নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তেজষ্ক্রিয় রশ্মি

রাকিব পলাশ

ভালবাসার ধুম্রজালে পুরোদমে আটকা আমি

রাকিব পলাশ › বিস্তারিত পোস্টঃ

মহামানব_

২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৮

মহামানব দেখেছেন কখনো???



নিশ্চয় বলবেন, আরেনা ঐসব মহামানব টানব মান্ধানত্তার আমলের কথা। এখন আর ঐসব বিশেষণ সম্পন্ন ব্যক্তি পাওয়া যাবেনা, শুধু বিশেষণ টাই রয়ে গেছে।



না ভাই, এখনো মহামানব আছে। হ্যা, আপনার আমার ভেতরেই লুকিয়ে আছে মহামানব।



গতকাল নিজের গ্রামে দেখা পেলাম এমন এক মহামানবের।



ভালবাসার উষ্ণতা । শীতার্তদের জন্য ইভেন্টের শীতবস্ত্র সংগ্রহে আমাদের টিম গতকাল ছিল কুষ্টিয়ার কুমারগাড়া গ্রামে। আমাদের বাড়ী বাড়ী বস্তা নিয়ে ঘোরাফেরা করতে দেখে একজন সাইকেল আরোহী জানতে চাইলেন আমরা কি করছি। তখন আমাদের লিমন ভাই উনাকে বুঝিয়ে দিলেন আমাদের উদ্দেশ্য এবং একই সাথে আমাদের সাথে কাজ করার কথাও বললেন। উনি সোজা জানিয়ে দিলেন তার বাড়িতে কোন পুরোন কাপড় নেই। একথাটাতে ঠিক যতটা কষ্ট পেয়েছিলাম আমরা উনি তা ঘুচিয়ে দিলেন তার পরবর্তী এ্যাকশনে



" উনি তার নিজের গায়ের শার্টটা খুলে দিয়ে ছোট্ট করে একটা হাসি দিয়ে বললেন, "পাঠিয়ে দিয়েন"



হা হয়ে গেলেন!!!!!! পারবেন আপনি এমনটা করতে?????











মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.