নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তেজষ্ক্রিয় রশ্মি

রাকিব পলাশ

ভালবাসার ধুম্রজালে পুরোদমে আটকা আমি

রাকিব পলাশ › বিস্তারিত পোস্টঃ

সম্পর্কটা যখন রক্তের_

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:০৭

আমরা কার্নিভাল, কুষ্টিয়া।

প্রথম থেকেই আমাদের কাজের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামুলক কাজের সাথে জড়িয়ে আছি আষ্টে পৃষ্ঠে। আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট ভিত্তিক এই সংস্থাটির যাত্রা ১২-১২-১২ থেকে। আমাদের সাথে আছে একদল পাগল আর পাগলী যারা আহারাত্র দিন বিভিন্ন অকাম নিয়ে ব্যস্ত আছে।



তাদের অকামের কিছু ধরন নিচে সন্নিবেশ করলাম।



১। নিজেদের মধ্যে থেকে টাকা উত্তোলন করে পথশিশুদের শীতবস্ত্র প্রদান।



২। শহরের দোকানপাট, অলিগলির বাড়ি থেকে ভিক্ষা করে, সেই টাকা পৌছে দিয়েছে কুষ্টিয়ার সাভার ভিকটিমদের মাঝে।



৩। পুলিশদের সম্মানার্থে নিয়েছে বিশেষ পদক্ষেপ যখন কিনা পুলিশ হয়ে উঠেছিল মানুষের চোখের বালি।



৪। জনমনে সবসময় জাগিয়ে তুলেছে সচেতনতার ধান।



৫। বৈশাখে কুষ্টিয়া বাসীকে আনন্দের মাত্রা কয়েক গুন বৃদ্ধি করেছিল এই কার্নিভাল, বৈশাখী কার্নিভালের মাধ্যমে।



৬। শহরের উড়ন্ত বাইকার (হাই স্পিডি মটর বাইক চালক) দের নিয়ে চালিয়েছে জোড় প্রচেষ্টা, এবং বের করে এনেছে মোক্ষম কিছু উপায় ও কৌশল।



৭। সর্বশেষ কিন্তু শেষ নয়। এখন চলছে মানব দেহের এক শ্রেষ্ঠ তরল সম্পদ নিয়ে তোড়জোড় যুদ্ধ। আমাদের অঙ্গীকার আমরা কুষ্টিয়ার কোন পরিবারকে রক্তের জন্য চিন্তা করতে দেব না। আমরা রোজ অনেক রোগীর জন্য রক্তের ব্যবস্থা করে দিচ্ছি। আমরা ইতিমধ্যেই রক্তের গ্রুপ ও প্রয়োজনীয় তথ্যসহ একটা ডাটাবেজ তৈরী করেছি।



৮। বর্তমানে আমরা শহরের স্বনামধন্য স্কুল, কোচিং ও কলেজগুলোতে রক্ত দান সম্পর্কে মটিভেট লেকচারের মাধ্যমেও মোটামুটি সারা পাচ্ছি।



আমাদের কাজগুলো জানতে এবং আমাদের জানতে ভিজিট করুন



http://www.facebook.com/mycarnival?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.