![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমায় প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই নিজের অজান্তেই তোমার প্রতিকৃতি এঁকে নিয়েছি এই হৃদয়ের ক্যানভাসে। তোমার ঐ হীরকের ছাঁচে তৈরী মিষ্টি মুখখানি কখনই এ চোখের আলো ভুলতে পারে না। তোমার ঐ মায়ামাখা উৎসুক দৃষ্টির চাহনি, লজ্জামাখা মুখ ফিরিয়ে নেয়ার অকৃত্রিম কৌশল,,,, সবকিছুই বিমোহিত করেছিল আমাকে। তোমার চাঁদমুখে কোন হাসি দেখিনি আমি, জানতে খুব সাধ জাগে আমার স্বপ্নের রানীটা হাসলে আকাশের ডানামেলা পরীরা কি লজ্জা পাই?? জানিনা তোমার ঐ নিষ্পাপ হৃদয়ে একটুও আঁচর কাটতে পেরেছি কিনা। দেখোনা আজতোক তোমার ঐ নিষ্পাপ চাহনি হৃদয় থেকে একটুও বিস্মৃত হয়নি। আজো তুমি হৃদয় মন্দিরে প্রতিদিন শতবার প্রদক্ষিণ করে আমাকে নির্ঘুম রাত্রি আর অন্যমনস্ক দিনাতিপাত করাচ্ছো।
©somewhere in net ltd.