নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তেজষ্ক্রিয় রশ্মি

রাকিব পলাশ

ভালবাসার ধুম্রজালে পুরোদমে আটকা আমি

রাকিব পলাশ › বিস্তারিত পোস্টঃ

অভিসম্পাতময় ভালবাসা_

২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৬

কেমন আছো তুমি?? ভালো তো? আমি ভালো নেই। তোমার জন্য হাজারটা স্বপ্নের জাল বুনতে বুনতে আজ আমি ভীষণ ক্লান্ত। অনেক ক্লান্ত হয়ে বুঝতে পেরেছি, ভালবাসা মানে স্বপ্ন দেখা নয়, অনেকটা চাওয়া-পাওয়া, হাসি-কান্না, অভিমান, প্রতীক্ষা আর ১+১=২ এই সহজ অংক মেলানোর সবচেয়ে কঠিন চেষ্টা। জানি তুমি আমায় ভালোবাসোনা তাই দূরে সরে যাচ্ছি। কিন্তু আমি কাপুরুষ নই। আমি স্বেচ্ছায় নির্বাসন নিতে জানি। তাতে আর যাই হোক ভালোবাসার একটু মান তো পাওয়া যাবে। তবে কখনো এই ভেবে কেঁদোনা যে, কেউ তোমাকে ভালোবাসেনি, কেউ তোমার জন্য কাঁদেনি। আমি তোমাকে ভালোবেসেছি, আমি তোমার জন্য কেঁদেছি। হয়তো তোমার মনের মত করে নয়। আমার মত, নিখুঁতভাবে।



জানো____ ??



কোন এক সময় শুধুই তোমাকে নিয়ে আমার সকল স্বপ্ন-আশা, চাওয়া-পাওয়া ছিল। বলতে পারো, তুমি ছিলে আমার দ্বিতীয় রংধনু। ভাবছো কথাগুলো আমার মুখের কথা......... ???



হ্যাঁ তা তুমি ভাবতেই পারো। কারণ তুমি কখনো জানতে চেষ্টা করনি যে, তোমাকে আমি কতটা ভালোবেসেছিলাম। কিন্তু এখন ভূলতে চাচ্ছি, শুধু মুক্তি নিতে চাচ্ছি এই না পাওয়া ভালোবাসা থেকে। হঠাৎ করে বদলে গেছি আমি, তাইতো তোমার জন্য আর অপেক্ষায় থাকবো না, তোমার জন্য হৃদয়ে ভালোবাসা না রাখার চেষ্টা করছি। যেটুকু ভালোবাসা আছে তার কারণে তোমার খোঁজ খবর রাখা, কল করে বিরক্ত করা আর চাই না কোন এক পথের বাঁকে তোমার সাথে আমার দেখা হোক।



তবে আমি ঐ দিনটার অপেক্ষায় আছি, যেদিন না পাওয়া ভালোবাসার কষ্টে তুমিও কাঁদবে। হয়তো আমি ঐ দিন মনের অজান্তেই হেসে উঠবো।













মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫১

নীল মুদ্রা বলেছেন: ভালোবাসা জিনিসটাই এমন যা কেউ পেলে তার মর্ম বোঝে না কিন্তু না পেলে কাঁদে.............

২| ২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯

সাহেবুল বলেছেন: মনে হলো আমার মনের কথাগুলোই লিখেছেন। কিন্তু আমি যে এই না পাওয়া ভালোবাসা থেকে মুক্তি ও পাচ্ছি না। এটা খুবি কষ্টকর।

৩| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৭

ফরিদ আলম বলেছেন: চমতকার হয়েছে ভাই। এরকম অবস্থা একসময় আমারো ছিল। আজ নিজের উপর হাসি পাই। আর আমি তার থেকেও ভালো কাউকে পেয়েছি। আসলে আল্লাহ পুরুষ এবং তার সঙ্গীনিকে একই সত্তা থেকে সৃষ্টি করেছেন। আর তাই যে আপনার জীবন সঙ্গীনি হবে আসলে সে আপনারই এক টুকরো।

৪| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৫

রাকিব পলাশ বলেছেন: নীল মুদ্রা ভাই, আমি কিন্তু প্রথম থেকেই সিরিয়াস ছিলাম, মর্ম ও অনুধাবন করেছি, ভালো ও বেসেছি অনেক, তবুও আমাকে ছেড়ে চলে গেল। তবে হ্যা আমি ও না পেয়ে কেদেছি, অনেক কেদেছি কিন্তু কান্নার দাম যে দিতে জানে না তার জন্য কেদে কি লাভ, যদিও লাভ ক্ষতি চিন্তা করে কান্না আসেনা।

৫| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৮

রাকিব পলাশ বলেছেন: হ্যা সাহেবুল ভাই, বেশির ভাগ প্রেমিকের হৃদয়ের ক্ষতচিহ্ন ই এরকম। এটা একটা সাধারণ ছেলেরই কষ্টগাথা তাই মিলে যাওয়া টা স্বাভাবিক।

৬| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩১

রাকিব পলাশ বলেছেন: আসলে ফরিদ আলম ভাইয়া, একটা কথা আছে।

" যে মাছটা ফসকে যায়, সেটা বড় ই হয়"

আমার ক্ষেত্রে হয়ত তাই মনে হবে। তবে আপনার মন্তব্য থেকে আপনার প্লিজড মনোভাব টা বুঝতে পারলাম। এটাই ভালো_

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.