![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুম, তন্দ্রা, নিদ্রা যাই বলি না কেন, তা ছিল একসময় আমার সবচেয়ে প্রিয়। কিন্তু যখন থেকে তুমি এসেছিলে ঠিক তখন থেকেই আমি তন্দ্রার প্রতি মোহ হারাতে থাকলাম। আর ধীরে ধীরে আমার সমস্ত মোহ, নেশা জড়িয়ে ধরতে থাকলো তোমাকে।এরপর খুব চুপিসারে ধীর কদমে চলে গেলে তুমি। আবার আমি ঘুমের কাছে হার মানলাম, আবার হয়ে গেলাম তন্দ্রার।
এখন আবার ফিরেছো তুমি, ফিরেই রাঙিয়ে দিচ্ছিলে তোমারি নিজ হাতে ভাঙা এই হৃদয়টাকে, আগের থেকেও দ্বিগুন আসক্তিতে টানছিলে আমায়, খুব আপন লাগছিলো তোমায়। কিন্তু যে আমি তোমার জন্য নিশিদিন একেকটা মুহুর্ত গণনায় মশগুল, সেই তুমি খুজে ফিরছো অন্য কাউকে, বুঝতেই পারিনি, এবার ফিরে আসার সময় তুমি শিখে এসেছ অনিন্দ্য অভিনয়।
তাই আমি আর জাগবোনা, আমি আবার তন্দ্রার হয়ে যাবো, আবার সুখ খুজবো নিদ্রার কাছে। আমি বিশ্বাস করেছিলাম
" শামকো জো চালি যায়ে, শুভামে জো লট আয়ে, ও তুমহারা হে--------"
কিন্তু আমার বিশ্বাস শত ভাগই--- ভুল,,,,,,,,,, ভূল,,,,,,,,,,,,,ভূল
©somewhere in net ltd.