নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তেজষ্ক্রিয় রশ্মি

রাকিব পলাশ

ভালবাসার ধুম্রজালে পুরোদমে আটকা আমি

রাকিব পলাশ › বিস্তারিত পোস্টঃ

কল্পনা_

০২ রা মার্চ, ২০১৪ সকাল ১১:২০

মাঝে মাঝে ভাবনাগুলো কেমন যেন এলোমেলো হয়ে যায়,

হারিয়ে ফেলি নিজেকে, তারপর ঘুরতে থাকি অজানা অচেনা এক কল্পনার জগতে।

কখনো খুঁজে ফিরি সুখ,

কখনো খুঁজে ফিরি ভালবাসা,

কখনও বা এক বুক স্নেহ।



কল্পনার কড়িডরে কত স্মৃতি রুপ নেয় পরিকল্পনায়,

কত পরিকল্পনা পায় বাস্তবতা কিন্তু সমস্ত কিছু এক নিমিষেই হারিয়ে ফেলি

যখন কল্পনার জালে বিধেঁ হোচট খাই মনে।



জানো?



তোমায় নিয়ে স্বপ্ন দেখবো বলে সারাদিন হাজারটা কল্পনার জাল বুনি,

কত রকম প্রণয়ে, কত রকম ছলে!!

কিভাবে তোমায় ভালবাসবো, তোমার ভালবাসা ছিনিয়ে নিব???



আমি স্বপ্নচারী কিন্তু স্বপ্নে তোমায় পাইনা,

কি জানি,,, হয়ত বিধাতা আমার জীবনে তোমার বাস্তব উপস্থিতি ঘটাবে

তাই স্বপ্নেও দূরে রাখছে তোমাকে আমার থেকে।



তাতে কি!! আমার কল্পনার জগতে তো আর কেউ বাঁধা দিচ্ছে না,

তাই আমি জেগে জেগে স্বপ্ন দেখি,

হুম,, জেগে-জেগে



আর এটাই হল কল্পনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.