নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তেজষ্ক্রিয় রশ্মি

রাকিব পলাশ

ভালবাসার ধুম্রজালে পুরোদমে আটকা আমি

রাকিব পলাশ › বিস্তারিত পোস্টঃ

এখনো নষ্ট হয়ে যায়নি_

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৯

জানিস মা, এখনো পুরোপুরি নষ্ট হয়ে যায়নি আমি,

তা না হলে তোর ছেলেদের গৌরবগাঁথা শুনলে আমার চোখে জল আসে কেন বল?



এখনো সম্পুর্ন নষ্ট হইনি রে মা,

এখনো এ হৃদয়ে কেঁপে কেঁপে ওঠে তোর চাপাকন্না।



তোর ছেলে এখনো অন্যায়ের প্রতিবাদ করেতে জানে

এখনো তার হৃদয়ে ক্ষণে ক্ষণে গর্জে ওঠে আগ্নেগিরি,

এখনো বুকের মধ্যে বাস করে অনন্ত দুঃসাহস,

এখনো শক্তি আছে তোকে শত্রুর কবল থেকে ছিনিয়ে আনার।



মা তোর ছেলেকে এত পাষাণ ভাবিস কেনো মা,

তোর ছেলে এখনো তোর আদর্শ বুকে ধারণ করে,

তোর উপরে হাজার বছরের নির্যাতনের কালিমা,

এক নিমিষে দূর করতে তোর ছেলে এখনো বদ্ধ পরিকর।



মারে তোর মিষ্টি ভাষায় মধুর গান শুনবো বলে,

তোর মুখের ভাষা আমি কেড়ে নিতে দেইনি কাউকে,

তোর বুকে ঘুমাবো বলে কাউকে প্রশ্রয় দেয়নি তোর সীমানায়,

তোর সেই ছেলে আমি মা, এখনো আছি, থাকবো।



মা তোর ছেলে পঁচে যায়নি মা,

এখনো তোর ছেলের বুকে আড়মোড়া দেয় অনুভুতি

তোর কথায় সিক্ত হয় তার বুক, চোখ,মুখ

তোর মমতায় স্নিগ্ধ হয় তার অবয়ব।



তোকে অনেক ভালোবাসিরে মা,

তাই তোর বুকে যেতে বারবার ঝাঁপিয়ে পড়ি

মরণ যুদ্ধে, শহীদ হব আর তোর বুকে ঘুমাবো,

মৃত্যুর পরেও থাকবো তোর আশ্রয়ে, তোর কোলে।



আমি এখনো পুরোপুরি নষ্ট হয়ে যাইনি রে মা,

তোর বুকে ঘুমানোর যোগ্যতা আমি অর্জন করে নিব,

আগলে রাখিস মা, যেমন করে রেখেছিস।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.