নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার দুনিয়ায় আপনি আমন্ত্রিত

রাজন আল মাসুদ

খুঁজে ফিরি স্বপ্নগুলো............

রাজন আল মাসুদ › বিস্তারিত পোস্টঃ

আমেরিকার পথে পথে ২

১০ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৪

অণু ভাইরা কলম্বাস এসে পৌঁছালেন শুক্রবার রাত ৯.৩০ টার দিকে। হাতে সময় কম তাই আমার বাসায় আর বসতে পারলেন না। ড্রাইভিং সিটে রেজওয়ান, পাশে অণু ভাই, পিছনে অপু ভাই। অণু ভাইয়ের আন্তরিক হাসি। ওনার সাথে যে প্রথম দেখা তা ভুলাতে উনি বেশি সময় নিলেন না। অপু ভাই আমুদে মানুষ। পিছনে তার সাথে গল্প জমলো বেশ। মাঝে মাঝে অণু ভাইয়ের নানান দেশের নানান কিছু নিয়ে কথা। রেজওয়ান ইউ.এস.এ ঘুরেছে প্রচুর। এই ট্রিপে ওই আমাদের পথ প্রদর্শক বলা যায়। ছবি তুলতে ভালোবাসে আর গাড়ি চালানোটাও যে তার বেশ পছন্দ তা বোঝা গেল। প্রথম গন্তব্য সিনসিনাটি, ওহাইও| যাব অণু ভাইয়ের সচলায়তনের বন্ধু মাহমুদ ভাইয়ের বাসায়| মাহমুদ ভাই থাকেন সিনসিনাটি ডাউনটাউনের একদম সেন্টারে, ওহাইও রিভারের পাশে| ওহাইও রিভার বয়ে গেছে ওহাইও স্টেট আর আর কেন্টাকি স্টেটের মাঝখানে বিভাজনকারী রেখা হিসাবে। দুই স্টেটকে বেঁধে রাখা মস্ত সেতুটা দেখা যায় মাহমুদ ভাইয়ের বাসা থেকে নামতেই| মাহমুদ ভাই অসম্ভব মেধাবী একজন মানুষ| মাস্টার্স করেছেন বেলজিয়ামে, পি.এইচ.ডি. সুইজারল্যান্ড থেকে আর পোস্ট ডক করেছেন বিশ্বখ্যাত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে| রিসার্চ করেছেন গ্লেসিয়ার নিয়ে, কাজ করছেন যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্ট প্রটেকশন এজেন্সিতে আর পার্ট টাইম পড়ান ইউনিভার্সিটি অফ সিনসিনাটিতে| সন্ধ্যায় হাঁটাহাঁটি হল ওহাইও রিভার আর ব্রিজের উপর| সাথে ছবি তোলা তো চলছেই| রাতে ডিনার সার্ভ করলেন মাহমুদ ভাই নিজে। মেন্যু- অর্গানিক ফ্রাইড চিকেন, নরওয়েজিয়ান স্মোকড স্যামন, সালাদ আর সুইস গ্রোয়ের চিজ| সকালের নাস্তায় মিললো এভোকাডো, ডিম ভাঁজা, টার্কি সসেজ, হ্যাশ ব্রাউন আর অরেঞ্জ জুস| মাহমুদ ভাই রাতের আড্ডায় শোনালেন গ্লেসিয়ার নিয়ে তার রিসার্চের নানান কথা| পানির মান উন্নয়ন নিয়ে তার ভবিষ্যৎ নানান পরিকল্পনার কথা| বাংলাদেশের পরিবেশ দূষণ আর এই ব্যাপারে সরকারের উদাসীনতা নিয়ে উনি বেশ হতাশ।পরিবেশ দূষণ রোধে কি কি করার প্ল্যান তার এই নিয়ে বললেন অনেক কথা। সারা জীবন পড়াশুনায় ফাঁকিবাজি করা এই আমার তার বেশির ভাগই মাথার উপর দিয়ে গেল| তবে এতটুকু বুঝতে পারলাম যে ড্রোন ব্যবহার করে দূষণ কমানোর একটা পরিকল্পনা তার মাথায় ঘুরপাক খাচ্ছে আর তার রিসার্চের সাথে মিল আছে এমন স্টুডেন্টদের ফান্ডিংয়ে ইউনিভার্সিটি অফ সিনসিনাটিতে আনতে উনি ব্যাপক তোড়জোড় চালাচ্ছেন| জীবনটাকে প্রতি মুহূর্তে উপভোগ করা অসম্ভব স্বাস্থ্যসচেতন দারুন এই মানুষটা এতো আন্তরিক আপ্যায়ন করলেন যে একদিনের জায়গায় থাকা হয়ে গেল দুই দিন|

দ্বিতীয় দিন দেখতে গেলাম বিখ্যাত স্প্রিং গ্রোভ সিমেট্রিতে গথিক ধাঁচে বানানো এক চ্যাপেল দেখতে। স্প্রিং গ্রোভ সিমেট্রি আমার দেখা সবচেয়ে সুন্দর সিমেট্রি। সিমেট্রি নাকি পার্ক মাঝে মাঝেই ভুল হয়। সিমেট্রি জুড়ে অনেক ছোট ছোট লেক আর ভাস্কর্য। সিমেট্রির এখানে সেখানে আর্টিস্টরা ছবি এঁকে চলেছেন নীরবে মনের মাধুরী মিশিয়ে। রেজওয়ান সিমেট্রির এমনি প্রেমে পড়ল যে চির নিদ্রায় ও এখানেই শুতে চান বলে ঘোষণা দিল। মনে ভরে সিমেট্রির রূপ দেখে চলে গেলাম ক্যালিফোর্নিয়া উডস নামে সবুজে মোড়ানো এক ট্রেইলে হাইকিং করতে। বেশ কিছুক্ষন হাইকিং করে চলে এলাম ডাউনটাউনে। সেখানে বিখ্যাত ফাউন্টেন স্কয়ারে ফিফ্থ থার্ড ব্যাংকের সৌজন্যে চলছে ফ্রি কনসার্ট। সবাই বেশ অনেকক্ষন আলোর খেলায় ফাউন্টেন স্কোয়ারের রূপ আর কনসার্ট দেখে বাসায় ফিরলাম। মাহমুদ ভাই আর অপু ভাই দুপুরেই খাসা মুরগির ঝোল রান্না করেছিলেন। তা দিয়ে জমজমাট ডিনার করে আমি রান্না করে ফেললাম দেশি স্টাইলে ঝাল মুরগি পথে খাবার জন্য। যেহেতু আমাদের এই ট্রিপটা অনেক লম্বা তাই যথাসম্ভব চেষ্টা করা হবে খরচ বাঁচানোর। নিজেরা রান্না করে খাওয়া এর মধ্যে একটা কৌশল। এছাড়া আমেরিকার জঘন্য ফাস্টফুড খাওয়ার চেয়ে পানি খেয়ে দিন পার করা ভালো। আর ভেতো বাঙালির কি ভাত না হলে চলে?

এর মধ্যে অদ্ভুত ব্যাপার হলো যে ছবি তোলা আমার নেশা হলেও এই ট্রিপে আমার শুধু দেখতে ইচ্ছা করছে| ক্যামেরাতে আই.এস.ও, শাটার স্পিড, এপারেচারের কারসাজি করতে যেয়ে মন ভরে দেখাটা মিস করতে ইচ্ছা করছে না|ছবি থাকবে তবে ফটোগ্রাফির এতো কারসাজি করে না| এবার বেশি দেখবো| আড্ডা, হাসাহাসি, সুইমিং পুলে ডুবোডুবি, পার্টি, অপু ভাইয়ের ট্রাভেল ভিডিও ব্লগ "খোলা জানালা"র কিছু শ্যুটিং করতে করতেই কেটে গেল দুই দিন| ও বলা হয়নি, মাঝে অনু ভাই শুনালেন প্রবাদ পুরুষ কাজীদা'র গল্প| সেই গল্প অণু ভাই-ই সবাইকে বলবে, আমি না| এইবার আবার রাস্তায় নামার পালা| পরবর্তী গন্তব্য মিশিগান|

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২২

শামচুল হক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৮

রাজন আল মাসুদ বলেছেন: ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ভাই :)

২| ১০ ই জুলাই, ২০১৮ দুপুর ১:২৬

রানা আমান বলেছেন: পরের পর্ব চাই তাড়াতাড়ি, ছবি থাকলে আরও বেশি ভালোলাগত ।

১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৯

রাজন আল মাসুদ বলেছেন: যাত্রাপথে লেখা। ফোনে সামু নানান ঝামেলা করে ছবি দেয়া সম্ভব হচ্ছে না :(

৩| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫১

মোস্তফা সোহেল বলেছেন: ভালই লিখেছেন।সাথে কিছু ছবি থাকলে আরও ভাল লাগত।

১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৯

রাজন আল মাসুদ বলেছেন: যাত্রাপথে লেখা। ফোনে সামু নানান ঝামেলা করে ছবি দেয়া সম্ভব হচ্ছে না :(

৪| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১২

রাজীব নুর বলেছেন: দুই একটা ছবি যদি সাথে দিতেন...

১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০০

রাজন আল মাসুদ বলেছেন: যাত্রাপথে লেখা। ফোনে সামু নানান ঝামেলা করে ছবি দেয়া সম্ভব হচ্ছে না :(

৫| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ৭:৩১

ইমরান আশফাক বলেছেন: খাবারের ছবিগুলি যদি একটু দিতেন, দুধের স্বাদ ঘোলে মিটাতে পারতাম।

১৭ ই জুলাই, ২০১৮ রাত ১২:১১

রাজন আল মাসুদ বলেছেন: পরবর্তী পর্বগুলোয় দেয়ার চেষ্টা করবো :)

৬| ১৭ ই জুলাই, ২০১৮ রাত ২:২৩

তারেক সিফাত বলেছেন: কবে যে আমেরিকার পথে পথে এম্নে ঘুরতে পারবো জানি না!

দারুণ লাগলো পড়তে। নেক্সট লেখায় ছবি চাই।

১৯ শে জুলাই, ২০১৮ রাত ১:৩৩

রাজন আল মাসুদ বলেছেন: সাহস করে পথে নামতে হবে| ছবি সংযুক্ত করা হয়েছে :)

৭| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৬

ওমর ইবনে জাফর বলেছেন: মাসুদ ভাই আপনার লেখায় বর্ণনা করা জায়গাগুলো গুগলে দেখে নিচ্ছি।ছবি না দিলেও সমস্যা নেই

২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৪

রাজন আল মাসুদ বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.