নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তেজষ্ক্রিয় রশ্মি

রাকিব পলাশ

ভালবাসার ধুম্রজালে পুরোদমে আটকা আমি

রাকিব পলাশ › বিস্তারিত পোস্টঃ

ছবিটা_

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪০

মুখে আর কি বলবি?

যখন কথা বলে তোর ছবি!!

দৃষ্টির আর কাজ কি?

যখন অপলক তাকিয়ে থাকে তোর ঐ কালো টিঁপ!!



আমি নির্বাক চেয়ে থাকি,

হারাতে থাকি, তোর মাঝে_

তোর ঐ কালো টিঁপটাকে,

ভাবতে থাকি তৃতীয় নয়ন!!!



সবুজ ঘাসেরা লজ্জায় ম্লান হয়েছে

তোর ঐ কালো কেশের নমনীয়তায়,

তাই নিজেকে নিভিয়ে দিয়ে

ফুটিয়ে তুলেছে তোকে_



বজ্র কন্ঠে ওরা প্রকাশ করছে

আমি ধন্য,

আমরা ধন্য,

তোমায় এ বুকে পেয়ে।



প্রকৃতি তোকে আষ্টেপৃষ্টে

যেন ধরে রাখতে চাই,,

তাই কয়েক গুচ্ছ তৃণ

এগিয়ে চলেছে নির্দিদ্বধায় ।



ওদেরই মধ্যে একজন

যেন তোকে দেখতে দেবেনা আর কাউকে

তাই তোর দক্ষিণ দৃষ্টিকে সে

আবৃত করেছে অনায়াসে।



একফোঁটা শিশির বিন্দু যেন

তোকে প্রকৃতির কন্যা ভেবে

নিজেকে সহসা আশ্রয় দিয়েছে

তোর নাকফুল হয়ে।



সেই শিশির বিন্দুও

তোর পবিত্র পরশে

পরিনত হয়েছে

জ্বলজ্বলে হীরক খন্ডে_



রংধনু থেকে যেন

লাল আভা নিজে থেকে

এসে ধরা দিয়েছে

তোর ঠোঁটে।



সূর্য তার অসহনীয় রশ্নিকে

তোর উপর বর্তাতে নারাজ

তাইতো মোহনীয় আলোটুকুই পাঠিয়েছে

শুধু তোর জন্যে_



প্রকৃতির এই সমীহ-ই প্রকাশ করে

তোর পবিত্রতা_

বাড়িয়ে দেয় তোর চেহারার মায়া

বাড়ায় আমার একাগ্রতা_



সত্যিই আমি বিমোহিত

আমি আসক্ত

কেন এত মায়া?

এত-- মায়া এখানে??



আমি পুড়ে যাচ্ছি

আমি গলে যাচ্ছি

আমি নিঃশেষ হচ্ছি

তবুও তোকেই দেখছি-খুঁজছি---

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৩

কলমের কালি শেষ বলেছেন: ভালো লিখেছেন ।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৯

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.