![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিভাবে বুঝবে আমি তোমাকে ভালবাসি।
আমার নির্ঘুম রাতগুলোকে ইতিহাসের অনিবার্য পৃষ্ঠার মত ওলটালে...!
আমার হৃদয়ের অনুভুতিগুলকে আলাদা এক জায়গায় জড়ো করে দেখালে...!
সস্তা প্রেমিকের মত বাহুর উপরে ছুরি দিয়ে কেটে রক্ত ঝরালে...!
নাকি শেষ বেলায় গোধূলির দিকে তাকিয়ে কবিতা পাঠ করলে।
কিভাবে বুজবে তুমি চারুলতা!
নীল পদ্ম আমি তোমাকে দিব না,
যদি তুমিও বরুনার মত কোন এক নারী হয়ে যাও।
দুরন্ত ষাঁড়ের চোখে লাল কাপর বাধতে পারবো না,
কারন সেখানে ব্যর্থ প্রেমিকের উল্লাস ছাড়া আর কিছুই নাই।
একটা তাজমহল অথবা পুকুর আরে ১২ বছর বড়শী বাওয়া,
পিতৃত্বের অবদান অস্বীকার করে কখনোই আমি আসতে পারবো না।
চারুলতা!!! আমি শুধু আমার কবিতার প্রত্যকেটি চরণে একটি কথা বলতে পারবো।
চারুলতা, আমি তোমাকে ভালবাসি।
তুমি বুঝে নিও। আমি তোমাকে ভালবাসি।
©somewhere in net ltd.