিশ্চিন্ত ভাবে পয়সা ছাড়া, চিনি বেশি চা এর সাথে এক সিগারেট ৩-৫ জন কাড়াকাড়ি কইরা খাব, কারেন্ট গেলে গরমে ত্যাক্ত-বিরক্ত হইয়া ছাদে যাব.....সেই পানির টাঙ্কির উপরে শুইয়া হেড়ে গলায় গান গাব আর সিগারেট খাব.....বৃষ্টির দিনে রিক্সায় পুরান ঢাকায় যাব তেহারি খেতে অতি আপন বিশেষ সেই মানুষের সাথে.....সারা রাত বন্ধুদের সাথে তাস খেলব.....পরে বিকালে ঘুম থেকে উঠব এলার্ম ছাড়াই.....তারপর আম্মুর মজার রান্না খাব.....আমার ভাবতে ভালো লাগে একদিন আমি দেশে যাব...........এইবার দেশে গেলে রাঙামাটি আর বান্দরবান বন্ধুদের সাথে ঘুরে আসতেই হবে। টাকার অভাবে কতবার প্ল্যান করেও যাওয়া হলোনা। এবার যেতেই হবে। সাঙ্গু নদীতে নৌকায় তিন চার রাত থাকার স্বপ্ন যে অনেকদিনের।

যারা সামনে আমেরিকায় অথবা অন্য যে কোনো দেশেই পড়তে যাচ্ছেন তাদের জন্য কয়েকটা কথা...........কারো থেকে কোনো আশা রাখবেন না বিদেশে। মানুষ কত বিচিত্র স্বভাবের হতে পারে তা বিদেশে না আসলে কোনদিন বুঝবেন না। এই দেড় বছরে আমি কি শিখেছি? শিখেছি "দিনের শেষে আমরা সবাই একা....." এখানে কেউ কারো নয়। ভেবে রাখবেন জীবনের সবচেয়ে খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছেন একা। তাহলে পরে অতটা খারাপ লাগবে না। কাজ করার সময় মাঝে মধ্যে মন খারাপ হবে। কাজের চাপে অথবা দেখবেন আপনার বন্ধু-বান্ধব বাইরে কোথাও একসাথে যাবার বা গেট টুগেদারের প্ল্যান করেছে কিন্তু ঐসময় আপনার কাজের শিডিউল পরেছে। এম.এস.ইউ তে সেমিস্টারের শেষে আমার সাথে আসা নতুন ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যখন পার্টি করছিল, সেই একই জায়গায় আমি কাজ করছিলাম। তীব্র মন খারাপ হয়েছিল। কিন্তু কিছুই করার নেই। এভাবেই দূর থেকে দেখতে হয়েছিল, দেখতে হয় আর সামনেও দেখতে হবে। মানিয়ে নেয়া ছাড়া উপায় নেই। বেস্ট উপায় হলো আপনার কাজের পরে একটা পার্টি করে নেয়া, ছোট করে হলেও। সব সময় না হলেও মাঝে মধ্যে তো বটেই। না হলে হতাশা এমন ভাবে একসময় আঁকড়ে ধরবে যে পালাবার পথ পাবেন না। আর খরচ? সব সময় টাকার কথা চিন্তা করলে হয় না রে ভাই। পহেলা বৈশাখ, ঈদ, পূজার সময় অসম্ভব মন খারাপ হবে। হয়ত কাজের চাপে নামাজ পড়তে যেতে পারবেন না, ভালো রান্না করার সময় পাবেন না। নিউ ইয়র্ক ছাড়া বাইরের স্টেটে থাকলে ঈদের দিন যে কতটা ভয়াবহ রকমের সাধারণ হতে পারে তা দেখবেন। নিউ ইয়র্কে যা হয় তাও বাংলাদেশের ১০০ মাইলের ধারে কাছে দিয়ে যায় না। কারণ ? কারণ এটা বাংলাদেশ না। আপনার আত্মার মানুষগুলো এখানে নেই। সব চেয়ে ভালো হয় যদি এই উৎসবগুলোর দিন কাজ থেকে ছুটি নিতে পারেন। ভালো কিছু বাসায় রান্না করলেন নাহলে কোনো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসলেন যাদের সাথে এখানে বন্ধুত্ব হয়েছে তাদের নিয়ে। অথবা বাসায় বাইরে থেকে খাবার অর্ডার দিয়েই কোনো পার্টি করলেন। দেখবেন ভালো লাগবে অনেকটাই।

আমেরিকায় আমার প্রথম বছরের কাহিনী এতটুকুই। এই দীর্ঘ একবছরে অনেক ঘটনা ঘটেছে, কারো কারো সাথে মনোমালিন্য হয়েছে, নিজের নড়বড়ে অবস্থার কারণে অনেকের অনেক দুর্ব্যবহারও সহ্য করতে হয়েছে। এই লেখায় ওইগুলোর রিলেটেড সব ঘটনা আমি এড়িয়ে গেছি একটা বিশেষ কারণে। কারণটা হলো যখন অনেক বুড়ো হয়ে যাব (যদি ততদিন বাঁচি আর কি), স্মৃতির পাতা যখন ঝাপসা হয়ে যাবে, তখন হয়ত কোন একদিন এই লেখা পরে স্মৃতি রোমন্থন করব, নিজে নিজে হাসব। ওই মানুষগুলোর কারণে একবার কষ্ট পেয়েছি, দ্বিতীয়বার পাওয়ার কোনো মানে হয় না।

সময় নষ্ট করে পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।

(সমাপ্ত)

অন্যান্য পর্ব:
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৩)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৪)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৫)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৬)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৭)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৮)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ৯)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১০)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১১)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১২)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৩)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৪)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৫)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৬)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৭)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৮)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ১৯)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২০)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২১)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২২)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৩)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৪)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৫)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৬)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৭)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৮)
আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৯)

মন্তব্য ১০৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (১০৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৮

েবনিটগ বলেছেন: +

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪০

রাজন আল মাসুদ বলেছেন: ধন্যবাদ েবনিটগ :)

২| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১১

আফসিন তৃষা বলেছেন: এই সিরিজের অনেকগুলো পর্ব পড়েছি। পড়তে ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইলো। ভালো থাকবেন নিরন্তর :)

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪১

রাজন আল মাসুদ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ তৃষা :) আপনিও ভালো থাকুন।

৩| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৪

অরুণোদয় বলেছেন: আমার আগামি বছর যাওয়ার plan আছে... আপনার কথা শুনে এখন মনটা নরম হয়ে গেল... :(

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪২

রাজন আল মাসুদ বলেছেন: মন নরম করবেন না। আসলে দেশের সব কিছুর কথা ভাবলে মনটা খারাপ হয়ে যায়।

৪| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৪

সদয় খান বলেছেন: +++

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪৩

রাজন আল মাসুদ বলেছেন: ধন্যবাদ ভাই :)

৫| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩১

নামহীন একজন বলেছেন: ভাই, আপনি অন্য কোন বিষয় নিয়ে হলেও ব্লগে লিখবেন। লিখা বন্ধ করবেন না। ব্লগে আপনার উপস্থিতি চাই। আর পারলে fb link টা দেন। ফ্রেন্ড না হন, follower হই।

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪৭

রাজন আল মাসুদ বলেছেন: টুকটাক তো লেখিই ভাই।

https://www.facebook.com/rajon.al.masud

ফলোয়ার বাড়ানোর কোনো ইচ্ছা নাই ভাই। ফেসবুক সেলেব্রিটি হয়ে আমেরিকায় দিন চলে না। রিকোয়েস্ট পাঠিয়ে মেসেজে আপনার ব্লগ নামটা বলে দিয়েন তাহলে চিনতে পারব।

৬| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ২:০৭

আহমেদুল আরেফিন আসিফ বলেছেন: বহু দিন ধরেই আপনার ৩০ পর্বের অসাধারন বর্ণনা পড়ে আসছি । সাবলিল বর্ণনার ধারে চোখের পলক ও ফেলার সময় পাইনি।

একটা প্রশ্ন ছিল "যারা GRE করে ফান্ডিং নিয়ে পড়তে যায় তাদের অবস্থা কি ?"

০৫ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫৪

রাজন আল মাসুদ বলেছেন: যারা ফান্ডিং নিয়ে পড়তে আসেন তাদের অবস্থা ভালো। হয়ত বিলাস বহুল জীবন যাপন করতে পারেন না, কিন্তু সব কিছু ভালো মত চলে যায়। আমি অন্তত তাই দেখেছি।

প্রশংসার জন্য ধন্যবাদ আসিফ ভাই :)

৭| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৪৬

অশান্ত পৃথিবী বলেছেন: আপনার লেখা গুলো সব পড়লাম । আপনার লেখা পড়ে মনে হলো আমেরিকা যাওয়া মানে, অনিশ্চিত এক জীবনে ঝাপিয়ে পড়া । একটু আশার আলো দেখান ।

আপনার লেখা পড়ে আমেরিকা যাওয়ার সাধ মিটে গেছে । দেশে অনেক ভালো আছি ।

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪০

রাজন আল মাসুদ বলেছেন: একা একা জীবন একটু অনিশ্চিত তো বটেই। তবে চলে যায় ভাই। হতাশ হওয়ার কিছু নেই।

আর দেশ তো দেশই........................

৮| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৪৭

অশান্ত পৃথিবী বলেছেন: আমার প্রশ্ন এটাই "যারা GRE করে ফান্ডিং নিয়ে পড়তে যায় তাদের অবস্থা কি ?"

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪১

রাজন আল মাসুদ বলেছেন: যারা ফান্ডিং নিয়ে পড়তে আসেন তাদের অবস্থা ভালো। হয়ত বিলাস বহুল জীবন যাপন করতে পারেন না, কিন্তু সব কিছু ভালো মত চলে যায়। আমি অন্তত তাই দেখেছি।

৯| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৫৬

অশান্ত পৃথিবী বলেছেন: আপনার ফ্যামিলির যে বর্ননা দিছেন , তাতে আপনি মধ্যবিত্ত হলে আমি নাই । আপনার লেখা পড়ে অনেক ভালো লেগেছে । মাঝে মাঝে এমন মনে হচ্ছিল সব কিছু আমার চোখের সামনে ঘটছে।
আপনাকে অনেক ধন্যবাদ সহজভাবে সবকিছ তুলে ধরার জন্য ।

আরও একটি সিরিজ দেখতে চাই " আমেরিকায় __ বছর এবং এক জন মধ্যবিত্ত ছাত্রদের সফলতা"

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৩

রাজন আল মাসুদ বলেছেন: ফ্যামিলির তো কোনো বর্ণনায় দেই নাই !!!!!

শুভকামনার জন্য ধন্যবাদ :)

১০| ০৫ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:২৫

আমিই মিসিরআলি বলেছেন: ২৯ নাম্বার পর্বটা মিস করে গেছিলাম,আজ দুটোই একসাথে পড়লাম,
আপনারা যারা প্রবাসী তাদের জীবন-সংগ্রাম,বিদেশ বিভুইয়ে কিরকম অবস্থায় থাকে এইসবের প্রতি বরাবরই একটা আগ্রহবোধ করি ।
আপনার এই সিরিজটা প্রথম থেকেই খুব ভালো লাগছিল আমার কাছে আর সাথে আপনার সাবলীল লেখার ভাষাটাতো আছেই ।
তবে সিরিজটা শেষ হয়ে গেল তাই খারাপ লাগছে :( :(

জন্মদিনের দিনই সিরিজটার ইতি টানলেন !:#P !:#P !:#P

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৫

রাজন আল মাসুদ বলেছেন: আমার ক্রিয়েশন আমার জীবনের শুরুর দিনে শেষ করলাম আর কি :P জীবনের সাথে মিল রেখে, কিছু শুরু কিছু শেষ.............

কেমন আছেন আপনি?

১১| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আরেকটি পর্ব শুরু করুন। আপনার লেখা থেকে, অভিজ্ঞতা থেকে অনেক কিছুই জানার ও শেখার আছে।

ধন্যবাদ এবং শুভেচ্ছা :)

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪০

রাজন আল মাসুদ বলেছেন: হয়ত সামনে আবার লেখব। সাথে থাকার জন্য ধন্যবাদ মইনুল ভাই :)

১২| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৮

ইসতিয়াক অয়ন বলেছেন: অসাধারন করে লিখেছেন ।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪১

রাজন আল মাসুদ বলেছেন: ধন্যবাদ অয়ন ভাই :)

১৩| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৩

ইয়েন বলেছেন: আপনার লেখা এই সিরিজটা অনেক ভাল লাগত ..... এটাই সামুর একমাএ সিরিজ লেখা ছিল যেটা আমি নিয়মিত ফলো করতাম (হয়ত সব কয়টায় কমেন্ট দিতাম না :( ) ..... পর্বটা সুন্দর ভাবে সমাপ্ত করেছেন { (ক্রিকেটারদের অবসর এর মত হয়েছে! ) কেন শেষ হচ্ছে না এই টাইপ না হয়ে কেন শেষ হল টাইপ হল } যেখানেই থাকবেন দোয়া করি ভাল থাকবেন ...... শুভ কামনা...

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪২

রাজন আল মাসুদ বলেছেন: অসম্ভব সুন্দর এই কমেন্টার জন্য কিভাবে ধন্যবাদ জানানো যায় তা আমার জানা নেই। অনেক ভালো থাকবেন ইয়েন ভাই।

১৪| ০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪২

আহমেদ আলিফ বলেছেন:
শেষ করিয়েন না ভাই । লিখতে থাকেন ! সাথে আছি !

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৩

রাজন আল মাসুদ বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ আলিফ ভাই। আবার অন্য কোনো লেখায় দেখা হবে :)

১৫| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩২

আমিই মিসিরআলি বলেছেন: জী ভালো আছি
আপনি কেমন আছেন ?

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৪

রাজন আল মাসুদ বলেছেন: আমিও ভালো :)

১৬| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৩

কালোপরী বলেছেন: :)

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৪

রাজন আল মাসুদ বলেছেন: :)

১৭| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৯

শাহরিয়ার রিয়াদ বলেছেন:

দেশ নিয়ে আপনার অনুভূতি পড়ে ভাল লাগল। দেশের বাইরে গেলেই হয়ত বোঝা যায় নিজ দেশ কি জিনিস, যতই এখন নাক সিটকায় না কেন। এখন যেমন নিজের শহরকে মিস করি, এই ঢাকায় বসে। ব্যাপারটা কিছুটা র‍্যাশনাল। তারপর তো একই সীমারেখায় আছি। যারা বাইরে থাকেন, তাদের কাছে ব্যাপারটা আর তীব্রতর।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৫

রাজন আল মাসুদ বলেছেন: একদম সত্যি কথা বলেছেন ভাই।

১৮| ০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৬

আল ইফরান বলেছেন: একবুক আশা, কর্মপরিকল্পনা আর স্বপ্ন নিয়েই মানুষ ড্রিমল্যান্ড আমেরিকায় পা রাখে।
আল্লাহ আপনার স্বপ্নগুলোকে খুব তাড়াতাড়ি যেন পূর্ণ করে দেন সেই প্রত্যাশা করি, ভাই। :)
আর আপনার লেখাগুলোতে বরাবরই আমার বড় ভাইয়ার মত কিছু কথা থাকত। :-B
আশা করি নতুন করে আরেকটা সিরিজ লেখা শুরু করবেন। :)

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৬

রাজন আল মাসুদ বলেছেন: শুভ কামনার জন্য ধন্যবাদ ইফরান ভাই। আপনিও ভালো থাকুন সবসময় এই প্রত্যাশাই রইলো।

১৯| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩২

মধুমিতা বলেছেন: ++++++++ শেষ হয়ে গেল? বর্তমান সময় নিয়ে লিখবেন না?

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৮

রাজন আল মাসুদ বলেছেন: হয়ত লিখব সামনে কখনো। এখন শুধু পড়া আর কাজ। লেখার মত তেমন কিছু ঘটছে না।

২০| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫১

ডাস্টবিনের ময়লা বলেছেন: এতো তাড়াতাড়ি শেষ করে দিলেন :/ । একটা ১ থেকে ২৮ পর্যন্ত পড়েছিলাম। যাই হোক, ভালো থাকুন। ভালোর দলে থাকুন। এই প্রত্যাশাই করি :)

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৮

রাজন আল মাসুদ বলেছেন: আপনিও ভালো থাকেন ভাই :)

২১| ০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪২

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: আপনার প্রতিটা পর্ব আমার পড়া। খুব খারাপ লাগছে জানেন!! যায় হোক, লেখা ছাড়বেন না প্লীজ

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৯

রাজন আল মাসুদ বলেছেন: নিয়মিত পড়ার জন্য ধন্যবাদ তানভির ভাই। আপনারাই তো আমার লেখার উত্সাহ ছিলেন :) লেখার মত কিছু মাথায় আসলে তো অবশ্যই লিখব। ভালো থাকুন নিরন্তর :)

২২| ০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৮

দীপ্তপন বলেছেন: গতকালই প্রথম এই সিরিজটা আমার চোখে পড়ে। পুরোটা একটানা শেষ করলাম। মনে হচ্ছিল দেশে প্রবাসী আপনার সাথে বসে গল্প করছি। পরবর্তী সিরিজ এর অপেক্ষায় রইলাম। ভাল থাকুন,সুস্থ থাকুন সবসময়।

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২১

রাজন আল মাসুদ বলেছেন: একদিন আপনার সাথে নিশ্চয়ই সামনা সামনি বসে গল্প হবে :) সেই পর্যন্ত ভালো থাকুন আপনিও।

২৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৯

স্বপনীল জলরং বলেছেন: একদিন আমিও দেশে যাব, এয়ারপোর্ট থেকে নেমে উত্তরার যানজটে আটকা পরে অতিষ্ট হব, খিদমায় ভাদাইম্মার মত বন্ধুদের সাথে আড্ডা দিব নিশ্চিন্ত ভাবে পয়সা ছাড়া, চিনি বেশি চা এর সাথে এক সিগারেট ৩-৫ জন কাড়াকাড়ি কইরা খাব, কারেন্ট গেলে গরমে ত্যাক্ত-বিরক্ত হইয়া ছাদে যাব.....সেই পানির টাঙ্কির উপরে শুইয়া হেড়ে গলায় গান গাব আর সিগারেট খাব.....বৃষ্টির দিনে রিক্সায় পুরান ঢাকায় যাব তেহারি খেতে অতি আপন বিশেষ সেই মানুষের সাথে.....সারা রাত বন্ধুদের সাথে তাস খেলব.....পরে বিকালে ঘুম থেকে উঠব এলার্ম ছাড়াই.....তারপর আম্মুর মজার রান্না খাব.....আমার ভাবতে ভালো লাগে একদিন আমি দেশে যাব...........এইবার দেশে গেলে রাঙামাটি আর বান্দরবান বন্ধুদের সাথে ঘুরে আসতেই হবে। টাকার অভাবে কতবার প্ল্যান করেও যাওয়া হলোনা। এবার যেতেই হবে। সাঙ্গু নদীতে নৌকায় তিন চার রাত থাকার স্বপ্ন যে অনেকদিনের।

রাজন ভাই ভাল থাকবেন ।।

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২২

রাজন আল মাসুদ বলেছেন: আপনিও ভালো থাকুন স্বপ্ননীল ভাই :)

২৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৭

ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: শেষ পর্যন্ত শেষ হয়ে গেলো সিরিজ টা,

এবার মার্কিন নারীপ্রজাতি নিয়ে কিছু লিখুন। সিরিজ আকারে

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৫

রাজন আল মাসুদ বলেছেন: মার্কিন নারী নিয়ে লেখার কিছু নাই। আমাদের দেশের নারীদের সাথে এখানকার নারীদের সাংস্কৃতিক কিছু পার্থক্য ছাড়া তেমন কোনো পার্থক্য নেই। দেশে বসে যেইসব কথা শোনা যায় তা মনগড়া ছাড়া কিছু না।

২৫| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৬

মনসুর-উল-হাকিম বলেছেন: এতো তাড়াতাড়ি শেষ পর্বে চলে আসলেন . . . . !!

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৬

রাজন আল মাসুদ বলেছেন: ৩০ পর্ব লিখলাম ভাই তাও তাড়াতাড়ি !!!!! :P

২৬| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১২

মোঃ আব্দুস সালাম বলেছেন: সবেচেয়ে ছোট কিন্তু হৃদয় ছোঁয়া একটা লেখা। এতদিন আমি কতবার নিয়ত করেছি যে এইটার শেষ পর্বটা যেদিন চোখের সামনে দেখব সেদিনই পড়া শুরু করব।কিন্তু হয়নি। যখনি বুকমার্কে লেখাটা চোখে পড়েছে তখনি ঢু মেরেছি। এক পর্ব আসলে সেটাই পড়েছি। কিন্তু এইটার মত আর কোনটাতেই মন খারাপ হয়নি। ভাই আমি বিদেশ যাবনা।

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২০

রাজন আল মাসুদ বলেছেন: সালাম ভাই আপনার কমেন্ট অনেক মিস করব। আসবেন না কেন? আসেন মিয়া। একসময় সবই ঠিক হয়ে যায়।

২৭| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪০

সাহস বলেছেন: ভাল লাগল ভাই। কিন্তু যাবার আশা অনেকটাই ফিকে হয়ে গেল। আমিও মধ্যবিত্ত পরিবারের ছেলে। কলম্বাস অহিও তে আমার বেশ কয়েকজন প্রতিবেশি এবং আপন খালাত ভাই থাকলেও কেন জানি ভরসা পাচ্ছি না। এক পা আগাই এক পা পিছাই।

অহিও র ডেভ্রি ইউনিভার্সিটিতে বা ফ্রাংক্লিন ইউনিভার্সিটি তে এপ্লায় করব ভাবছিলাম। টিউসন ফি সব মিলিয়ে ৩৭০০০ ডলার। মানে প্রায় ২৮ লাখ টাকা।


বছরে তিন সেমিস্টার । তাহলে আমি সামারের বন্ধ পাব কখন ?
অহিও তে কাজের সুযোগ কেমন তাও আইডিয়া নেই। তবে কলম্বাস অত উন্নত নয়। বেসরকারিতে সাডে চার বছর পডে মনে হয় ১০ লাখ টাকার মত খরচ হয়ে গেছে। এমবিএ করলে মনে হয় আরো ৬ বা ৭ লাখ টাকা খরচ হবে থাকা খাওয়া মিলিয়ে।

একটু সাজেসন দিন তো প্লিজ। ও ফেসবুকে রিকোয়েস্ট একসেপ্ট করলে খুশি হব।

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৮

রাজন আল মাসুদ বলেছেন: আশা করি চ্যাটিং এ আপনার সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি।

২৮| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৬

স্বপনীল জলরং বলেছেন: সাহস বলেছেন: ভাল লাগল ভাই। কিন্তু যাবার আশা অনেকটাই ফিকে হয়ে গেল।

আমারও !!!

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫২

রাজন আল মাসুদ বলেছেন: আশা হারাবেন না।

২৯| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৫

অ্যানোনিমাস বলেছেন: শুভকামনা রইলো :)

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০১

রাজন আল মাসুদ বলেছেন: আপনিও ভালো থাকুন :)

৩০| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
শেষ করলেন কেন?

ঈদে কি করবেন? আমার ক্লাস, ল্যাব ৩ টা পর্যন্ত :( পরীক্ষা।

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০২

রাজন আল মাসুদ বলেছেন: ১ বছরের ঘটনা তো শেষ।

ঈদের দিন কাজ :(

৩১| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৪

রেজা রাজকুমার বলেছেন: আমার কোনো কাজ নাই ।
এটাই আমেরিকায় আমার প্রথম কোরবানি ঈদ ।
নামাজের পরে কী করবো সেটাই ভাব্তেছি ।

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৩০

রাজন আল মাসুদ বলেছেন: কি করলেন সারাদিন?

৩২| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৫০

মেঘলা মানুষ বলেছেন: নিয়মিত পড়েছি।
আমিও আপনার মতই প্রবাসী ছাত্র।

ভালো থাকুন, সবসময়।
:)

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৩০

রাজন আল মাসুদ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ :) আপনিও ভালো থাকুন সবসময়।

৩৩| ১৮ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫১

মাহবু১৫৪ বলেছেন: প্রথম থেকে শেষ অবধি প্রতিটা পর্ব পড়লাম। কিন্তু শেষে এসে অনেক কষ্টের, আবেগের কথা শোনালেন। এটাই বাস্তবতা। ঠিকই বলেছেন আপনি যে দিন শেষে সবাই একা।

প্রবাসী হওয়ার পর এখানে যত অনুষ্ঠান ইয়েছে তার বেশিরভাগ আমি উপস্থিত হতে পারি নি। এই কাএর সিডিউলের জন্য। এই কুরবানী ঈদই ধরুন না! সারাদিন কাজে ছিলাম। কোথাও যেতে পারি নি।

আপনার শেষ কয়েকটি পর্ব দিতে বেশ দেরি করেছেন। কবে দিয়েছেন সেটা চোখে না পরায় দেরি হল কমেন্ট করতে।

ইনশাল্লাহ একটা সময় পর ঠিকই বন্ধুর পথ আলো হয়ে দেখা দিবে আপনার জীবনে। ভাল থাকুন সব সময়।

আপনার ফেবু আইডিটা দিন।

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৪৫

রাজন আল মাসুদ বলেছেন: ঈদের দিন আমারও কাজ ছিল সারাদিন। একদিক দিয়ে ভালোই ছিল, সময় কেটে গিয়েছিল। এটা এখানে চার নাম্বার ঈদ। জানিনা কেন যেন এইবার অসম্ভব খারাপ লাগছে, প্রথমবারের চেয়েও :(

শুভকামনার জন্য ধন্যবাদ মাহবু ভাই। ভালো থাকবেন আপনিও।

আমার ফেবু লিংক আগেও আপনার এক কমেন্টের নিচে দিয়েছিলাম। আবারও দিচ্ছি- https://www.facebook.com/rajon.al.masud

কোনো একদিন হয়ত আপনার সাথে দেখাও হয়ে যাবে :)

৩৪| ৩১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

ময়ূখ বলেছেন: ম্যাসিভ...

০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫২

রাজন আল মাসুদ বলেছেন: ধন্যবাদ ময়ূখ ভাই। কেমন আছেন ?

৩৫| ০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ৯:১১

দীপ্তপন বলেছেন: আপনি সামনা-সামনি বসে গল্প করবেন বলেছেন। সেই পর্যন্ত আপনি সুস্থ থাকুন ।শুভকামনা আর অপেক্ষায় থাকলাম সেই গল্প শুনবার।

০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩

রাজন আল মাসুদ বলেছেন: সেইদিন নিশ্চয়ই একদিন আসবে।

৩৬| ০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৬

তাসজিদ বলেছেন: ফুল সিরিজ পরা শুরু করছি

০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩

রাজন আল মাসুদ বলেছেন: পড়া শেষ হলে জানাতে ভুলবেন না কেমন লাগলো।

৩৭| ০৩ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫০

ময়ূখ বলেছেন: চলে আলহামদুলিল্লাহ...আপনি?

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

রাজন আল মাসুদ বলেছেন: কান্ট কমপ্লেইন...............

৩৮| ০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

রবি কিরণ বলেছেন: আপনার লেখা পরে অনুপ্রানিত হই।চালিয়ে যান। পরবর্তী পর্বের অপেক্ষায় থাকলাম।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

রাজন আল মাসুদ বলেছেন: ধন্যবাদ। কিন্তু এই সিরিজ তো শেষ। পরবর্তী পর্ব আর আসবে না।

৩৯| ০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

জনাব মাহাবুব বলেছেন: ইয়াহু! ভাই এই মাত্র সেফ (জেনারেল) হইলাম। এখন মন ভরে লিখতে পারবো। !:#P !:#P !:#P !:#P !:#P

সবাইকে শুভেচ্ছা। !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

রাজন আল মাসুদ বলেছেন: আপনাকেও শুভেচ্ছা। হ্যাপি ব্লগিং।

৪০| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২১

লিযেন বলেছেন: খুব সুন্দর করে সহজ ভাষায় লেখা।পড়তে মন্দ লাগেনি ।চালিয়ে যান ।পরবতী সিরিজের অপেক্ষায়....................

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

রাজন আল মাসুদ বলেছেন: ধন্যবাদ।

৪১| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৪

জোৎস্নার কান্না বলেছেন: শেষ করে দিলেন । এখন কিসের অপেক্ষায় থাকবো :( :(( :(

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭

রাজন আল মাসুদ বলেছেন: হয়ত আবার কোন লেখা শুরু করব কোন একদিন :)

৪২| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১১

ধুত্তরি বলেছেন: চমত্কার লিখেছেন। ১১টা থেকে পড়া শুরু করে এক এক করে সবগুলো পর্ব পড়ে শেষ করলাম (রাত ১টা বাজে)। প্রায় ১৫ বছর আগে আমেরিকায় আসা প্রথম দিনগুলির কথা মনে করিয়ে দিলেন। মন্টানার দিনগুলির সাথে আমার নিজের প্রথম দিকের কলেজের দিনগুলো মিলে যায়, আর সবচেয়ে বেশি মিলে ঢাকার ফেলে আসা দিনগুলোর স্মৃতিগুলো।

শুভকামনা রইলো। আশা করি ভালোভাবে পড়াশুনা শেষ করে সেই ১০০K -এর জব আপনার হাতের নাগালে চলে আসবে। আর শর্ট টার্মে শিগগিরই ঢাকার ধুলোভরা বাতাস বুকভরে নিতে পারবেন এই শুভকামনা। :)

১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১

রাজন আল মাসুদ বলেছেন: আপনিও ভালো থাকবেন। প্রশংসার জন্য অনেক অনেক ধন্যবাদ :)

৪৩| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৬

নীলপথিক বলেছেন: আমার যদি ম্যান'স বুকার প্রাইজ দএবার ক্ষমতা থাকটো তাহলে এই দুটো লাইনের জন্যই আপনাকে দিয়ে দিতাম।

যখন অনেক বুড়ো হয়ে যাব (যদি ততদিন বাঁচি আর কি), স্মৃতির পাতা যখন ঝাপসা হয়ে যাবে, তখন হয়ত কোন একদিন এই লেখা পরে স্মৃতি রোমন্থন করব, নিজে নিজে হাসব। ওই মানুষগুলোর কারণে একবার কষ্ট পেয়েছি, দ্বিতীয়বার পাওয়ার কোনো মানে হয় না।

ভালো থাকবেন। আপনার সাথে মেইলে যোগাযোগ করবার কোন উপায় আছে কি?

১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১০

রাজন আল মাসুদ বলেছেন: আপনি বলেছেন এতেই প্রাইজ পাওয়া হয়ে গেছে :D

[email protected]

৪৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৪

তামিম ইবনে আমান বলেছেন: আপনার লাস্টের প্যারা টা অসাধারণ

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৫

রাজন আল মাসুদ বলেছেন: ধন্যবাদ তামিম ভাই :)

৪৫| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২০

রহস্যময় ফয়সাল বলেছেন: মন্তব্য করতে বোধ হয় একটু দেরী হয়ে গেল, চোখ ভেজানোর মত একটা পর্ব হয়েছে শেষটা, সবগুলোই পরেছি এবং অসাধারণ লেগেছে ।

"একদিন আমিও হয়তো আবার" এর কথা গুলো চোখে পানি এনে দিলো :((

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৬

রাজন আল মাসুদ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য কোনো দেরীই দেরী না :)

পড়ার জন্য ধন্যবাদ ফয়সাল ভাই।

৪৬| ০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ২:১২

সোহানী বলেছেন: আপনার লিখা সবসময় খুব আগ্রহ নিয়েই পড়তাম। শেষ পর্বটা মিস করেছিলাম.... দেরিতে হলেও শভকামনা থাকলো।

তবে আমার অভিঙ্গতা হলো, যা করেছেন ঠিক করেছেন.... প্রতিষ্ঠিত আপনি একদিন হবেনই আর এ সময়ের কস্ট সাময়িক সবাই তা করেই সফল হয়। আমার ইউরোপ সহ অনেক দেশই ঘোরা হয়েছে এবং অনেক আগ্রহ নিয়েই ওইখানের ছেলেপেলেদের খোঁজ নিই। তারা কিন্তু এমেরিকা থেকেও বেশী স্ট্রাগল করছে... আমার মতে।

২৮ শে মার্চ, ২০১৪ সকাল ১১:১৩

রাজন আল মাসুদ বলেছেন: ধন্যবাদ সোহানী। আপনারা পাশে ছিলেন বলেই তো এতদূর লিখতে পেরেছি।

৪৭| ০৫ ই জুন, ২০১৪ রাত ১১:৫৫

হাচিবুর রহমান মোল্যা বলেছেন: খুব কম লেখাই আমি এত মনযোগ দিয়ে পড়েছি,পুরো সিরিজে একটা শব্দও বাদ পড়েনি পড়তে।মোহনিয় হয়ে পড়েছি সবগুলো পর্ব। আমেরিকায় বাংলাদেশীদের জীবন যাপন নিয়ে লেখা খুঁজতে খুঁজতে আপনার লেখা খুঁজে পেলাম।এই লেখাটি আমেরিকা যেতে ইচ্ছুকদের খুবই উপকার করবে।ভাল থাকবেন,অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

১৭ ই জুন, ২০১৪ দুপুর ১:১১

রাজন আল মাসুদ বলেছেন: ধন্যবাদ ভাই মনযোগ দিয়ে পড়ার জন্য। আপনিও ভালো থাকবেন ভাই।

৪৮| ০৪ ঠা আগস্ট, ২০১৪ ভোর ৫:৪৮

আমি রুবেল বলেছেন: আগের পর্বগুলোও পড়েছি, অনেক ভাল লেগেছে। এমনো হয়েছে তাড়াতাড়ি পরের পর্বে চলে গিয়েছি কমেন্টস না পড়ে এবং ভাল লাগা না জানিয়েই, ধরে নিন অন্যদেরও একই অবস্থা হয়েছে এবং যতজনের পড়া হয়েছে এই লেখাগুলো তাদের সবারই ভাল লেগেছে।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪২

রাজন আল মাসুদ বলেছেন: ধন্যবাদ রুবেল ভাই :) পড়ার জন্য আর কমেন্ট করার জন্য ও।

৪৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৪

রহস্যময় ফয়সাল বলেছেন: অনেক দেরীতে রিপ্লাই দিলাম। আমার আসলে কমেন্ট ক্ষমতা ছিলোনা সামুতে, তাই রিপ্লাইটা দিতে পারিনি ।

তবে এটুকু বলতে পারি আপনার এই সিরিজের একটি শব্দও বাদ দেইনি, অসাধারন লেগেছে। মনে হয়েছে এসব কিছুতে আপনি না আমিই ছিলাম।

আমার আমেরিকাতে পড়ালেখা করার স্বপ্ন আছে অনেক ছোট থেকে।

এখন পড়ছি ডিপ্লোমা ইন কম্পিউটার টেকনোলজি তে, এ বিষয়ে উচ্চশিক্ষার্থে আমেরিকা যাওয়া যাবে কি ? প্রশ্ন রইলো :)

আর ভাইয়া আমার ফেসবুক ফ্রেন্ড রিকুয়েস্ট একসেপ্ট করবেন প্লীজ!! ফেসবুক নেম Fãî Sãl ।

ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর একটি সিরিজের জন্য :)

১০ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৩৬

রাজন আল মাসুদ বলেছেন: চেষ্টা করলে অবশ্যই পারবেন। ভালো লেগেছে জেনে ভালো লাগলো অনেক :)

৫০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:১১

মোজাহিদুর রহমান ব বলেছেন: টানা ৩০ পর্ব পড়ে ফেল্লাম অসাদারন ।আপনার জন্য দোয়া রইলো

১০ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৩৭

রাজন আল মাসুদ বলেছেন: ধন্যবাদ :) দোয়ার অনেক প্রয়োজন।

৫১| ২১ শে অক্টোবর, ২০১৪ ভোর ৪:১১

মিনহাজুল হক শাওন বলেছেন: আপনার সবগুলো লেখা পড়লাম। প্রতি পোস্টেই কমেন্ট করা উচিত ছিল, ধৈর্য ছিলনা।

অনেক ভাল লাগলো লেখা পড়ে। আপনার লেখায় একটা টান আছে, পাঠক আগ্রহ ধরে রেখে পড়তে পারে। কিছু লেখা পড়ে চোখে জল আসলো। কিছু শিহরন বয়ে যাওয়ার মত।

চালিয়ে যান আর ভাল থাকুন সবসময়।

১০ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৩৮

রাজন আল মাসুদ বলেছেন: আপনিও অনেক ভালো থাকবেন শাওন ভাই :)

৫২| ১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

তারেক সিফাত বলেছেন: সবগুলো পর্ব পড়ে কেমন জানি এক ধরনের অনুভূতি হচ্ছে! মনে হচ্ছে এইসব আসলে আমার সাথেই ঘটেছে।

১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৩

রাজন আল মাসুদ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.