![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একাত্তোরের মাজননী কোথায় তোমার মুক্তি সেনার দল
প্রত্যেক দিনই সাত আটজন করে সাধারন মানুষ মারা যাচ্ছে। বিরোধীদল বলে এটা আমাদের নেতা। সরকারপন্থী দল বলে এটা আমাদের কর্মী বিএনপি- জামাত একে মেরেছে। আসলে এটা একটা জনপ্রিয় খেলা। মারা গেছে সাধারণ মানুষ। মৃত ব্যক্তির পরিবারের দিকে একটু তাকান। ভাবেন তাদের অবস্থাটি কি হতে পারে। যে ব্যক্তি টা মারা গেছে সেতো দলকে ভালোবেসেই তার জীবনটা উৎসর্গ করল (বিঃদ্রঃ এটা আমার কথা না, সিস্টেমে আসে) শুনলাম নাতো কোনদিন কোন দলের নেতাকে বলতে, দল কে ভালোবেশে শহীদ হয়েছে। তার পরিবারের জন্য আমাদের পক্ষ থেকে ১০ (দশ) টা টাকা দিলাম। তাহলে তাদের কি দরকার দলকে ভালবেসে মরণ কিনে আনতে। কেউ কি মরতে চায়। যাদের দিন এনে দিনে খেতে হয়, তাদের কাছে হরতাল মানে না খেয়ে থাকা। আর নেতা কর্মীদের কাছে, "আইজ হরতালরে চল পার্টি অফিসে যাই, দুইগা ডাইল ভাত খাইয়া আহিগা"। আপনাদের কাছে হরতাল মানে আনন্দের দীন। সাধারণ মানুষের কাছে যে কতুটু কষ্টের তা কোনদিন চিন্তা করেছেন? আবার বড় বড় কথা বলেন যে, আমরা জনগনের জন্য রাজনীতি করি। জনগনের জন্য না ছাই। বলতে পারেন না, নিজের স্বার্থের জন্য রাজনীতি করি। হাসিনা চায় একনায়কতন্ত্র, খালেদা খালা চায় তত্তাবধায়ক। তাদের নানামুখী কর্মসূচী। কেন এতো ভয়। "যেমন কর্ম তেমন ফল" এই কথা কি মনে নাই। আমাদের অধিকার আমাদরে ফিরিয়ে দেন। আমরা আর হাসিনা অথবা খালেদার থাকতে চাই না। দেশটা কি আপনাদের বাবার নাকি। এটা কি গতান্ত্রিক দেশ না, খালেদা হাসিনা তান্ত্রিক দেশ। বুঝি না কিছু। এটা ষোল কোটি জনগণের দেশ না। এটা দুই জন মানুষের দেশ। ১. খালেদা ২. হাসিনা।
২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩১
ডাকপিয়ন রািকব বলেছেন: যার কারণেই মারা যাক না কেন, যাবে কেন?
২| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ২:২৪
মাজহারুল হুসাইন বলেছেন: আমাদের লাশ সহ্য করার ক্ষমতা বেড়ে গিয়েছে ।
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১৯
ডাকপিয়ন রািকব বলেছেন: না বেড়ে কি আর উপায় আছে। মনে চায় আর একবার যদ্ধ করতে। সেটা আ'লীগ বিএনপি র হাত থেকে রক্ষা পেতে।
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২৪
মাজহারুল হুসাইন বলেছেন: এ ২ দিনে যারা মারা গিয়েছে, তাদের বেশি ভাগ পুলিশের গুলিতে । যত্রতত্র গুলি দেশের জন্য ভাল কিছু বয়ে আনছে না । বরং ক্ষমতা হারালে মানবতা বিরোধি অপরাধের দায়ে বিচার হয়ত হবে । তখন তার সমর্থকরা এভাবে বেঘোরে মারা পড়বে ।