![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বারবার আশায় বুক ভরিয়ে
তুমি যাও হারিয়ে
কথা দিয়ে ভুলে যাও,
দূরে ঠেলে চলে যাও,
অভিমানে।
কতদিন বলেছি, দীর্ঘদিন
থেকোনা প্রিয়া তুমি আমিহীন,
নিঠুর প্রিয়া তুমি
তবুও বদন চুমি
অনুরননে।
আমি যুবক, আমি প্রেমিক
আমি আশাহত হলে দাম্ভিক,
তুমি নারী, তুমি প্রেম
তুমি স্বপ্ন গড়ার ফ্রেম,
এ জীবনে।
তুমি শাসন, তুমি বারন
তুমি ভালবাসার উচ্চারন, ব্যকরণ, উদাহরন
তুমিহীন জীবন আমার,
নিরুদ্দেশ, আশাহীন, নির্বিকার,
নাও জেনে।
©somewhere in net ltd.