![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রশ্ন:-9: নির্দেষ্ট রেঞ্জের মধ্যে যেমন 5-7 এভাবে কি প্রিণ্ট করা যায়?
প্রশ্ন:-10: ভিন্নক্রমানুসারে কি প্রিন্ট করা যায় যেমন 3,5,7,9 এভাবে?
*******৯ নং প্রশ্নের উত্তর:*******
হ্যাঁ নির্দিষ্ট রেঞ্জের মধ্যে প্রিন্ট দেওয়া যায়। এটি করার জন্য Ctrl + P ক্লিক করার পর-
১। Pages বক্সে 5 লিখে মাইনাস চিহ্নতে ক্লিক করে 7 (5-7) । অর্থাৎ যে সংখ্যা থেকে শুরু করবেন ঐটা লিখে মাইনাস চিহ্ন দিয়ে শেষ সংখ্যা লিখে
২। প্রিন্ট ক্লিক করলে 5 থেকে 7 পর্যন্ত যতগুলি পেজ ছিল সব প্রিন্ট হবে।
*******১০ নং প্রশ্নের উত্তর:*******
ঠিক একই ভাবে যদি
১। Pages বক্সে 2,7,9 লিখে
২। প্রিন্ট ক্লিক করেন তাহলে 2নং পেজের পর 7 এরপর 9 এভাবে প্রিন্ট হবে। আর হ্যা Pages বক্সে এর নিচে কিন্তু আপনার পেজ সেটাপ করার জন্য সব অপশনই রয়েছে, যেগুলি ওয়ার্ডে Layout রিবনে ছিল, প্রয়োজন হলে সেখান থেকে ঠিক করে নিবেন।
পরবর্তী ক্লাস থেকে মূল টিউটরিয়ালসগুলি দিব, এ বিষয়গুলি সহজ হলেও অনেকে জানেনা। সেজন্যেই দেওয়া।
ধন্যবাদ।
২| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
প্রশ্নবোধক (?) বলেছেন: অনেক আগে ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত টাইপের কাজ করতাম। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল অনেক বেকারের জীবনে আশীর্বাদ।
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
সুমন কর বলেছেন: চলুক....