নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তেজষ্ক্রিয় রশ্মি

রাকিব পলাশ

ভালবাসার ধুম্রজালে পুরোদমে আটকা আমি

রাকিব পলাশ › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা দিবস এবং দুই জোড়া চোখের ভালোবাসার গল্প

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫১

১৪ ফেব্রুয়ারি২০১৪ পথেঘাটে, ঝোপে ঝাঁড়ে, বাসের ভিড়ে, সিএনজি, রিক্সায় হরেক রকমের ভালবাসার দেখা মিলল। কিন্তু এত দৃশ্যের মধ্যেও একটা দৃশ্য মন ছুয়ে গেল।



লোকটা মনে হয় মাস পাঁচেক মত হবে বাবা হয়েছে। বাসে করে যাচ্ছে বউকে নিয়ে কোথাও ঘুরবে হয়ত। বাচ্চাটাকে জড়িয়ে কড়িয়ে নিজের কোলেই রেখেছে লোকটা, আর বউয়ের খোপায় এক থোপা গাঁদা ফুলের মালাও পড়িয়ে দিয়েছে। দুজন একসাথে বসতেও পারলো না তারা, কেননা মহিলাটা বসলো মহিলা সিটে আর লোকটা আরেক সিটে। আমি শুধু লক্ষ্য করলাম ও একে অপরকে খোঁজা। বাসের মধ্যে দাড়ানো লোকের ভিড়েই খুঁজে ফিরছে তারা একে অন্যকে। আমি এই পাগলের মত খোঁজার মাঝেই দেখতে পেলাম এক অনাবিল অপার পবিত্র প্রেম, নিখিল ভালবাসা। তবে আমার বিশ্বাস তাদের এ ভালবাসা একদিনের না, তারা রোজ ভালবাসে একে অন্যকে চোখে চোখে, খুঁজে খুঁজে।



অম্লান হোক সকল পবিত্র প্রেম, অপার্থিব ভালবাসা। বাঙ্গালী বেঁচে থাকুক তার নিজ বৈশিষ্ট্য নিয়ে, নিজ ঐতিহ্য নিয়ে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০২

ছাসা ডোনার বলেছেন: আললাহ উনাদের ভালবাসাকে আজীবনের জন্য স্বায়ী করুন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.