![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্লান্ত বিকেলে ঝিমধরা সদ্য ঘুম হতে জাগ্রত সত্ত্বার আঁকুতি তুমি বুঝবে কি?
উদাস দুপুরে দূবোধ্য চাহনির অন্তর্নিহিত তাৎপর্য্য তুমি বুঝবে তো?
দুঃস্বপ্নে ভগ্ন নিদ্রার কুক্ষন অনুধাবন করতে তুমি পারবে তো?
নির্ঘুম রাত্রির বিদায়ক্ষণে ভোরের আলোর চ্ছটা তোমাকে আমার নিশি জাগরণ সম্বন্ধে কোন ধারনা সৃষ্টি করবে তো?
এই হৃদয়ের সকল কষ্ঠি, কাষ্ট সকল দূর্নিবার দুশ্চিন্তা তোমার হৃদয়কে বিচলিত করেতে তো লক্ষী????
আমার সকল উৎকন্ঠায় তোমার মায়ার অধর দ্বারা শান্ত করতে পারবে তো জানপাখি????
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৩
রাকিব পলাশ বলেছেন: 1st page a kobe dekhbo amai?