![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্মৃতিগুলো ধরে না রাখাই ভালো। আনন্দ স্মৃতি যদিও সাময়িক প্রশান্তি দিতে পারে কিন্তু ভাবনার কড়িডোরে বেশিরভাগ সময়ই দুঃখের স্মৃতিগুলোই কড়া নাড়ে। মানুষকে নিরবে কাঁদাতে পারদর্শী শুধু এই একটা এ্যাবস্ট্রাক্ট ইলেমেন্ট ই আছে, আর তা হল স্মৃতি। শারীরিক আঘাত ব্যতীত যেকোন কান্নার পেছনেই মূল চালিকাশক্তি হল স্মৃতি। আনন্দ, দুঃখ দুই প্রকার স্মৃতিই মানুষকে কাঁদাতে সক্ষম।
তবে হ্যা, যারা স্মৃতিগুলোকে আউড়ে কেঁদে প্রশান্তিবোধ করে, তাদের জন্য স্মৃতি একটা বিশাল এন্টিবায়োটিক।
প্রকৃতপক্ষে কান্নার সুখ অনুধাবন তারাই করতে পারে যারা অতীত স্মৃতিটাকেই ভবিষ্যতে বাস্তবায়িত করার স্বপ্ন দ্বন্দহীন চিত্তে দেখতে পারে।
©somewhere in net ltd.