নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাকিব হোসেন (রকি)

আমি যুক্তি খুব ভালবাসি, আর যেখানেই অযৌক্তিক কিছু দেখি তখনি বাধ ভেঙ্গে দেই আর এ জন্যই অনেকের দৃষ্টিতে আমি শত্রু, অনেকের দৃষ্টিতে আমি পাগল, অনেকের দৃষ্টিতে আমিই ঠিক, স্বার্থপরতার গোলকের বাইরে এক পৃথিবী দেখার অপেক্ষায়.....

রাকিব হোসেন (রকি) › বিস্তারিত পোস্টঃ

National ID র মাধ্যমে সিম Registration এর একটি Weak পরিকল্পনা প্রসংগে......।।

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১৮

সৎ পুলিশ অফিসার হতে পারে কিন্তু সৎ ক্রিমিনাল হতে পারেনা । যে সিম দিয়ে অপরাধ সংঘটিত হবে সে সিম কি অপরাধী কোনদিন নিজের National ID দিয়ে Registration করবে? ফটকপির দোকান থেকে অথবা অন্য কোন উপায়ে তারা কোন সাধারন পাবলিকের National ID সংগ্রহ করেই Registration করে ফেলবে। কারন তাদের সিম active থাকাটা আমাদের সিমের চেয়ে বেশি জরুরী। আমরা অনেকেই আছি যারা সময়ের অভাবে, আলস্যের কারনে বা না জানার কারনে Registration করবনা, কারন আমাদের মধ্যেত কোন প্যাচ নাই । তখন সেই সিমগুলি inactive করে দেওয়া হবে ভোগতে হবে আমাদের ই । বিঃদ্রঃ ক্রিমিনালের সিম কিন্তু ঠিকই active থাকবে কারন তাদের সিম active থাকাটা আমাদের সিমের চেয়ে বেশি জরুরী। ক্রিমিনাল তার কাজ দেধারছে করতে থাকবে কিন্তু মাইঙ্কা চিপায় পরবে সেই হতভাগা National ID র মালিক । তাকে হেস্তনেস্ত করা হবে, তার মত আরো অনেককে করা হবে। তারপর কর্তিপক্ষের টনক নরবে, এরপর বুঝতে পারবে তাদের এই বৃহৎ পরিকল্পনা আসলেই একটা কল্পনা ছিল ।
কর্তিপক্ষের ম্যাকগাইভারিং এর উন্নতি প্রত্যাশায়-Rakib Hossain Rocky.

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৪

গেম চেঞ্জার বলেছেন: বিষয়টা নিয়ে দ্বায়িত্বশীল প্রতিষ্টানের কাজ করা দরকার। প্রত্যেকে যাতে নিজের ন্যাশনাল আইডি থেকে নিজের নিবন্ধনকৃত সিমসমূহের নাম্বার চেক করতে পারে সে ব্যবস্থা করা দরকার।

২| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২১

রক্তিম দিগন্ত বলেছেন: শুধু অপরাধীরাই না, যাদের NID নেই তারাও একই ভাবে কাজ চালাচ্ছে।

বলতে গেলে কিছু অপরাধির জন্মই হচ্ছে এভাবে, সিম তো আমার নামে না - যা খুশি তাই করি, কে আর ধরবে?

একটা ভাল সিস্টেম দরকার, যেইটাতে সবার উপকার হবে।

৩| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:০৯

প্রলয়শিখা বলেছেন: সিম রেজিস্ট্রেশন সিস্টেমে পরিকল্পনার অভাব স্পষ্ট। আমি এখনও ন্যাশনাল আইডি হাতে বুঝে পাইনি ইউনিয়ন পরিষদ থেকে। কেমনে কি, ম্যান!!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.