![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হাসতে পছন্দ করি হাসাতে পছন্দ করি। খুব সাধারন একজন মানুষ কোন বিশেষত্ব নেই এটাই আমার পরিচয়।
একটা জোকসস দিয়েই শুরু করছি, সারা পৃথিবীতে মানুষ অনিরাপদ বোধ করলে পুলিশের কাছে যায়। আর আমরা বাংলাদেশীরা সবচেয়ে অনিরাপদ বোধ করি সামনে পুলিশ দেখলে!
আসলে আমরা বাংলাদেশীরা সবকিছুতেই উলটো প্রতিক্রিয়া দেখাই। ১০ টাকার একটা রুটি চুরির মানতে পারিনা, এই অপরাধে ১১ বছরের ছেলেকে বেধে মারতে পারি, আবার হাজার কোটি টাকা চুরি খুব সহজেই মেনে নিতে পারি! আমরা খুব সহজেই সরকারি ব্যাংক থেকে টাকা লোপাট মেনে নেই কিন্তু রিক্সাওয়ালা ভাংতি নাই বলে দুটো টাকা বেশী নিলেই মানতে পারি না। সবকিছুই কেমন বোধগম্যের বাহিরেই থেকে গেল।
যখন সোনালী ব্যাংক থেকে চার হাজার কোটি টাকা লোপাট হলো, আমরা তেমন গা করিনি। আমাদের মাননীয় অর্থ মন্ত্রি বলেছিলেন এটা কোন টাকাই না। মানে এটা হতেই পারে। এরপর ব্যাসিক ব্যংকের লোন কেলেঙ্কারি কিম্বা জনতা ব্যংকের কর্মকর্তার বাসা থেকে বস্তা ভর্তি টাকা পাওয়া যায় তখনো আমরা মেনে নিতে পারি। এবার হঠাৎ করেই বাংলাদেশ ব্যাংক থেকে মাত্র আটশত কোটি টাকা সরিয়ে নেয়াটা মানতেই পারলাম না? সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক, জনতা ব্যাংক এর এমডিরা বহাল তবিয়তেই রয়ে গেলেন। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদত্যাগ করে সম্মান বাচালেন। সোনালী ব্যাংকের এমডি পদোন্নতি পেয়ে গভর্নর হলেন!! সত্যি অদ্ভুত এই বাংলাদেশ।
যিনি আগে থেকেই নিজের পদ এবং কার্যকলাপ নিয়ে সমালোচিত তিনিই কিনা পেলেন আরো বড় কাজের দায়িত্ব!!
আমাদেরমতো সাধারন মানুষের জন্য আসলে কেউ নেই, কেউ ছিলোও না। আমরা সবসময় একা ছিলাম এখনো আছি। এই পরিস্থিতিতে কি বা বলতে পারি?
আমার বাড়তি টাকা নাই...
ব্যাংকে রাখার ঝামেলা নাই।
নিজের টাকা নিজেই রাখবো
ইচ্ছে হলেই ব্যাংক ভাঙবো,
গুনবো বসে একা, দোকা..
মাটির ব্যাংকে রাখবো টাকা।।
অন্তত বাংলাদেশ ব্যাংক থেকে নিরাপদ। কেউ হ্যাক করতে পারবেনা হাইজ্যাক করলে, করতে পারবে!!
২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩৫
রাকিব সামছ বলেছেন: একে বারে সঠিক প্রশ্ন কিন্তু উত্তর দেবে কে?
ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:২১
আম আদমি বলেছেন: এখন যিনি গভর্ণর তিনি সোনালী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। তিনি কি আতিউর সাহেবের চেয়ে ভালো, নিষ্কলঙ্ক?