![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জানি মেয়েটা প্রচন্ড ভালবাসে আমায়,
ওর কন্ঠের অভিমানী সুর,
ওর পাগলীর মত বিচ্ছিন্ন কথা,
ওর কান্না লুকানো ছদ্মবেশী কন্ঠ,
সবকিছু এই আমার অপেক্ষায়।
আমি জানি মেয়েটা প্রচন্ড ভালবাসে আমায়,
আমার ঘরের কোনায় কোনায় ও খুঁজে ফেরে আমায়,
ভালবাসার প্রতিটা স্পর্শকে পুনঃজীবিত করতে চায়,
আমার ছোঁয়া লাগা প্রতিটা জিনিস ছুঁয়ে শিহরিত হয়।
আমি জানি মেয়েটা প্রচন্ড ভালবাসে আমায়,
নিজের ইচ্ছে আকাংখা সবকিছু জলাঞ্জলী দিয়ে,
জীদ ধরে সে যুদ্ধ করে আবেগের সাথে,
আমার জন্য, শুধু আমার জন্য।
আমি জানি মেয়েটা প্রচন্ড ভালবাসে আমায়,
আমাকে খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে একসময় পাগলীটা তলিয়ে যায় ঘুমে,
কিন্তু আমি বেহায়া, ওকে কষ্ট দেয়ায় আমার ধর্ম,
দেখা দিই দুঃস্বপ্ন হয়ে ওর চোখে,
তারপর ঘুম ভেঙে একনাগারে কান্না।
আমি জানি মেয়েটা প্রচন্ড ভালবাসে আমায়,
রাতে আমার জামাটাও গাঁয়ে দিয়ে অনুভব করে আমায়,
আমার দেয়া নগন্য নেকলেসটা কে হীরের সম্মান দিয়ে জড়িয়ে রাখে গলায়,
তারপর কয়েকফোঁটা অশ্রু, অতঃপর হারিয়ে ফেলে নিজেকে আমার মাঝে।
আমি জানি মেয়েটা প্রচন্ড ভালবাসে আমায়,
ওর রাগ, ওর অভিমান, ওর কান্না, ওর অবুঝ মনের হাহাকার,
ওর পাগলামী, ওর অভিনয়, ওর অনুনয়, ওর বিনয়,
সবকিছুকে ভালবাসি আমি, কারণ আমি জানি...
...........মেয়েটা প্রচন্ড ভালবাসে আমায়!!!
২| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৮
প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৫
কানিজ রিনা বলেছেন: সেকি আপনার নিজের মেয়ে নয়।